29/10/2024
একসময় শীত আসবে আসবে এমন সময়টা সবচেয়ে বেশি আনন্দের ছিলো,ডিসেম্বর মাসের জন্য অপেক্ষা, শীতকাল,ডিসেম্বর মাসে পরিক্ষা শেষে লং টাইম বন্ধ ঘুরাঘুরি, নতুন বছরের আমেজ, নতুন ক্লাসে উঠার আনন্দ, নতুন বই পাওয়া, সব মিলিয়ে সুখের জীবন ছিলো❤️ কোথাই হাড়িয়ে গেলো সেই শখের জীবন