ABM Shaikhul

ABM Shaikhul Dream big | Work hard | Stay humble | Fun | Entertainment | Aspiring Physician | Budding Biochemist | Abm Shaikhul Islam ❤️

প্রিয় চীনাকি ভট্টাচার্য দাদা!☺️
24/10/2025

প্রিয় চীনাকি ভট্টাচার্য দাদা!☺️

21/10/2025

বেহায়ার মতো এবারই শেষবার বলে বারবার বাংলাদেশের খেলা দেখতে বসি। আর বেহায়ার মতো চেহারা নিয়ে হতাশ হয়ে ফিরে আসতে হয়।

কিছু করার নাই বেহায়ারা এমনই...

জীবন্ত মানুষের শরীরে ১০টা পোকা!বয়স ৫০ হবে লোকটার।আজকে ছোট একটা অপারেশন করলাম—কারণ, পায়ে ফোড়া।বললো, “বাবা রাতে ঘুমাতে পার...
20/10/2025

জীবন্ত মানুষের শরীরে ১০টা পোকা!

বয়স ৫০ হবে লোকটার।
আজকে ছোট একটা অপারেশন করলাম—কারণ, পায়ে ফোড়া।
বললো, “বাবা রাতে ঘুমাতে পারি না, মনে হয় পোকা কামড়ায়…”

প্রথমে আমিও ভেবেছিলাম, হয়তো ব্যথার অতিরঞ্জন।
কিন্তু অপারেশন টেবিলে শুইয়ে যখন সামান্য কেটে দেখি—
ভেতর থেকে একটার পর একটা জীবন্ত পোকা বের হচ্ছে!
একটা না, দুইটা না—মোট ১০টা ম্যাগগট (maggot)!

ভাবতে পারেন?
জীবন্ত মানুষের শরীরের ভেতরে ১০টা পোকা বাস করছিলো!

লোকটা বললো,
“দুই মাস আগে একটা ওষ্ঠা খাইছিলাম, পরে একটু ব্যথা করছিলো… ফার্মেসি থেকে ক্রিম আর ট্যাবলেট খাইছিলাম।”
এই অযত্ন, এই অবহেলাই আজ পোকায় ভরা ক্ষত এনে দিয়েছে!

একটা ছোট ফোঁড়া বা ওষ্ঠা থেকে শুরু হয়ে,
সংক্রমণ বাড়তে বাড়তে এমন অবস্থায় পৌঁছায় যে—
শেষমেশ পা কেটে ফেলাও লাগতে পারে।

দয়া করে নিজের শরীরকে অবহেলা করবেন না।

“ফার্মেসির ওষুধে ঠিক হয়ে যাবে” ভেবে সময় নষ্ট করবেন না।

ব্যথা বা ক্ষত যদি না সারে—তাহলে দেরি না করে ডাক্তারের কাছে যান।

একটু সচেতনতা হয়তো একজীবন বাঁচিয়ে দিতে পারে।
প্লিজ আপনার ডায়বেটিস আক্রান্ত বাবা৷ মার খোজ রাখুন, শেয়ার করে সচেতন করুন প্রিয়জনকে, পেইজটি ফলো করে থাকুন আপডেটেড সব সময়

Dr-Abdur Rahman

19/10/2025

আবারো বাড়ল স্বর্ণের দাম! ভরি ৫ লাখ না হওয়া পর্যন্ত বিয়ে করব না..😔

মান্থিয়ার  সর্বশেষ অবস্থা: আপনারা হয়তো মান্থিয়ার পরিবারের অবস্থা অলরেডী জেনে গেছেন।এমন অসহায় পরিবার আমি আর দেখিনি!মান্থি...
19/10/2025

মান্থিয়ার সর্বশেষ অবস্থা: আপনারা হয়তো মান্থিয়ার পরিবারের অবস্থা অলরেডী জেনে গেছেন।এমন অসহায় পরিবার আমি আর দেখিনি!

