11/04/2025
মুহাম্মদ কামরুজ্জামান, শহীদ।
এই জনপদে আল্লাহ রব্বুল আ'লামীন তার কিছু প্রিয় বান্দাদের পাঠিয়েছিলেন যা এই জনপদের মানুষদের জন্য আল্লাহর খাস উপহার ছাড়া আর কিছু নয়। এই জনপদের মানুষ যখনই বিপদে পড়েছে তখনই শাহ জালাল রঃ-র মতো কিছু মানুষদের দিয়ে আমাদের উদ্ধার করেছেন। কিছু মানুষ হয়তোবা প্রচলিত অর্থে কামেল ওলী ছিলেন না তবে স্ব-স্ব কর্মক্ষেত্রে তাদের মকবুল খেদমতগুলো তাদের কামালিয়্যতের সাক্ষী দেয়। এরকম একজন ব্যক্তি হলেন শহীদ মুহাম্মদ কামরুজ্জামান।
জনাব কামরুজ্জামানের যে গুণটি আমাকে সবথেকে বেশি আকর্ষণ করেছে সেটি হলো চিন্তার ক্ষেত্রে প্রগতিশীলতা, দূরদর্শিতা, রাখঢাক না রাখা, দলের সমালোচনায় নিরপেক্ষ থাকা। এই গুণগুলো জনাব কামরুজ্জামানকে দলের সম্পদের চেয়ে দেশের সম্পদে পরিণত করেছিল।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন দল গঠন করার জন্য সারা দেশ থেকে ন্যাপ, আওয়ামীলীগ, মুসলিম লীগ এমনকি অরাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্য হতে 'ক্রিম' বাছাই করছিলেন তার অংশ হিসেবে তিনি জনাব কামরুজ্জামানকেও তার কাছে পেতে চেয়েছিলেন। শুধু চেয়েছিলেন এমন নয় বরং খুব করে চেয়েছিলেন যেন তিনি প্রেসিডেন্ট জিয়ার পাশে থাকেন। আমার ব্যক্তিগত বোঝাপড়া হচ্ছে, জনাব কামরুজ্জামান সেদিন বিএনপিতে যোগ দিলেই বরং সবথেকে ভালো হতো। প্রেসিডেন্ট জিয়া ওনার থেকে বাংলাদেশ বিনির্মাণে যে আউটপুট নিতে পারতেন সেটি জামায়াত জনাব কামরুজ্জামান থেকে নিতে পারেন নাই বলেই মনে হয়।
শহীদ কামরুজ্জামান জেল থেকে জনাব মুজিবুর রহমান মঞ্জু ভাইকে কিছু চিঠি দিয়েছিলেন। এই চিঠিগুলো যেকোনভাবে অনলাইন মাধ্যমে চলে এসেছে- যদিও বিষয়টি সুন্দর হয়নি কিন্তু জনাব কামরুজ্জামানের প্রগতিশীল চিন্তা সম্পর্কে আমরা এখান থেকে একটা ধারণা পাই। তবে নিচে যে ছবিগুলো আছে সেগুলো এরকম কোনো গোপন চিঠি নয় এটি তাঁর পুত্র জনাব ওয়ামীকে উদ্দেশ্য করে তাঁর কথাগুলো আমাদের কাছে পৌঁছে দেওয়ার একটা প্রয়াস ছিল এবং সে প্রয়াসকে পূর্ণতা দিয়েছে প্রচ্ছদ প্রকাশনী।
মহৎ মানুষদের চিন্তা ভাবনা বয়ে নিয়ে যেতে হলে ওরকম বুঝদার না হলেও কাছাকাছি বুঝদার মানুষ লাগে। নাহয় যেকোনো চিন্তা সময়ের পরিক্রমায় কালের গর্ভে হারিয়ে যায়। যেকোনো কারণে নতুন করে কামরুজ্জামানের মতো লোক তৈরী হওয়ার পরিবেশ এখন নাই। এতে সামষ্টিক ব্যর্থতার চেয়েও ব্যক্তির ব্যর্থতা বেশি দায়ী। এরপরও এই জনপদের মানুষদের সংকট উত্তরণে আরও নতুন নতুন কামরুজ্জামানের জন্ম হওক এই প্রত্যাশা, দুয়া।