তরুণ দাঈ পরিবার

তরুণ দাঈ পরিবার Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from তরুণ দাঈ পরিবার, Digital creator, Chittagong.

তরুণ দাঈ পরিবার — একদল তরুণ হৃদয়ে দ্বীনের আলো জ্বালিয়ে ছড়িয়ে দিচ্ছে ইসলামের সৌন্দর্য।
এখানে আমরা শিখি, শেয়ার করি, দাওয়াহ করি।
🕌 ইলম • 🌙 আমল • 🕋 দাওয়াহ — আমাদের মূলমন্ত্র।

ছবিটা পোস্ট করার জন্য আন্তরিকভাবে দুঃখিত। ক্যাপশন না পড়লে ছবিতে কী হচ্ছে সেটা জানা সম্ভব না। এই নিকাবী আপা *বিডি ক্লিন* ...
31/08/2025

ছবিটা পোস্ট করার জন্য আন্তরিকভাবে দুঃখিত। ক্যাপশন না পড়লে ছবিতে কী হচ্ছে সেটা জানা সম্ভব না।

এই নিকাবী আপা *বিডি ক্লিন* টিমের একজন মেম্বার। বোরকার উপর টিশার্ট পরে গলা সমান খালের পানিতে নেমেছেন খাল পরিষ্কার করার জন্য। সাথে আছে পুরুষ স্বেচ্ছাসেবীরা। “পর্দা করে সব করা যায়” এই শয়`তা`নি কথাটা মেয়েদেরকে কোথায় কোথায় নিয়ে ফেলছে সেটা দেখানোর জন্যই মূলত ছবিটা দিতে হয়েছে।

এরকম হিজাবী-নিকাবী অনেক মেয়েকে দেখা যায় পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তার ধারে গাছ লাগানো, ত্রাণ বিতরণ, রাস্তাঘাট পরিষ্কারসহ নানা জায়গায় স্বেচ্ছাশ্রম দিতে। পর্দার বিধান সম্পর্কে এরা কতটুকু জানে? ইসলাম কি এগুলোর অনুমোদন দেয়? এসব ব্যাপার এদের কাছে অস্পষ্ট। কেন জানেন?

কারণ “পর্দা করে সব করা যায়” কথাটার বিপরীতে আমরা পর্দার যথাযথ বিধান তুলে ধরতে পারিনি। আমরা সহশিক্ষাকে হালাল ভেবে নিজেদের মতো পর্দার বিধানকে সাজিয়েছি। তারা যদি আমাদেরকে প্রশ্ন করে, “সহশিক্ষায় যদি হিজাব-নিকাব পরে যাওয়া যায়, দেশের, সমাজের উন্নয়নের কাজে কেন পুরুষের সাথে মিলেমিশে কাজ করা যাবে না?” সেটার জবাব আমরা কীভাবে দেবো?

আমরা তো আল্লাহর বিধান বাদ দিয়ে সহশিক্ষাকে হালাল করার জন্য ফতোয়া, যুক্তি, জামানার চাহিদাকে সামনে এনেছি। এসবের বেলায় তারাও দলিল না দিয়ে বাকি যুক্তি, ব্যাখ্যাগুলো তুলে ধরবে।

যাই হোক, এই প্ল্যাটফর্মে গিয়ে হিজাবী-নিকাবী আপুরা অ [মু] সলিম ছেলেদের সাথে ব্যভিচারে লিপ্ত হওয়ার রিপোর্টও এসেছিল বেশ কয়েকটা। পর্দা করে এখন এটাও করা যায়, থ্যাংকস টু আমাদের মডারেট আকিদা।

26/08/2025

সন্ধ্যার বিনোদন।

প্রশ্ন কতদূর যেতে পারে, তার একটা হাইপোথেটিকাল সিনারিও আপনাদের দেখাই। নেড়িবাদিঃ নারীর জন্য প্রোগ্রাম, নারী নাই কেন? হুজুর...
26/08/2025

