19/10/2025
বাবাটাও ক্যান্সারে আক্রান্ত হয়ে রমজান মাসের পর পরে মৃত্যুবরণ করে, পরিবারের হাল ধরার মতো সেই ছিল,,😅😭 একটা মিশুক গাড়ি ছিল,, যেটা ঋণ করে নতুন ব্যাটারি তুলে কোন রকম ভাবে সংসারটা চালাতো,, কিন্তু সেই গাড়িটাই তার জীবন এর কাল হয়ে দাঁড়ালো,, কোন যুগে বাস করতেছি আমরা,😅 গাড়ি নিয়ে যেতে তার জীবনটা তো তোরা ভিক্ষা দিতে পারতে,, তার মাকে সান্ত্বনা দেওয়ার মতো কারো কোনো পথ জানা নেই😭 আল্লাহতালা ধৈর্য ধরে তৌফিক din Amin❤️
অলিদহ গ্রামে মৃত্য আবু সাইদ এর ছেলেটাকে কেবা কারা ২মাস ২৬ দিন আগে মিশু গাড়ি সহ তাকে অপহরণ করে, এত দিন পরে তার লাশটা চকনিহাল গ্রামে রাস্তার পাশে একটি গরথর মধ্যে কচুরিপানার নিচে পাওয়া যায়, দুঃখজনক হলেও সত্য,শুধু হারগুলোই পাওয়া গিয়েছে 😭😭😭
আমরা প্রশাসনের কাছে সঠিক তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার দাবি করছি?