ভালবাসলেই সবার জীবনে ভালোবাসা পাওয়া হয়না।

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • ভালবাসলেই সবার জীবনে ভালোবাসা পাওয়া হয়না।

ভালবাসলেই সবার জীবনে ভালোবাসা পাওয়া হয়না। আমাদের পেইজে আপনাকে স্বাগতম।

এডমিনঃ?

1p*s dress ready....
14/03/2022

1p*s dress ready....

01/01/2022

২০২২ সালের প্রথম পোষ্ট
মান রাব্বুকা!
🕋তোমার রব কে🕋

বিকেলের মাখনের মত নরম আলোয় দোলন আবির'কে জিজ্ঞাসা করলো "তুমি আমাকে ভালোবাসো?আবির উওর দিলো হ্যা বাসি!দোলন আবার জিজ্ঞাসা কর...
18/01/2020

বিকেলের মাখনের মত নরম আলোয় দোলন আবির'কে জিজ্ঞাসা করলো
"তুমি আমাকে ভালোবাসো?
আবির উওর দিলো হ্যা বাসি!
দোলন আবার জিজ্ঞাসা করলো কেনো বাসো?
ঘাসের দিকে তাকিয়ে আবির বললো কারন এ শহরে কাল যমুনা তো দূরের কথা একটা পদ্মপুকুর ও নেই।
"জয় করার মত উচু একটা পর্বত নেই
এই শহরে মেঘেদের রঙ ফ্যাকাসে"।
কবিতারা ভালো নেই এই শহরে
শহরের অলিতে গলিতে মাংসের দোকান।
দোলন কপট অভিমানে মুখ বাকিয়ে বললো
হেয়ালি করোনা তো।সত্যি করে বলো তুমি কেন আমাকে ভালোবাসো?

"আবির হঠাত আনমনে হয়ে গেল"।
তারপর দোলনের কানের কাছে মুখ নিয়ে গাড়ো স্বরে বললো,তুমি দূর থেকে দেখা উঁচু পর্বতের মত রহস্যময়ী,তোমাকে জয় করতে চাই।
তাই তোমাকে ভালোবাসি,
তুমি সুমুদ্রের মত গভীর পর্বতের
পায়ের কাছে লেপটে সুন্দরের মত।
তোমার ভিতর ডুবে যেতে চাই
তাই তোমাকে ভালোবাসি।
তোমার উঁচু চোড়া থেকে লাফ দিতে চাই
তোমার অতল গভীরলায়।

দোলন অবাক হয়ে বললো
সবাই ভেসে থাকতে চায়
তুমি ডুবে যেতে চাও কেন?
আবির ভিষন রকম নিলপ্ত হয়ে উত্তর দিলো
কারন ভেসে থেকে ভালোবাসা হয়না
ভালোবাসতে হলে ডুবে যেতে হয়,
সমস্ত অস্তিত্ব নিয়ে।
যাতে সবাই বলতে পারে একদিন,

এইখানে বকুলের তলে
ডুবে গিয়েছিলো সে অতোলানো জলে।

চলবে.......

(পাঠক আরো পড়তে চাইলে অপেক্ষা করতে হবে আর কিছু দিন ফেব্রুয়ারি মাস পযন্ত।কিনতে হবে আমার নতুন বই "আধাঁরের ফুল"। আমার বই বিক্রির জন্য কারো কাছে ভিক্ষা করবো না পাঠক দের আগ্রহ থাকলে এমনিতেই অর্ডার করবে।কেউ সৌজন্য কপি চেয়ে ছেচড়ামির পরিচয় দিবেন না।কিছু দিন বার বার পোষ্ট দিয়ে প্রচারনা করবো ফেন্ডলিষ্টে কেউ বিরক্ত হলে সরি)

আবির-দোলনের অনাগত সন্তান কি পৃথিবীর আলো দেখতে পাবে?না আবির এর কারনে দোলন এব্যরোশন করে নষ্ট করবে বাচ্চাটি?দোলন এর প্রতি আ...
16/01/2020

আবির-দোলনের অনাগত সন্তান কি
পৃথিবীর আলো দেখতে পাবে?
না আবির এর কারনে দোলন এব্যরোশন করে নষ্ট করবে বাচ্চাটি?দোলন এর প্রতি আবির এর এত অবহেলা কেনো?তাদের তো প্রেমের বিয়ে ছিলো!
তাহলে কি আবির অফিস এর আনিকার সাথে পরকীয়ায় জড়িয়েছে????

