Simla

Simla পেইজে এক্টিভ থাকি 24 ঘন্টা ভালোবাসা দিলে অবশ্যই ভালোবাসা পাবে।
(3)

চশমা না পড়লে দূরে খুব একটা ভাল দেখতে পাইনা। বর সব সময় বলতেই থাকে চশমা পড়ো৷ আমি পড়তে চাইনা। তো আজ আমরা বাহিরে ঘুরতেছিলাম ...
21/07/2025

চশমা না পড়লে দূরে খুব একটা ভাল দেখতে পাইনা। বর সব সময় বলতেই থাকে চশমা পড়ো৷ আমি পড়তে চাইনা। তো আজ আমরা বাহিরে ঘুরতেছিলাম হটাৎ অনেক গুলো ভেড়া দেখতে পেলাম। আমি বললাম দেখছো এই দিনের বেলাও এতোগুলা শি&%য়াল, কই থেকে আসলো এরা।
আমার বর: তোর চশমা আজকে বাসায় যেয়ে যদি না ভাংছি😆

চাকরি পেয়েছি আজ প্রায় এক বছর। বাসা থেকে বিয়ের কথাবার্তা চলছে,কাল আম্মু জিজ্ঞেস করলো আমার কোনো প ছ ন্দ আছে কি না? আমি বলল...
21/07/2025

চাকরি পেয়েছি আজ প্রায় এক বছর। বাসা থেকে বিয়ের কথাবার্তা চলছে,কাল আম্মু জিজ্ঞেস করলো আমার কোনো প ছ ন্দ আছে কি না? আমি বললাম হ্যাঁ আমার একটা মেয়ের সাথে আজ ৪ বছরের রিলেশন,আম্মু বলল তাহলে ঠিকানাটা দে আমরা গিয়ে দেখে আসি।

গার্লফ্রেন্ডকে দেখতে গিয়ে আম্মু বাসায় এসেই না করে দিয়েছিল কারণ মেয়ের বয়স বেশি,গায়ের রং শ্যামলা। আম্মু বলল আমার একটা মাত্র বউমা,আত্মীয়-স্বজনের বাসায় নিয়ে গেলে যেন ওরা বলে দেখছিস ওমুকের বউটা কত সুন্দরী তাছাড়া আমার ইচ্ছে আছে তোর জন্য কম্ বয়সী ফর্সা টুকটুকে বউ নিয়ে আসব।

আম্মুরে বললাম, তোমার দেখা সুন্দরী ফর্সা মেয়েটা আমাকে বুঝবে এর কি গ্যারান্টি আছে? সে যে আমাকে ভালোবেসে আপন করে নিবে এর কি গ্যারান্টি আছে? আমি যদি সুন্দরী মেয়ে বিয়ে করে দিন শেষে ঐ শ্যামলা মেয়েটার অভাববোধ করি,তার জন্য কষ্ট পাই তাহলে এই বিয়ের মানে কি?

ঐ শ্যামলা মেয়েটাই শূন্য পকেটে আমার পশে ছিল।ঐ শ্যামলা মেয়েটাই আমাকে বিয়ে করবে বলে নিজের বয়স বাড়িয়েছে,আমার সাথে থেকে আমার ক্যারিয়ার গড়তে সাহায্য করেছে, অনেক ভালো ভালো পাত্র রিজেক্ট করেছে,যার হাত ধরে আমার সফলতা এসেছে আজ তাকে ফেলে অন্য একটা মেয়েকে বিয়ে করব? এত বড় অবিচার সৃষ্টিকর্তা কি মেনে নিবে? আর তুমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের কষ্ট বুঝবে না?

অনেক বুঝিয়ে শুনিয়ে,জোরাজুরি করে আম্মুকে মানিয়ে নিয়েছিলাম। আর আজ সেই শ্যামলা মেয়েটা আমার বউ, আজ বুক ফুলিয়ে বলতে পারি হ্যাঁ আমরা সত্যি অনেক ভালো আছি,সুখে আছি।

যেই মা তার ছেলের পছন্দ করা শ্যামলা মেয়েটাকে মেনে নিতে অস্বীকার করেছিল সেই মা আজ আমাদের দুজনের ভেতর ঝগড়া হলে দোষ আমার বউয়ের হলেও আমারে এসে পিটাই।

দুইটা আলাদা স্ক্রিনশট, দুই রকমের 'প্রায়োরিটি!'লাইফে 'প্রায়োরিটি' জিনিস টা খুব ম্যাটার করে। আপনি যার জন্য নিজের 'জান' দেও...
19/07/2025

দুইটা আলাদা স্ক্রিনশট, দুই রকমের 'প্রায়োরিটি!'
লাইফে 'প্রায়োরিটি' জিনিস টা খুব ম্যাটার করে। আপনি যার জন্য নিজের 'জান' দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন, সে যদি আপনার দিকে ফিরেও না তাকায় তাহলে লাভ নাই! সবার আগে সেখান থেকে ফিরে আসেন!
আপনি মানুষের কথার ধরনেই বুঝে যাবেন আপনি তার প্রায়োরিটি লিস্টে আছেন কিনা? প্রায়োরিটি লিস্টে সবার নিচে থাকলে সেখান থেকে চুপচাপ সরে আসাই ভালো!

