FRee-Thinking

FRee-Thinking স্বপ্ন দেখুন বড়, কাজ করুন ধারাবাহিকভাবে।
সাফল্য সময়ের ব্যাপার মাত্র।
(5)

আমরা যেটা ফোনে ঘাঁটতে ঘাঁটতে হারিয়ে ফেলছি- আসলে সেটা আমাদের জীবনই!
25/07/2025

আমরা যেটা ফোনে ঘাঁটতে ঘাঁটতে হারিয়ে ফেলছি- আসলে সেটা আমাদের জীবনই!

24/07/2025

📍স্মৃতির পাতায় ভেসে ওঠে এক সময়ের প্রাণচঞ্চল বাউরিয়া ঘাট।🖤

সন্দ্বীপের বুকজুড়ে ছড়িয়ে থাকা এমন নিভৃত সৌন্দর্য যে কোনো প্রকৃতিপ্রেমীকে বারবার টেনে আনে এই দ্বীপের কোলে।🌸

শুভ সন্ধ্যা🖤
23/07/2025

শুভ সন্ধ্যা🖤

যতবার পড়েছি মুগ্ধ হয়েছি, বন্ধুত্বতো এমনি হয়!মাইলস্টোনে দূর্ঘটনার পর বেঁচে যাওয়া একজন ছাত্র তার আ*হত বন্ধুকে ক্লাসরুম থেক...
22/07/2025

যতবার পড়েছি মুগ্ধ হয়েছি, বন্ধুত্বতো এমনি হয়!

মাইলস্টোনে দূর্ঘটনার পর বেঁচে যাওয়া একজন ছাত্র তার আ*হত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে আনতে গিয়েছিল।
ফায়ার ব্রিগেডের অফিসার বাধা দিয়ে বললেন, "এর কোনো লাভ নেই! তোমার বন্ধু অবশ্যই মা*রা যাবে"।
কিন্তু ছাত্র'টি তখনও গিয়ে তার বন্ধুকে একা একা ফিরিয়ে আনল।

মৃ*তদে*হ দেখে ফায়ার ব্রিগেডের অফিসার বলে, "আমি তোমাকে বলেছিলাম এর কোন মূল্য নেই। সে মা*রা গেছে"।

ছাত্র'টি উত্তর দেয়: 'না স্যার, এটা সত্যিই মূল্যবান ছিল। যখন আমি তার কাছে গেলাম, সে তখনও জীবিত ছিলো - আমার বন্ধু আমাকে দেখে, হাসল এবং তার শেষ কথাটা বলল:

"আমি জানতাম তুমি আসবে"! ❤️

©

তোমাদের আর স্কুল যেতে হবে না। জান্নাতের পাখি গুলো জান্নাতে চলে যাচ্ছে        Milestone 🥲💔
21/07/2025

তোমাদের আর স্কুল যেতে হবে না।
জান্নাতের পাখি গুলো জান্নাতে চলে যাচ্ছে

Milestone 🥲💔

21/07/2025

অতিরিক্ত তাপদহে সন্তানদের নিয়ে চিন্তিত বাবা-মার কলিজা গুলো আজ পুড়ছে দগ্ধ আগুনে! 🔥 🔥

Pray for them🤲

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।🤲ঢাকার মাইলস্টোন কলেজের মাঠে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত — একাধিক শিক্ষার্থী নিহত হ...
21/07/2025

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।🤲

ঢাকার মাইলস্টোন কলেজের মাঠে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত — একাধিক শিক্ষার্থী নিহত হওয়ার আশঙ্কা

ঢাকা: রাজধানীর উত্তরা সংলগ্ন মাইলস্টোন কলেজের খেলার মাঠে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানটি হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে কলেজের মাঠে আছড়ে পড়ে।

এই ঘটনায় বহু শিক্ষার্থী হতাহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এখনো নিশ্চিতভাবে নিহত ও আহতদের সংখ্যা জানানো হয়নি। উদ্ধার তৎপরতা চলছে এবং ফায়ার সার্ভিস, পুলিশ ও চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে।

20/07/2025

“যান্ত্রিক শহরের কোলাহল থেকে দূরে, একফোঁটা প্রকৃতি ছুঁয়ে দেখুন সন্দ্বীপের হৃদয়।"🖤

📍আপনার ভ্রমণ তালিকায় যদি এখনো সন্দ্বীপ না থাকে—তাহলে কিছু একটা মিস করছেন!

#সন্দ্বীপ #সুন্দর_বাংলাদেশ #ভ্রমণবাংলা #বাংলারপ্রকৃতি

প্রতিদিনের সূর্যাস্ত আমাদের শেখায়—চাইলে আলোর মতো হারিয়ে যাওয়া যায়, সৌন্দর্য রেখে।🖤
19/07/2025

প্রতিদিনের সূর্যাস্ত আমাদের শেখায়—চাইলে আলোর মতো হারিয়ে যাওয়া যায়, সৌন্দর্য রেখে।🖤

আপনি যাকে ভালোবাসেন আর সেই ভালোবাসা তার কোন প্রয়োজন নেই,পৃথিবীতে এর চেয়ে নিদারুণ অপচয় আর কিছুই হতে পারে না!🤦‍♂️
18/07/2025

আপনি যাকে ভালোবাসেন আর সেই ভালোবাসা তার কোন প্রয়োজন নেই,পৃথিবীতে এর চেয়ে নিদারুণ অপচয় আর কিছুই হতে পারে না!🤦‍♂️

17/07/2025

📍এই গ্রামের প্রতিটি পথের সাথে জড়িয়ে আছে হাজারো স্মৃতি....

🚶‍♂️প্রতিটি মেঠোপথ যেন নিয়ে যায় হারিয়ে যাওয়া কোনো গ্রামবাংলার গল্পে।

#গ্রামবাংলারগল্প #প্রকৃতিরছোঁয়া #স্মৃতিরপথে

জীবনটা যেন অর্ধসমাপ্ত আঁকা ছবি—রঙ মেলেনি এখনো🤍
16/07/2025

জীবনটা যেন অর্ধসমাপ্ত আঁকা ছবি—রঙ মেলেনি এখনো🤍

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when FRee-Thinking posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category