হ্যা সব কিছুর জট খুলবে ১৯৮ পৃষ্টার নাহিদ হাসান রাজ এর "আধাঁরের ফুল" বইটি পড়লে।
বতমান সময়ে মধ্যবিত্ত জীবনের একটি ভালোবাসার গল্প "আধাঁরের ফুল" আপনার কপিটি নিতে এখনি অর্ডার করুন।

26/07/2019

কেমন আছেন সবাই???
তিন বছর পর পোষ্ট করলাম।

18/03/2018

আজ ফাইনালের জন্য সম্ভাব্য বাংলাদেশ নাগ একাদশ
শীষনাগ তামিন
ফ্ল্যাটনাগ লিটন
লম্বুনাগ সৌম্য
মুল নাগ মুশফিক (wk)
নাগরাজ সাকিব (c)
সহ নাগরাজ মাহামুদুল্লাহ
মডেলনাগ সাব্বির
বাবুনাগ মেহেদী
কাটারনাগ মুস্তাফিজ
হ্যাপিনাগ রুবেল
দুধভাত নাগ নাজমুল
ম্যানেজার: গতিনাগ খালেদ মাহমুদ সুজন।
সভাপতি: কাল নাগ পাপন

16/02/2018

ভূল_হলে_ক্ষমার_ দৃষ্টিতে_দেখবেন
আজ ১৪ ফেব্রুয়ারি ঘুম থেকে উঠেই ফোন দিলাম আমার গার্লফ্রেন্ডকে।কয়েক বার ফোন দেওয়ার পর মৃদু কন্ঠে গার্লফ্রেন্ড বলল

গার্লফ্রেন্ডঃ কি ব্যাপার? সকাল ১০টাই যে ছেলের ঘুম ভাঙ্গে না।আজ সেই ছেলে ভোর ৫ টাই কল করছে। মিস করছো নাকি?
আমিঃ আরে ধুর। আজ ১৪ ফেব্রুয়ারি তো। এই দিনে সব গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডরা ১ সাথে ডেটিংএ যায় জানোনা?

গার্লফ্রেন্ডঃ হুম জানি। তো প্লান কি আজকের?
আমিঃ রেডি হয়ে ৯টার সময় বাসা থেকে বের হবা। ৯.৩০ এর ভিতর পৌছাবো। তারপর পার্কের এমন কোনো ১টা কোনায় যেয়ে আমরা বসবো যেখান থেকে আমাদের ভালো ভাবে দেখা যাবে না।

গার্লফ্রেন্ডঃ আমাকে জড়িয়ে ধরবা না?
আমিঃ হ্যা
গার্লফ্রেন্ডঃ কিস করবা না?
আমিঃ হ্যা করবো
গার্লফ্রেন্ডঃ শরিরের বিভিন্ন জায়গায় হাত দিবা না।
আমিঃ তা তো অবশ্যয় করবো।

গার্লফ্রেন্ডঃ তাহলে ১ কাজ করো পার্কে না যেয়ে তোমার কোনো একটা ফ্রেন্ডের বাসায় নিয়ে চলো আমাকে।
আমিঃ (মনে মনে খুশি হয়ে) ঠিক আছে আমার আব্বু আম্মু তো অফিসে চলে যাবে। আর বোন ও কলেজে যাবে। তুমি আমার বাসায় আসো। অনেক আদর করবো আজকে।

গার্লফ্রেন্ডঃ ঠিক আছে।
কলটি কেটে দিলাম।

আমার আব্বু আম্মু আর বোন ৯টা বাজলে বাসা থেকে বের হবে। আমি তো চরম খুশি। আরেকটু ঘুমিয়ে ৮টায় উঠলাম। তারপর ব্রাশ করে সেভ করে একটু ভাল ড্রেস পরলাম। আয়নার দিকে তাকিয়ে দেখি চুল গুলা এলোমেলো হয়ে আছে। একটু জ্যাল লাগিয়ে ঠিক করে নিলাম। আচ্ছা একটু বডি স্প্রে দিলে কেমন হয়।
ভাবতে ভাবতে চোখ গেল একটা বডি স্প্রের দিকে। এটা সেই বডি স্প্রে যেটা আমার গার্লফ্রেন্ড আমাকে দিয়ে বলছিল তার সাথে দেখা করতে যাওয়ার দিন গুলাতে আমি যেন এই স্প্রে টায় ইউজ করি।
আজ রুম ডেট করবো। আর তাছাড়া স্পেসাল ডে বলে কথা। একটু কড়া করে স্প্রে টা ইউজ করলাম।

