Voice Of Life BD

Voice Of Life BD সময়ের চাহিদার ভিত্তিতে জীবনের কণ্ঠস্বর
নিয়ে আমরাই থাকবো আপনার
পাশে ইনশাআল্লাহ।

ভয়েজ অফ লাইফ বিডি আমরা সত্য প্রকাশে সাহসী সৈনিক।

30/07/2025

তিলে গড়া স্বপ্ন একদিন ঢালপালা মেলবে আর তাতে ফলফলাদি ধরবে।

29/07/2025

ক*ওমি মা*দরাসা নিয়ে এম এ আজিজের ধৃষ্টতা!

পার্বত্য অঞ্চল নিয়ে ষ*ড়যন্ত্রের নীল নকশা আর কতকাল? ১৯০০ সাল ও শান্তি চুক্তি নামক কা*লো আইন বাতিল হয় না কেন? বাংলাদেশে...
29/07/2025

পার্বত্য অঞ্চল নিয়ে ষ*ড়যন্ত্রের নীল নকশা আর কতকাল? ১৯০০ সাল ও শান্তি চুক্তি নামক কা*লো আইন বাতিল হয় না কেন?

বাংলাদেশের মানচিত্রের অংশ পার্বত্য অঞ্চল বা পার্বত্য জেলা গুলো। সম্ভাবনার দ্বার উন্মুক্ত করবে এই জেলাগুলোই, প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে ঘেরা উক্ত অঞ্চল।
সম্পদ পরিবেশ অবস্থান স্বচ্ছ সৌন্দর্য হলেও শান্তিতে নেই পাহাড়ি বাঙালি। বিদেশিদের ইন্দন ষড়যন্ত্রের মশাল ভিনদেশী রাজাকার ও গাদ্দাররা আলাদা রাষ্ট্র বানানোর চক্রান্তে নিমজ্জিত, চাঁ*দা স*ন্ত্রাস খুন একটি ধারাবাহিক কার্যকলাপে পরিণত হয়েছে। সব মিলেই হুমকির মুখে এই পার্বত্য অঞ্চল।

উক্ত অঞ্চলগুলোতে খ্রি*ষ্টাব মিশ*নারি কার্যকলাপ তো চলছেই দেদারসে।
সব সময় সরকার ও রাজনৈতিক দলগুলো বো*কাচো*দার অভিনয় করতে করতে সময় পার করে। পার্বত্য অঞ্চলের বিষয়ে কোনো রকম রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনীর কোন একশন ভিত্তিক পদক্ষেপ নিতে চায় না, আর নিতে দেখাও যায় না। তথা তারা বিদেশি প্রভুদেরকে খুশি রাখতে চায়।
দেশের স্বাধীনতা বিপন্ন হোক স্বাধীনতা হুমকির মুখে পড়ুক এটা কোন দেশ প্রেমিক সহ্য করতে পারে না।
নিরীহ পাহাড়ি বাঙালি সকলেই নির্যাতিত কিন্তু অ*সংখ্য পা*হাড়ি কু*চক্রী স*ন্তু*লার*মা নামক রাষ্ট্রদ্রোহী এবং ভিনদেশী সন্ত্রাস গোষ্ঠীর এজেন্ট যারা মূলত দেশ দ্রোহী রাজাকারের দোসর এ সমস্ত সন্ত্রাসী গ্যাংরাই পার্বত্য অঞ্চলকে আলাদা রাষ্ট্র বানাবার জন্য মরিয়া হয়ে উঠেছে।

গত দুই মাস আগে স*ন্তু*লারমা চিকিৎসার নামে বিদেশ গিয়েছিলেন, তখন আমরাই লিখেছিলাম চিকিৎসার নামে দেশের বিরুদ্ধে চক্রান্ত করবার জন্যই যাচ্ছে চিকিৎসা নামটা বাহানা মাত্র আই ওয়াশ। আজ এসে বাস্তবতা তাই দেখা মিলল।

