Sarmin Chowdhury

Sarmin Chowdhury Hello Everyone. i'm sarmin Chowdhury.this is my new page. follow me�

স্মৃতি একটা বিষ..💔চোখে দেখা যায় না, তবু চোখ ভিজিয়ে দেয়।শরীরে লাগে না, তবু বুকের ভেতর হাহাকার তুলে।বলো তো, কেমন করে বাঁচে...
26/07/2025

স্মৃতি একটা বিষ..💔
চোখে দেখা যায় না, তবু চোখ ভিজিয়ে দেয়।
শরীরে লাগে না, তবু বুকের ভেতর হাহাকার তুলে।
বলো তো, কেমন করে বাঁচে মানুষ—যার বেঁচে থাকাটাই শুধুই অতীতের স্মৃতির উপর ভর করে?

আমি মাঝে মাঝে একা বসে থাকি…
ঘড়ির কাঁটা চলে, লোকজন হাসে, আকাশে পাখি উড়ে—
কিন্তু আমার ভিতরটা স্থির হয়ে যায়।
কারণ আমি তখন সেই পুরনো জায়গায় ফিরে যাই,
যেখানে আমি হাসতাম, ভালোবাসতাম, বিশ্বাস করতাম।

সেই দিনের কথা মনে পড়ে,
যখন একটু খেয়াল পেলে পৃথিবীটা সুন্দর লাগতো।
একটা নাম্বারে কল এলে মনটা ধক করে উঠত।
একটা ম্যাসেজে ঘুম আসত।
আর আজ?
আজ ফোনটা কাঁপলেও শুধু মনে হয়—“যদি ও না হয়?”

আজ চারপাশে মানুষ আছে,
তবুও কেন জানি মনে হয়—আমি একা।
একেবারে একা।
কারণ যে মানুষটা ছিল ‘আমার’,
সে এখন আর নেই।
আছে শুধু তার স্মৃতি—
মিষ্টি, বিষাক্ত, আর ভীষণ যন্ত্রণাদায়ক স্মৃতি।

অনেকেই বলে, “ভুলে যাও”,
কিন্তু কেউ বোঝে না—ভুলে যাওয়া কি এতটা সহজ?
যে অনুভূতিগুলো হৃদয়ের গভীরে শেকড় গেঁড়ে বসে আছে,
যে হাসিটা এখনো কানে বাজে,
যে চোখজোড়ায় এখনো নিজেকে খুঁজি,
সেগুলো কি মুছে ফেলা যায়?

আমার এখন আর কিছুই ভালো লাগে না।
না গান, না গল্প, না নিজের চেহারা।
সব কেমন রঙহীন লাগে…
কেউ জিজ্ঞেস করলে হাসি, কিন্তু আমার ভেতরটা কাঁদে।
একটা নিঃশব্দ কান্না—যার কোনো শব্দ নেই,
তবুও বুকটা ছিঁড়ে ফেলে প্রতিদিন।

স্মৃতি আসলে বিষ না,
স্মৃতি হচ্ছে একটা ধীরে ধীরে মৃত্যু—
যার ব্যথা কেবল সেই বোঝে,
যে মানুষটা এখনো প্রতিদিন একটা অতীতকে বুকে নিয়ে জেগে ওঠে,
আর একটা ফাঁকা ভবিষ্যতের দিকে চেয়ে থাকে…

অন্তরকে জুড়িয়ে দেওয়ার মতো একটি আয়াততুমি ধৈর্য ধরে,তোমার রবের সিদ্ধান্তের অপেক্ষায় থাকো!তুমি তো তাঁর (আল্লাহর) চোখের সা...
07/07/2025

অন্তরকে জুড়িয়ে দেওয়ার মতো একটি আয়াত

তুমি ধৈর্য ধরে,তোমার রবের সিদ্ধান্তের অপেক্ষায় থাকো!
তুমি তো তাঁর (আল্লাহর) চোখের সামনেই আছো!🤍

(সূরাঃ আত তূর - ৪৮)

তুমি যে মানুষটির সাথে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়েছ, যখনই তোমার সামনে স্পষ্টত ধরা পড়বে সে মানুষটির কাছে তুমি গুরুত্বহীন হয়...
07/07/2025