দেখতে দেখতে ৯টা বেজে গেল। আব্বু আম্মু আর বোন বাসা থেকে বাইরে চলে গেল। আমিও সে সুযোগে গার্লফ্রেন্ডকে কল করে আমার বাসায় আসতে বললাম। মনে মনে ঠিক করলাম আর যেভাবেই হোক সেক্স করতেই হবে। আমার অনেক ফ্রেন্ড এই দিনে সেক্স করেছে। আমি করবো না তাকি হয়।
উপসসস...... আমি তো কনডম কিনতেই ভূলে গেছি।
তাড়াতাড়ি ফার্মেসীতে গেলাম।

আমিঃ মামা এক প্যাকেট কনডম দেন।

ফার্মেসীর লোক টাও মুচকি মুচকি হাসছে। হাসবেই তো। এক দিনে আমাদের মত ছেলেরা কেন কনডম কেনে তা সবাই জানে।
কন্ডমটা নিয়ে বাসায় আসলাম। রুমে ডুকে বিছানাটা একটু ঠিক করে নিলাম। একটু পরেই এই বিছানায় আমি ওকে নিয়ে কত্ত কিছু করবো আমার তো আর সহ্য হচ্ছে না।
মিনিট দশেক পর ফোন বেজে উঠলো। আমার গার্লফ্রেন্ড এর কল রিসিভ করলাম। বলল সে বাসার সামনে দাঁড়িয়ে আছে। আমি ভিতরে ডাকলাম চলে আসলো। আমি রুমে এনে দরজা আড়কিয়ে দিলাম।
এক পর বেডে ওকে বসিয়ে দিলাম। পাশে বসে একটা লিপ কিস করবো সে আমাকে থামিয়ে দিয়ে বলল

গার্লফ্রেন্ডঃ তোমার বোন কোথায়?
আমিঃ ওর বান্ধবী মিমের সাথে কলেজে গেছে।
গার্লফ্রেন্ডঃ মিমের কাছে ফোন দিয়ে জিজ্ঞেস করো তোমার বোন কোথায়।

বুকটা কেমন জানি কেপে উঠলো। আমি মিমকে কল করলাম।

আমিঃ হ্যালো মিম আমার বোন কি তোমার সাথে কলেজে আছে?
মিমঃ না ভাই।সকালে আপনার বোন ফোন করে বলল আপনারা নাকি আপনার বোন সহ সবাই নানি বাড়ি যাবেন। তাই আমি তো একা একা কলেজে চলে আসছি।

কথাটা শুনে আমার শরির ঘেমে উঠলো। তাহলে আমার বোন কলেজে যাওয়ার নাম করে কোথায় গেল?
আমি আর নিতে না পেরে বোনকে কল করলাম। আমার বোন ফোন কেটে দিয়ে এসএমএস করলো (ভাইয়া আমি ক্লাসে আছি। পরে কল করো)
আমি আবার কল করলাম। আমার ফোন কেটে দিয়ে ফোন অফ করে রাখলো।
বুঝলাম আমি আজ আমার গার্লফ্রেন্ড এর সাথে যা করতে যাচ্ছি আমার বোনের সাথেও তাই হতে যাচ্ছে।

চিন্তায় মাথাটা ভারী হয়ে গেল আমার বোনের সাথে যদি সত্যি এমন কিছু হয় তাহলে আমি আর আমার বাবা মা সমাজে মুখ দেখাবো কিভাবে? আমার বোনকে কে বিয়ে করবে?
হে আল্লাহ আমি কি করবো এখন?
আমার গার্লফ্রেন্ড পাশে বসে আছে। আমি অনবরত বোনকে কল করছি বার বার সুইচ অফ বলছে।
ওহ আল্লাহ প্লিজ আমাদের এত্ত বড় শাস্তি দিও না।
কি করবো ভাবতে ভাবতে আমার ফোনে প্রায় ৩০ মিনিট পর বোন এর আরেকটা এসএমএস আসলো (ভাইয়া আমি কোথায় আছি সেটা তোমার পাশে বসা মেয়েটার কাছ থেকে জেনে নিও)।

আমি আমার গার্লফ্রেন্ডের দিকে তাকালাম। কিন্তু কি বলবো কিছু বুঝতে পারছিলাম না। আমার গার্লফ্রেন্ড তার পাশে আমাকে বসতে বললও।আমি বসলাম তারপর আমার গার্লফ্রেন্ড বলতে শুরু করলোঃ