সরকার আইন-শৃঙ্খলা বাহিনী জনতা সকলকে সোচ্চার পদক্ষেপ ও প্রতিরোধ করবার জন্য এ সন্ত্রাসবাদের মূল থেকে নির্মূল করে দেশ, দেশের স্বাধীনতাকে রক্ষা করবার নির্মিত ঐক্যবদ্ধ হই।

- চেয়ারম্যান আল আহনাফ রিসার্চ কাউন্সিল।

24/07/2025

রাজনৈতিকবীদদের সাথে প্রায় বিষয়ে পরামর্শে হয় বাট জা*তিসংঘের বিষয়ে পরামর্শবিহীন
কেন?দেশজণতা ষড়যন্ত্র মেনে নিবে না।

22/07/2025

দেশে জা*তিসংঘের মানবাধিকার কমিশন অফিস ও কার্যক্রম
থাকতে পারবে না।এটাই ক্লিয়ার বার্তা।

22/07/2025

কতটুকু হৃদয়ে কষ্ট লালন করবার পরে অশ্রুসিক্ত নয়নে এ কথাগুলো একজন মাইলস্টোন স্কুলের অভিভাবক বলতে পারেন?

21/07/2025

এহেন পরিস্থিতিতে রাজনীতিকবিদদের শোডাউন দেওয়ার সময় কি এখন?এতে ভালোর চেয়ে হিতে বিপরীত হচ্ছে পরিস্থিতি।

21/07/2025

দয়া কর হে দয়াময় রব্বানা
আহ! সহ‍্য হচ্ছেনা এসব সন্তানহারা মা বাবাদের কান্না।
হে রব তুমি রহম করো।

20/07/2025

ইউনুস সরকারের সাথে জা*তিসংঘের চুক্তিতে ভয়ংকর ধারা রাখা হয়েছে, যা দেশের জন্য হুমকি স্বরূপ।

20/07/2025

বাংলাদেশে জা*তিসংঘের মানবাধিকার কমিশন কেন?
দেশ প্রেমিক জনতার কি কোন দায় নেই?

কিছু না।  এমনে আরকি
14/07/2025

কিছু না। এমনে আরকি

ইসলামপন্থীরা কখনো গ*ণত*ন্ত্র ভিত্তিক দল করতে পারেনা এবং গ*ণত*ন্ত্রের শর্তগুলো বিশ্বাস করতে পারে না এটাই স্বাভাবিক এবং আম...
13/07/2025

ইসলামপন্থীরা কখনো গ*ণত*ন্ত্র ভিত্তিক দল করতে পারেনা এবং গ*ণত*ন্ত্রের শর্তগুলো বিশ্বাস করতে পারে না এটাই স্বাভাবিক এবং আমরা বিশ্বাস করি গণ*ত*ন্ত্র হা*রাম এবং কু*ফুরি। আর মোমিন বলেই কু*ফুরের বিরুদ্ধে ল*ড়াই চলবেই এটাই স্বাভাবিক।

গ*ণত*ন্ত্র একটি মতবাদ বা ইজম অতএব গ*ণত*ন্ত্র আর নির্বাচন এক জিনিস নয় । নির্বাচন হলো নেতা নির্ধারিত করা নেতা নির্বাচিত করার মাধ্যম হলো নির্বাচন।

ভোট মানে সাক্ষী ভোট মানি আমানত, একজন দেশ প্রেমিক দক্ষ ইস লামিষ্টকে আপনি ভোট দিলে আপনার আমানত ও সাক্ষী সংরক্ষিত হবে।
আর যদি একজন তা গু ত আর দুর্নীতিবাজ এক কথায় খারাপ লোককে ভোট দেন তাহলে আপনার আমানত রক্ষা হয়নি, সাক্ষী সহিহ হয়নি তাই আপনি গুনাগার হবেন।
সে ক্ষমতায় যাক আর নাই যাক আপনার মেন্ডেটের কারণে সে যেহেতু পাওয়ারে এসেছে, সে যত অকারেন্স ঘটাবে সবগুলোর গুনাহ খারাবি ভোটার বা নেতা নির্বাচনকারীর আমলনামায় আসবে এটাই স্বাভাবিক।

