Hasan Imam

Hasan Imam Post Graduate Student of English Language Teaching

এই প্রতিকৃতি পুরো বাংলাদেশের সকল আনন্দ শোভাযাত্রায় ছড়ায়ে দেওয়া লাগবে। এই দুঃসাহসের এমন প্রতিশোধ নিতে হবে যেন এরা নিজেরা ...
12/04/2025

এই প্রতিকৃতি পুরো বাংলাদেশের সকল আনন্দ শোভাযাত্রায় ছড়ায়ে দেওয়া লাগবে। এই দুঃসাহসের এমন প্রতিশোধ নিতে হবে যেন এরা নিজেরা নিজেদেরকে এই অপকর্মের জন্য দোষারোপ করে।

মুহাম্মদ কামরুজ্জামান, শহীদ।এই জনপদে আল্লাহ রব্বুল আ'লামীন তার কিছু প্রিয় বান্দাদের পাঠিয়েছিলেন যা এই জনপদের মানুষদের জন...
11/04/2025

মুহাম্মদ কামরুজ্জামান, শহীদ।

এই জনপদে আল্লাহ রব্বুল আ'লামীন তার কিছু প্রিয় বান্দাদের পাঠিয়েছিলেন যা এই জনপদের মানুষদের জন্য আল্লাহর খাস উপহার ছাড়া আর কিছু নয়। এই জনপদের মানুষ যখনই বিপদে পড়েছে তখনই শাহ জালাল রঃ-র মতো কিছু মানুষদের দিয়ে আমাদের উদ্ধার করেছেন। কিছু মানুষ হয়তোবা প্রচলিত অর্থে কামেল ওলী ছিলেন না তবে স্ব-স্ব কর্মক্ষেত্রে তাদের মকবুল খেদমতগুলো তাদের কামালিয়্যতের সাক্ষী দেয়। এরকম একজন ব্যক্তি হলেন শহীদ মুহাম্মদ কামরুজ্জামান।
জনাব কামরুজ্জামানের যে গুণটি আমাকে সবথেকে বেশি আকর্ষণ করেছে সেটি হলো চিন্তার ক্ষেত্রে প্রগতিশীলতা, দূরদর্শিতা, রাখঢাক না রাখা, দলের সমালোচনায় নিরপেক্ষ থাকা। এই গুণগুলো জনাব কামরুজ্জামানকে দলের সম্পদের চেয়ে দেশের সম্পদে পরিণত করেছিল।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন দল গঠন করার জন্য সারা দেশ থেকে ন্যাপ, আওয়ামীলীগ, মুসলিম লীগ এমনকি অরাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্য হতে 'ক্রিম' বাছাই করছিলেন তার অংশ হিসেবে তিনি জনাব কামরুজ্জামানকেও তার কাছে পেতে চেয়েছিলেন। শুধু চেয়েছিলেন এমন নয় বরং খুব করে চেয়েছিলেন যেন তিনি প্রেসিডেন্ট জিয়ার পাশে থাকেন। আমার ব্যক্তিগত বোঝাপড়া হচ্ছে, জনাব কামরুজ্জামান সেদিন বিএনপিতে যোগ দিলেই বরং সবথেকে ভালো হতো। প্রেসিডেন্ট জিয়া ওনার থেকে বাংলাদেশ বিনির্মাণে যে আউটপুট নিতে পারতেন সেটি জামায়াত জনাব কামরুজ্জামান থেকে নিতে পারেন নাই বলেই মনে হয়।
শহীদ কামরুজ্জামান জেল থেকে জনাব মুজিবুর রহমান মঞ্জু ভাইকে কিছু চিঠি দিয়েছিলেন। এই চিঠিগুলো যেকোনভাবে অনলাইন মাধ্যমে চলে এসেছে- যদিও বিষয়টি সুন্দর হয়নি কিন্তু জনাব কামরুজ্জামানের প্রগতিশীল চিন্তা সম্পর্কে আমরা এখান থেকে একটা ধারণা পাই। তবে নিচে যে ছবিগুলো আছে সেগুলো এরকম কোনো গোপন চিঠি নয় এটি তাঁর পুত্র জনাব ওয়ামীকে উদ্দেশ্য করে তাঁর কথাগুলো আমাদের কাছে পৌঁছে দেওয়ার একটা প্রয়াস ছিল এবং সে প্রয়াসকে পূর্ণতা দিয়েছে প্রচ্ছদ প্রকাশনী।
মহৎ মানুষদের চিন্তা ভাবনা বয়ে নিয়ে যেতে হলে ওরকম বুঝদার না হলেও কাছাকাছি বুঝদার মানুষ লাগে। নাহয় যেকোনো চিন্তা সময়ের পরিক্রমায় কালের গর্ভে হারিয়ে যায়। যেকোনো কারণে নতুন করে কামরুজ্জামানের মতো লোক তৈরী হওয়ার পরিবেশ এখন নাই। এতে সামষ্টিক ব্যর্থতার চেয়েও ব্যক্তির ব্যর্থতা বেশি দায়ী। এরপরও এই জনপদের মানুষদের সংকট উত্তরণে আরও নতুন নতুন কামরুজ্জামানের জন্ম হওক এই প্রত্যাশা, দুয়া।

