31/12/2024
এই বছরের শেষ-প্রান্তে দাঁড়িয়ে ভাবি, কত
কিছু পেলাম, আর কি হারালাম।
সুখের স্মৃতিগুলো রোদ্দুরের মতো উষ্ণতা
দিল, আর বিষাদ-গুলো ছিল কুয়াশার মতো
অদৃশ্য বাঁধা।
কিছু প্রাপ্তি আনন্দের শিখায় প্রাণ
জ্বালালো, আবার কিছু হারানো কষ্টের
গভীরে ডুবালো।
সময় চলছে তার নিয়মে, রেখে গেছে
স্মৃতির মায়াজাল।