21/07/2025
চাকরি পেয়েছি আজ প্রায় এক বছর। বাসা থেকে বিয়ের কথাবার্তা চলছে,কাল আম্মু জিজ্ঞেস করলো আমার কোনো প ছ ন্দ আছে কি না? আমি বললাম হ্যাঁ আমার একটা মেয়ের সাথে আজ ৪ বছরের রিলেশন,আম্মু বলল তাহলে ঠিকানাটা দে আমরা গিয়ে দেখে আসি।
গার্লফ্রেন্ডকে দেখতে গিয়ে আম্মু বাসায় এসেই না করে দিয়েছিল কারণ মেয়ের বয়স বেশি,গায়ের রং শ্যামলা। আম্মু বলল আমার একটা মাত্র বউমা,আত্মীয়-স্বজনের বাসায় নিয়ে গেলে যেন ওরা বলে দেখছিস ওমুকের বউটা কত সুন্দরী তাছাড়া আমার ইচ্ছে আছে তোর জন্য কম্ বয়সী ফর্সা টুকটুকে বউ নিয়ে আসব।
আম্মুরে বললাম, তোমার দেখা সুন্দরী ফর্সা মেয়েটা আমাকে বুঝবে এর কি গ্যারান্টি আছে? সে যে আমাকে ভালোবেসে আপন করে নিবে এর কি গ্যারান্টি আছে? আমি যদি সুন্দরী মেয়ে বিয়ে করে দিন শেষে ঐ শ্যামলা মেয়েটার অভাববোধ করি,তার জন্য কষ্ট পাই তাহলে এই বিয়ের মানে কি?
ঐ শ্যামলা মেয়েটাই শূন্য পকেটে আমার পশে ছিল।ঐ শ্যামলা মেয়েটাই আমাকে বিয়ে করবে বলে নিজের বয়স বাড়িয়েছে,আমার সাথে থেকে আমার ক্যারিয়ার গড়তে সাহায্য করেছে, অনেক ভালো ভালো পাত্র রিজেক্ট করেছে,যার হাত ধরে আমার সফলতা এসেছে আজ তাকে ফেলে অন্য একটা মেয়েকে বিয়ে করব? এত বড় অবিচার সৃষ্টিকর্তা কি মেনে নিবে? আর তুমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের কষ্ট বুঝবে না?
অনেক বুঝিয়ে শুনিয়ে,জোরাজুরি করে আম্মুকে মানিয়ে নিয়েছিলাম। আর আজ সেই শ্যামলা মেয়েটা আমার বউ, আজ বুক ফুলিয়ে বলতে পারি হ্যাঁ আমরা সত্যি অনেক ভালো আছি,সুখে আছি।
যেই মা তার ছেলের পছন্দ করা শ্যামলা মেয়েটাকে মেনে নিতে অস্বীকার করেছিল সেই মা আজ আমাদের দুজনের ভেতর ঝগড়া হলে দোষ আমার বউয়ের হলেও আমারে এসে পিটাই।