Twinkle's by Mahi

Twinkle's by Mahi জীবনের মূল্যবান পুরস্কার পেতে পরিশ্রম প্রয়োজন।পরিশ্রম মানুষকে পূর্ণতা দান করে।তাই একটি সুন্দর পরিকল্পনার মাধ্যমে পরিশ্রমকে বন্ধু ভেবে কাছে টেনে নিতে হবে।
(1)

25/09/2025

আমেরিকায় বিবাহ─
নিমন্ত্রিত: ১০০ জন।
বিয়ের অনুষ্ঠানে চার্চে উপস্থিত: ৮০ জন।
রিসেপশানে ভোজে উপস্থিত: ৭০ জন।
গিফট নিয়ে এসেছে: ৬৫ জন।
অনুষ্ঠানে চুরি যাওয়া দ্রব্য: ০।

ইংল্যান্ডে বিবাহ─
নিমন্ত্রিত: ৫০ জন।
বিয়ের অনুষ্ঠানে চার্চে উপস্থিত: ৫০ জন।
রিসেপশানের ভোজে উপস্থিত: ৪৮ জন।
গিফট নিয়ে এসেছে: ৪৮ জন।
অনুষ্ঠানে চুরি যাওয়া দ্রব্য: ০।

বাংলাদেশে বিবাহ─
নিমন্ত্রিত: ৫০০ জন।
বিয়ের অনুষ্ঠানে উপস্থিত: ১৬ জন।
রিসেপশানের ভোজে উপস্থিত: ১০৮২ জন।
গিফট নিয়ে এসেছে: ১২ জন।
ইনভেলাপ নিয়ে এসেছে: ১১ জন।
পেট উল্টিয়ে খেয়েছে: ৫০০ জন।
মোটামুটি খেতে পেয়ে রেগে আছে: ৩০০ জন।
খেয়েও খায়নি বলছে: ১০০ জন।
খেতে না-পেয়ে মারামারি লাগিয়ে দিয়েছে: ১৮২ জন।
খাবারের বদনাম করছে: ১০৮২ জন।
অনুষ্ঠান থেকে চুরি গেছে: ১৯টি মোবাইলফোন, ৫১টি চামচ, ১২টি থালা, ৬টি নুনদানি, একজন ফটোগ্রাফারের ক্যামেরাটা, ২জন ধনী অতিথি, একজনের গার্লফ্রেন্ড।
ভেঙে আছে: ৫০টি চেয়ার, ১৩টি টেবিল।
ছিঁড়ে আছে: ত্রিপলের তিন দিক।
অ্যাম্ব্যুলেন্সে তোলা হচ্ছে: গার্লফ্রেন্ডের নাকফাটা এক্স-বয়ফ্রেন্ড ও ঠ্যাঙভাঙা নয়া-বয়ফ্রেন্ডকে।

এবং, সদ্যশ্বশুরকে চ্যাংদোলা করে পাশের পুকুরে চুবাতে নিয়ে যাচ্ছে সদ্যজামাই।

25/09/2025

পড়াশোনা করে চাকরি করার স্বপ্ন দেখা অপরাধ।

DGFOOD

হে আল্লাহ আমার প্রতি রহমত নাজিল করুন, আপনার রহমত দিয়ে আমাকে পরিপূর্ণ করুন। আমার জীবনকে সহজ করে দিন।
25/09/2025

হে আল্লাহ আমার প্রতি রহমত নাজিল করুন, আপনার রহমত দিয়ে আমাকে পরিপূর্ণ করুন। আমার জীবনকে সহজ করে দিন।

বাচ্চাদের মন হলো একটি নরম মোমের মতো, যেভাবে গড়বে, সেভাবেই গড়ে উঠবে তার ভবিষ্যৎ।
24/09/2025

বাচ্চাদের মন হলো একটি নরম মোমের মতো, যেভাবে গড়বে, সেভাবেই গড়ে উঠবে তার ভবিষ্যৎ।

