27/08/2025
শহীদ আল্লামা মাওলানা নূরুল ইসলাম ফারুকী (রহ.)'র স্মরণে
"দরবার যার যার
সুন্নী জামাআত এক কাতার"
মুফতি মুহাম্মদ শুয়াইব রেযা
এক.
কোন সে মানুষ
নাই যে আজ
গেয়ে সাম্যের গান,
তাঁহার কথা
মদীয় মাঝে
রবে চির অম্লান,
তাঁর অমিয় বাণীতে
থাকিতো সদা
নবী ওলীদের শান,
সত্য বাণী প্রচার করে
দিয়ে গেলো যার প্রাণ।।
তাঁহার কথা
মদীয় মাঝে
রবে চির অম্লান ।
দুই.
হক্ব কথা প্রচারে যাঁহার
কভু' হতো না মাথা নত,
শির উচুঁ করে যিনি
হক্ব কথা বলিতেন
যদিও বাধা আসে
যতো শত।
এই হক্ব কথা বলে
শহীদ হলেন
শহীদ আল্লামা নূরুল
ইসলাম ফারুকী যাঁর নাম।।
তাঁহার কথা
মদীয় মাঝে
রবে চির অম্লান ।
তিন.
একতার তরে
আজীবন ভরে
করে গেলেন তিনি কাজ,
কোথায় একতা
দেখি না যে আমি
কোথায় আছি মোরা আজ।
একতার তরে
সদা যেতেন তিনি
দেশের সুন্নি প্রতিটি দরবার,
একতার পথিকৃৎ
শহীদ সুন্নী’ ফারুকী নাম যাঁর,
একতার তরে
সদা তিনি বলিতেন,
"দরবার’ যার যার,
ভেদাভেদ ভুলে
চলো মোরা সবে,
সুন্নী জামাআত এক কাতার।
যিনি উচু-নিচু ভাবেননি কাউকে
বলেন,
মোরা সবাই এক সমান।।
তাঁহার কথা
মদীয় মাঝে
রবে চির অম্লান ।
তাঁহার অমিয় বাণী...
”নবী প্রেম যদি
থেকে থাকে কোনো
মুচি লোকে কাছ,
সবকিছু বাদ
আসলেই সে যে,
আমারি মাথার তাজ।
পৃথিবীর সেরা জ্ঞানী-গুণী
যাকে সর্ব লোকে কয়,
’’নবী প্রেম
যদি না থাকে তার
সে তো আমার কেহ নয়।
যতই দেখি তার চেহারা
মম বাড়ে মনের জ্বালা,
যে যাই বলুক তাকে নিয়ে
আমি মনে করি,
সে আর কিছু নয়
আমার জুতার শুকতলা”।
এই হক্ব কথা বলে
শহীদ হলেন
শহীদ আল্লামা নূরুল
ইসলাম ফারুকী যাঁর নাম।।
তাঁহার কথা
মদীয় মাঝে
রবে চির অম্লান।
উৎসর্গেঃ
শহীদ আল্লামা নূরুল ইসলাম ফারুকী (রহঃ)'র শাহাদাত বার্ষিকীতে অদমের সামান্য উপহার।