25/09/2025
আমেরিকায় বিবাহ─
নিমন্ত্রিত: ১০০ জন।
বিয়ের অনুষ্ঠানে চার্চে উপস্থিত: ৮০ জন।
রিসেপশানে ভোজে উপস্থিত: ৭০ জন।
গিফট নিয়ে এসেছে: ৬৫ জন।
অনুষ্ঠানে চুরি যাওয়া দ্রব্য: ০।
ইংল্যান্ডে বিবাহ─
নিমন্ত্রিত: ৫০ জন।
বিয়ের অনুষ্ঠানে চার্চে উপস্থিত: ৫০ জন।
রিসেপশানের ভোজে উপস্থিত: ৪৮ জন।
গিফট নিয়ে এসেছে: ৪৮ জন।
অনুষ্ঠানে চুরি যাওয়া দ্রব্য: ০।
বাংলাদেশে বিবাহ─
নিমন্ত্রিত: ৫০০ জন।
বিয়ের অনুষ্ঠানে উপস্থিত: ১৬ জন।
রিসেপশানের ভোজে উপস্থিত: ১০৮২ জন।
গিফট নিয়ে এসেছে: ১২ জন।
ইনভেলাপ নিয়ে এসেছে: ১১ জন।
পেট উল্টিয়ে খেয়েছে: ৫০০ জন।
মোটামুটি খেতে পেয়ে রেগে আছে: ৩০০ জন।
খেয়েও খায়নি বলছে: ১০০ জন।
খেতে না-পেয়ে মারামারি লাগিয়ে দিয়েছে: ১৮২ জন।
খাবারের বদনাম করছে: ১০৮২ জন।
অনুষ্ঠান থেকে চুরি গেছে: ১৯টি মোবাইলফোন, ৫১টি চামচ, ১২টি থালা, ৬টি নুনদানি, একজন ফটোগ্রাফারের ক্যামেরাটা, ২জন ধনী অতিথি, একজনের গার্লফ্রেন্ড।
ভেঙে আছে: ৫০টি চেয়ার, ১৩টি টেবিল।
ছিঁড়ে আছে: ত্রিপলের তিন দিক।
অ্যাম্ব্যুলেন্সে তোলা হচ্ছে: গার্লফ্রেন্ডের নাকফাটা এক্স-বয়ফ্রেন্ড ও ঠ্যাঙভাঙা নয়া-বয়ফ্রেন্ডকে।
এবং, সদ্যশ্বশুরকে চ্যাংদোলা করে পাশের পুকুরে চুবাতে নিয়ে যাচ্ছে সদ্যজামাই।