তুমি যে মানুষটির সাথে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়েছ, যখনই তোমার সামনে স্পষ্টত ধরা পড়বে সে মানুষটির কাছে তুমি গুরুত্বহীন হয়ে যাচ্ছ, মূল্যহীন হয়ে যাচ্ছ; তাহলে বুঝে নেবে— এই মানুষটি তোমার জন্য নয়, কিংবা তুমি তার জন্য নয়। জোরজবরদস্তি করে, আবেগতাড়িত হয়ে তুমি তার কাছে শুধু শুধু মূল্য পেতে যেয়ো না। আবেগতাড়িত হয়ে, জোরজবরদস্তি করে কারো কাছে মূল্য পাওয়া যায় না, কারো ভালোবাসা পাওয়া যায় না। যেটা পাওয়া যায়, সেটা হল তীব্র অবহেলা, অপমান! যে অবহেলা, যে অপমান তোমাকে ভেতরে ভেতরে ভীষণ কষ্ট দেবে, অসহায় করে দেবে।
ভুল করে যদি তুমি এমন একটা মানুষের আষ্টেপৃষ্ঠে লেগে থাক, দিনের পর দিন তার জন্য মায়া বিলাতে থাক, অদূরভবিষ্যতে এই মানুষটির কাছ থেকে ভালোবাসা তো পাবেই না, মানুষটি তো তোমার হবেই না, উল্টো মানুষটি তোমার সামনের পথচলা রুদ্ধ করে দেবে, তোমার সুন্দর একটা ভবিষ্যত নষ্ট করে দেবে। কারণ এই মানুষগুলো চলে যাওয়ার আগে তাকে বেহায়ার মত ভালোবাসা, পাগলের মত ভালোবাসা মানুষটিকে ক্ষতবিক্ষত করে যায়, আঘাতের পর আঘাত করে যায়। যতই আকুলতা দেখাবে, ততই সে তোমাকে তুচ্ছতাচ্ছিল্য করবে, ইমোশনালি টর্চার করবে। তোমার মধ্যে তার প্রতি অন্ধবিশ্বাস, নির্ভরশীলতা আর মায়া থাকার কারণে তুমি সবকিছু নীরবে ঠিকই হজম করে যাবে। কোনভাবেই তুমি এই অন্যায়ের প্রতিবাদ করতে পারবে না, কোনভাবেই না। এটাই তখন তোমার কাছে সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দেখা দেবে।
চলমান কোন ঘটনা, অন্যায়-অত্যাচারের প্রতিবাদ করা যায়, প্রতিরোধ করা যায়। কিন্তু ভালোবাসার অত্যাচারের প্রতিবাদ-প্রতিরোধ করা যায় না। ভালোবাসার অত্যাচার ভয়ানক এক অত্যাচার। এই অত্যাচারে মন ভাঙে, স্বপ্ন ভাঙে, ভেতরটা জ্বলে-পোড়ে, টপটপ করে চোখের পানিগুলো ঝরে পড়ে। অথচ অত্যাচারী মানুষটি দিব্যি পার পেয়ে যায়। তুমিই ভেবে দেখ, ভালোবাসার অত্যাচার সহ্য করবে, নাকি সময়মত একটা অমানুষের কাছ থেকে সরে আসবে!

লেখা: Ashraf Hossain

এই যে, রাত বাড়ার সাথে সাথে আমায় তোমার অভাব চেপে ধরে; আমার ভীষণ ভেঙ্গে-চুরে কান্না আসে! একটি-বারের জন্যও কি তোমার আফসোস হ...
04/07/2025

এই যে, রাত বাড়ার সাথে সাথে আমায় তোমার অভাব চেপে ধরে; আমার ভীষণ ভেঙ্গে-চুরে কান্না আসে! একটি-বারের জন্যও কি তোমার আফসোস হয় না, বলো? একটি-বারের জন্যও কি তোমার মনে হয় না তুমি কাউকে ভীষণ রকম মিথ্যে অভিন*য়ের জালে জড়িয়ে মায়ায় ফেলে রেখে গেছো?

পুরুষ কিডনিতেও আটকায় নাআসলে পুরুষ আটকায় কিসে.????( কমেন্ট এ বলছি)😃😜🙁
04/07/2025

পুরুষ কিডনিতেও আটকায় না
আসলে পুরুষ আটকায় কিসে.????

( কমেন্ট এ বলছি)
😃😜🙁

বর্তমানে সম্পর্ক টিকিয়ে রাখার পিছনে প্রধান বাঁধাপরিবার নয়, সমাজও নয় বরং নিজেরাই মানুষ হাজারো বাঁধা পেরুতে পারে ইচ্ছে থাক...
03/07/2025

বর্তমানে সম্পর্ক টিকিয়ে রাখার পিছনে প্রধান বাঁধা
পরিবার নয়, সমাজও নয় বরং নিজেরাই
মানুষ হাজারো বাঁধা পেরুতে পারে ইচ্ছে থাকলে
কিন্তু নিজেরাই নিজেদের প্রতিজ্ঞার কাছে বেইমানি করে
একজনকে নিঃস্ব করে আরেকজকে বেছে নেয়,
প্রিয় মানুষকে হারিয়ে ফেলতে দ্বিতীয়বারও ভাবে না..

