
16/01/2025
একটা মেয়ের👰 প্রথম প্রেম হওয়া ভাগ্য। দ্বিতীয় প্রেম হওয়া দুর্ভাগ্য। তৃতীয় প্রেম হওয়া পরম সৌভাগ্য।
ঘাবড়ে যাবেন না। ব্যাখ্যাও আছে।
প্রথম প্রেম জিনিসটা মধুর। সবকিছুই নতুন নতুন লাগবে। স্বর্গ থেকে আসা প্রেম সুখের চাদর বিছিয়ে দিবে তাদের পৃথিবী জুড়ে। এই প্রেমে বাবুদের নাম ঠিক করা থেকে কোন স্কুলে পড়াবে। তা পর্যন্তও ঠিক হয়ে যায়।
দ্বিতীয় প্রেম একটু কনফিউজিং টাইপের। আগেরটা ভালো ছিলো। নাকি এটাই ভালো। এটা নিয়ে একটা দ্বিধাদন্দ চলতে থাকে। দেখা গেল তুমি তারে নিয়া রিক্সায় ঘুরছো। সে তোমার সাথে নাই। সে প্রথম প্রেমের স্মৃতিতে হারায় গেছে। দ্বিতীয় প্রেম জিনিসটা প্রেম না। এটা আসলে কাউন্সিলিং।
তৃতীয় প্রেম জিনিসটা জোশ। এখানে মেয়েটা দুনিয়ার অনেক কিছু দেইখা ফেলছে। সে জানে তার প্রথম আর দ্বিতীয় প্রেমে কি ভুল ট্রুটি ছিলো। সে একজন অভিজ্ঞতা সম্পন্ন প্রেমিকা। এনি কাইন্ড অব ফালতু সিচুয়েশন সে খুব সহজেই হ্যান্ডেল করতে পারবে। আপনি শুধু প্রাণভরে ভালোবাসা দিবেন। মেয়েটা আপনার জন্য তার দুনিয়াও ছাইড়া দিবে।
১ ও ৩ নম্বরে থাকাদের অভিনন্দন। ২নম্বরে থাকাদের জন্য শুধুই আফসোস।
আর হ্যাঁ। ছেলেদের ১ম, ২য়, ৩য় প্রেম বলতে কিছু নেই। তাদের সব প্রেমই প্রথম প্রেম 🥴