Liza's vlog & needles work

Liza's vlog & needles work One day achieve my dream "In-Sha-Allah"

আসসালামু আলাইকুম,, সবাইকে জানাই নতুন প্রহরের শুভেচ্ছা শুভ সকাল 🌞🌞
03/09/2025

আসসালামু আলাইকুম,,
সবাইকে জানাই নতুন প্রহরের শুভেচ্ছা
শুভ সকাল 🌞🌞

৩১শে আগস্ট এর পর থেকে নাকি সবাই কম বেশি কনটেন্ট মনিটাইজেশন পেয়ে যাবে,,কথা টা কি সত্য??তাহলে তো,অপেক্ষার প্রহর গুনছি
31/08/2025

৩১শে আগস্ট এর পর থেকে নাকি সবাই কম বেশি কনটেন্ট মনিটাইজেশন পেয়ে যাবে,,

কথা টা কি সত্য??
তাহলে তো,অপেক্ষার প্রহর গুনছি

21/08/2025

হঠাৎ করে আমার ফোনের Dial Pad চেঞ্জ হয়ে গেল!
সবার ও কি একি অবস্থা??

ভাগ্যের কি নির্মম পরিহাস 😭ওমান থেকে আড়াই বছর পর দেশে ফিরছেন তিনি। এতদিন পর বাড়ি ফেরা। প্রিয় মানুষ , বাড়ি, পথঘাট, বন্ধু-ব...
06/08/2025

ভাগ্যের কি নির্মম পরিহাস 😭
ওমান থেকে আড়াই বছর পর দেশে ফিরছেন তিনি। এতদিন পর বাড়ি ফেরা। প্রিয় মানুষ , বাড়ি, পথঘাট, বন্ধু-বান্ধব ঘিরে কত পরিকল্পনা!
ফেরার আগে ফেসবুকেও লিখেছেন, 'স্বপ্ন যাবে বাড়ি আমার'। তিনি বাড়ি ফিরেছেন ঠিকই কিন্ত নিয়তির খেলায় মা, স্ত্রী, সন্তান সহ পরিবারের মোট ৭জনকে হারানোর অসহনীয় কষ্ট নিয়ে। উনার এ বেঁচে থাকা মৃত্যুর মতই!😢😢

জীবনের সুখ-আনন্দ খুবই অনিশ্চিত। এ মানুষটা কি একবারও ভেবেছিল এমন একটা দিন তার জন্য অপেক্ষা করছে!!
আল্লাহ নিহতদের জান্নাত দান করুন এবং প্রবাসী ভাইকে, ধৈর্য্য ধরার তৌফিক দান করুক
আমিন🤲🤲😢

01/08/2025

জুলাই শেষ!
আগস্ট শুরু হলো জুম্মার দিনে আলহামদুলিল্লাহ,, এই মাস টা যেনো বরকতময় হয়
ইনশাআল্লাহ ❤️

শুভ রাত্রি, ছোট বোনের হাতে বানানো,, কেমন হয়েছে জানাবেন কিন্তু,,
31/07/2025

শুভ রাত্রি,
ছোট বোনের হাতে বানানো,, কেমন হয়েছে জানাবেন কিন্তু,,

★নতুন সকাল শুরু হোক,     আল্লাহর শুকরিয়া আদায় করে। "আলহামদুলিল্লাহ"
31/07/2025

★নতুন সকাল শুরু হোক,
আল্লাহর শুকরিয়া আদায় করে।
"আলহামদুলিল্লাহ"

30/07/2025

রিযিকে থাকলে জিনিস উড়ে আসবে।
আর রিযিকে না থাকলে এসেও ফিরে যাবে।

আসসালামু আলাইকুম, গুড মর্নিং এভরিওয়ান🌞
24/07/2025

আসসালামু আলাইকুম,
গুড মর্নিং এভরিওয়ান🌞

21/07/2025

রাসূল সাঃ বলেছেন...
"আ*🔥*নে ও দুর্ঘ*টনায় নি'হ_ত ব্যক্তি শ *hi *দ।"

___সুনান আবু দাউদ (হাদিস: ৩১১১)

মায়েরা! আপনার সন্তানের শাহাদাতের সুসংবাদ গ্রহণ করুন। সবর করুন সেই দিন পর্যন্ত, যেইদিন আপনার কলিজার টুকরো তার বাপ মায়ের হাত ধরে আপনাদেরকে জান্নাতে নিয়ে যাবে।

এই মাসুম বাচ্চারা যারা আগুনের মাঝে শহীদ হয়েছে, নিশ্চয়ই আল্লাহ তার সাথে আপনার সাক্ষাৎ এর জন্য এক চমৎকার অনুষ্ঠান সাজাবেন।

দুনিয়াতো ক্ষনস্থায়ী, আর আখিরাত একসাথে থাকার জায়গা..

21/07/2025

কত আদরে, যতনে স্কুলে পাঠানো শিশুগুলো এখন পুড়ে ক্ষত বিক্ষত। কতগুলো কচিপ্রাণ ঝরে গেলো, সহ্য করার মত নয় এমন হৃদয় বিদারক দৃশ্য।
আল্লাহ সবাইকে হেফাজত করুন। মা- বাবাদের ধৈর্য্য ধারন করার তৌফিক দাও আল্লাহ। দূর থেকে শুধু দোয়া টুকুই করতে পারি। আসুন বেশি বেশি দোয়া করি সবাই মিলে। 🤲
😭😭

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Liza's vlog & needles work posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share