___শত বাধার পরও ছেড়ে যাবে না,এমন একজন মানুষ,,সবার জীবনে আসুক___
02/07/2025

___শত বাধার পরও ছেড়ে যাবে না,
এমন একজন মানুষ,,সবার জীবনে আসুক___

02/07/2025

সখের বেডার জন্য একদিন আমি কত বেডিরে যে গালি দিছি, কিন্তু আজ দেখি সখের বেডার নতুন বেডি আমারে এসে ধুয়ে দিলো.!! 🙂

___অন্য নারীর সঙ্গে সুখের উল্লাসে ডুবে থাকাপুরুষ কি আর বুঝবে,,ফেলে আসা সেইনারীর দুরবস্থা, নিঃশব্দ আর্তনাদ___💔💔
02/07/2025

___অন্য নারীর সঙ্গে সুখের উল্লাসে ডুবে থাকা
পুরুষ কি আর বুঝবে,,ফেলে আসা সেই
নারীর দুরবস্থা, নিঃশব্দ আর্তনাদ___
💔💔

আপনার প্রিয় মানুষটি যখন আপনার জীবন থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিবে, তখন আপনার উপর ডোন্ট কেয়ার মোড অ্যাপ্লাই করে চলতে থ...
01/07/2025

আপনার প্রিয় মানুষটি যখন আপনার জীবন থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিবে, তখন আপনার উপর ডোন্ট কেয়ার মোড অ্যাপ্লাই করে চলতে থাকবে। মানে হচ্ছে আপনি তার জীবনে থাকলেন নাকি চলে গেলেন এতে তার কিছু যায় আসবে না।
আপনার কোন রাগ বা অভিমান তার কিচ্ছু যায় আসবে না। তার সম্পর্কে আপনি কি ভাবলেন না ভাবলেন এতেও তার কিছু যায় আসবে না।
এক কথায় বলতে গেলে আপনি তার কাছে মূল্যহীন হয়ে পড়বেন তার কাছে তখন ভালোবাসার চেয়ে ইগো এবং যেদ বেশি বড় হয়ে যাবে।
এক সময় আপনার যে কথা তার কাছে মধুর মনে হত! তখন তার কাছে আপনার কথাগুলো বিষাক্ত মনে হতে থাকবে। আপনি ভাল-মন্দ যেটাই বলতে চান না কেন সেটাই তার কাছে তর্ক মনে হতে থাকবে।
আপনার কথা, আপনার কান্না আপনার ইমোশন সবগুলো তার কাছে ন্যাকামো মনে হবে।
আপনার কথাগুলো তার কাছে পুরাতন ভার্সন মনে হবে। কারণ তার উদ্দেশ্য আপনার কাছে থেকে মুক্তি পাওয়া।
আপনার প্রিয় মানুষটার কথা বলার ধরনটা এমন ভাবে পাল্টে যাবে আপনার মনে হবে আপনি একজন অপরিচিত মানুষের সাথে কথা বলছেন।
সে সারাদিন অনলাইনে ঘুরে বেড়াবে কিন্তু আপনার সাথে কথা বলার প্রয়োজন মনে করবে না।
আর আপনি যেই না সেটা বুঝতে পেরে তার সাথে রাগ করতে যাবেন তখনই সে উল্টো আপনাকে ঝাড়ি দেবে।
আপনাকে বলবে তর্ক ভালো লাগে না, সহ্য হয় না। আরো অনেক কিছু বলবে। সবশেষে সে আপনার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলবে।
এমন অবস্থায় আপনি ভাবছেন আপনি তাকে আপনার জীবনে আটকে রাখার চেষ্টা করবেন, তাকে বোঝাবেন, সম্পর্ক ঠিক করার চেষ্টা করবেন?
তাহলে আপনি ভুল ভাবছেন। আর আপনি চাইলেও সেটা ঠিক করতে পারবেন না। যে যাওয়ার সে তো চলে যাবেই।
আপনি তাকে হাজার চেষ্টা করলেও ধরে রাখতে পারবেন না। কারণ ইতিমধ্যে সে আপনার প্রতি তার মায়া ভালোবাসা ত্যাগ করে ফেলেছে।
আসলে কি জানেন? যে মানুষটার সম্পর্কের শুরুতে ২৪ ঘণ্টা সময় দেওয়ার কথা বলত, সে মানুষটির হাতে এখন আপনাকে দেওয়ার মত এক সেকেন্ডও সময় নাই।

যাও নিজেকে হারিয়ে তোমাকে জিতিয়ে দিলামতোমার সুখ দীর্ঘ স্থায়ী হোক...💔🥀
30/06/2025

যাও নিজেকে হারিয়ে তোমাকে জিতিয়ে দিলাম
তোমার সুখ দীর্ঘ স্থায়ী হোক...💔🥀

তারপর? দুই নৌকায় চলতেছিলো তার জীবন,আমি আমার নৌকা ডুবিয়েতাকে চলতে সহজ করে দিলাম..💔
30/06/2025

তারপর?
দুই নৌকায় চলতেছিলো তার জীবন,
আমি আমার নৌকা ডুবিয়ে
তাকে চলতে সহজ করে দিলাম..💔

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Sarmin Chowdhury posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share