Khadija Riya

Khadija Riya innocent girls

07/07/2025

আমাকে আপনার কাছেই রেখে দিয়েন,
যেভাবে রাখলে একটা মানুষ থাকতে বাধ্য হয় —
ভালোবাসায়, দরদে, গুরুত্ব্যে, না বলা যত্নে!!🖤

07/07/2025

সবাই শুধু দুঃখ বিলায়
আমি বিলাই সুখ,
কষ্টের মাঝেও খুঁজি হাসি
রঙিন করি মুখ।

চোখে আঁকি আশার আলো
রঙিন একটি ছবি,
পিছন ফিরে দেখি না আমি
নিজেকে আমি চিনি।

সুন্দর জীবনে রাখিনা ক্ষোভ
আমি বুঝি শুধু শান্তি,
ভালোবাসাই হোক আমার
অস্ত্র ও পরিচয়ান্তি।

💝✍️🥰

07/07/2025

জীবনে খারাপ অবস্থা আসতেও পারে, মন খারাপ হতেও পারে। সময় নিজের পছন্দের মত নাও যেতে পারে। বারবার ব্যর্থতাও অনুভব হতে পারে। লোক মুখে কটুবাক্যও শুনা যেতে পারে। শুধু ধৈর্য্য ধারণ করুন। অপেক্ষা আর পরিশ্রম চালিয়ে যান। আর বিশ্বাস রাখুন। সব ঠিক হয়ে যাবে। ইন শা আল্লাহ।

07/07/2025

" কাঠগোলাপের সাদার মতো শুভ্র যাহার মন
নিতান্তই সে পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ "🤍

যখন কেউ বলে, “তোমার বাচ্চাটা ঠিক বাবার মতো দেখায়,”আমি তখন হাসি।কারণ ওটাই তো সেই মুখ, যেটাতে আমি প্রথম প্রেমে পড়েছিলাম।ও...
07/07/2025

যখন কেউ বলে, “তোমার বাচ্চাটা ঠিক বাবার মতো দেখায়,”
আমি তখন হাসি।
কারণ ওটাই তো সেই মুখ, যেটাতে আমি প্রথম প্রেমে পড়েছিলাম।

ওর ছোট্ট একটা হাসি — যেটা একপাশে একটু বেশি টানে,
চোখে আলো জ্বলে ওঠে আমাকে দেখলেই,
ঘুমানোর ভঙ্গিটাও এক— একটা হাত মাথার ওপরে তুলে রাখে, একদম ওর বাবার মতো।

অনেক সময় থমকে যেতে হয়,
ভাবি, এই ছোট্ট মানুষটার মধ্যে কতটা ওর বাবা বাস করে।

আর তখন,
মনে হয় যেন আবারও ওকে ভালোবাসার সুযোগ পেলাম—
এই ক্ষুদ্র, মিষ্টি, অপূর্ব রূপে।

07/07/2025

Success is from Allah alone, so go towards Allah, and Allah will bring you closer to success.

07/07/2025

No matter what you do, people will always misunderstand you. The same people who you think cared about you are always the ones that become your enemies. Doesn’t matter, keep a good heart. Keep patience & trust Allahﷻ. Don't let the darkness of some people harden your heart!

07/07/2025

Allah’s plan is better than your dreams.

07/07/2025

❝And if Allah touches you with harm, none can remove it but He, and if He touches you with good, then He is Able to do all things.❞
[Qur'an 6:17]

Address


Opening Hours

09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Khadija Riya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share