GEN - Z

GEN - Z Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from GEN - Z, Digital creator, Chittagong.

ডিপ্রেশন দূর করার ক্ষুদ্র প্রচেষ্টা 🤗🥰
সুন্দর সুন্দর মজার মজার ভিডিও ছাড়ার চেষ্টা করি।
আপনাদের সকলকে আনন্দ দেওয়ার চেষ্টা করি।
পাশে থেকে উৎসাহ দিবেন আশা করি। ❤️🥰😍🍁


ইয়া আলিম ইয়া রহমান ইয়া রহিম



Keep Faith on Allah...
Spread the love..❤️❤️

একটা মেয়ের👰 প্রথম প্রেম হওয়া ভাগ্য। দ্বিতীয় প্রেম হওয়া দুর্ভাগ্য। তৃতীয় প্রেম হওয়া পরম সৌভাগ্য। ঘাবড়ে যাবেন না। ব্যাখ্যা...
16/01/2025

একটা মেয়ের👰 প্রথম প্রেম হওয়া ভাগ্য। দ্বিতীয় প্রেম হওয়া দুর্ভাগ্য। তৃতীয় প্রেম হওয়া পরম সৌভাগ্য।

ঘাবড়ে যাবেন না। ব্যাখ্যাও আছে।

প্রথম প্রেম জিনিসটা মধুর। সবকিছুই নতুন নতুন লাগবে। স্বর্গ থেকে আসা প্রেম সুখের চাদর বিছিয়ে দিবে তাদের পৃথিবী জুড়ে। এই প্রেমে বাবুদের নাম ঠিক করা থেকে কোন স্কুলে পড়াবে। তা পর্যন্তও ঠিক হয়ে যায়।

দ্বিতীয় প্রেম একটু কনফিউজিং টাইপের। আগেরটা ভালো ছিলো। নাকি এটাই ভালো। এটা নিয়ে একটা দ্বিধাদন্দ চলতে থাকে। দেখা গেল তুমি তারে নিয়া রিক্সায় ঘুরছো। সে তোমার সাথে নাই। সে প্রথম প্রেমের স্মৃতিতে হারায় গেছে। দ্বিতীয় প্রেম জিনিসটা প্রেম না। এটা আসলে কাউন্সিলিং।

তৃতীয় প্রেম জিনিসটা জোশ। এখানে মেয়েটা দুনিয়ার অনেক কিছু দেইখা ফেলছে। সে জানে তার প্রথম আর দ্বিতীয় প্রেমে কি ভুল ট্রুটি ছিলো। সে একজন অভিজ্ঞতা সম্পন্ন প্রেমিকা। এনি কাইন্ড অব ফালতু সিচুয়েশন সে খুব সহজেই হ্যান্ডেল করতে পারবে। আপনি শুধু প্রাণভরে ভালোবাসা দিবেন। মেয়েটা আপনার জন্য তার দুনিয়াও ছাইড়া দিবে।

১ ও ৩ নম্বরে থাকাদের অভিনন্দন। ২নম্বরে থাকাদের জন্য শুধুই আফসোস।

আর হ্যাঁ। ছেলেদের ১ম, ২য়, ৩য় প্রেম বলতে কিছু নেই। তাদের সব প্রেমই প্রথম প্রেম 🥴

৫ বছর ৬ মাসের রিলেশন আমাদের.....দুইদিন পর তার বিয়ে,শেষ কয়দিন কান্নার জন্য  মেয়েটি আমার সাথে কথা বলতে পারেনি। অনেক চেষ...
14/01/2025

৫ বছর ৬ মাসের রিলেশন আমাদের.....
দুইদিন পর তার বিয়ে,
শেষ কয়দিন কান্নার জন্য মেয়েটি আমার সাথে কথা বলতে পারেনি।

অনেক চেষ্টা করেছে আমাকে পাওয়ার জন্য ,আমি অবশ্য তার অর্ধেকও করি নাই।

ভাগ্যের উপরে সবকিছু ছেড়ে দিয়েছি, তাই ভাগ্যই আমার থেকে দূরে নিয়ে গেছে।

চাইলে উঠিয়ে এনে বিয়ে করতে পারতাম,কিন্তু আমি পরিবারের মুখে চুনকালি দিতে চাইনি।
শেষবার তার কথা বলার সময় তার বোন এই ছবিটি তুলে দিয়েছে।
তার কান্না মাথা চুলগুলো চোখের সামনে ভেসেই আছে।
ক্ষমা করে দিও প্রিয় 🥺

নারী তার কাছেই থাকতে চাই -যার কাছে সে সম্মান, ভালোবাসা ও গুরুত্ব পায় 🙂
13/01/2025

নারী তার কাছেই থাকতে চাই -
যার কাছে সে সম্মান, ভালোবাসা ও গুরুত্ব পায় 🙂

পুরুষের শারীরিক চাহিদা পূরণ হলেই তার মানসিক শান্তি ফিরে আসে। কিন্তু নারীদের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। একজন নারী মা...
13/01/2025

পুরুষের শারীরিক চাহিদা পূরণ হলেই তার মানসিক শান্তি ফিরে আসে। কিন্তু নারীদের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। একজন নারী মানসিক শান্তি পেলে তবেই শারীরিক চাহিদার কথা ভাবে। নারী ও পুরুষের চাহিদার এই ভিন্নতার কারণেই তাদের সম্পর্ক আরও জটিল এবং গভীর।