24/09/2025

"যেদিন নিজের সমস‍্যা অন‍্যকে বলার আগে দুইবার চিন্তা করবেন, বলতে যেয়েও থেমে যাবেন, সেদিন বুঝবেন জীবন বুঝে গেছেন ।"

"মনিটাইজেশনের লোভে অন্ধভাবে TIN খুলে বিপদে পড়ছেন না তো"⁉️আজকাল মনিটাইজেশনের আশায় অনেকেই, বিশেষ করে নারীরা, হুড়মুড় করে TI...
23/09/2025

"মনিটাইজেশনের লোভে অন্ধভাবে TIN খুলে বিপদে পড়ছেন না তো"⁉️

আজকাল মনিটাইজেশনের আশায় অনেকেই, বিশেষ করে নারীরা, হুড়মুড় করে TIN খুলে ফেলছেন। এখন অনলাইনে TIN খোলা অনেক সহজ হয়ে গেছে—ছেলের হাতের মোয়ার মতো। কিন্তু সেই "মোয়া" খাওয়া যাবে কিনা, সেটাই আগে কেউ ভেবে দেখে না।
মনিটাইজেশনের আগে নিজের প্রোফাইল, কন্টেন্ট, এবং ভবিষ্যৎ পরিকল্পনা ভালোভাবে বুঝে নেওয়া জরুরি।

➡️কন্টেন্ট ক্রিয়েশন কোনো সহজ কাজ নয়—এখানে দরকার ইউনিক আইডিয়া, সৃজনশীলতা এবং ধারাবাহিক পরিশ্রম। যারা নিয়মিত ভিন্নধর্মী কন্টেন্ট তৈরি করছেন, সক্রিয়ভাবে কাজ করছেন, তারাই ফেসবুক থেকে ভালো আয়ের সুযোগ পাচ্ছেন।
কিন্তু অনেকের ধারণা, শুধু পোস্ট করলেই ডলার চলে আসবে। বাস্তবে এমনটা হয় না। যারা পরিশ্রম করতে চান না, তারা পরে সমস্যায় পড়েন।

❌প্রথম ভুল: TIN খুলে ফেলা
সবচেয়ে বড় ভুল হয় এখানেই। কেউ আগে-পিছে না ভেবে সোজা গিয়ে TIN খুলে ফেলেন। কারণ অনলাইনে খোলা সহজ। অথচ এটা খোলার আগে অবশ্যই একজন কর-আইনজীবীর পরামর্শ নেওয়া উচিত।

কারণ,
📌 TIN কী?
📌 কেন খুলতে হয়?
📌 কিভাবে খোলা উচিত?
📌 খোলার পর কি দায়িত্ব পালন করতে হয়?
📌 না করলে কী ধরনের জরিমানা বা ঝুঁকি আছে?

এই সবকিছুর ব্যাখ্যা রয়েছে আয়কর আইন, ২০২৩-এ।
আপনি যখন কম্পিউটার দোকানে যাবেন, দোকানদার কেবল TIN খুলে দিতে পারবেন, কিন্তু আইনগত ব্যাখ্যা বা পরবর্তী কর-সংক্রান্ত দায়িত্ব বোঝাতে পারবেন না।

মনিটাইজেশনের লোভে গণহারে TIN খোলা আসলে অনেককে বিপদে ফেলছে। তাই আগে বুঝে-শুনে, সঠিক পরামর্শ নিয়ে, তারপর সিদ্ধান্ত নিন।

21/09/2025

নিজেকে যতটা গোপন রাখবেন, ঠিক ততটাই শক্তিশালী হবেন।

ঘুরাঘুরি এবং নতুন নতুন স্থান আপনার মানসিক চিন্তা ভাবনার বিকাশিত করে। মনে শান্ত করে দেয়।💐
20/09/2025

ঘুরাঘুরি এবং নতুন নতুন স্থান আপনার মানসিক চিন্তা ভাবনার বিকাশিত করে। মনে শান্ত করে দেয়।💐