এই বেওয়ারিশ লাশগুলোর ওয়ারিশ গোটা স্বাধীন বাংলাদেশ
10/01/2025

এই বেওয়ারিশ লাশগুলোর ওয়ারিশ গোটা স্বাধীন বাংলাদেশ

সমাজে কিছু মানুষ আছে যারা আমাদের কাছে খুব আনএক্সপেক্টেড। আমরা আমাদের আড্ডায় তাদেরকে এক্সপেক্ট করি না, তারা যে রাস্তা দিয়...
02/01/2025

সমাজে কিছু মানুষ আছে যারা আমাদের কাছে খুব আনএক্সপেক্টেড। আমরা আমাদের আড্ডায় তাদেরকে এক্সপেক্ট করি না, তারা যে রাস্তা দিয়ে যায় আমরা সেটা পরিহার করে অন্যদিকে ঘুরে যাই। তাদের সামনে পড়লে আমরা দ্রুত তার সঙ্গ থেকে মুক্তি পেতে চাই। ভারতও হলো তার প্রতিবেশিদের কাছে এমন একটি আনএক্সপেক্টেড রাষ্ট্র। ভারতের আজ পর্যন্ত এমন কোনো কাজ দেখলাম না যেটা বাংলাদেশের মানুষের জন্য কল্যানকর বা এপ্রিশিয়েট করার মতো। তার অনেকগুলো প্রতিবেশির মধ্যে বাংলাদেশ অন্যতম। আবার বাংলাদেশের দুটি প্রতিবেশির মধ্যে প্রায় সমস্তটা জুড়েই আছে ভারত। কিন্তু সীমান্ত হত্যা, তিস্তার পানির অসম চুক্তি, হুটহাট পানির বাঁধ খুলে দেওয়া, রাজনীতিতে চরম হস্তক্ষেপ এমনকি বাংলাদেশকে নিজেদের প্রদেশ বানিয়ে রাখার মতো আচরণগুলো তাদের নিত্য স্বভাব।
Hasan Imam

16/12/2024

বেগম জিয়া কারান্তরীণ হওয়ার পরে এতবড় একটা দল চালিয়েছেন তিনি। এত প্রেশার, স্ট্রেস এনাকাউন্টার করেছেন কিন্তু কখনো এমন অসহায় হতে হয় নাই ওনাকে। আজকে নেতাকর্মীদের অযথা ভীড়ের চাপে মাটিতে বসে যেতে হলো। এক পর্যায়ে শুয়েও গিয়েছেন। কিছুদিন পূর্বে একজনকে থাপ্পর দিতেও দেখা গেছে ওনাকে। সকল নেতাকর্মীদের ফোকাসে আসার তীব্র আকাঙ্ক্ষার কাছে দলীয় নিয়ম শৃঙ্খলা সব জলাঞ্জলি দিয়ে দিচ্ছে তারা। আমরা এতদিন এসব দেখতাম লীগের আচরণে। একটা ইউনিট কমিটিও ফুল দিতে গেলে পিছন থেকে এত ধাক্কাধাক্কি শুরু হতো যে শৃঙ্খলার কোরবানি হয়ে যেত। ফুটেজল আসার এমন ধান্দা একটি জাতীয়তাবাদের আদর্শবাহী দলের পতনের কারন হয়ে দাড়াবে।

