Mufti Shoaib Reza Qadri

Mufti Shoaib Reza Qadri Assalamu alaikom waramatullah This is Shoib Reza's official site

26/04/2025

সকালের সাক্ষাৎকার।🇧🇩🇦🇪
মাওলানা মুহাম্মদ এনাম রেজা ক্বাদেরী
স্থান.বায়তুল মোকাররম জাতীয় মসজিদ।

25/04/2025

এক হও সবে এক হও।

07/04/2025

দেয়ালে পিঠ ঠেকেছে..! আজ!
আলিয়া কওমি কি'বা হেফাজত!
মুসলিম অস্তিত্ব টিকিয়ে রাখতে
দলমত শেষে মোরা সবে একমত!

23/03/2025

রাখো তবে হাতে-হাত ভুলে যাও জাত-পাত একতারা বন্ধনে রও.. এক হও এক হও।🇧🇩🇪🇭🤝🤲

ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে ''হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি'' ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগ অদ্য সকাল ১০ ঘ...
23/03/2025

ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে ''হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি'' ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগ অদ্য সকাল ১০ ঘটিকায় প্রেসক্লাব প্রাঙ্গনে মানববন্ধনে বক্তব্য রাখেন আই ইউ ইসলামিক ইন্সটিটিউট ব্রাহ্মণবাড়িয়ার চেয়ারম্যান ও হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি ব্রাহ্মণবাড়ীয়া জেলা শাখার চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মোহাম্মদ ইসলাম উদ্দিন দুলাল।

ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটির ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ,কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ,আলেম-ওলামা,পীর মাশায়েখ এবং সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহন করেন। বলেন বর্বর ইসরাইলি কর্তৃক ফিলিস্তিনে নির্বিচারে ফিলিস্তিনে নারী শিশু ও বেসামরিক মানুষ হত্যা, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানে বোমা হামলার তীব্র নিন্দা জানান এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কার্যকর হস্তক্ষেপের দাবি জানান।

"ফিলিস্তিনে নারী শিশু ও সাধারণ মানুষের উপর বর্বর ইসরাইল বাহিনী যে হামলা চালাচ্ছে তা ইতিহাসের বর্বরোচিত গণহত্যা এবং মানবতার বিরোধী অপরাধ। গণহত্যা বন্ধে জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর নিকট কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।"এছাড়াও বক্তাগ ফিলিস্তিনী জনগণের পক্ষে দাঁড়ানোর জন্য বাংলাদেশ সরকার ও বিশ্ববাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।

এ সময় অংশ গ্রহণকারীগন ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন, যেখানে লেখা ছিল "ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করো," "মানবতার পক্ষে দাঁড়াও," এবং "স্বাধীন ফিলিস্তিন চাই।"'বিশ্ব মানবতা ঐক্য করো উত্তর করো মানবতার ঐক্য গড়ো, ফিলিস্তিনকে মুক্ত কর"।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ শামসুজ্জামান আশরাফী, অধ্যক্ষ আব্দুল হক আল আজাদ,মানবাধিকার কর্মী এডভোকেট মোজাম্মেল হক,শাহ মোহাম্মদ সেলিম হোসাইন,জেলা উদীচী সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান,অধ্যক্ষ মুফতি মুহাম্মদ শুয়াইব রেযা, এডভোকেট মাোঃ কাউসার আহমেদ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ রুবায়েত হোসেন মিশু, জিকুরুল হোসাইন,মোহাম্মদ আমিন উদ্দিন রুবেল,মোহাম্মদ মিসবাহ উদ্দিন, মোঃ আলকাছ মিয়া, মোহাম্মদ রফিকুল ইসলাম,কে এম আব্দুল্লাহ,মাস্টার আবুল বাইয়ান,মাওলানা আবু রায়হান রসুলপুরী,মাওলানা মাসুম বিল্লাহ আশরাফী, বাকী বিল্লাহ নূরী, কামাল উদ্দিন,মোঃ আশিক পাঠান, মোঃ আব্দুল কাদির,মোহাম্মদ আনিসুর রহমান,শাহেদ আলমসহ প্রমুখ ।অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনায় ছিলেন জেলা সাধারণ সম্পাদক জনাব মোঃ খবির উদ্দিন।

01/03/2025

রহমত মাগফিরাত নাজাত
নিয়ে এলো রে রমজান’’
খোদার বান্দা-বান্দিরা
দেখো শুরু করল অভিযান।
প্রভু খুলে দিবেন আজ
বেহেস্তের দ্বার
বন্ধ করবেন সাত দোযখ
হাবিয়া ও নার,
শৃঙ্খলে আবদ্ধ আজি,
সেই মালাউন শয়তান।।

"রহমত, মাগফিরাত, নাজাত
নিয়ে এলো রে রমজান।।

12/02/2025

সুহাতা দরবার শরীফের প্রোগ্রাম খুব সুন্দরভাবে সুসম্পন্ন হয়েছে।

19/01/2025

They are inhuman.. About "Cowboy'

19/01/2025

প্রকৃত "Cowboy' কে❓বড় আফসোস হয়!

19/01/2025

প্রকৃত "Cowboy' কারা❓ তাদের পরিচয়!

18/01/2025

ইসলামে যারা ফিতনা ছড়াবে..।

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Mufti Shoaib Reza Qadri posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share