Shakil Emon - শাকিল ইমন

Shakil Emon - শাকিল ইমন বিনোদন, ভ্রমন, তথ্য প্রযুক্তি মুলক এবং
সচেতন ও সর্তকতামূলক কন্টেন্ট ক্রিয়েটর।

Part time delivery boy for today 😎
07/06/2025

Part time delivery boy for today 😎

تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنكُمতাকাব্বাল্লালাহু মিন্না ওয়া মিনকুম!ঈদুল আযহার শুভেচ্ছা!আপনাকে ও আপনার পরিবারের সবাইকে জান...
07/06/2025

تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنكُم
তাকাব্বাল্লালাহু মিন্না ওয়া মিনকুম!
ঈদুল আযহার শুভেচ্ছা!
আপনাকে ও আপনার পরিবারের সবাইকে জানাই পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
ত্যাগের মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে আসুন আমরা সবাই ভালোবাসা, সহানুভূতি ও মানবতার বার্তা ছড়িয়ে দিই।
আপনার জীবন হোক সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরপুর।
ঈদ মোবারক!

06/06/2025

গরুর হাটে গরুর চেয়ে ব্লগারের সংখ্যা বেশি !

॥ আরাফার দিবসের গুরুত্ব, তাৎপর্য ও করণীয় ॥আরাফার দিন বছরের শ্রেষ্ঠতম দিন।এদিনেই বিশ্বনবী (ﷺ‬) আরাফার ময়দানে ঐতিহাসিক বিদ...
05/06/2025

॥ আরাফার দিবসের গুরুত্ব, তাৎপর্য ও করণীয় ॥

আরাফার দিন বছরের শ্রেষ্ঠতম দিন।

এদিনেই বিশ্বনবী (ﷺ‬) আরাফার ময়দানে ঐতিহাসিক বিদায় হজ্জের ভাষণ দিয়েছিলেন।

আরাফার দিনই হচ্ছে হজ্জের দিন।

এমহিমান্বিত দিনেই, ইসলামকে পরিপূর্ণ ও পূর্নাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে ঘোষণা দেয়া হয়েছে।

আরাফার রোজা পূর্বাপর দুই বছরের পাপ মোচনকারী। যারা হজ্জ করবে না, এই রোজাটি তাদের ক্ষেত্রে প্রযোজ্য।

আরাফার দিবসের দু’আ হল শ্রেষ্ঠ দু’আ। রাসূল (ﷺ) আরাফার দিন আকাশের দিকে দু হাত উঁচু করে দীর্ঘসময় ধরে দু’আ করেছেন।

এদিনে এতবেশী সংখ্যক বান্দা বান্দীকে আল্লাহ তা’আলা জাহান্নামের আগুন থেকে মুক্তির ঘোষণা দেন, যা বছরের অন্য কোনদিন দেন না।

এদিনে আল্লাহ তা’আলার পক্ষ থেকে তাঁর বান্দা বান্দীদের প্রতি রহমত ও ক্ষমার এ দৃশ্য দেখে, ইবলিস শয়তান এতোটাই ক্রোধান্বিত, লাঞ্ছিত ও অপমানিত বোধ করতে থাকে যা আর অন্য কখনো হয়না।

যা করণীয়: নফল রোজা রাখা, বেশী বেশী তাকবির পাঠ ও আন্তরিকভাবে দু’আ করা।

আরাফার দিনের বিশেষ দু’আ, যেটা বিশ্বনবী (ﷺ‬) সহ সকল নবিরা পড়তেন-
‎لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

“লা ইলাহা ইল্লালাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির"

অর্থ: আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, তিনি এক এবং একক, তাঁর কোনো শরীক নেই; রাজত্ব তাঁরই, সমস্ত প্রশংসাও তাঁর; আর তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান।

#এই #আর #আর

27/05/2025

নিজের চেয়ে ২৫ বছরের বড় শিক্ষিকাকে পটিয়ে বিয়ে করায় ফ্রান্সের প্রেসিডেন্ট এখন শাসনের শিকার !

#এখন

কখনোই কারো সাথে খারাপ ব্যবহার করবেন না। আর কখনোই কেউকে ছোট করে দেখবেন না।কেননা আল্লাহ কখন কাকে কিভাবে রাখবেন আর কাকে কোথ...
27/05/2025

কখনোই কারো সাথে খারাপ ব্যবহার করবেন না।
আর কখনোই কেউকে ছোট করে দেখবেন না।
কেননা আল্লাহ কখন কাকে কিভাবে রাখবেন আর
কাকে কোথায় কার দোয়ারে নিয়ে দাড়ঁ করাবেন,
তা কেবল মাত্র আল্লাহর পরিকল্পনা।

#আর #আর #না

সান্ডালিনা সোপ - রূপচর্চায় আভিজাত্য ।  #সান্ডা
16/05/2025

সান্ডালিনা সোপ - রূপচর্চায় আভিজাত্য ।

#সান্ডা

14/05/2025

Thoughts of bengali people -

আজকে বেশী গরম লাগতেছে, রুমের লাইট অফ করে দে,
রুম ঠান্ডা হয়ে যাবে।

12/05/2025

আপনি মারাত্মক সুখে আছেন? মানুষ কে বইলেন না! আপনার লাইফে খুব ভালো কিছু একটা হইছে? ফেসবুকে বলার দরকার নাই! আইফোন কিনছেন? নিজের জমানো টাকায় অনেক দিনের শখ পূরন করছেন? ফেসবুকে পোস্ট করে বলার দরকার নাই! লাইফে উন্নতি করতেছেন? চুপচাপ উন্নতি করতে থাকেন! সবাই কে বলে বেড়ানোর দরকার নাই! সবাই আপনার ভালো চায় না! চুপচাপ নিজের সাফল্য নিজেই উপভোগ করুন, মানুষের বদনজর থেকে দূরে থাকুন।

#সবাই #সবাই #আপনার

বিশ্ব মা দিবসে সকল মায়ের জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল।
11/05/2025

বিশ্ব মা দিবসে সকল মায়ের জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল।

11/05/2025

শীতে যদি সাইবেরিয়া থেকে অতিথি পাখি আসে,
তবে আর ২ দিন এমন গরম পড়লে - দুবাই থেকে উট চলে আসবে

Address

Chittagong
GPO

Telephone

+8801700000000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shakil Emon - শাকিল ইমন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share