Al-Wasi

Al-Wasi Assalamulaikum Everyone ❤️
Entertainment related Videos Will be uploaded on this page.

সবাই তো অটিজম বাচ্চার জীবন কাহিনি শুনতে চায়... কই.. কেউ তো তার মায়ের কাহিনি শুনতে চায় না। ১০ মাস ১০ দিন গর্ভে ধারণ করার ...
24/05/2025

সবাই তো অটিজম বাচ্চার জীবন কাহিনি শুনতে চায়... কই.. কেউ তো তার মায়ের কাহিনি শুনতে চায় না। ১০ মাস ১০ দিন গর্ভে ধারণ করার পর বাচ্চাটার জন্ম হয়... এরপর ৩ টা বছর লালন পালন করার পর যখন মা জানতে পারে তার মাতৃত্বের প্রথম ভালোবাসাটা অটিজম আর সেটা কিনা কোন ঔষধ কবিরাজেও ভালো হবে না!!তখন তার মনের অবস্থা কি হয়!!?? মায়ের সারাজীবনের কান্না ঐদিন থেকেই শুরু হয়.... কিন্তু কেউ বুঝে না....@ #

রাসূল (সাঃ) বলেছেন—"খোরাসান দিক থেকে একদল মানুষ কালো পতাকা নিয়ে আগমন করবে। তারা এমনভাবে এগিয়ে আসবে যে, কেউ তাদেরকে থামাত...
07/04/2025

রাসূল (সাঃ) বলেছেন—"খোরাসান দিক থেকে একদল মানুষ কালো পতাকা নিয়ে আগমন করবে। তারা এমনভাবে এগিয়ে আসবে যে, কেউ তাদেরকে থামাতে পারবে না। শেষ পর্যন্ত তারা বায়তুল মুকাদ্দাসে (জেরুজালেম) পৌঁছাবে এবং সেখানে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করবে।"আরেকটি হাদিসে এসেছে—"তোমরা যখন খোরাসান দিক থেকে কালো পতাকা আসতে দেখবে, তখন বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও তাদের সঙ্গে যোগ দিও, কারণ তাদের মধ্যেই থাকবেন আল্লাহর খলিফা মাহদী...

to my child,মাফ করে দিস যদি ক্লান্ত থাকায় বিরক্ত হই, মাফ করে দিস যদি রাগ হই,মাফ করে দিস যদি কঠোর হই,মাফ করে দিস যদি ভবিষ...
15/02/2025

to my child,
মাফ করে দিস যদি ক্লান্ত থাকায় বিরক্ত হই,
মাফ করে দিস যদি রাগ হই,
মাফ করে দিস যদি কঠোর হই,
মাফ করে দিস যদি ভবিষ্যতে কোনদিন মনে হয় আমার কোন একটা ভুল ছিল।
আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাচ্ছি। আর রাগ অভিমানের কথা বলিস, তোকে একটা বকা দিলে আমি নিজেই বিছানায় বসে অঝোরে কান্না করি। আমি নিখুঁত না, অনেক ভুল আছে। আমি চেষ্টা করছি একজন ভাল মা হবার।
মা হবার যে দায়িত্বটা সেটা আমি মন প্রাণ দিয়ে চেষ্টা করি। একটা কথা মনে রাখিস, আমার জীবনের চেয়েও তোকে বেশি ভালোবাসি❤️

07/02/2025

ডা.জাকির নায়েক ও আল্লামা সাঈদী দুই ইসলামিক স্কলার, একজন আরেক জনের সম্পর্কে যা বলেন।

ছবিটা আমার নজর কেড়েছে। সকলের জানা উচিৎ ০১. আপনার পাকস্থলী কখন ভীত; যখন আপনি সকালে ব্রেকফাস্ট করছেন না।০২. আপনার কিডনি কখ...
24/01/2025

ছবিটা আমার নজর কেড়েছে। সকলের জানা উচিৎ

০১. আপনার পাকস্থলী কখন ভীত; যখন আপনি সকালে ব্রেকফাস্ট করছেন না।

০২. আপনার কিডনি কখন আতঙ্কিত; যখন আপনি ২৪ ঘন্টায় ১০ গ্লাস পানি পান করতে ব্যর্থ হচ্ছেন।

০৩. আপনার গলব্লাডার ভীত; যখন আপনি রাত ১১টার মধ্যে ঘুমাতে এবং সূর্যোদয়ের সাথে সাথে বিছানা ছাড়তে ব্যর্থ হচ্ছেন।

০৪. আপনার ক্ষুদ্রান্ত্র আতঙ্কিত; যখন আপনি ঠান্ডা এবং বাসী খাবার খাচ্ছেন।

০৫. বৃহদান্ত্র আতঙ্কিত; যখন আপনি ভাজা-পোড়া এবং ঝাল মশলাযুক্ত খাবার বেশি খাচ্ছেন।

০৬. ফুসফুস তখন ভীত; যখন আপনি ধোঁয়া, ধুলা এবং বিড়ি ও সিগারেটের বিষাক্ত আবহাওয়ায় থাকছেন।

০৭. লিভার ভীত; যখন আপনি অতিরিক্ত ভাজা, জাঙ্কফুড এবং ফাস্টফুড খাচ্ছেন।

০৮. হৃদপিন্ড ভীত; যখন আপনি বেশি লবণ এবং কোলেস্টরলযুক্ত খাবার খাচ্ছেন।

০৯. প্যানক্রিয়াস আতঙ্কিত; যখন আপনি সহজলভ্য এবং সুস্বাদু বলে প্রচুর মিষ্টিজাত খাবার খাচ্ছেন।

১০. আপনার চোখ আতঙ্কিত; যখন আপনি অন্ধকারে মোবাইলের আলো এবং কম্পিউটার স্ক্রীনের আলোয় কাজ করছেন।

১১. আপনার মস্তিষ্ক ভীত; যখন আপনি নেতিবাচক চিন্তাকে প্রশ্রয় দেয়া শুরু করেছেন।

সুতরাং আপনার শরীরের অঙ্গ প্রতঙ্গসমূহের যত্ন নিন।

#সংগৃহীত

21/01/2025

ওয়াসির পানি খুবই পছন্দ@ # viralreel # @

মাশা আল্লাহ 🥰ওয়াসির মাদ্রাসার ১ম দিন🥰😍😍সবাই দোয়া করবেন।🤲🤲🤲
15/01/2025

মাশা আল্লাহ 🥰ওয়াসির মাদ্রাসার ১ম দিন🥰😍😍সবাই দোয়া করবেন।🤲🤲🤲

13/01/2025

@ # #@

Address

Bayzid Cantonment
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al-Wasi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share