BCS Preparation

BCS Preparation "বিসিএস প্রস্তুতির নির্ভরযোগ্য সঙ্গী। প্রশ্ন, টিপস ও প্রেরণায় ভরপুর।"

23/10/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

18/10/2025

মনে রাখুন "মানুষের উপর বিশ্বাস হারানো সভ্যতার সংকট"।

Shout out to my newest followers! Excited to have you onboard! Mijan Obohela, Abul Kasem
18/10/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Mijan Obohela, Abul Kasem

21/09/2025

‘সোনার তরী’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
A. জীবনানন্দ দাশ
B. রবীন্দ্রনাথ ঠাকুর
C. কাজী নজরুল ইসলাম
D. মাইকেল মধুসূদন দত্ত

21/09/2025

সাধারণ জ্ঞান

1️⃣ বাংলাদেশের প্রথম সংবিধান কবে গৃহীত হয়?
A. ১৯৭১
B. ১৯৭২
C. ১৯৭৩
D. ১৯৭৫

2️⃣ বিশ্বের সবচেয়ে দীর্ঘ নদী কোনটি?
A. নীল
B. আমাজন
C. ইয়াংজি
D. মিসিসিপি

09/09/2025

এক নজরে lie, lay, lied, laid এর verb form আর অর্থ বোঝা যাক:

✅ Lie / Lay / Lied / Laid – Verb Forms & Meanings:

🔹 Lie (শোয়া/থাকা)

Present: lie

Past: lay

Past participle: lain

🔹 Lay (রাখা/ডিম পাড়া)

Present: lay

Past: laid

Past participle: laid

🔹 Lie (মিথ্যা বলা)

Present: lie

Past: lied

Past participle: lied

❌ Layed = ভুল! (সঠিক হলো laid)

✨ মনে রাখার ট্রিক:

Lie (lay, lain) → শোয়া → নিজের শরীর (no object).

Lie (lied, lied) → মিথ্যা বলা → কথা/claim.

Lay (laid, laid) → রাখা → object লাগে (book, egg ইত্যাদি)।

Layed → ভুল! ❌

📖 উদাহরণ বাক্য

1. I lie on the bed every night.
➡️ আমি প্রতিদিন রাতে বিছানায় শুই।

2. Yesterday I lay on the sofa.
➡️ গতকাল আমি সোফায় শুয়েছিলাম।

3. Don’t lie to me.
➡️ আমাকে মিথ্যা বলো না।

4. She laid the book on the table.
➡️ সে বইটা টেবিলে রেখেছিল।

5. The hen has laid an egg.
➡️ মুরগি একটা ডিম পেড়েছে।

21/08/2025

University Wits মনে রাখার কৌশল
“Marlowe Lyly Peele Kyd, Lodge with Green Nashe.”

English Literature
BCS Exam
Literature

09/07/2025

📌 রুশ বিপ্লব:

1️⃣ রুশ বিপ্লবের নেতা কে ছিলেন?
ক) স্তালিন
খ) ট্রটস্কি
গ) লেনিন
ঘ) মাও সেতুং
✅ উত্তর: গ) লেনিন

---

2️⃣ ফেব্রুয়ারি বিপ্লবের ফলে কে সিংহাসন ত্যাগ করেন?
ক) প্রথম আলেকজান্ডার
খ) দ্বিতীয় নিকোলাস
গ) প্রথম পিটার
ঘ) প্রথম নিকোলাস
✅ উত্তর: খ) দ্বিতীয় নিকোলাস

---

3️⃣ অক্টোবর বিপ্লবের সময় অস্থায়ী সরকারের প্রধান ছিলেন—
ক) ট্রটস্কি
খ) স্তালিন
গ) কেরেনস্কি
ঘ) বুখারিন
✅ উত্তর: গ) কেরেনস্কি

---

4️⃣ ‘উইন্টার প্যালেস’ কোন শহরে অবস্থিত?
ক) মস্কো
খ) পেট্রোগ্রাদ
গ) কিয়েভ
ঘ) লেনিনগ্রাদ
✅ উত্তর: খ) পেট্রোগ্রাদ

---

5️⃣ ‘Peace, Land and Bread’ স্লোগানটি কার সাথে সম্পর্কিত?
ক) মাও সেতুং
খ) লেনিন
গ) চেখভ
ঘ) হিটলার
✅ উত্তর: খ) লেনিন

---

6️⃣ রুশ বিপ্লবের ফলে যে রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়—
ক) চেকোস্লোভাকিয়া
খ) ইউক্রেন
গ) সোভিয়েত ইউনিয়ন (USSR)
ঘ) পোল্যান্ড
✅ উত্তর: গ) সোভিয়েত ইউনিয়ন (USSR)

---

7️⃣ রাশিয়ার গৃহযুদ্ধে লাল সেনা কাদের বলা হতো?
ক) রাজতন্ত্রপন্থী বাহিনী
খ) বিদেশী সেনা
গ) বলশেভিক বাহিনী
ঘ) জার বাহিনী
✅ উত্তর: গ) বলশেভিক বাহিনী

---

📌 সংক্ষিপ্ত প্রশ্ন (BCS লিখিত/বর্ণনামূলক)

1️⃣ রুশ বিপ্লবের প্রধান দুটি পর্যায় উল্লেখ করো।
2️⃣ অস্থায়ী সরকারের ব্যর্থতার কারণ কী ছিল?
3️⃣ লেনিন ও ট্রটস্কির ভূমিকা সংক্ষেপে লিখো।
4️⃣ উইন্টার প্যালেস দখলের গুরুত্ব ব্যাখ্যা করো।
5️⃣ ‘Peace, Land and Bread’ স্লোগানের তাৎপর্য লিখো।
6️⃣ রুশ বিপ্লবের ফলে বিশ্ব রাজনীতিতে কী পরিবর্তন আসে?

18/06/2025

📜 বাংলা মধ্যযুগে প্রশাসনিক দুই গুরুত্বপূর্ণ পদ: উজির ও নাজির
📚

🕌 🔹 উজির:
👉 শব্দের উৎস: আরবি "ওজর" (অর্থ: ভার)।
👉 অর্থ: মন্ত্রী বা রাজদরবারের উচ্চপদস্থ পরামর্শদাতা।
👉 কাজ: রাজা বা নবাবকে শাসন, বিচার, রাজস্ব ও সামরিক বিষয়ে সহায়তা করতেন।
👉 উদাহরণ: লস্কর উজির = সেনামন্ত্রী

🧾 🔹 নাজির:
👉 শব্দের উৎস: আরবি "নযর" (অর্থ: দেখা বা তত্ত্বাবধান)।
👉 অর্থ: তদারক কর্মকর্তা বা হিসাবরক্ষক।
👉 কাজ: নির্দিষ্ট বিভাগের তদারকি, বিশেষ করে রাজস্ব বা জমিদার প্রশাসন।

Address

Chittagong
3708

Website

Alerts

Be the first to know and let us send you an email when BCS Preparation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share