যার প্রায়োরিটি লিস্টে সবার উপরে আছেন,তাকে দাম দেন। প্রায়োরিটি লিস্টে সবার উপরে থাকার আনন্দ টাই আলাদা!
আর সবার নিচে থাকার কষ্ট টা রে ভাইইইইই!

প্রায়োরিটি বদলান! যার প্রায়োরিটি লিস্টে আপনি নাই ই,সেখানে নিজের ভালোবাসা,আত্মসম্মান আর বিসর্জন দিয়েন না!❤️

শুধু একটা স্বামীর জন্য 🌚
18/07/2025

শুধু একটা স্বামীর জন্য 🌚

-কেউ মায়ায় পড়ে সব ইগো ভুলে যায়, আবার কেউ ইগোর কারণে সমস্ত মায়া ভুলে থাকে.!🥹💔
18/07/2025

-কেউ মায়ায় পড়ে সব ইগো ভুলে যায়, আবার কেউ ইগোর কারণে সমস্ত মায়া ভুলে থাকে.!🥹💔

18/07/2025

সব সময় সঙ্গ দরকার হয় না, কখনো কখনো নির্জনতাই সবচেয়ে বেশি বোঝে আমাদের।🤍🌸

17/07/2025

একটা মেয়ের শরী*রের গন্ধ তোমার ভালো লাগে । এইটা হচ্ছে প্রেম ।
আরেকটা মেয়ে আছে , যাকে তুমি অনুভব করো । তাকে ভালো লাগার জন্য তার উপস্থিতি কিংবা শরীরের গন্ধ লাগে না । এটা হচ্ছে ভালোবাসা ।

কোন একটা মেয়ের সাথে রু*মডেট করলে তুমি আনন্দ পাও । আরেকটা মেয়ে আছে যার কথা ভাবলেই তুমি আনন্দ পাও । প্রথমজন হচ্ছে তোমার প্রেমিকা । দ্বিতীয়জন হচ্ছে তোমার ভালোবাসার মানুষ ।

তোমার বন্ধু মহলে কোন একটা মেয়ে আছে যার সাথে তুমি গা ঘেঁষে বসার জন্য অস্থির থাকো । এই মেয়েটি হচ্ছে তোমার কামনার বস্তু ।

একই ভাবে তোমার মস্তিস্কের অন্দরমহলে একটা মেয়ে আছে যার সাথে তুমি গা ঘেঁষে বসার জন্য অস্থির না । কিন্তু তার অনুপুস্থিতির জন্য তুমি অস্থির । তার সাথে কথা বলার জন্য তুমি অস্থির । এই মেয়েটা হচ্ছে তোমার ভালোবাসার মানুষ ।

একটা মেয়ের নু*ড পিক দেখার জন্য সব সময় তুমি অপেক্ষা করো । আরেকটা মেয়ে আছে যার নু*ড পিক তোমার মাথাতেও আসে না । চাইলেও তুমি আনতে পারো না । প্রথমজন হচ্ছে তোমার প্রেমিকা । পরের জন হচ্ছে তোমার ভালোবাসা ।

একটা মেয়ের সাথে ঘন্টার পর ঘন্টা ফোনে মজা নেয়ার পরেও তুমি মেয়েটার কথা ওইভাবে চিন্তা করো না । সব কিছু ফোনের ওই মজা পর্যন্তই । কিন্তু এমন একজন মানুষের অস্তিত্ব তোমার জীবনে আছে যার সাথে ফোনে কথা না বলেও সব সময়ই তার কথা ভাবো তুমি । বালক ... প্রথম জন তোমার টাইম পাসের প্রেমিকা । পরেরজন তোমার ভালোবাসার মানুষ ।

কোন মেয়ে তোমার সাথে ইগো দেখালে তুমিও তার সাথে সমানতালে ইগো দেখাও । কিন্তু তোমার জীবনে এমন একজন মানুষ আছে যার শত অবহেলাতেও তুমি তার সাথে ইগো দেখাতে পারো না । প্রথমজন তোমার প্রেমিকা । পরের জন তোমার ভালোবাসা ।

