Rupali Akhi

Rupali Akhi chittagram

01/04/2025

©coleected
এইসব দুঃখের দিনে তুমি না হয় পাশে থাকলে না, ভালোবাসলে না। দিনশেষে ভালোবাসা না পাওয়ার আক্ষেপ নিয়ে বারবার ক্ষমা প্রার্থনা করি সৃষ্টিকর্তার দরবারে! তোমার সাথে আর এমন কী? র ক্তে র সম্পর্কের মানুষগুলোই দাম দিলো না!

এই যে হতাশাগ্রস্ত ভালোবাসাহীন জীবন, কে চায় বলো? এই যে এতদিনে বুঝলাম, তুমি আমার কেউ নও, এই অনুভূতি কী কম কষ্টের? যাকে এতদিন আপন ভেবে এসেছি, পুরো পৃথিবী আমার বিপরীতে গেলেও একমাত্র যাকে পাশে পাবো বলে ভেবেছি, সেই তুমিই তো বুঝিয়ে দাও তুমি আমার কেউ না!

তুমি ভালোবাসো?
কই, আমি তো অনুভব করি না! যদি ভালোবাসা জীবনে থাকেই, তবে কেন এত নিঃস্ব লাগে নিজেকে? অভিমানে, নীরবে নিভৃতে কেনো নিজেকে কষ্ট দেই?

ভালোবাসা এমন নয়, বিশ্বাস করো।
ভালোবাসা বাধ্য করে, ভালোবাসা পাওয়ার আনন্দে মানুষ জাগতিক দুঃখ ভুলে যায়! যে ভালোবাসায় আমাকেই ছুঁতে পারে না, তা পাওয়ার আনন্দ আমার কাছে নিছক দুর্ভাগ্য মনে হয়!

এইসব দুঃখের দিনে তুমি না হয় পাশে থাকলে না, ভালোবাসলে না। কিন্তু তাই বলে কী বুঝিয়ে দিবে, সত্যিই তুমি আমার কেউ নও? এই যে এমন হতাশায়, যন্ত্রণায় দুমড়েমুচড়ে যাচ্ছি, কোথাও একটুখানি শান্তি টুকু পাচ্ছি না, এই যে এক আকাশ পরিমাণ মানসিক অশান্তি নিয়েও তোমায় পাশে পাচ্ছি না, তোমার সঙ্গ পাচ্ছি না, এরপরেও তুমি ভালোবাসো?

যে ভালোবাসা আমায় একা করে দেয়, আমার ব্যাকুলতা যার হৃদয় স্পর্শ করে না, যে আমায় ছাড়া দিব্যি পার করছে সময়, তার কাছে আমি আর কতটুকুই বা দামী? মানুষ তো ভালো থাকতেই সম্পর্কে জড়ায়। আর যাই হোক, এমন দায়সারা সম্পর্কে মানুষ নিজেকে সুখী ভাবতে পারে না!

30/03/2025

Assalamualaikum
পবিত্র ঈদুল ইতরের শুভেচ্ছা 🌙
┏━━━━ ﷽━━━━┓
꧁🥰ঈদ মোবারক🥰꧂
┗━━━━ ﷽━━━━┛
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম
تَقَبَّلَ اللّٰهُ مِنَّا وَمِنْكُمْ

27/03/2025

বিচারের অপেক্ষা

কারো হৃদয়ে আঘাত দিয়ে ভেবেছো, তুমি বিজয়ী?

সময়ের পাতা এখনো উল্টানো বাকি, অপেক্ষা করো, হিসাব মিলবে ঠিকই।

কারো কান্নাকে উপহাস করছো?

নিজেকে খুব শক্তিশালী ভাবছো?

ভুলে যেও না, দুঃখের অশ্রু বৃথা যায় না, তার ওজন একদিন তোমাকেও বইতে হবে।

বিশ্বাস ভেঙে, প্রতারণার জাল বুনেছো?

নিজেকে মুক্ত ভেবেছো?

সময় তার পথ চেনে, একদিন সেই পথেই তুমি আটকে যাবে।

😭😭😭😭

Address

আগ্রাবাদ এক্সেস রোড
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rupali Akhi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share