"মানুষ প্রতিটি ঘরে জন্মায়, কিন্তু মনুষ্যত্ব জন্মায় মাত্র কয়েকটি ঘরে।"❤️
19/09/2025

"মানুষ প্রতিটি ঘরে জন্মায়, কিন্তু মনুষ্যত্ব জন্মায় মাত্র কয়েকটি ঘরে।"❤️

📌📌তৈলাক্ত ত্বকের দৈনন্দিন যত্ন #তৈলাক্ত ত্বক বেশ বিড়ম্বনার। অতিরিক্ত তেল বের হওয়ার কারণে মুখে সবসময় একটা অস্বস্তি থাকে, ...
19/09/2025

📌📌তৈলাক্ত ত্বকের দৈনন্দিন যত্ন

#তৈলাক্ত ত্বক বেশ বিড়ম্বনার। অতিরিক্ত তেল বের হওয়ার কারণে মুখে সবসময় একটা অস্বস্তি থাকে, মেকআপ দীর্ঘক্ষণ টেকে না, আর ব্রণ–ব্ল্যাকহেডসের সমস্যা তো আছেই। তবে কিছু সহজ নিয়ম মেনে চললে তৈলাক্ত ত্বকও পরিষ্কার, সতেজ ও উজ্জ্বল রাখা সম্ভব।

১. সঠিক ফেসওয়াশ ব্যবহার করুন
তৈলাক্ত ত্বকের জন্য অয়েল-ফ্রি বা জেল-ভিত্তিক ফেসওয়াশ ব্যবহার করুন। দিনে অন্তত ২ বার মুখ ধুতে হবে, তবে অতিরিক্ত ধুলে ত্বক শুষ্ক হয়ে আবারও বেশি তেল তৈরি করতে পারে।

২. অয়েল-ফ্রি ময়েশ্চারাইজার
অনেকে মনে করেন তৈলাক্ত ত্বকে ময়েশ্চারাইজারের দরকার নেই। আসলে ত্বক আর্দ্র না থাকলে আরও বেশি তেল উৎপন্ন হয়। তাই হালকা, অয়েল-ফ্রি ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

৩. টোনার ব্যবহার করুন
অ্যালকোহল-মুক্ত টোনার ত্বকের পোরস টাইট করে এবং অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে সাহায্য করে। প্রতিদিন ফেসওয়াশের পর টোনার ব্যবহার করতে পারেন।

৪. সানস্ক্রিন অপরিহার্য
গরমে অনেকেই সানস্ক্রিন এড়িয়ে চলেন, কারণ মনে হয় এতে ত্বক আরও তৈলাক্ত হয়। তবে এখন বাজারে অয়েল-ফ্রি বা জেল-ভিত্তিক সানস্ক্রিন পাওয়া যায়, যা ত্বককে রোদ থেকে বাঁচায় এবং তেলতেলে ভাবও আনে না।

৫. সপ্তাহে একদিন স্ক্রাব করুন
হালকা এক্সফোলিয়েশন করলে মৃত কোষ দূর হয় এবং ব্রণ কমে। তবে সপ্তাহে একবারই যথেষ্ট, নইলে ত্বক ক্ষতিগ্রস্ত হতে পারে।

৬. ফেসমাস্ক ব্যবহার করুন
ক্লে মাস্ক বা চারকোল মাস্ক অতিরিক্ত তেল শোষণ করে এবং ত্বক পরিষ্কার রাখে। সপ্তাহে এক-দুদিন ব্যবহার করতে পারেন।

৭. খাবারের দিকে নজর দিন
অতিরিক্ত ভাজা-তেলে ভাজা খাবার, জাঙ্ক ফুড ও সফট ড্রিঙ্ক এড়িয়ে চলুন। প্রচুর পানি পান করুন এবং ফলমূল-সবজি খান। এগুলো ত্বকের ভেতর থেকে ভারসাম্য বজায় রাখে।

゚ #রুপচর্চা

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Twinkle's by Mahi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share