মান্থিয়ার চিকিৎসা চলমান। Umbilical catheter হবে একটু পর। এ নিয়ে অনেক টাকা খরচ হয়ে গেছে!সামনে বড় একটা এমাউন্ট আসলে প্রয়োজন। দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হবে যদি মহান আল্লাহ তার হায়াত রাখেন। সবাই একটু দ্রুত এগিয়ে আসুন।

দেশ -বিদেশের সবাই যা পারেন দিন।

অনেকেই আমাকে ব্যক্তিগত ভাবে মান্থিয়ার চিকিৎসার জন্য আর্থিকভাবে সহযগোগিতা করতে চেয়েছেন তখন আসলে প্রয়োজন ছিলো না।তাই না করেছি।
এখন আপনারা যদি আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করতে চান করতে পারেন। এতে তার চিকিৎসার পথ আরেকটু সহজ এবং দ্রুত হবে।

তার চিকিৎসা পরবর্তী কোন টাকা-পয়সা যদি বেচে যায় তাহলে সে টাকা Manthiya poor fund গঠন করবো ইনশাআল্লাহ!

যেভাবে সাহায্য পাঠাতে পারেন:

01812-368731 বিকাশ /নগদ/রকেট (personal)

01866169772 ( বিকাশ - personal)
বিকাশ /নগদ/রকেট (personal)

ব্যাংক একাউন্ট : MD GIASUDDIN

একাউন্ট নাম্বার :11215158225

Patherhat branch,Noapara,Chattogram।

Dutch bangla bank ltd.

জরুরী প্রয়োজন হলে কল করবেন:০১৮১২৩৬৮৭৩১

- ডা: মোহাম্মদ গিয়াসউদ্দিন টিপু

এটি আপনার প্রোফাইলে রাখুন এবং পাঠকদের জন্য আপনাকে পুরস্কৃত করা হবে! 💌🕊️
18/10/2025

এটি আপনার প্রোফাইলে রাখুন এবং পাঠকদের জন্য আপনাকে পুরস্কৃত করা হবে! 💌🕊️

সালাহউদ্দিন আহমেদ এর গুম নিয়ে অনেক বিভ্রান্তি সৃষ্টি করে রাখা হয়েছে, অনেকটা সালাহউদ্দিন আহমেদকে দমানোর জন্যই। সালাহউদ্দি...
18/10/2025

সালাহউদ্দিন আহমেদ এর গুম নিয়ে অনেক বিভ্রান্তি সৃষ্টি করে রাখা হয়েছে, অনেকটা সালাহউদ্দিন আহমেদকে দমানোর জন্যই। সালাহউদ্দিন আহমেদ ঐক্যমত কমিশনে নিজের যোগ্যতা দিয়ে সব পক্ষের যুক্তিকে তুলোধুনো করার পরই এটা শুরু হয়েছে মূলত। সালাহউদ্দিন আহমেদ এর গুম ও দেশে ফেরা:

১. ২০১৫ সালে বিএনপির টানা ৬২ দিন অবরোধ চলাকালে বিএনপির মুখপাত্র হিসেবে অজ্ঞাত স্থান থেকে বিবৃতি দেওয়ায় সরকারের অনেকটা মাথা ব্যথায় রূপান্তরিত হয়ে গিয়েছিলেন সালাহউদ্দিন আহমেদ। আইনশৃঙ্খলা বাহিনী তাকে ২০১৫ এর ১০ই মার্চ উত্তরার একটা বাসা থেকে তুলে নিয়ে যায়।

২. তুলে নেওয়ার ঠিক ৬২ দিন পর, ২০১৫ এর ১১ মে আইনশৃঙ্খলা বাহিনী তাকে বর্ডার পার করে ভারতের মেঘালয়ের শিলংয়ে নিয়ে ছেড়ে দেয়। স্থানীয়রা তার কথাবার্তা শুনে আশ্চর্য হয়ে পুলিশ ডাকে, পুলিশ তাকে অবৈধভাবে ভারত প্রবেশের জন্য আটক করে। এবং প্রথমে পুলিশ তাকে মানসিকভাবে অসুস্থ ভেবে মানসিক হাসপাতালে, পরে নিশ্চিত হয়ে তার শারীরিক অবস্থার অবনতি দেখে সাধারণ হাসপাতালে ভর্তি করে।

৩. মেঘালয় পুলিশ অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের জন্য, তার নামে একটি মামলা দায়ের করে। সেই মামলার অভিযোগ গঠন হয় ২০১৫ এর ২২ জুলাই।

