
12/08/2025
আওয়ামী লীগ কখনোই কোনো ভালো রাজনৈতিক দল না , এ ব্যপারে কোনো সন্দেহ নেই। কিন্তু বর্তমানে বিএনপিও কি সেই একই পথে হাঁটছে না ? প্রশ্ন কিন্তু থেকেই গেল । বর্তমান সরকারকে উন্নয়নমূলক কোনো সংস্কার করতে না দিয়ে শুধু নির্বাচন নির্বাচন যিকির করা দল এর কাছ থেকে ভবিষ্যতে কি পাওয়া যাবে তা এখন শুধুই ভাবার বিষয়।