31/08/2025
ছবিটা পোস্ট করার জন্য আন্তরিকভাবে দুঃখিত। ক্যাপশন না পড়লে ছবিতে কী হচ্ছে সেটা জানা সম্ভব না।
এই নিকাবী আপা *বিডি ক্লিন* টিমের একজন মেম্বার। বোরকার উপর টিশার্ট পরে গলা সমান খালের পানিতে নেমেছেন খাল পরিষ্কার করার জন্য। সাথে আছে পুরুষ স্বেচ্ছাসেবীরা। “পর্দা করে সব করা যায়” এই শয়`তা`নি কথাটা মেয়েদেরকে কোথায় কোথায় নিয়ে ফেলছে সেটা দেখানোর জন্যই মূলত ছবিটা দিতে হয়েছে।
এরকম হিজাবী-নিকাবী অনেক মেয়েকে দেখা যায় পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তার ধারে গাছ লাগানো, ত্রাণ বিতরণ, রাস্তাঘাট পরিষ্কারসহ নানা জায়গায় স্বেচ্ছাশ্রম দিতে। পর্দার বিধান সম্পর্কে এরা কতটুকু জানে? ইসলাম কি এগুলোর অনুমোদন দেয়? এসব ব্যাপার এদের কাছে অস্পষ্ট। কেন জানেন?
কারণ “পর্দা করে সব করা যায়” কথাটার বিপরীতে আমরা পর্দার যথাযথ বিধান তুলে ধরতে পারিনি। আমরা সহশিক্ষাকে হালাল ভেবে নিজেদের মতো পর্দার বিধানকে সাজিয়েছি। তারা যদি আমাদেরকে প্রশ্ন করে, “সহশিক্ষায় যদি হিজাব-নিকাব পরে যাওয়া যায়, দেশের, সমাজের উন্নয়নের কাজে কেন পুরুষের সাথে মিলেমিশে কাজ করা যাবে না?” সেটার জবাব আমরা কীভাবে দেবো?
আমরা তো আল্লাহর বিধান বাদ দিয়ে সহশিক্ষাকে হালাল করার জন্য ফতোয়া, যুক্তি, জামানার চাহিদাকে সামনে এনেছি। এসবের বেলায় তারাও দলিল না দিয়ে বাকি যুক্তি, ব্যাখ্যাগুলো তুলে ধরবে।
যাই হোক, এই প্ল্যাটফর্মে গিয়ে হিজাবী-নিকাবী আপুরা অ [মু] সলিম ছেলেদের সাথে ব্যভিচারে লিপ্ত হওয়ার রিপোর্টও এসেছিল বেশ কয়েকটা। পর্দা করে এখন এটাও করা যায়, থ্যাংকস টু আমাদের মডারেট আকিদা।