Taste and Tales By Afroza

Taste and Tales By Afroza আমি আনিফা আফফানের মা; এর চেয়ে বড় পরিচয় আর কি হতে পারে।
রান্নাবান্না করতে ভালোবাসি 🥰🥰

25/09/2025

অন্যদের দিকে তাকিয়ে নিজেকে আর ছোট ভেবো না। তোমার ভালো দিকগুলো হয়তো বিশাল কোনো 'প্রতিভা' নয়, কিন্তু সেগুলোই তোমাকে একজন অসাধারণ মানুষ করে তুলেছে। তোমার ভেতরের সাহস, সহানুভুতি আর যত্নশীলতা—এগুলোই তোমার আসল সৌন্দর্য। নিজের ভেতরের আলোটাকে চিনতে শেখো!"
#নিজেরভালোদিকখুঁজেবেরকরো #স্বীকৃতি #আত্মবিশ্বাস #অনুপ্রেরণা

24/09/2025

এই 'শেষ চিঠি' অনিল বাবুর জীবন বদলে দিল। তিনি বুঝতে পারলেন, কিছু চিঠি কেবল ইট-পাথরের ঠিকানায় নয়, মন থেকে মনে যায়।

❤️❤️
24/09/2025

❤️❤️

🥰🥰??
23/09/2025

🥰🥰??

22/09/2025

শাশুড়ি মা এত সুন্দর করে কচুর পোপা কেটেছেন, যা আমি নিজেও পারতাম না।একটু এদিক-ওদিক হলেই তো হাতে চুলকানি শুরু হয়ে যায়, আর এমন নিখুঁতভাবে কাটাটাও বেশ কঠিন।

21/09/2025

মধুভাত তো অনেকেই বানায়, কিন্তু শাশুড়ি মায়ের হাতের স্বাদের তুলনা হয় না 🥰

20/09/2025

আর এই ঠিকানার দিকে ছুটতে ছুটতে আমরা জীবনের বর্তমান মুহূর্তগুলোকে উপেক্ষা করি। আমরা ভাবি, "এখন একটু কষ্ট করি, পরে সুখী হবো।

কী কী উপকরণ লাগবে?গরুর মাংস- ৫০০ গ্রাম (হাড় ছাড়া)ছোলার ডাল বা বুটের ডাল- ২ কাপআদা বাটা- ১ টেবিল চামচরসুন বাটা- ১ টেবিল চ...
18/09/2025

কী কী উপকরণ লাগবে?

গরুর মাংস- ৫০০ গ্রাম (হাড় ছাড়া)
ছোলার ডাল বা বুটের ডাল- ২ কাপ
আদা বাটা- ১ টেবিল চামচ
রসুন বাটা- ১ টেবিল চামচ
শুকনো মরিচ- ৪টি
লবণ- পরিমাণমতো
পেঁয়াজ কুঁচি- ২ টেবিল চামচ
কাঁচা মরিচ কুঁচি- ২ টেবিল চামচ
গোল মরিচের গুঁড়ো- হাফ চা চামচ
গরম মশলার গুঁড়ো- হাফ চা চামচ
ডিম– ১টি
তেল- কাবাব ভাজার জন্য
কীভাবে তৈরি করবেন স্পাইসি বিফ কাবাব?

১) হাড় বাদে শুধুমাত্র সলিড মাংসের পিস নিতে হবে। প্রথমেই মাংসের পিসগুলো কিমা করে নিন।

২) এবার প্রেশার কুকারে ২ কাপ পানিতে স্বাদ অনুযায়ী লবণ, আদা-রসুন বাটা, শুকনো মরিচ, গরম মশলার গুঁড়ো, ছোলার ডাল ও মাংসের কিমা একসাথে দিয়ে সেদ্ধ করে নিন।

৩) পানি শুকিয়ে মাংস ও ডাল নরম হয়ে গেলে ব্লেন্ডার বা শিলপাটায় ভালোভাবে বেটে নিতে হবে।

৪) এবার পেঁয়াজ কুঁচি, কাঁচা মরিচ কুঁচি, গোল মরিচের গুঁড়ো, ডিম ও সামান্য লবণ দিয়ে ভালোভাবে কাবাবের মিশ্রণ বানিয়ে নিন। ডিম দিলে খুব ভালোভাবে বাইন্ডিং হয়।

৫) এবার পছন্দমতো শেইপে কাবাব বানিয়ে নিন। একটু বেশি ঝাল ঝাল কাবাব খেতে চাইলে চিলি ফ্লেক্স বা বোম্বাই মরিচ অ্যাড করতে পারেন।

৬) ফ্রায়িং প্যানে তেল গরম করতে দিন। ডুবো তেলে কাবাবগুলো ভাজতে হবে। তেল ভালোভাবে গরম হয়ে গেলে কাবাব এপিঠ ওপিঠ করে ভেজে নিন। খুব বেশি জোরে তাপ দিবেন না, এতে কাবাবগুলো পুড়ে যাবে।

17/09/2025

তাদের কাছে এখন আর বড় বড় উপহার বা বিলাসবহুল ভ্রমণ জরুরি নয়। তাদের কাছে এখন সবচেয়ে মূল্যবান হলো আমাদের দেওয়া সামান্য সময়, একটু ভালোবাসা আর মনোযোগ। দিনের শেষে তাদের কাছে আমাদের দেওয়া সময়টুকু, একসঙ্গে বসে একটা গল্প শোনা, কিংবা শুধু পাশেই থাকা এটুকুই তাদের সবথেকে বড় সুখ। #

মাশা আল্লাহ 🥰 আলফাজ বাবা ❤️❤️
17/09/2025

মাশা আল্লাহ 🥰 আলফাজ বাবা ❤️❤️

15/09/2025

ফল কী হবে, তা সবসময় আমাদের হাতে থাকে না। কখনো কখনো অপ্রত্যাশিত বাধা আসে, কখনো পরিস্থিতি আমাদের পক্ষে থাকে না। কিন্তু যদি আমরা আমাদের নিজেদের প্রচেষ্টা নিয়ে সন্তুষ্ট থাকি, তাহলে আমরা অন্তত এইটুকু জানি যে, আমরা নিজেদের সবটুকু দিয়ে চেষ্টা করেছি। আর এই আত্মবিশ্বাসই হলো সাফল্যের প্রথম ধাপ।

14/09/2025

সুতরাং, জীবনকে দোষ না দিয়ে একবার নিজের দিকে তাকিয়ে দেখুন। আপনি জীবনকে যা দিচ্ছেন, জীবনও ঠিক সেই প্রতিচ্ছবিই আপনাকে ফিরিয়ে দিচ্ছে। নিজের দৃষ্টিভঙ্গি বদলান, আপনার আচরণ ইতিবাচক করুন, এবং দেখুন জীবন আপনার কাছে কতটা সুন্দরভাবে ধরা দেয়। #চট্টগ্রাম

Address

Chittagong
4000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Taste and Tales By Afroza posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share