শোনো বাবু তুমি আমাকে কতক্ষানি ভালবাসো আমি জানি না। কিন্তু আমি তোমাকে অনেক ভালবাসি। তুমি যখন আজ ভোরে ফোন করে এই সব কথা গুলা বলছিলে আমার তখন অনেক খারাপ লাগছিলো কথা গুলা। আমার খুব লজ্জা লাগছিলো এটা ভেবে যে আমি এমন একটা পশুকে ভালবাসি যে আমার থেকে আমার শরির কে বেশি ভালবাসে। তখনি আমি তোমার ফ্রেন্ডের থেকে তোমার বোনের নাম্বার নিই আর ফোন করে তোমার বোনকে সব বলি।
চিন্তা করো না। তোমার বোন মিম এর সাথে কলেজেই আছে। সবই ছিল আমাদের প্লান।
এখন বুঝতে পারছো তো আজ যদি আমি তোমার সাথে সেক্স করি আর এটা যদি জানাজানি হয়। তাহলে এই সমাজের কাছে আমি সহ আমার ফ্যামিলি কতটা নিচে নামবে।

বাবু সব থেকে সুখের স্থান বেহেস্তে । আল্লাহ আদমকে তৈরী করে সেই বেহেস্তেই রাখছিলেন। তারপরও তার সেই বেহেস্ত তার ভাল লাগতো না।কারন তার ১টা সঙ্গী দরকার ছিল। তাই আল্লাহ হাওয়া কে তৈরী করেন। আল্লাহ যখন আদম আর হাওয়াকে পৃথিবীর দুই প্রান্তে দুজনকে নিক্ষেপ করেন তখন এই পৃথিবীরতে আলো ছিল না। তারপরও তারা এই বিশাল পৃথিবীতে এক অপরকে খুজে পান ভালবাসার টানে। ভালবাসার শুরু কিন্তু কিন্তু পৃথিবীতে না। ভালবাসা শুরু বেহেস্ত থেকে। তাই এটাকে পবিত্র রাখো।

আমি বললামঃ কিন্তু আমি তো তোমাকে বিয়ে করবো তাহলে সেক্স করলে প্রব্লেম কোথায়?

সে আবার বলতে শুরু করলোঃ
বিয়ে করো আর না করো বিয়ের আগে এগুলা করা কবিরা গোনাহ। আর মৃত্যুর পর শাস্তি হিসেবে তোমাকে কি করা হবে তুমি কি জানো?
আমিঃ না
গার্লফ্রেন্ডঃ তোমার গোপনঙ্গে গরম শিশা ঢালা হবে। তুমি কি চাও তোমার এত বড় শাস্তি হোক?
আমিঃ না
গার্লফ্রেন্ডঃ তুমি কি এখন আমার সাথে সেক্স করতে চাও?
আমিঃ না?
গার্লফ্রেন্ডঃ আমি এখানে সেক্স করতে আসছি। আর তুমি আমাকে কিছু না করেই ছেড়ে দিবে।
আমিঃ চুপ করো তো? আমাকে আর কত শিক্ষা দিবে।

গার্লফ্রেন্ডটা আমার কথায় অনেক খুশি হল। আমি তাকে বিদায় জানানোর জন্য গেট পর্যন্ত গেলাম। তারপর তার হাত ধরে বললাম আজ তুমি আমার চোখ খুলে দিছো। অনেক বড় একটা পাপ থেকে বেচে গেছি।