(ভিডিওটি বিএনপির সেন্ট্রাল পেইজ থেকে নেওয়া।)

রক্ত দিয়ে কেনা স্বাধীন দেশে এমন কোনো দফতর কিম্বা স্তর কি বাকি আছে যাদের উপর আমরা আস্থা রাখতে পারি? ২০২৩ সালের ডিসেম্বরে ...
15/12/2024

রক্ত দিয়ে কেনা স্বাধীন দেশে এমন কোনো দফতর কিম্বা স্তর কি বাকি আছে যাদের উপর আমরা আস্থা রাখতে পারি?
২০২৩ সালের ডিসেম্বরে নাটোরে মহসিন এবং তার বাবা মিথ্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হয়ে রাজশাহীর আদালতে যান।(ছবিঃ২) এই ঘটনার প্রায় এক বছর পরে রাজশাহীর আদালতে মহসিনকে ডাণ্ডাবেড়ি দিয়ে বেঁধে এরপর হাজির করা হয়। অন্যদিকে, আমরা যখন আওয়ামীলীগের হেভি ওয়েট নেতাদের আদালতে হাজির করতে দেখি তখন তাদের ফুরফুরে মেজাজ দেখে মনে হচ্ছিল যেন তারা প্রমোদভ্রমণে যাচ্ছেন। একটা মিথ্যা মামলার আসামী এবং হাজার হাজার জনতার রক্তের দাগ হাতে নিয়ে আদালতে তোলা আসামীর মধ্যে এই পার্থক্যের কারন কি? জানি, রাজবন্দী হিসেবে তাদেরকে ডাণ্ডাবেড়ি পরানোর নিয়ম নাই এবং আমি চরম দুর্ধর্ষ আসামী ব্যতীত কাওকে অপ্রয়োজনে ডাণ্ডাবেড়ি পরানোর পক্ষেও নয় কিন্তু তাদেরকে এমন রাজার হালে আদালতে যে আনা হয়ে হয়েছে তারা কোন হিসাবে রাজবন্দী? তাদের যত (কু)খ্যাতি সবই তো অবৈধভাবে কামানো।
এখনও অসংখ্য ফ্যাসিস্টের দোসর পথে প্রান্তরে ঘুরে বেড়ায় অন্যদিকে মহসিন এবং তার বাবার মতো অসংখ্য মজলুম ডাণ্ডাবেড়ি পরে কারাগার থেকে কারাগারে ছুটছে। ডাণ্ডাবেড়ি পরানো থেকে শুরু করে এটি খোলা পর্যন্ত একজন আসামীকে কি পরিমাণ নির্মমতা-নিষ্ঠুরতার মধ্য দিয়ে যেতে হয় এটি শুধু যে পরে সেই বলতে পারবে। এটি লিখে বা বলে বুঝানোর মতো নয়।
জুলাই বিপ্লবের পরে একটি বিপ্লবী সরকার প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু কোনো বিপ্লবী অর্ডার আজ পর্যন্ত চোখে পড়লো না আমার। জনতা আজ সরকারের উচ্চ পর্যায় থেকে রুট লেভেল পর্যন্ত বিভিন্ন দফতরের বিপ্লবী ঘোষণার দিকে চেয়ে আছে কিন্তু এই সরকার বারবার জনতাকে হতাশা ছাড়া আর কিছু দিতে পারছে না।

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hasan Imam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share