Mufti Shoaib Reza Qadri

Mufti Shoaib Reza Qadri Assalamu alaikom waramatullah This is Shoib Reza's official site

27/08/2025

শহীদ আল্লামা মাওলানা নূরুল ইসলাম ফারুকী (রহ.)'র স্মরণে

"দরবার যার যার
সুন্নী জামাআত এক কাতার"
মুফতি মুহাম্মদ শুয়াইব রেযা

এক.
কোন সে মানুষ
নাই যে আজ
গেয়ে সাম্যের গান,
তাঁহার কথা
মদীয় মাঝে
রবে চির অম্লান,
তাঁর অমিয় বাণীতে
থাকিতো সদা
নবী ওলীদের শান,
সত্য বাণী প্রচার করে
দিয়ে গেলো যার প্রাণ।।
তাঁহার কথা
মদীয় মাঝে
রবে চির অম্লান ।

দুই.
হক্ব কথা প্রচারে যাঁহার
কভু' হতো না মাথা নত,
শির উচুঁ করে যিনি
হক্ব কথা বলিতেন
যদিও বাধা আসে
যতো শত।
এই হক্ব কথা বলে
শহীদ হলেন
শহীদ আল্লামা নূরুল
ইসলাম ফারুকী যাঁর নাম।।

তাঁহার কথা
মদীয় মাঝে
রবে চির অম্লান ।
তিন.
একতার তরে
আজীবন ভরে
করে গেলেন তিনি কাজ,
কোথায় একতা
দেখি না যে আমি
কোথায় আছি মোরা আজ‌।

একতার তরে
সদা যেতেন তিনি
দেশের সুন্নি প্রতিটি দরবার,
একতার পথিকৃৎ
শহীদ সুন্নী’ ফারুকী নাম যাঁর,

একতার তরে
সদা তিনি বলিতেন,
"দরবার’ যার যার,
ভেদাভেদ ভুলে
চলো মোরা সবে,
সুন্নী জামাআত এক কাতার।

যিনি উচু-নিচু ভাবেননি কাউকে
বলেন,
মোরা সবাই এক সমান।।

তাঁহার কথা
মদীয় মাঝে
রবে চির অম্লান ।

তাঁহার অমিয় বাণী...

”নবী প্রেম যদি
থেকে থাকে কোনো
মুচি লোকে কাছ,
সবকিছু বাদ
আসলেই সে যে,
আমারি মাথার তাজ।
পৃথিবীর সেরা জ্ঞানী-গুণী
যাকে সর্ব লোকে কয়,
’’নবী প্রেম
যদি না থাকে তার
সে তো আমার কেহ নয়।
যতই দেখি তার চেহারা
মম বাড়ে মনের জ্বালা,
যে যাই বলুক তাকে নিয়ে
আমি মনে করি,
সে আর কিছু নয়
আমার জুতার শুকতলা”।

এই হক্ব কথা বলে
শহীদ হলেন
শহীদ আল্লামা নূরুল
ইসলাম ফারুকী যাঁর নাম।।
তাঁহার কথা
মদীয় মাঝে
রবে চির অম্লান।

উৎসর্গেঃ
শহীদ আল্লামা নূরুল ইসলাম ফারুকী (রহঃ)'র শাহাদাত বার্ষিকীতে অদমের সামান্য উপহার।

তখন অন্ধকার সময়                  ছিল পৃথিবী আধাঁরময়  ঐ আধাঁরে অমানিশায়                দেখো কে এলেন এ ধরায়,কে এলেন এ ধরায়...
27/08/2025

তখন অন্ধকার সময়
ছিল পৃথিবী আধাঁরময়
ঐ আধাঁরে অমানিশায়
দেখো কে এলেন এ ধরায়,
কে এলেন এ ধরায়-
'মক্কার বনি হাশিম
বিখ্যাত কুরাইশ বংশে,
তাঁরা প্রভাব প্রতিপত্তিতে,
স্বভাব-সুখ্যাতিতে
কম ছিল না কোন অংশে।
’আধাাঁর ভেদিয়া
আলো ছেদিয়া,
পবিত্র সোমবার শুভক্ষণ,
সুবহে সাদিক-
১২-রই রবিউল আউয়াল মাসে,
আগমনে দেখো তাঁর
তাগুতি শক্তি আর
কিসরার'
রাজপ্রাসাদ গেলো ধসে।

