
28/06/2025
🎯 আজকাল ভালো কনটেন্ট থাকলেই হয় না, দরকার ঠিকভাবে মানুষের কাছে পৌঁছানো।
তোমার কনটেন্ট যদি অসাধারণ হয়, কিন্তু কেউ না দেখে—তাহলে সেই পরিশ্রমটাই হারিয়ে যায়।
Social media growth মানে শুধু ফলোয়ার বাড়ানো নয়—মানে হলো সেই মানুষগুলোর কাছে পৌঁছানো, যাদের জন্য তুমি কনটেন্ট বানাও।
সময় এসেছে স্মার্টলি কাজ করার। এখনই নিজের ব্র্যান্ডটাকে ঠিকভাবে তুলে ধরো।
👉 পোস্টে থাকো, নিয়মিত শিখো, আর জানো কীভাবে সোশ্যাল মিডিয়ায় সচেতনভাবে grow করা যায়।
যা করলে তোমার ব্যবসা বাড়বে:
✅ কনসিসটেন্ট পোস্ট করো (সময়ের সাথে মিলিয়ে)
✅ রিল/ভিডিও কনটেন্ট বাড়াও – অ্যালগরিদম এটা পছন্দ করে
✅ ভ্যালু দাও – কাস্টমার কী জানতে চায় সেটা দাও
✅ CTA (Call to Action) রাখো – যেমন “কমেন্ট করো”, “শেয়ার করো”, “জানাও তোমার মতামত”
✅ স্টোরি এবং লাইভে মাঝে মাঝে দেখা দাও – বিশ্বাস তৈরি হয়
✅ এনগেজমেন্ট বাড়াও – কমেন্টের রিপ্লাই দাও, মেসেজে রেসপন্স করো
"