প্রশ্ন কতদূর যেতে পারে, তার একটা হাইপোথেটিকাল সিনারিও আপনাদের দেখাই।

নেড়িবাদিঃ নারীর জন্য প্রোগ্রাম, নারী নাই কেন? হুজুররা চায় নারীদের কোনঠাসা করে রাখতে।
>নারী তো আছে, কিন্তু তাদের পর্দার কথা বিবেচনা করে আলাদা ব্যবস্থা রাখা হইছে।

নেড়িবাদিঃ নারীকে আলাদা করে রাখা হলো কেন? হুজুররা চায় নারীদের কোনঠাসা করে রাখতে।

এখন ধরেন, যদি আলাদা করে না রেখে ওপেন গ্যালারিতে বসতে দেয়া হতো, তখন প্রশ্ন করতো - স্টেজে নারী নাই কেন?

ধরেন, স্টেজেও নারী রাখা হলো, তখন প্রশ্ন করতো - স্টেজে সব নেকাব পরা নারী কেন - নেকাব ছাড়া নারী নাই কেন?

ধরেন, স্টেজে কিছু নেকাব পরা আর কিছু হিজাব পরা নারী আছে - তখন প্রশ্ন করতো, স্টেজে পুরুষ ৫ জন আর নারী ৩জন কেন?
এই ছবিতে ইনসাফ কোথায়?

সবকিছু তাদের মনের মতো হলে তখন বলতো, হুজুররা নারীদের পাশে বসে প্রোগ্রাম করছে, তাদের আদর্শ নাই।

শাইখ মুফতী হারুন ইজহার ভাইকে যখন তারাবীর পরে গ্রেফতার করতে র‍্যাব বাসায় আসে তখন আমার ভাগিনা, ভাগ্নি কাঁদতে ছিল। আমার ভাগ...
25/08/2025

শাইখ মুফতী হারুন ইজহার ভাইকে যখন তারাবীর পরে গ্রেফতার করতে র‍্যাব বাসায় আসে তখন আমার ভাগিনা, ভাগ্নি কাঁদতে ছিল। আমার ভাগ্নি পর্দার আড়াল থেকে বলতেছিল, তার কী দোষ, কেনো তাকে গ্রেফতার করছেন? এই পর্যন্ত তিনবার গ্রেফতার হচ্ছেন। আর কতবার করবেন?

তাদের থেকে বিদায় নেয়ার জন্য ড্রয়িং রুম থেকে পাশের রুমে পর্যন্ত যেতে দেয়া হয়নি। খুব দ্রুত করে জামাটা পরতে পেরেছিলেন নিজের বুদ্ধিতে। র‍্যাব সেটাও পরতেও সুযোগ দিচ্ছিল না৷ ভাগিনা যখন বাবাকে জড়িয়ে ধরতে গেল র‍্যাব বুট জুতার লাথি মেরে তাকে দূরে ফেলে দেয়৷ তাঁকে এক প্রকার নিজের স্ত্রী, ছোট ছোট সন্তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়।

আজ তৌহিদ আফ্রিদির মতো একটা ইউটিউবারের জন্য তোমাদের মন কাঁদছে৷ অথচ কত আলেম এইভাবে অপদস্ত হয়ে গ্রেফতার হয়েছিলেন তাদের খবর কেউ রেখেছিল?