#সমাপ্ত
💜 💜

18/10/2017

I.C.T তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হতে ৪০টি
গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উওর দেওয়া হল যা আপনার
আজীবন কাজে লাগবে..
প্রশ্ন ও উত্তরঃ
১। প্রশ্নঃ বিশ্বে ইন্টারনের চালু হয় কখন ?
উত্তরঃ ১৯৬৯ সালে।
২। প্রশ্নঃ বাংলাদেশে ইন্টারনের চালু হয় কখন ?
উত্তরঃ ১৯৯৬ সালে।
৩। প্রশ্নঃ ইন্টারনেটের জনক কে ?
উত্তরঃ ভিনটন জি কার্ফ ।
৪। প্রশ্নঃ WWW এর অর্থ কি ?
উত্তরঃ World Wide Web.
৫। প্রশ্নঃ WWW এর জনক কে ?
উত্তরঃ টিম বার্নাস লি ।
৬। প্রশ্নঃ ই-মেইল এর জনক কে ?
উত্তরঃ রে টমলি সন।
৭। প্রশ্নঃ ইন্টারনেট সার্চইঞ্জিনের জনক কে?
উত্তরঃ এলান এমটাজ ।
৮। প্রশ্নঃ Internet Corporation For Assiged Names
And Number – ICANN এর প্রতিষ্টা কবে?
উত্তরঃ ১৮ সেপ্টেম্বর ১৯৮৮ সালে ( সদর দপ্তর
ক্যালিফোর্নিয় )
৯। প্রশ্নঃ ইন্টারনেট জগতের প্রথম
ডোমেইনের নাম কি ?
উত্তরঃ ডট কম ।
১০। প্রশ্নঃ কম্পিউটার নির্মাতা প্রতিষ্টান সিম্বোলিকস
ইন্টারনেট জগতের প্রথম ডোমেইন ডট কম
রেজিস্ট্রেশন করে কবে ?
উত্তরঃ ১৫ মার্চ ১৯৮৫ সালে ।
১১। প্রশ্নঃ ইন্টারনেট ব্যাবহারকারী শীর্ষদেশ
কোনটি ?
উত্তরঃ প্রথম-চীন, দ্বিতীয় যুক্তরাষ্ট্র
১২। প্রশ্নঃ বহু জনপ্রিয় ওয়েব ব্রাউজার ( Web
Browser ) কি কি?
উত্তরঃ Opera, Mozilla, Internet Explorer, Rock
Melt, Google Chromr.
১৩। প্রশ্নঃ বিখ্যাত সার্চ ইঞ্জিন Google এর প্রতিষ্টাতা
কে ?
উত্তরঃ সার্জে এম বেরিন ওলেরি পেজ।
১৪। প্রশ্নঃ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট কি
কি?
উত্তরঃ Twitter, Facebook, Diaspora, MySpace,
Orkut.
১৫। প্রশ্নঃ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট
টুইটারের কবে প্রতিষ্টিত হয় ?
উত্তরঃ ২০০৬ সালে।
১৬। প্রশ্নঃ টুইটারের প্রতিষ্টাতা কে?
উত্তরঃ জ্যাক উর্সে , ইভান উইলিয়াম, বিজ স্টোর্ন ।
১৭। প্রশ্নঃ ফেসবুকের প্রতিষ্টাতা কে ?
উত্তরঃ মার্ক জুকারবার্গ, ক্রিস হেগস, ডাসটিন
মোক্রোভিজ, এডুয়ার্জে সাভেরিনা
১৮। প্রশ্নঃ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট
ফেসবুকের কবে প্রতিষ্টিত হয় ?
উত্তরঃ ২০০৪ সালে ।
১৯। প্রশ্নঃ ইন্টারনেটের মাধ্যমে প্রদত্ত চিকিৎসা
পদ্ধিতিকে কি বলে ?
উত্তরঃ টেলি মেডিসিন ।
২০। প্রশ্নঃ উইকিপিডিয়া কি ?
উত্তরঃ অনলাইনভিত্তিক ফ্রি বিশ্বকোষ ।
২১। প্রশ্নঃ উইকিপিডিয়া কে প্রতিষ্টা করেন ?
উত্তরঃ জিমি ওয়েলস (যুক্তরাষ্ট)
২২। প্রশ্নঃ উইকিপিডিয়া কবে প্রতিষ্টা করেন?
উত্তরঃ ২০০১ সালে ।
২৩। প্রশ্নঃ উইকিপিডিয়া ফাউন্ডেশন কি ?
উত্তরঃ অনলাইনভিত্তিক বিশ্বকোশ উইকিপিডিয়ার মালিক
প্রতিষ্টান ?
২৪। প্রশ্নঃ উইকিলিকস (Wikileaks) কি?
উত্তরঃ সুইডেন ভিত্তিক আন্তর্জিক সংস্থা ।
২৫। প্রশ্নঃ উইকিলিকস (Wikileaks) এর কাজ কি?
উত্তরঃ এর কাজ বিশ্বের বিভিন্ন ক্ষেত্রের গুরুত্ব
পূর্ন এমন একটি গোপন সংবাদ সংগ্রহ করে প্রকাশ করা