এখন প্রশ্ন হল যে তাহলে গ*ণত*ন্ত্র ভিত্তিক সিস্টেমে নির্বা*চনে কেন যাচ্ছে ইসলা মপন্থীরা? এটার উত্তর অনেক ভাবেই দেওয়া যায়, গ*ণ*ত*ন্ত্রের মাধ্যমে কখনো ইসলাম প্রতিষ্ঠা হবে না, হওয়ারো কথা নয়, নির্বাচনে যাওয়া মাজুর বা জরুর বৈই আর কিছু না।

তা*গু*তি শক্তি যেভাবে ইস*লামপ*ন্থীদের কোণঠাসা করছে দেশে দেশে এবং নির্যাতনের স্টিমরোলার চালিয়ে যাচ্ছে, গ*ণত*ন্ত্র ভিত্তিক দল করে এবং এটার দুনিয়াবী প্রভাব বিস্তার করে অসংখ্য কর্মী কালেক্ট করে শক্তি সঞ্চয় করে নির্বাচিত সরকার গঠন করুক আর নাই করুক তারা তাদের একটি নির্দিষ্ট প্রভাব সমাজে বিস্তার করে এটাই বাস্তবতা। গ*ণত*ন্ত্র ভিত্তিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গিয়ে দেশটাকে তল্লাজুড়িতে পরিণত করছে।

এজন্যই একজন দেশ প্রেমিক একটি ইসলা ম পন্থী দল তাদের মোকাবেলায় এবং নিজেদের সঞ্চিত পরিধীর শ*ক্তি জানান দেওয়ার নির্মিতে, যে আমরাও আছি, আমরা কম কোথায়? তোমরা যেমন এদেশের নাগরিক, তোমাদের জন্ম এ দেশে, আমরাও এই দেশের নাগরিক, আমাদের জন্মও এদেশে এবং এ দেশটা যেমন আপনাদের এ দেশটা তেমন আমাদেরও, এদেশের প্রতি যেমন আপনাদের দায়-দায়িত্ব রয়েছে আমাদেরও দায় দায়িত্ব রয়েছে, এই হিসাবের বাস্তবতার রুপরেখা দাঁড় করাতেই, সাংগঠনিক অবকাঠামো তৈরি করে, লিডারশিপের মাধ্যমে প্রভাব ও প্রতাপ তৈর করে, দেশের দুর্নীতি বন্ধ, নাগরীকদের অধিকার নিশ্চিত করণের সমীকরণ মিলাতে গিয়েই, এই নির্বাচনে ওলা*মায়ে কেরাম ইস*লামপ*ন্থীরা শরিক হয় আর অন্য কিছু না।

তবে আমাদের দেশে কিছু ওলা*মায়ে কেরাম আছে তিনারা এই ন্যূনতম এই বিষয়টুকু বুঝতে চান না।

তবে ইসলামপন্থীরা কোন না কোন ভাবেই বায়াত ও দাওয়ার কাজও চালিয়ে যাচ্ছে বা যেতে হবে, দাওয়াত ও বায়াতের কাজ কোন ইসলামী সংগঠন না করলে, করতেই হবে আর এটি শর্ত শুদ্ধ কথা। দাওয়া আর বায়াতের মাধ্যমে খে লা ফা আসবে।

-মুহাম্মাদ ছানা উল্লাহ নুরী মাহমূদী।
চেয়ারম্যান আল আহনাফ রিসার্চ কাউন্সিল বাংলাদেশ।

Address

Chattogram
Chittagong

Telephone

+8801812664078

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice Of Life BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Voice Of Life BD:

Share