15/06/2025
Happy Father’s Day... 💙
বাবা দিবসে তোমাকে জানাই অন্তরের গভীর থেকে অশেষ ভালোবাসা আর আদর বাপ্পি...
ছোটবেলা থেকে তোমার স্নেহ, ভালোবাসা আর কঠোর পরিশ্রমের ছায়ায় বেড়ে উঠেছি আমরা দুই বোন। তোমার ছায়ায় যেনো থাকতে পারি আজীবন... ❣️
এখনো মনে হয়, বাপ্পি জাম ভর্তা বা আম ভর্তা না করে দিলে হবেই না! সবই আলসেমিই!! কিন্তু বাপ্পি যখন করে দেয়, মনে হয় ওই জাম ভর্তা আর আম ভর্তার কাছে পৃথিবীর সব রেসিপি যেন হার মানে। 🥰
আমার জীবনে আরেকজন ‘বাবা’ আছেন.. যাকে আমি কাছে পাবার সৌভাগ্য কখনো পাইনি। মাথার উপর আরেকজন বটবৃক্ষের আশ্রয় পাওয়া হলোনা জীবনে। এই কষ্ট আর ব্যাথা আজীবন থাকবে মনে! আমার আরেক বাবা শুধু কিছু স্মৃতি আর আশীর্বাদ হয়ে আছেন আমার জীবনে। বাবা আমাদেরকে দূর থেকে দেখে নিশ্চয়ই ভালো আছেন... 😊
আজকের এই দিনে প্রার্থনা করি...পৃথিবীর সব বাবারা যেন সুস্থ থাকেন, ভালো থাকেন।
পৃথিবীর সকল বাবাকে বাবা দিবসের অনেক অনেক শুভেচ্ছা.... ✨
শুভ বাবা দিবস! 🧡 ❣️