- মাসুদ চৌধুরী

টকশোটার সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টটাই আপনারা মিস করে যাচ্ছেন। এস এম ফরহাদ তথা ঢাবি শিবিরের ঢাবি নিয়ে দুর্দান্ত ভিশন। ঢাকা...
25/08/2025

টকশোটার সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টটাই আপনারা মিস করে যাচ্ছেন।

এস এম ফরহাদ তথা ঢাবি শিবিরের ঢাবি নিয়ে দুর্দান্ত ভিশন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে একটা ঐতিহাসিক সুযোগ এসেছে।

এস এম ফরহাদ ইন্ডাইরেক্টলি ঘোষনা দিয়ে দিল যে তারা নির্বাচিত হলে এলামনাই ফান্ডের বন্যা ভাসাই দিবে ঢাবি ক্যাম্পাসে।

এস এম ফরহাদের এই বুলি যে ফাঁকা আওয়াজ না, তার প্রমান ঢাবি শিবিরের ৫ আগস্ট পরবর্তীতে ঢাবিতে করা ২-৩ কোটি টাকা+ বাজেটের একের অধিক প্রোগ্রাম।

শিবির নির্বাচিত হলে একদিকে যেমন এই বিশাল টাকা নিয়ে আসবে অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বছরপ্রতি যে বিশাল বাজেট এটার লুটপাট বন্ধ করবে নিঃসন্দেহে।

এই বিশাল বাজেট দিয়ে শিক্ষা,গবেষণা, পরিবহন, আবাসন ইত্যাদি ইত্যাদি কোন পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব ভাবতে পারতেছেন?

ঢাবি শিক্ষার্থীরা কি এই সুবর্ণ সুযোগটা লুফে নিবে না হারাবে আমি জানি না, তবে শিবির আসলেই ডাকসুতে নির্বাচিত হয়ে গেলে আমি মনে হয় না ঢাবিতে একটা মাস্টার্স করার লোভ সামলাইতে পারব।

প্রাচ্যের অক্সফোর্ডের এবার আসলেই আন্তর্জাতিক মানে উঠার সময় এসেছে।

শুভকামনা ঢাবি।

23/08/2025

Wonderful place

23/08/2025

👉 ইসলামিক কুইজ 👇

প্রশ্ন-১:
কুরআনে সর্বপ্রথম নাযিলকৃত সূরা কোনটি?
(ক) সূরা ফাতিহা
(খ) সূরা আলাক
(গ) সূরা বাকারাহ
(ঘ) সূরা মুজাদালাহ

23/08/2025

Thooval waterfalls idukki❤️‍🔥

23/08/2025

💔 পর্নোগ্রাফি অন্তরের নূর কেড়ে নেয়,
মানুষকে পাপে আসক্ত করে, সুখ নয় বরং অশান্তি আনে।
আজই তাওবা করুন, আল্লাহর জিকিরে মন ভরান,
কারণ সত্যিকারের শান্তি শুধু তাঁর সান্নিধ্যেই। 🌿

#পর্নআসক্তি #তাওবা #আল্লাহরভয় #ইসলামিকবার্তা #তরুণদাঈপরিবার #পাপথেকেফিরে_আসুন

💔 প্রিয় বোন আমার…তুমি যখন কালো চাদরে নিজেকে ঢেকে নাও—❝মাশাআল্লাহ❞,তখন তুমি যেন পৃথিবীর ভিড়ে জান্নাতের এক দীপ্ত তারা। 🌸কি...
23/08/2025

💔 প্রিয় বোন আমার…

তুমি যখন কালো চাদরে নিজেকে ঢেকে নাও—❝মাশাআল্লাহ❞,
তখন তুমি যেন পৃথিবীর ভিড়ে জান্নাতের এক দীপ্ত তারা। 🌸
কিন্তু হায় আফসোস…!
সেই পর্দার ছবিই আবার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করলে,
তাহলে হায়ার আসল মর্যাদা মাটির সাথে মিশে যায়। 😢

📖 আল্লাহ তায়ালা বলেন:

> “আর মুমিন নারীদের বলুন, তারা যেন তাদের দৃষ্টি নত রাখে, লজ্জাস্থান হেফাজত করে এবং তাদের সৌন্দর্য প্রকাশ না করে।”
(সূরা আন-নূর: ৩১)

🌿 রাসূলুল্লাহ ﷺ বলেছেন:

> “হায়া শুধুই কল্যাণ বয়ে আনে।”
(সহিহ বুখারি, সহিহ মুসলিম)

💌 প্রিয় বোন,
হায়া হলো এক অমূল্য রত্ন, যা বিক্রি হয় না, প্রদর্শনও করা যায় না।
এটা শুধু সেই রবের জন্য, যে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। 🖤

🤲 চল আমরা সবাই বলি—
“আমার পর্দা আমার অহংকার নয়, আমার ঈমানের নিদর্শন।”

22/08/2025

🌅 ফজরের নামাজ হলো দিনের প্রথম আলো,
যা অন্তরকে পরিশুদ্ধ করে, রিজিক বাড়ায় আর জীবনে বরকত আনে।
ফজর মিস করা মানে পুরো দিনের বরকত হারানো। ✨

#ফজর #ফজরেরনামাজ #ইসলামিকবার্তা #আল্লাহরআদেশ #তরুণদাঈপরিবার #নামাজ

22/08/2025

একবার রাগ করে দুইদিন স্ত্রীর সাথে কথা বলিনি। বাসায় যাইনি, কল দিইনি এবং রিসিভও করিনি। দুইদিন পর আমি কল করা মাত্রই— অ্যাঁ, অ্যাঁ করে কান্না শুরু করল। আমি বাসায় আসতেছি (এই বাক্য) বলে কোনোমতে থামিয়েছি। বললাম— ভালোকিছু রান্না করো, একসাথে দুজন খাব।

দুপুরে বাসায় যেয়ে দেখি অভিমানে গাল ফুলিয়ে কী যেন রাঁধছে। উফ! জিভে জল চলে এলো। যাই হোক, জিজ্ঞেস করলাম কী রাঁধছ? জবাব নেই। প্লেটে করে খেতে দিয়ে পাশের রুমে চলে গেল। আমি চেটেপুটে সব সাবাড় করে আস্তেধীরে ওর কাছে গেলাম। ওর পাশে বসলাম। মনে হচ্ছে কাঁদছে!
: এই, এই প্রিয়তমা, কাঁদছো কেন?
: কিচ্ছু বলে না। গাল ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে আছে।
: আমি বললাম— থাক, আর অভিমান করতে হবে না। আমাকে কতটা ভালোবাসো তার প্রমাণ পেয়েছি। প্রায় ৫০+ কল দিয়েছ, ইচ্ছে করেই রিসিভ করিনি। পরীক্ষা করেছি আমাকে কতটুকু ভালোবাসো। আমি অবাক হয়েছি তোমার ভালোবাসার পরিমাপ দেখে।

আমি ক্ষমা চাচ্ছি, তোমাকে আর কখনও এমন কষ্ট দেব না। ৫শ টাকার দুইখানা কচকচে নোট ওর হাতে দিয়ে বললাম—এই নাও বকশিস! আমার তরফ থেকে তোমার জন্য সামান্য কিছু।

সে টাকাটা হাতে নিয়ে মাথা নিচু করে বলল—আমাকেও মাফ করে দিয়েন। উঁহু পাগলী, তোমার প্রতি কোনো কষ্ট নেই আমার। তারপর তাকে রোমান্টিক কিছু গল্প শুনিয়ে মাদ্রাসায় চলে আসছি। ওর মন এখন সতেজ, ফুরফুরা। চেহারায় হাসির রেখা ফুটে উঠেছে।
তারপর— ২০ মিনিট যেতে না যেতেই ওর নাম্বার থেকে কল এলো। প্রায় ১০টার মতো কল এসেছে, কিন্তু রিসিভ করিনি একটিও। ইচ্ছে করেই!

পরে মেসেজ এলো— আমার ব্যাগে ৫শ টাকার দুটো নোট ছিল তা কোথায়?
: আমি— তোমার হাতেই। 🥱

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when তরুণ দাঈ পরিবার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share