23/03/2025
ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে ''হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি'' ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগ অদ্য সকাল ১০ ঘটিকায় প্রেসক্লাব প্রাঙ্গনে মানববন্ধনে বক্তব্য রাখেন আই ইউ ইসলামিক ইন্সটিটিউট ব্রাহ্মণবাড়িয়ার চেয়ারম্যান ও হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি ব্রাহ্মণবাড়ীয়া জেলা শাখার চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মোহাম্মদ ইসলাম উদ্দিন দুলাল।
ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটির ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ,কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ,আলেম-ওলামা,পীর মাশায়েখ এবং সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহন করেন। বলেন বর্বর ইসরাইলি কর্তৃক ফিলিস্তিনে নির্বিচারে ফিলিস্তিনে নারী শিশু ও বেসামরিক মানুষ হত্যা, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানে বোমা হামলার তীব্র নিন্দা জানান এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কার্যকর হস্তক্ষেপের দাবি জানান।
"ফিলিস্তিনে নারী শিশু ও সাধারণ মানুষের উপর বর্বর ইসরাইল বাহিনী যে হামলা চালাচ্ছে তা ইতিহাসের বর্বরোচিত গণহত্যা এবং মানবতার বিরোধী অপরাধ। গণহত্যা বন্ধে জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর নিকট কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।"এছাড়াও বক্তাগ ফিলিস্তিনী জনগণের পক্ষে দাঁড়ানোর জন্য বাংলাদেশ সরকার ও বিশ্ববাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।
এ সময় অংশ গ্রহণকারীগন ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন, যেখানে লেখা ছিল "ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করো," "মানবতার পক্ষে দাঁড়াও," এবং "স্বাধীন ফিলিস্তিন চাই।"'বিশ্ব মানবতা ঐক্য করো উত্তর করো মানবতার ঐক্য গড়ো, ফিলিস্তিনকে মুক্ত কর"।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ শামসুজ্জামান আশরাফী, অধ্যক্ষ আব্দুল হক আল আজাদ,মানবাধিকার কর্মী এডভোকেট মোজাম্মেল হক,শাহ মোহাম্মদ সেলিম হোসাইন,জেলা উদীচী সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান,অধ্যক্ষ মুফতি মুহাম্মদ শুয়াইব রেযা, এডভোকেট মাোঃ কাউসার আহমেদ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ রুবায়েত হোসেন মিশু, জিকুরুল হোসাইন,মোহাম্মদ আমিন উদ্দিন রুবেল,মোহাম্মদ মিসবাহ উদ্দিন, মোঃ আলকাছ মিয়া, মোহাম্মদ রফিকুল ইসলাম,কে এম আব্দুল্লাহ,মাস্টার আবুল বাইয়ান,মাওলানা আবু রায়হান রসুলপুরী,মাওলানা মাসুম বিল্লাহ আশরাফী, বাকী বিল্লাহ নূরী, কামাল উদ্দিন,মোঃ আশিক পাঠান, মোঃ আব্দুল কাদির,মোহাম্মদ আনিসুর রহমান,শাহেদ আলমসহ প্রমুখ ।অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনায় ছিলেন জেলা সাধারণ সম্পাদক জনাব মোঃ খবির উদ্দিন।