’পৃথিবীর ঐ দুঃসময়
করিতে মিথ্যার পরাজয়
সত্যের করিতে জয়
করিতে মিথ্যার পরাজয়।

’পিতা আবদুল্লাহ'র গৃহে
মাতা আমেনা মায়ের কোলে
খোদা দিলেন নূরুনবী,
’’এ খুশিতে পাখি গায়
কতো লেখক লিখে যায়,
লিখে আরো শায়ের বা কবি।।

এলো ঈদে মিলাদুন্নাবী (দ.)
আজি ঈদে মিলাদুন্নাবীন (দ.)'।

#ছাবসে আওলা ও আলা হামারা নবী ছাবসে বা'লা ও আলা হামারা নবী..।

দুই.
যখন ভবেতে এলেন দয়াল নবী (দ.)
তাঁর সুরাত নূরের ছবি,
মা আমিনা বলে তখন
নবীর পবিত্র জন্ম হলো যখন-
’আমার (পবিত্র) দেহ থেকে
আমি রয়েছি চেয়ে দেখে,
একটি নূর বের হলো,
সেই নূরের আলোতে
শাম দেশের মহল গুলো
উজ্জ্বল হয়ে গেলো’।
’শুভ জন্মের পর
বিবি আমেনা নবীর মাতা
নবীজির দাদাকে জানালেন
প্রিয় নবীর'
শুভ জন্মের কথা,
’যবি আবদুল মুত্তালিব'
এ সু-সংবাদ শুনিলেন,
ক্বাবা ঘরে নবীকে নিয়ে
দোয়াও শুকরিয়া করিলেন;

দোয়া শুকরিয়া আদায় করে
নবীর প্রিয় নাম রাখিলেন।

’নাম রাখিলেন নবীর
সকলের চেয়েও প্রিয় নাম
যে নামে আল্লাহ খুশি
যে নামে দু’জাহান সম্মান,
’নাম রাখিলেন নবীর
যমিনে মুহাম্মাদ (দ.)
আসমানে যে নবীর
নাম হলো আহমাদ (দ.)
”পাপী-তাপী মাফ পায়
যে নামের নবীর ওয়াসিলায়,
মাফ পায় ,
মা হাওয়া ও বাবা আদম নাবী।।

”এলো ঈদে মিলাদুন্নাবী (দ.)
আজি ঈদে মিলাদুন্নাবীন (দ.)”

#মাওলা ইয়া সাল্লি ওয়াসাল্লিম দায়িমান আবাদান আলা হাবিবিকা.।

তিন.
আবু লাহাবের কাছে
সু-সংবাদ নিয়ে এলো
তার দাসী সুয়াইবা,
’শুনে, সে খুশিতে আত্নহারা
হয়ে আনন্দে সীমাছাড়া-

’বলে তুমি আজ যা চাও
পাবে তা চেয়ে নাও
বলো আজ তুমি কি নিবা।

'শুভ সংবাদ শুনে তাকে
মুক্ত করিলো যাকে,
’আবু লাহাবের
দাসী আজ,
মুক্ত জগত্ মাঝ

’মহান আল্লাহ রাজি হয়ে
খুশি হয়ে গেলেন
আবু লাহাবের সেই কাজে,
’জাহান্নামী হয়েও
সে কাজের বিনিময়ে
শাস্তি তার
লঘু হয় মাঝে মাঝে।
যে নবী এলেন ধরায়
পবিত্র হালাতে
হয়ে পবিত্র খৎনা করা,
দেখো' আগমনে নবীজির
এ ধরায় এলেন যিনি
জাগাতে এ জাহান সাড়া।

’নবীর আগমনে
খুশি সারা জাহান
খুশি সবাই নবীর জন্য,
নবীকে পেয়ে গোটা জাহান
খুশি হয়ে গেলো সবে
হয়ে গেলো সবাই চিরধন্য।
#নিয়ামত,রহমত পেয়ে
খুশি করো সবাই
এটা হলো কুরআনের দাবি।।

এলো ঈদে মিলাদুন্নাবী (দ.)
আজি ঈদে মিলাদুন্নাবী (দ.)

#খালক্বে ছে আউলিয়া আউলিয়া ছে রসূল আও রুসুল...।

চার.
যে নবীর শুভাগমনের
সু-সংবাদ দিয়ে দেন
খোদার নবী ঈসা (আঃ)
’যিনি আসমানে আহমাদ (দ.)
যমিনে মুহাম্মাদ (দ.)
’বিনয়ী হবে যার ভাষা;
’কত নবী চেয়েছিল
উম্মত হতে তাঁর,
খোদা! কবুল করিলেন
ঈসা (আঃ) এর আশা।