পুরুষের সমস্ত ডিপ্রেশন এবং ক্লান্তি দূর হয় সঙ্গীর সাথে শারীরিক সংযোগে। যদি আপনি আপনার পুরুষ সঙ্গীকে খুশি করতে চান, তবে তার সাথে অবশ্যই শারীরিক Attachment থাকা প্রয়োজন, এবং তা মন থেকে হতে হবে।

নারীরা, বিপরীতে, মানসিক Attachment-এ বেশি গুরুত্ব দেয়। যদি তার মন ভালো থাকে, তাহলে সে স্বাভাবিকভাবেই শারীরিক সংযোগে আগ্রহী হয়। কিন্তু যদি তার মানসিক অবস্থা ভালো না থাকে, তাহলে সে কোনো কিছুতেই সাড়া দেয় না। নারীর মনই তার আসল শক্তি।

একজন নারী চাইলে একজন পুরুষের জীবনকে নতুন করে সাজাতে পারে। আবার সেই নারী চাইলে একজন পুরুষের জীবনকে পুরোপুরি নষ্টও করে দিতে পারে।
একজন নারী চাইলেই একজন পুরুষকে সম্মানের সর্বোচ্চ শিখরে পৌঁছে দিতে পারে। আবার চাইলে তাকে অসম্মানের তলানিতে নামিয়ে আনতে পারে।
নারী চাইলে একজন পুরুষকে আর্থিকভাবে সমৃদ্ধ করতে পারে। আবার চাইলে তাকে নিঃস্ব করে দিতে পারে।
নারী চাইলে একটি সুন্দর পরিবার এবং সুখী সংসার গড়ে তুলতে পারে। আবার চাইলে সেই সংসারকে ধ্বংস করে দিতে পারে।
নারী একজন পুরুষকে পরিবার, সমাজ, এবং নিজের প্রতি আবদ্ধ রাখতে পারে। আবার চাইলে সে পুরুষকে একা করে, পরিবারহীন করে ছুঁড়ে ফেলে দিতে পারে।
নারী তার শিক্ষা, শক্তি, মায়া, ভালোবাসা এবং মমতার মাধ্যমে পুরো পৃথিবীকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে।
নারী চাইলে একজন পুরুষকে শত খারাপ অভ্যাস থেকে মুক্ত করে ভালো মানুষে পরিণত করতে পারে। আবার ভালো মানুষকে নষ্ট করতেও সক্ষম।

নারী, তোমার প্রতি আমার অগাধ বিশ্বাস।
তুমি তোমার সৌন্দর্য, শিক্ষা, এবং ভালোবাসার শক্তি দিয়ে তোমার সংসার, পরিবার এবং সমাজকে সুন্দর করে তুলবে।
তোমার প্রেম হোক তোমার সংসার,
তোমার ভালোবাসা হোক তোমার স্বামী,
আর তোমার মায়ার বাঁধন হোক তোমার সন্তান।

নারী, তুমি চাইলেই অনেক কিছু করতে পারো। তুমি পারো, পুরো পৃথিবী বদলে দিতে....

দোয়া আর শুভকামনা রইলো আপনাদের জন্য ❤️🥰
04/01/2025

দোয়া আর শুভকামনা রইলো আপনাদের জন্য ❤️🥰

কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে
আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে?
যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন
ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?

❤️

🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!
17/10/2024

🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!

25/09/2024
31/08/2024

কিছুদিন আগে সরকারি চাকরিজীবী ছেলেদের অনেক দাম ছিল।
বিবাহ উপযোগ্য মেয়েদের বাবাদের কাছে তারা ছিল সোনার হরিণ অথবা স্বর্ণের ডিম পাড়া হাঁস।🤣😂

সে ঘুষ খেয়ে অনৈতিকভাবে হারাম ভাবে অর্থ উপার্জন করে সম্পদের পাহাড় গড়ে তুলেছিল।
হারাম ভাবে অর্থ উপার্জন করছে জেনেও সেই ঘুষখোর সরকারি চাকরিজীবীদের হাতে মেয়ে তুলে দেওয়ার জন্য মেয়ের বাবারা মায়েরা উঠে পড়ে লেগেছিল।

আজকে ঘুষ বন্ধ হয়ে যাওয়ায় প্রতিমাসে সেই দুই লাখ টাকা খরচ করা সরকারি চাকরিজীবীর ৩০ হাজার টাকা দিয়ে দিন চালাতে হচ্ছে।

আজকে আফসোস হচ্ছে ওই সকল লোভী মেয়েদের জন্য এবং তাদের বাবা মার জন্য , যারা লোভ করে নিজের নৈতিকতা বিসর্জন দিয়ে এরূপ সরকারি চাকুরিজীবীদের বিবাহ করেছিল এবং নিজেদের মেয়েকে বিয়ে দিয়েছিল ।🤣🤣

আফসোস ।
বড়ই আফসোস। 😂🤣

Address

Chittagong
4202

Alerts

Be the first to know and let us send you an email when GEN - Z posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share