Simla

Simla পেইজে এক্টিভ থাকি 24 ঘন্টা ভালোবাসা দিলে অবশ্যই ভালোবাসা পাবে।
(3)

18/11/2025

তুমি আমার রাজা ❤️🥀💯 ゚

17/11/2025

আমি শুধু তোমার আসক্ত হয়ে থাকতে চাই ゚ ゚viralシalシ

15/11/2025

আজ প্রিয় মানুষটির ছুটির জন্য অপেক্ষা করতে হয়। ゚ ゚viralシalシ

13/11/2025

চলো ভাবী সবাই মিলে হরতাল দেয়।,🫣🤔

থাকতে কদর কইরেন,,যখন আর থাকবে না তখন আপসোস করবেন,,, ভালোবাসা সবাই পায় না❤️❤️
29/10/2025

থাকতে কদর কইরেন,,যখন আর থাকবে না তখন আপসোস করবেন,,, ভালোবাসা সবাই পায় না❤️❤️

23/10/2025

মানসিক রোগের কিছু লক্ষণ :

১. অনিয়মিত ঘুম
২. দিনের বেলা শরীর ক্লান্ত লাগা
৩. খাবারে অরুচি
৪. অল্পতেই রেগে যাওয়া
৫. বেশির ভাগ সময়ই মন খারাপ থাকা
৬. কাজে অনাগ্রহী
৭. বিষন্নতা বা হতাশাগ্রস্থ হওয়া
৮. হঠাৎ বুক ধরফর করা
৯. নেতিবাচক চিন্তা বেশী হওয়া
১০. অমনোযোগী ও সিদ্ধান্তহীনতায় ভোগা

তাহলে কি আপনি মানসিক রোগে আক্রান্ত?

20/10/2025

🥀💯💔 ゚viralfbreelsfypシ゚viral

কিছু ফুল যত্ন ছাড়া জঙ্গলে সুন্দর করে ফুটে থাকে।
20/10/2025

কিছু ফুল যত্ন ছাড়া জঙ্গলে সুন্দর করে ফুটে থাকে।

18/10/2025

"ভাগ্য আপনাকে যেখানে নিয়ে যাবে,সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়ুন,তারপর চারদিকে তাকান,ভালো করে দেখুন আর নিজেকে মানিয়ে নিন,নিজেকে বলুন এটা আমার নিয়তি,এখানেই থাকতে হবে,এখানেই বাঁচতে হবে,

সুতরাং – কাঁদা যাবে না,মন খারাপ করা যাবে না,আর যদি ভালো থাকা সম্ভব না হয়,তাহলে অভিনয় করে হলেও যন্ত্রণার মাঝে একমাত্র আল্লাহর জন্য বাঁচুন,তবুও বেঁচে থাকুন হাসি মুখে আলহামদুলিল্লাহ বলে_🤍🌼

10/10/2025

পৃথিবীর অনেক কিছুই রিপ্লেসেবল হয়, তবে কিছু কিছু জিনিস কখনোই রিপ্লেসেবল হয় না।

এই যেমন ধরেন; আপনি বেকার থাকাকালীন আপনার যে বন্ধুটি নিজের পকেটের সীমিত টাকার মধ্য থেকেও আপনার শূন্য পকেটের অবস্থা বুঝে চায়ের বিলটি দিয়ে দিত। আপনার যে প্রেমিক কিংবা প্রেমিকাটি আপনার দারিদ্রা বা অসহায়ত্ব সম্পর্কে জানার পরও আপনার সাথে থেকে গিয়েছিল, তার কোনো রিপ্লেসমেন্ট হয় না।

আপনার বিষন্নতার খোঁজ জানতে পেরে আপনার দুর্দিনে যে মানুষটি মাথায় হাত বুলিয়ে দিয়ে "ভয় পেয়ো না, আমি আছি।" বলেছিল, তার কোনো রিপ্লেসমেন্ট কিছুতেই হয় না!🤍

-

মানুষকে জ্যান্ত দেখিয়ে মা'র'তে চাও?তবে, প্রথমে তার চোখে একটু আলো দাও,অন্ধকারে হাত রেখে বলো,ভয় পেও না, আমি আছি।তারপর একদি...
09/10/2025

মানুষকে জ্যান্ত দেখিয়ে মা'র'তে চাও?
তবে, প্রথমে তার চোখে একটু আলো দাও,
অন্ধকারে হাত রেখে বলো,ভয় পেও না, আমি আছি।
তারপর একদিন ঠিক সেই হাতটাই সরিয়ে নাও,
যখন সে সবচেয়ে বেশি তোমার উপর ভর করে।

প্রথমে তাকে শিখাও— বিশ্বাস মানে তুমি,
তারপর হঠাৎ করেই শেখাও,বিশ্বাস মানে মৃ|ত্যু।
তাকে হাসাও, তার কান্নার জায়গায় বসাও তোমার নাম,
তারপর এক সকালে চুপচাপ চলে যাও
এক ফোঁটা ক্ষমাও না রেখে।

মানুষকে জ্যান্ত দেখিয়ে মা'র'তে চাও?
তবে, প্রথমে যত্ন নাও, প্রেম দাও,
তারপর প্রচন্ড ভালবেসে মাঝপথে হাত ছেড়ে চলে যাও, ব্যাস!

ঠিক এই আঘাতই করেছিল কেউ,
তারপর থেকে আর কোনদিন
নিজেকে আর খুঁজে পাই না জ্যা|ন্ত প্রাণে।

এখনও মাঝরাতে ঘুম ভাঙে,
মনে হয় কেউ আমার নাম ধরে ডাকছে,
কিন্তু সে কণ্ঠটা কেবল হাওয়ায় মিশে যায়।
আমি হাত বাড়াই, পাই শুধু শূন্যতা,
যেন ভালোবাসার পর মৃ|ত্যু নয়,
মৃ|ত্যু|র পরেও রয়ে যাওয়া ভালোবাসা।
তখন বুঝি, জ্যা'ন্ত থাকা মানেই সবসময় বেঁচে থাকা নয়,
কখনো কখনো ভালোবাসাই মানুষকে
সবচেয়ে নরমভাবে মে|রে ফেলে।

09/10/2025

❤️🥀💔 #

Address

Rangamati
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Simla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share