২৬। প্রশ্নঃ উইকিলিকস (Wikileaks) কে প্রতিষ্টা
করেন ?
উত্তরঃ জুলিয়ান আসেঞ্জ ( অস্ট্রেলিয়া )
২৭। প্রশ্নঃ বিশ্বে প্রথম ইন্টারনেট নেটওয়ার্কিংয়ে
র নাম কি ?
উত্তরঃ ARPANET ( Advanced Research Projects
Agency Network)
২৮। প্রশ্নঃ ফ্লিকার কি ?
উত্তরঃ ছবি শেয়ারিং সাইট Flickr.
২৯। প্রশ্নঃ ইউটউব কি ?
উত্তরঃ ভিডিও শেয়ারিং সাইট YouTube.
৩০। প্রশ্নঃ YouTube এর প্রতিষ্টাতা কে ?
উত্তরঃ স্টিভ চ্যান জাভেদ করিম ।
৩১। প্রশ্নঃ স্প্যাম কি ?
উত্তরঃ অনাকাঙ্কিত ই-মেইল।
৩২। প্রশ্নঃ কম্পিউটার মাউসের জনক কে ?
উত্তরঃ ডগলাস এঙ্গেলবার্ট।
৩৩। প্রশ্নঃ আধুনিক কম্পিউটারের জনক কে?
উত্তরঃ চালর্স ব্যাবেজ
৩৪। প্রশ্নঃ FACEBOOK -এর সদর দপ্তর কোথায়?
উঃ California
৩৫। প্রঃ Google কবে প্রতিষ্ঠা করা হয়?
উঃ ১৯৯৮ খ্রিঃ
৩৬। প্রঃ 3g সেবা সর্বপ্রথম কখন চালু হয়?
উঃ ২০০১ খ্রিঃ
৩৭। প্রঃ 4g এর প্রকৃত bandwidth কত?
উঃ 10MBps
৩৮। প্রঃ ABC কি?
উঃ একটি কম্পিউটার
৩৯। প্রঃ HTML মানে কি?
উঃ Hype Text Markup Language
৪০। প্রঃ PC-তে সর্বপ্রথম operating
system,ব্যবহার করা হয় কবে?
উঃ ১৯৭১ খ্রিঃ
৪১। প্রঃ Printer কি ধরনের device?
উঃ Output
৪২। প্রঃ ROM এর পূর্ণ রূপ কি?
উঃ Read Only Memory

02/10/2017

ক্ষমা
নাহিদ হাসান রাজ

জুনঃ১৯৮৫।
এশা আর আসিফের তিন বছরের সম্পকটা
শেষ পর্যন্ত টিকলোনা। আবিরের সাথে এশার বিয়ে হয়ে গেল বিয়েতে এশার মত-ছিল এটা জানার পর কষ্ট পেলেও চুপচাপ থাকলো। বাবার ব্যবস্থা আর নিজের পড়াশুনা
নিয়েই ও আবার ব্যস্ত হয়ে পড়ল। অবশ্য কিছুদিন পরেই বাবার বন্ধুর মেয়ে
তিশার সাথে আসিফের বিয়ে হয়ে গেল
তিশা আনেক আগে থেকেই আসিফ কে ভালোবাসতো।

২৬ বছর পরের কথা।
ফেসবুকের মাধ্যমে কাকতালীয় ভাবেই আসিফ-তিশা, এবং আবির- এশার সন্তান আনিকা আর মাহিনের পরিচয়।
পরিচয়থেকে ফোনালাপ,ধীরে ধীরে বন্ধুত্ব অতঃপর ভালোলাগা সর্মপক
ভালোলাগা পর্যন্তই আটকে থাকে। কারন,আনিকার একটাই কথা-বাবার মতামত ছাড়া এ ব্যাপারে সে কোন সিদ্ধান্তইই নিতে পারবেনা। এদিকে মাহিন আনিকাকে নিজের থেকেও যেন ভালবেসে ফেলেছে মাহিন পড়াশুনা শেষ করে বাবার বিশাল ব্যবসা প্রতিষ্টানের দায়িত্ব
নিয়েছে।
অন্যদিকে আনিকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্নাস পড়েছে বড়লোক বাবার একমাত্র মেয়ে। মাহিন নিজেকে আর নিয়ন্ত্রন করতে
পারছিল না।মাহিন তার বাবা মাকে আনিকার ব্যাপারে জানালে তারা
রাজি হলেন।সিদ্ধান্ত নিলেন আনিকাদের বাসায় ছেলের বিয়ে প্রস্তাব নিয়ে যাবেন। কিন্তু মাহিনের মা এশা বেগম আনিকার বাবার নাম শুনে কেমন যেন চিন্তিত হয়ে পড়লেন।

