TUHFA Foundation

TUHFA Foundation আসসালামু আলাইকুম,
পরিচিত হন আমাদের ফাউন্ডেশন এর সাথে।

চলুন আজই প্রতিমাসে সামান্য দান করার অঙ্গীকার করি।
10/09/2025

চলুন আজই প্রতিমাসে সামান্য দান করার অঙ্গীকার করি।

05/09/2025

প্রতিদিন ফেরেশতা দোয়া করে - রাসূল ﷺ বলেছেন: “প্রতিদিন সকালে দুটি ফেরেশতা অবতরণ করে। একজন বলে: হে আল্লাহ! দানকারীকে আরো দাও। আরেকজন বলে: হে আল্লাহ! কৃপণকে ধ্বংস করো।” (সহীহ বুখারী, সহীহ মুসলিম)

04/09/2025

দরিদ্রকে সাহায্য করা শ্রেষ্ঠ দান - রাসূল ﷺ বলেছেন: “সর্বোত্তম দান হলো সেটি, যা তুমি দরিদ্র আত্মীয়কে করো।” (সুনান ইবন মাজাহ)

03/09/2025

দান সম্পদ কমায় না - নবী ﷺ বলেছেন:
“দান করার মাধ্যমে সম্পদ কখনো কমে না। বরং আল্লাহ তা’আলা বান্দার ইজ্জত ও মর্যাদা বাড়িয়ে দেন।” (সহীহ মুসলিম)

02/09/2025

দান বিপদ দূর করে - রাসূল ﷺ বলেছেন:
“সদকা গোপনে দাও, কেননা এটি আল্লাহর ক্রোধ নিবারণ করে এবং মন্দ মৃত্যু দূর করে।”
(তিরমিযী, হাসান হাদিস)

01/09/2025

দান কবরে ছায়া হবে রসূল ﷺ বলেছেন:
“যে ব্যক্তি দান-সদকা করে, তার দান কিয়ামতের দিনে তার জন্য ছায়া হবে।”
(সহীহ বুখারী, সহীহ মুসলিম)

27/08/2025

✨ মানবসেবা উত্তম ইবাদত ✨

মানবতার সেবাই ইসলামের প্রকৃত সৌন্দর্য। আল্লাহ তাআলা বান্দার ইবাদতের সাথে সাথে মানুষের উপকারে আসাকে অনেক বেশি প্রিয় করেছেন। কেউ ক্ষুধার্ত থাকলে তাকে আহার করানো, অসহায়কে সহায়তা করা, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো— এগুলো শুধু দয়া নয়, বরং ইবাদতেরই অংশ।

রাসূলুল্লাহ ﷺ বলেছেন: “মানুষের মধ্যে সেই ব্যক্তি শ্রেষ্ঠ, যে মানুষের জন্য সর্বাধিক উপকারী।” (আল-মুজামুল আওসাত)

সুতরাং শুধু নামাজ, রোজা, যাকাত নয়— অন্যের পাশে দাঁড়ানো, কষ্টে সান্ত্বনা দেওয়া এবং সেবার হাত বাড়িয়ে দেওয়াও আল্লাহর নিকট মহৎ ইবাদত হিসেবে গৃহীত হয়।

আসুন, আমরা সবাই মানবতার সেবায় হাত বাড়াই। কারণ—
🤲 মানবসেবা শুধু দয়া নয়, এটি শ্রেষ্ঠতম ইবাদত।

21/08/2025

তোহফা ফাউন্ডেশন – মানবতার আলো ছড়াতে নিরলস প্রচেষ্টা। দুঃখে-সুখে, দিন-রাত, ২৪ ঘন্টা আমরা আছি আপনার পাশে। সহমর্মিতা, ভালোবাসা আর সেবার অঙ্গীকার নিয়েই তোহফা ফাউন্ডেশন মানবতার জন্য কাজ করে যাচ্ছে নিরন্তর।

ডোনেশন করতে মেসেজ করুন ফাউন্ডেশন এর পেইজে
07/08/2025

ডোনেশন করতে মেসেজ করুন ফাউন্ডেশন এর পেইজে

📢 ফিলিস্তিনিরা আজ চরম খাদ্য সংকটে!একটি জাতি দিনের পর দিন না খেয়ে কাটাচ্ছে, শিশুরা কান্না করছে একমুঠো খাবারের আশায়, মায...
06/08/2025

📢 ফিলিস্তিনিরা আজ চরম খাদ্য সংকটে!
একটি জাতি দিনের পর দিন না খেয়ে কাটাচ্ছে, শিশুরা কান্না করছে একমুঠো খাবারের আশায়, মায়েরা অসহায় হয়ে চেয়ে আছে খালি থালার দিকে।
ফিলিস্তিনের নিষ্পাপ মানুষগুলো আজ মানবিক বিপর্যয়ের মুখোমুখি — নেই পর্যাপ্ত খাদ্য, বিশুদ্ধ পানি কিংবা চিকিৎসা।

🔴 শিশুদের পেট ভরানোর মতো কিছুই নেই।
🔴 ঘরে খাবার নেই, বাইরে যুদ্ধ আর ধ্বংস।
🔴 প্রতিদিন খাদ্যের অভাবে মানুষ মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছাচ্ছে।

এই সময় আমাদের নীরব থাকা নয়, কিছু করা উচিত। দোয়া, সাপোর্ট এবং সচেতনতা — সবই এখন প্রয়োজন।

আসুন, মানবতার এই যুদ্ধে আমরা পাশে দাঁড়াই।
শেয়ার করে দিন এই বার্তাটি, যাতে আরও মানুষ জানে ও সাড়া দেয়।

🇵🇸




Address

Lakshmipur
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when TUHFA Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share