(সালাহউদ্দিন আহমেদ গ্রেফতার হলে, তার স্ত্রী ভারতে পৌছানোর পর উকিল নিয়োগ করেন এবং জামিনের ব্যবস্থা করেন। কিন্তু জামিনের বিপরীতে কোর্ট তাকে একটা শর্ত দেয়, প্রত্যেকদিন তাকে পুলিশের কাছে হাজিরা দিতে হবে, পাশাপাশি প্রতি সপ্তাহে একবার কোর্টে হাজিরা দিতে হবে এবং অবশ্যই শিলংয়ের বাইরে যেতে পারবেন না। এভাবে প্রায় ১ বছর চলতে থাকে, তার বিরুদ্ধে ফরমাল চার্জশিট আসার পর কোর্টে আবেদন করে পুলিশি হাজিরাটা মওকুফ করতে পারেন। কিন্তু শিলংয়ের বাইরে না যাওয়া ও নিয়মিত কোর্ট হাজিরার শর্ত থাকে। ঐ সময়ে মূলত উনি একটা হোটেলে ভাড়া থাকেন, স্বাভাবিক ভাবে ওনার স্ত্রী পরিবারের ও কিছু রাজনৈতিক লোকজনও ওনার সাথে দেখা করতে পারেন)

৪. সালাহউদ্দিন আহমেদ ২০১৮ সালে এই মামলা থেকে খালাস পান। কিন্তু ভারত সরকার এই খালাসের রায়ের বিপক্ষে কয়েক মাসের মধ্যেই আপিল করে, সেজন্য বাধ্য হয়ে তাকে সেখানেই থাকতে হয়।

৫. ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি আপিলেও খালাস পান সালাহউদ্দিন আহমেদ, কিন্তু সালাহউদ্দিন আহমেদকে ভারত সরকার ২০২৩ এর ৮ মে আবেদন করা স্বত্তেও ট্রাভেল পাস দিচ্ছিলেন না। (২০২৩ থেকে সালাহউদ্দিন আহমেদ নিয়মিত বিএনপির স্থায়ী কমিটির মিটিং এ জয়েন করেন এবং রাজনৈতিক কর্মকাণ্ড আনুষ্ঠানিক ভাবেই পালন করতে থাকেন, যদিও আরো অনেক আগে থেকেই উনি রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন সেখান থেক)

৬. ২০২৪ এর ৬ আগষ্ট ভারত সরকার সালাহউদ্দিন আহমেদকে ট্রাভেল পাস দেয় এবং ১১ আগষ্ট সালাহউদ্দিন আহমেদ দেশে ফিরেন।

সালাহউদ্দিন আহমেদ হোটেলে কিছু শর্ত সাপেক্ষে থাকার সময়কালীন বিভিন রাজনৈতিক কর্মী পরিবারের সাথে দেখা করেন, কার্যক্রম পরিচালনা করেন। সেই সময়কার ছবিগুলো ব্যবহার করে মূলত একটা গোষ্ঠী গত কয়েকমাস থেকে নানাভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের উদ্দ্যেশ্য মূলত সালাহউদ্দিন আহমেদকে অপ্রাসঙ্গিক হিসেবে প্রতিষ্ঠা করা, কেননা ঐক্যমত কমিশনের মিটিং গুলোতে সালাহউদ্দিন আহমেদ ছিলো বিএনপিবিরোধীদের মাথাব্যথা।

সালাহউদ্দিন আহমেদকে ওরা নোংরা উপায়ে দমানোর চেষ্টা করলেও ব্যর্থই হয়েছে, কেননা সত্যের জয় অবধারিত। একটু দেরিতে হলেও।

- Rizwan Rizu

18/10/2025

প্রতিশোধ নেওয়ার মতো ছোটলোক যেমন আমি নই" মাফ করে দেওয়ার মতো বড় মনও আমার নেই। আমি সবটুকুর নালিশ শুধু এক জনের কাছে জানাই...

যার কাছে সবকিছুর হিসাব থাকে যে সবকিছু জানে, তার বিচারে কেউ ছাড় পায় না!

18/10/2025

Depression is real, so many people have it! It sucks the energy out of a person.

সিজিপিএ-৩.৫০ পেলে নেতাকর্মীদের সেমিস্টার ফি পরিশোধ করবে শাবিপ্রবি ছাত্রদল। 🚨
17/10/2025

সিজিপিএ-৩.৫০ পেলে নেতাকর্মীদের সেমিস্টার ফি পরিশোধ করবে শাবিপ্রবি ছাত্রদল। 🚨

17/10/2025

সালাহউদ্দিন আহমদ একজন মাটির মানুষ। ❤️

Address

Chattogram
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when ABM Shaikhul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share