আনিকার সাথে ওর বাবা আসিফ সাহেবের সম্পর্কটা একদম বন্ধুর মত,আনিকা তার
বাবাকে মাহিনের ব্যাপারে সবকিছু
বলার পর আসিফ সাহেব মাহিনের মা বাবার নাম শুনে চমকে উঠলেন যেন। সবকিছু শোনার পর আসিফ সাহেব তার
মেয়েকে এতটুকু বললেন শুধু মাহিনরা
প্রস্তাব নিয়ে এলেও তার পক্ষে মনে
হয় ব্যাপারটা মেনে নেওয়া সম্ভব হবে
না।

এর মধ্যে চারদিন পার,মাহিনরা এলেও
আসিফ সাহেব তাদেরকে না করে দিয়েছেন।
তারপর থেকেই তিনি কেমন মনমরা হয়ে আসেন।২৬ বছর পর এই বুড়ো বয়সে এসে যে
এভাবে পুরোনো প্রেমিকার সাথে
দেখা হয়ে যাবে এমনটা কল্পনা করতে
পারেননি।মাহিনের মা এশা বেগমকে দেখার পর নিজেকে যেন তিনি অন্য কোথাও হারিয়ে ফেলেছেন।এতটুকু পরির্বতন হয়নী এশার।২৬ বছর আগেও ঠিক
যেমন ছিল,এখনো ঠিক তেমনি আছে। বরং এই বয়সে সৌন্দর্য যেন আরো বেড়েছে মুখে হালকা বয়সের ছাপ।
এসব
ভাবতেই স্ত্রী তিশার ডাকে ঘোর ভাঙে আসিফের।

এদিকে এশা বেগম ২৬ বছর পরে নিজের পুরানো প্রেমিকক্র দেখে যতটানা
চিন্তিত তার চেয়ে বেশি চিন্তিত
নিজের ছেলেকে নিয়ে।অন্যদিকে স্বামীর মান সম্মান।কেননা আসিফ সাহেম তাদেরকে ভদ্র ভাষায় না করে
দিয়েছে।এশা বেগম বুঝতে পেরেছেন, এ-সব আজ তার কারণে। মাহিম মানুসিক ভাবে ভেঙে পড়েছে।খাওয়া দাওয়াও বন্ধ এক রকম।
এর এক সপ্তাহ পরে একদিম হঠাত করেই এক সন্ধ্যা বেলাতে আসিফ সাহেব মাহিনদের বাসায় এলেন সপরিবারে। মাহিনরা সবাই খুব খুশি হল তাদেরকে পেয়ে।সবাই একসাথে বসার পর আসিফ সাহেবই প্রথমে মুখ খুললেন এশার উদ্দেশ্য করে।-
"এশা,আমাদের দুই পরিবারের দুই সন্তানের পরিচয়ের মাধ্যমে এই ২৬ বছর পর এভাবেই যে আমাদের দেখা হবে,দুজনের কেউ কিন্তু কল্পনা ও করতে পারিনি।তাছাড়া,
তুমি
নিশ্চয় ভুলে যাওনী ১৯৮৫ সালের কথা।তিন বছরে সম্পক থাকা সত্বেও আমাদের বিয়ে হল না।
মাহিনের বাবার সাথে বিয়েতে তোমার মত ছিল এটা জানার পর মানসিক ভাবে ভেঙে পড়ি। আনিকার মা আমার জীবনে এলে সবকিছু আবার নতুন করে সজাই।একজন পুরুষ তার ভালোনবাসার মানুষকে না পেলে কতটা কষ্টে থাকে,কতটা কষ্ট পায়,নিজের ছেলের অবস্থা দেখে নিশ্চই তা বুঝতে পারছো। তাই বলে তোমার মত এতটা নিষ্টুর আমি নই।তোমাদের সুযোগ্য পুত্রে হাতে আমাদের মেয়েটাকে তুলে দিতেই আজ এসেছি।প্রতিশোধ হিসাবে আমাদের আবার ফিরিয়ে দিওনা যেন।
সব কিছু শোনার পর এশা বেগম শাড়ির আঁচল দিয়ে নিজের চোখ মুছতে মুছতে বললেন,আসিফ জীবনের এই শেষ বেলাতে এসে তুমি ঠিকই আমাকে হারিয়ে দিলে
আমাকে ক্ষমা কর।