’যে নবীর জন্য
খোদার কাছে চাহিলেন
খোদার নাবী
ইব্রাহিম খালিলুল্লাহ,
খোদা কবুল করিল তাঁর
এ মহান আশা-
তাহা কবুল করিল
মহান আল্লাহ।
’খোদা কবুল করিয়া
দয়াল নবীকে পাঠালেন
ইসমাঈল (আঃ) এর বংশে,
’যিনি কিতাব ও হিকমাত,
মহান আল্লাহর রহমত;
যিনি কম নয় তার
কোনো অংশে।

’যার আগমনে খুশি
খোদা নবী ও ফিরিশতাকুল,
তুমি কে বলো দেখি! (তুমি কেন খুশি নয়)
তুমি না জেনে
কেনো করো ভুল।
’খুশি হলে জেনো
দু’জাহানে পাবে-২
দু’জাহানে পাবে তুমি সবি।।

এলো ঈদে মিলাদুন্নাবী (দ.)
আজি ঈদে মিলাদুন্নাবী (দ.)

#আস সালাতু আস সালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ (দ.) ...।

পাঁচ.
খোদা পাঠালেন নবী
যিনি সাহেবে কুরআন,
খোদারি রহমতে
বাড়ালেন নবীর শান।
'যে নবীর জন্যে
সব নবীদের কাছ থেকে
অঙ্গীকার নিলেন খোদা
অঙ্গীকার নিলেন রুহ জগতে,
'’তোমাদের যা দিয়েছি
কিতাব ও হিকমাত
তা’ সত্য ঘোষিবে
সে নবী ভবেতে।
’তখন ঈমান আনবে
তাঁর উপর,
যে নবী তোমাদের
সবার উপর;
’ঈমান আনার পর
সকলে একসাথে
সে নবীর সহায়তা করবে,
যারা নবীকে না মানে
প্রয়োজন হলে তোমরা
বাতেলের বিরুদ্ধে সদা লড়বে।

’খোদা তায়ালা বলেন
ওয়াদা গ্রহণ করেছো কি’
সেই নবীকে মানবে
এই শর্তে,
’তখন নবীগণ বলিলেন
মোরা অঙ্গীকার করিলাম,
মানিবো সে নবীকে
তখন ও তাঁরা রুহ জগতে।
’স্বাক্ষী রাখেন প্রভু
সেদিন স্বাক্ষী রাখেন
সব নবীগণকে,
প্রভু নিজে ও স্বাক্ষী থেকে
খুশি করিলেন
প্রিয় নবীর মনকে।

’নবীকে দিয়ে খোদা
দয়া করিলেন ঈমানদার,
এই নবীকে মানে না কে সে’
সে কেমন গাদ্দার।
’অনুগ্রহ পেয়ে দেখো
খুশি ঈমানদারগণ,
নবীর আগমনে বেজার'
অভাগা সে কোনজন।
’নবীর আগমনে সবে খুশি
তারি প্রমাণ দেখে নাও
কুরআন,হাদিস, ইজমা কিয়াসে,
মতভেদ বাদ দিয়ে
মনে কিছু না নিয়ে
সবাই চলে এসো
পবিত্র জশনে জুলুসে।
”মিলাদুন্নাবী করা
মুমিনের ঈমানের খোরাক,
”জাশনে জুলস করা
মুমিনের ঈমানের খোরাক,
তা অস্বিকার করিলে
ঈমানটুকু হারাবি।।
এলো ঈদে মিলাদুন্নাবী (দ.)
আজি ঈদে মিলাদুন্নাবীন (দ.)”

#আস সালাতু আস সালামু আলাইকা ইয়া রাসূরাসূলাল্লা (দ.)...।

উৎসর্গেঃ-
"পরকালে নবীজির ওয়াসিলায়
জান্নাতে যাবার আশায়" ।

✍️ লেখক.
মুফতি মুহাম্মদ শুয়াইব রেযা কাদেরী

26/08/2025

মিলাদুন্নবীর মাস পবিত্র নাতে মোস্তফা (দ.)
যারা প্রিয় নবীজির আনুগত্য করল তারা যেন মহান রবের আনুগত্য করলো। কুরআন

12/02/2025

সুহাতা দরবার শরীফের প্রোগ্রাম খুব সুন্দরভাবে সুসম্পন্ন হয়েছে।

19/01/2025

They are inhuman.. About "Cowboy'

19/01/2025

প্রকৃত "Cowboy' কে❓বড় আফসোস হয়!

19/01/2025

প্রকৃত "Cowboy' কারা❓ তাদের পরিচয়!

18/01/2025

ইসলামে যারা ফিতনা ছড়াবে..।

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Mufti Shoaib Reza Qadri posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share