Fari Ya

Fari Ya আসসালামু আলাইকুম
️️❤️❤️ ALLAH IS ALMIGHTY❤️❤️
“A seed grows with no sound, but a 🌲 falls with a huge noise. Destruction has noise, but creation is quiet.

This is the power of silence. Grow Silently”❤️

12/12/2024
12/12/2024

বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্র মাটির নিচে তেল,গ্যাস,কয়লা, সোনা,মুক্তা খুঁজে আর ভা`রত খুঁজে মসজিদের নিচে মন্দির!!
🙄

এই ছবিতে স্কোর দ্বারা বুঝা যাচ্ছেবাংলাদেশ সম্ভব কে অসম্ভব করে তোলে🥹🙂আর অন্যান্য দেশের ক্রিকেট দল অসম্ভব কে সম্ভব করে নেয়...
07/11/2024

এই ছবিতে স্কোর দ্বারা বুঝা যাচ্ছে
বাংলাদেশ সম্ভব কে অসম্ভব করে তোলে🥹🙂
আর অন্যান্য দেশের ক্রিকেট দল অসম্ভব কে সম্ভব করে নেয়।😊
বাংলাদেশ সবসময় জেতা ম্যাচ হেরে যায়🥹

05/11/2024

কোটিপতি হওয়ার সহজ ট্রিকস টা যদি জানা থাকত 😆😆😑😑??🙄😒

05/11/2024

رَبِّ إِنِّى لِمَا أَنزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ "
রাব্বি ইন্নি লিমা আনযালতা ইলাইয়্যা মিন খাইরিং ফাক্বির।’

অর্থ : হে আমার পালনকর্তা, তুমি আমার প্রতি যে অনুগ্রহ পাঠাবে, আমি তার মুখাপেক্ষী।
(সুরা আল-কাসাস, আয়াত : ২৪)

কদিন আগে আমার এক বন্ধুর মায়ের সঙ্গে কথা হচ্ছিলো। দুনিয়ার যাবতীয় ফ্রাস্ট্রেশন ঝেড়ে আন্টিকে বললাম "আন্টি, আমার জন্য দোয়া ক...
05/11/2024

কদিন আগে আমার এক বন্ধুর মায়ের সঙ্গে কথা হচ্ছিলো। দুনিয়ার যাবতীয় ফ্রাস্ট্রেশন ঝেড়ে আন্টিকে বললাম "আন্টি, আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাকে ধৈর্য দেন"
উনি বললেন "আল্লাহর কাছে কখনো ধৈর্য চাইবা না। আল্লাহর কাছে তুমি যেটাই চাবা আল্লাহ তোমাকে সেইটাই দিবে। ধৈর্য চাইলে ধৈর্য দিবে, ধৈর্যের পরীক্ষাও নিবে। অনেক কঠিন পরিস্থিতি দিয়ে দেওয়ার মাধ্যমে আল্লাহ তোমার ধৈর্য বাড়াবেন। আল্লাহর কাছে দোয়া করবা আল্লাহ যেন সবকিছু তোমার জন্য সহজ করে দেন"।
আমি কথাটা শুনে খানিক্ষণ চুপ করে ছিলাম যে আসলেই তো। ধৈর্য কেন চাই আমরা আল্লাহর আছে। ধৈর্য মানেই তো কঠিন সময় এক্সেপ্ট করে নেওয়া, অথচ চাইলেই তো আল্লাহ সব সহজ করে দিতেন।
এইটা মনে হয় আমার জীবনে শোনা সুন্দরতম মোটিভেশন। আমি আর আল্লাহর কাছে ধৈর্য চাই না। আল্লাহ যেন আমাকে এমন পরিস্থিতি না দেন যেখানে ধৈর্য লাগে। আল্লাহ আমার জন্য, আমাদের জন্য যেন সবকিছু সহজ করে দেন।

✍️ : Rimana Akter
এভাবে কখনো ভেবে দেখিনি😒

04/11/2024

“𝓛𝓸𝓼𝓽 𝓲𝓷 𝓽𝓱𝓮 𝓫𝓮𝓪𝓾𝓽𝔂 𝓸𝓯 𝓽𝓱𝓮 𝓮𝓷𝓭𝓵𝓮𝓼𝓼 𝓼𝓴𝔂. 🌌🌸💙”

01/11/2024

প্রকৃতিতে যত বেশি সময় অতিবাহিত করবেন তত বেশি করে এর মর্ম বুঝতে পারবেন!
সৃষ্টিকর্তার অপরুপ সৃষ্টি কে উপলব্ধি করতে পারবেন ❤️❤️

30/10/2024

𝓝𝓪𝓽𝓾𝓻𝓮 ❤️

21/10/2024

তিনি আরও বলেন, 'পৃথিবীর সব বৃক্ষ যদি কলম হয় আর সমুদ্র হয় কালি এবং ইহার সঙ্গে আরও সাত সমুদ্র যুক্ত হয়, তবুও আল্লাহর বাণী নিঃশেষ হইবে না। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। '
(সূরা লোকমান, আয়াত : ২৭)।

মুসলিমকে যে কোন ক্লান্তি, অসুখ, চিন্তা, শোক এমনকি (তার পায়ে) কাঁটাও লাগে, আল্লাহ তাআলা এর মাধ্যমে তার গুনাহসমূহ ক্ষমা ক...
20/10/2024

মুসলিমকে যে কোন ক্লান্তি, অসুখ, চিন্তা, শোক এমনকি (তার পায়ে) কাঁটাও লাগে, আল্লাহ তাআলা এর মাধ্যমে তার গুনাহসমূহ ক্ষমা করে দেন।"
[রিয়াদুস সালেহীনঃ ৩৮; সহীহ বুখারী-৫৬৪২, সহীহ মুসলিম-২৫৭৩, তিরমিযী-৯৬৬, আহমাদ-৭৯৬৯, ৮২১৯, ৮৯৬৬, ১০৬২৪]

20/10/2024

ঘূর্ণিঝড় ‘ডানা’ নিয়ে সবশেষ যা জানাল আবহাওয়া অফিস...

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fari Ya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share