
11/08/2025
যে খাটে শুয়ে আছি; এত নরম, তবুও মাঝেমাঝে পিঠ ব্যথা করে শুয়ে থাকতে থাকতে। উপরে ফ্যান চলছে তবুও গরমের মাত্রা বাড়লেই ভাবি এসি লাগানো দরকার!! এই গরম আর ভাল্লাগছেনা।
একটু দেরিতে পৌঁছালেই ভাবি, নাহ বাইক একটা কিনতেই হবে। এভাবে জ্যাম ঠেলতে আর মন চাইছেনা, খুবই বিরক্তিকর। কাপড়ে ছোট্ট একটা দাগ লাগলেই বলি এটা আর পড়া যাবেনা। সেইম আরেকটা নিতে হবে।
সবকিছুরই বিকল্প খুঁজি, বিকল্প আছে। কিন্তু কব`র? ঝড়বৃষ্টি, রোদ্দুর, এক মাসের ভ'য়ান'ক বন্যা, যাই হোক না কেনো অবস্থান পরিবর্তনের সুযোগ নেই। সেই সাড়ে তিন হাত মাটির ঘর বরাদ্দ, এর কোনো বিকল্প নেই।
এই হাতে মাপা ঘরটাই চুড়ান্ত ঠিকানা, তবুও আমরা এমনভাবে বাঁচি যেনো আমরা কখনোই বৃদ্ধ হবোনা, আমাদের কোনো শেষ নেই। যেনো পৃথিবীতে আমরা এসেছি শত বছরের জন্য।
Highlights