23/06/2025
২১-৬-২৫
সকালে ঘুম থেকে উঠে তড়িঘড়ি করে রেডি হয়ে অফিসের গাড়ির জন্য অপেক্ষা করছি তার ফাঁকে এক কাপ চা খাচ্ছিলাম একটা টং এর দোকানে আমার পাশে এক বৃদ্ধ মানুষ চা খাচ্ছিলো ওনি একটা চেয়ার এ বসা ছিলেন হটাত দেখি কিছু বুঝে উঠার আগেই উনি চেয়ার থেকে মাটিতে পড়ে গিয়েছেন তৎক্ষনাৎ আমি দৌড়ে গিয়ে তুলার চেষ্টা করছিলাম পাশে কিছু মানুষ চা খাচ্ছিলো ওনারা দেখছেন যে মানুষটা পড়ে গিয়েছেন কেউ এগিয়ে আসছেন না ওনারা ওনাদের খাবার নিয়ে ব্যস্ত তারপর তুলতে না পাড়াতে আমি ওনাকে শুয়ায়ে কপালে পানি দিলাম হাতে মালিশ করছিলাম কিছুক্ষণ পর দেখি মুখ দিয়ে রক্ত চলে এসেছে তখন ত আমি ভয় পেয়ে গিয়েছি কিন্তু ততক্ষণ এ আমার পাশে প্রায় ৫/৬ জন হেঁটে গিয়েছেন কেউ ফিরে ও তাকান নি এদিকে একজন কে বললাম ভাই একটু ওনাকে তুলে বসাতে সাহায্য করেন ওনি কথা টা ন শুনার ভান ধরে চলে গিয়েছেন পড়ে ১ টা পিচ্ছি ছেলের সাহায্য নিয়ে তুললাম তার মাঝখানে ওনার পরিবারকে খবর দিলাম ওনারা এসেছেন ওনাকে নিয়ে চলে গেলেন আমিও অফিসের গাড়ি আসাতে চলে গিয়েছি।
আসলে আমরা এক অভাগা জাতি কেউ মরে যাইলে ও সাহায্য করে না কাউকে🥲
হইতে পারত তখন ওই জায়গায় আমি হইলে ও মানুষ চেয়ে থাকত🥲
জীবনে বাস্তবতায় সব
আল্লাহ সবাইকে হেফাজত রাখুক 💗