21/07/2025
নিরাপত্তা কোথায়?
আজ মাইলস্টোন কলেজে যা ঘটেছে, তা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল—এই দেশে পাইলট হোক বা সাধারণ মানুষ, কারোই নিরাপত্তা নেই।
বাংলাদেশের অনেক ডিফেন্স একুইপমেন্ট আর এয়ারক্রাফট সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয় না। বেশিরভাগি 2nd hand .কম মেইনটেনেন্সে চালানো হয় পুরোনো যন্ত্রপাতি, যেগুলো একেকটা ভ্রাম্যমাণ মৃত্যু ফাঁদ।
ক্যাডেটরা দিনরাত কষ্ট করে পাইলট, অফিসার হওয়ার ট্রেনিং নিচ্ছে। অথচ তাদের জন্য নেই নিরাপদ পরিবেশ,নেই পর্যাপ্ত সুরক্ষা। এদের জীবন যদি ঝুঁকির মধ্যে থাকে, তাহলে ভবিষ্যতে দেশ কে রক্ষা করবে?
সরকার, প্রশাসন বা বাহিনী—কার দায়িত্ব কার কাছে?
স্রেফ মেশিন উড়ল, আর ফিরে এল না—এই বাস্তবতা আর কতোদিন?
এই সব পুরোনো, ঝুঁকিপূর্ণ এয়ারক্রাফট দিয়ে আর কতজনকে ঝুঁকিতে ফেলা হবে? আর কত অফিসার সাধারণ মানুষের মৃত্যু হলে আমরা নিরাপত্তা পাবো?একটি দেশের ডিফেন্স এই যদি দূর্বল থাকে তাহলে কিসের উন্নয়নশীল দেশ?
প্রশ্ন একটাই—"নিরাপত্তা দেবে কে? এতগুলো প্রাণের দায় নিবে কে?"