14/09/2017

ভালোবাসার এই পেইজটিতে আর পোষ্ট দেয়া হয় না।

এডমিন

10/02/2017

আজকের গল্পটা মেয়েদের
জন্যঃ
ছেলেটিঃ হ্যালো!
মেয়েটিঃ এই তুমি এতো
কিপটে কেনো?
কতগুলা মিসকল দিলাম ব্যাক
করলে না কেনো
বলতো?
ছেলেটিঃ মোবাইলে
ব্যালেন্স নেই!
মেয়েটিঃ তো ইমারজেন্সি
ব্যালেন্স এনে কল দিতে!
ছেলেটিঃ সেটাও শেষ!
মেয়েটিঃ ওহহ,সকাল থেকে
কল করছি,আর এই ভর
দুপুর বেলা কল রিসিভ করলা!
ছেলেটিঃ ঘুমিয়ে ছিলাম!
মেয়েটিঃ এতক্ষণ কেউ ঘুমায়?
ওরে বিলাসিতা রে!
ছেলেটিঃ এটা
বিলাসিতা না,এটা
মানিব্যাগ খালি
থাকার প্রতিক্রিয়া!
মেয়েটিঃ মানে?
ছেলেটিঃ মানে ঘুমিয়ে
থাকলে ক্ষুধা লাগে না!
মেয়েটিঃ তার মানে
তোমার
কাছে,"দুপুরে খাওয়ার
টাকাও নাই?
ছেলেটিঃ না তবে ম্যানেজ
করে ফেলছি,২০ টাকা!
মেয়েটিঃ বিশ টাকা দিয়ে
কি খাবে শুনি?
ছেলেটিঃ বিশ টাকা দিয়ে
এক কাপ চা,দুইটা কেক আর
একটা চকলেট খাবো।
দোকানদার একটা ভাংতি
দিতে
পারবে তাই!
মেয়েটিঃ এগুলা খাবা
তুমি?
ছেলেটিঃ খাইতেছি!
মেয়েটিঃ কোথায়?
ছেলেটিঃ টঙে বসে,সাথে
বাংলা সিনেমা ফ্রি!
মেয়েটিঃ কি সিনেমা?
ছেলেটিঃ হঠাৎ বৃষ্টি!
মেয়েটিঃ কার?
ভিন ডিজেল নাকি
স্ট্যাটহামের?
ছেলেটিঃ ফেরদৌস!
মেয়েটিঃ হা হা হা হা হা!
ছেলেটিঃ হাসো কেনো?
মেয়েটিঃ এমনি,আচ্ছা
একটা হেল্প করবা?
ছেলেটিঃ কি বলো?
মেয়েটিঃ তোমার ডাচ্
বাংলা এ্যাকাউন্টে টাকা
পাঠাচ্ছি।
একটা লোক কে
দিয়ে দিবা?
ছেলেটিঃ ঠিক আছে,দিয়ে
দিবো!
মেয়েটিঃ ওকে,এখন বাই!
ছেলেটিঃ ঠিক আছে,বাই!
ব্যাংকে ৩০০০ টাকা আসার
পর ছেলেটি
মেয়েটিকে কল দিলো....
ছেলেটিঃ হ্যালো,টাকা
আসছে,কাকে দিবো?
মেয়েটিঃ একটা রেস্টুরেন্ট
এ গিয়ে এক প্যাকেট
বিরিয়ানি কিনবা,কোক
কিনবা আর বাকিটা পকেটে
রাখবা!
ছেলেটিঃতারপর?
মেয়েটিঃ ওগুলা খাবা!
ছেলেটিঃ তারপর?
মেয়েটিঃ তারপর হঠাৎ বৃষ্টি
মুভিটা দেখবা!
ছেলেটিঃ তারপর?
মেয়েটিঃ পুরো মুভিটা শেষ
হলে,মোবাইলে
রিচার্জ
করে আমাকে কল দিয়ে মুভির
কাহিনী শোনাবা!
এটাই হলো প্রকৃত ভালোবাসা।
সর্বদা
বয়ফ্রেন্ডের টাকায় নয়।বরং
মাঝে মাঝে
বয়ফ্রেন্ডকেও আর্থিক ভাবে
কিছুটা পারলে সাহায্য
করা দরকার।
গল্পটা কেমন লাগলো?
অবশ্যই আপনার মূল্যবান লাইক ও
কমেন্ট দিয়ে
জানাবেন এবং পেজটাতে
লাইক দিন→

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভালবাসলেই সবার জীবনে ভালোবাসা পাওয়া হয়না। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category