মেডিকেল সাইন্স প্রেম আর ভালোবাসার ডেফিনেশন দিতে গিয়ে পার্থক্যটা তুলে ধরেছে এভাবে ---

""শা*রীরিক আনন্দ কেটে যাবার পরেও যদি কোন মানুষের সাথে তোমার আজীবন থাকতে ইচ্ছে করে তাহলে সেটা হচ্ছে ভালোবাসা । আর যদি সেরকম ইচ্ছে না আসে তাহলে ব্যাপারটা ছিল প্রেম ""

সব থেকে মজার ব্যাপার হচ্ছে দুনিয়ার বেশিরভাগ মানুষ প্রেম কে ভালোবাসা বলে চালিয়ে দেয় । প্রেম করতে করতে তারা একসময় ভালোবাসাই ভুলে যায় । বুঝতে পারে তখন যখন আচমকাই তাঁদের ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে যায় ।

এই কারনে দেখবেন দুই তিনটা প্রেম করে সময় কাটানো খারাপ মেয়েটাও নির্জনে কারো না কারো জন্য কেঁদে কেঁদে অস্থির হয় ।

সারাদিন অনলাইন

14/07/2025
আল্লাহ ভরসা
12/07/2025

আল্লাহ ভরসা

চাঁদপুরে জুমার নামাজের সময় ইমামকে চাপাতি দিয়ে কুপিয়েছে বয়ান পছন্দ হয়নি সে জন্য!  এই স্বাধীনতা কি চেয়েছি আমরা!
11/07/2025

চাঁদপুরে জুমার নামাজের সময় ইমামকে চাপাতি দিয়ে কুপিয়েছে বয়ান পছন্দ হয়নি সে জন্য!
এই স্বাধীনতা কি চেয়েছি আমরা!

সবাইকে স্বাধীন বাংলার  লাল সালাম 🥲🥲 আমি ও চাঁদা দিবো তবু মারিয়েন না,
11/07/2025

সবাইকে স্বাধীন বাংলার লাল সালাম 🥲🥲 আমি ও চাঁদা দিবো তবু মারিয়েন না,

11/07/2025

আমার শখের বেডা যদি অন্য বেডির পোস্টে গিয়া সামান্য রিয়েক্ট দেয় আমার জ্বলবে,ওই মেয়ের প্রত্যেকটা পোষ্টে গিয়ে কমেন্টে রিয়্যাক্টে আমার বেডার নাম খুঁজবো! আমার শখের বেডা যদি অন্যের পোস্টে কমেন্ট করে আমি ওইটা জানতে চাইয়া তারে খুঁচাইয়া বিরক্ত করে ফেলবো। আমি নিতে পারব না এইগুলা। মাঝে মধ্যে দেখবো পোস্ট করছো দুই মিনিট আগে আর আমার মেসেজ ডেলিভার হইছে ১ ঘণ্টা আগে, এমন হইলে আমি কাইন্দা অজ্ঞান হয়ে যাবো!
কত ইজিলি তুমি ফ্লার্ট করবা জুনিয়রের সাথে,আর আমারে বলবা ক্লোজ ছোট বইন, এগ্লা ভাই আমি মানতে পারবো না!

আমার সাথে কমিটমেন্ট এ থাইকা নিজেরে সারাদিন আয়রনি কইরা সিঙ্গেল দাবি করবা ফেসবুক এ আইসা, এমন তুমির তো কোনো দরকার নাই। হুটহাট না বলে বন্ধু বান্ধবীর সাথে রেস্টুরেন্ট এ যাইবা,বান্ধুবীর ছবির ক্রেডিটদাতা হিসেবে Mention দিবে, তুমি মিষ্টি কমেন্ট করবা এগুলো সহ্য করতে পারবো না,বান্ধবীর পাশে দাঁড়াইয়া স্টোরি দিবা আর আমি জিজ্ঞেস করলে কইবা ঐটা আমার ফ্রেন্ড,এইটা আমি মানতে পারবো না,পড়াশোনার নামে ঘন্টার পর ঘন্টা লাইব্রেরিতে বেডি রিডিং পার্টনার নিয়ে সময় কাটাবা,এটাও আমার সহ্যের বাইরে।আমার কাছে এইগুলোও চিট করার মধ্যে পরে।তুমি আমার মানে আমার। ইহকাল পরকাল সবখানেই।

আমি তোমার সাথে অন্য বেডি তো দূর তোমার ছায়াকেও সহ্য করতে পারবো না!

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Simla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share