Lakshmipur Nationalist Party BNP

Lakshmipur Nationalist Party BNP Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Lakshmipur Nationalist Party BNP, Digital creator, chandraganj Sadar Lakshimpur, Chittagong.

"বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও স্বাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অঙ্গীকারবদ্ধ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি,র আদর্শে অনুপ্রাণিত, জনগণের সেবা ও দেশপ্রেমে নিবেদিত।"🌾🌾

18/04/2025

যখন সংস্কারের কথা কেউ ভাবেনি তখন থেকে বিএনপি সংস্কারের কথা বলেছে।

-অধ্যাপক আলী রীয়াজ, ঐকমত্য কমিশনের সহসভাপতি।

#বিএনপি

08/03/2025

মাগুড়ার ৮ বছরের শিশু আছিয়ার খোঁজ নিতে তারেক রহমানের ফোন, নিলেন চিকিৎসার সকল দায়িত্ব

মাগুরার নির্যাতিত সেই শিশুর মায়ের সঙ্গে ফোনে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় ওই শিশুর বর্তমান পরিস্থিতির খোঁজখবর নেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

শনিবার (০৮ মার্চ) সেই শিশুর মায়ের সঙ্গে কথা বলে শিশুটির শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি। এ সময় শিশুটির মাকে ন্যায়বিচার পেতে সব ধরনের সহযোগিতার কথা বলেন।

ফোনালাপে তারেক রহমান বলেন, মাগুরায় বিএনপির যত নেতাকর্মীরা আছেন, তারা সবাই শিশুটির পাশে থাকবেন।

ন্যায়বিচার পাওয়ার আশ্বাস দিয়ে তারেক রহমান বলেন, আমাদের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা করব। শিশুটির সঙ্গে যারা অন্যায় করেছে তারা যেন আইন অনুযায়ী শাস্তি পায়।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, শিশুটির চিকিৎসার জন্য যা প্রয়োজন আমরা চেষ্টা করব, আমাদের দলের অবস্থান থেকে।

শিশুটির মা তার মেয়ের ওপর পাশবিক নির্যাতনের বর্ণনা তুলে ধরেন তারেক রহমানের কাছে। এটা শুনে তিনি আবারও বলেন, আমরা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করব শিশুটি যাতে ন্যায়বিচার পায়।

পরে দলের নেতারা সবসময় পাশে থাকবে বলে আবারও আশ্বস্ত করেন তারেক রহমান। সবশেষে তিনি শিশুটির দ্রুত সুস্থতা কামনা করেন

07/03/2025

সমসাময়িক বিষয় নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জরুরি সংবাদ সম্মেলন।
নয়াপল্টন থেকে সরাসরি
৭ মার্চ ২০২৫, শুক্রবার

#ছাত্রদল #সংবাদ_সম্মেলন

07/03/2025

তোমার প্রতিক্ষায় বাংলাদেশ, ফিরে এসো আবার!

#বিএনপি #তারেক_রহমান

28/02/2025




#খালেদাজিয়ারগান
#জিয়াউররহমানগান
#ছাত্রদলেরগান
#যুবদলেরগান
#বিএনপির #প্রতিবাদিগান
#খালেদাজিয়ার_মুক্তিরগান



#খালেদা_জিয়ার_গান
#জিয়াউর_রহমান_গান
#ধানেরশীষ
#ছাত্রদলের_গান
#যুবদলের_গান
#বিএনপির_প্রতিবাদি_গান
#খালেদা_জিয়ার_মুক্তির_গান


#খালেদা_জিয়ার_গান

#বিএনপির_গান

MLBB Highlights

27/02/2025

#বর্ধিতসভা

#বিএনপি



বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র বর্ধিত সভা। প্রধান অতিথিঃ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, চেয়ারপারসন-বিএনপি।

সভাপতি: তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান-বিএনপি।

জাতীয় সংসদ ভবনের এলডি হল মাঠ থেকে সরাসরি ২৭ ফেব্রুয়ারী ২০২৫, বৃহস্পতিবার

#বর্ধিতসভা
#বিএনপি


#তারেকরহমান

27/02/2025

স্রোতের বিপরীতে গিয়ে বলি- বাংলাদেশ সেনাবাহিনীর উপর আমি এখনও আস্থা রাখতে চাই। তাদেরকে অনুপ্রেরণা দিতে চাই। সমালোচনা করে দূরে সরিয়ে দিতে চাই না।

defence of Bangladesh🇧🇩 fans Bangladesh Nationalist Party-BNP
BNP Bangladesh Jatiotabadi Jubodol BNP BNP Media Cell

29/01/2025

মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান

#তারেকরহমান



১৯৯১ সালে নির্বাচনে জিতে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন বেগম খালেদা জিয়া। দায়িত্ব নিয়েই তিনি দেশের শ্রেষ্ঠ সন্তানদের মূল্যায়ণের সিদ্ধান্ত নেন। ১৯৯২ সালের ১৫ ডিসেম্বর খেতাবপ্রাপ্ত সকল মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয়ভাবে পদক দেয়া হয়। কিন্তু একজনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না... তারামন বিবি বীর প্রতীক। ১৯৯৫ সালের ১৯ ডিসেম্বর তাঁকে খুঁজে বের করে নিজ হাতে পদক পরিয়ে দেন বেগম খালেদা জিয়া। ১৯৯৩ সালে একাত্তরের বধ্যভূমিগুলো সংরক্ষণের উদ্যোগ নেন বেগম জিয়া। গড়ে তোলা হয় রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। ২০০১ সালে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা সমুন্নত রাখতে গঠন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। ২০০২ সালে মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা ২০-৬৬% বাড়ানো হয়। ২০০৩ সালে প্রয়াত মুক্তিযোদ্ধাদের পরিবারকে রাষ্ট্রীয় অনুদান দেয়া হয়। উদ্যোগ নেয়া হয় বীরশ্রেষ্ঠদের কবরের পাশে স্মৃতিস্তম্ভ নির্মাণের। ২০০৪ সালে খুলনায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম প্রতিষ্ঠা করা হয়। ২০০৬ সালে বেগম জিয়ার অনুরোধে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের দেহাবশেষ বাংলাদেশে পাঠায় পাকিস্তান। তাঁকে সসম্মানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত করা হয়। এসময় ঢাকার প্রতিটি রাস্তার নামকরণ করা হয় মুক্তিযোদ্ধাদের নামে। বেগম জিয়া মুক্তিযুদ্ধকে নির্বাচনে জেতার অস্ত্র হিসেবে ব্যবহার করেননি, মুক্তিযুদ্ধ ছিল তাঁর বিশ্বাসের অংশ।

#বিএনপি
#গণতন্ত্রপুনরুদ্ধারের #সংগ্রামচলছেচলবে...
#জিয়াউররহমান

#বেগমখালেদাজিয়া
#তারেকরহমান

Address

Chandraganj Sadar Lakshimpur
Chittagong
3700

Alerts

Be the first to know and let us send you an email when Lakshmipur Nationalist Party BNP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share