Life Through Mou

Life Through Mou This is a space where I share glimpses of my journey, thoughts, and experiences. Let’s find beauty in the journey, not just the destination! 🌿✨

Whether it's about life's small joys, personal growth, or moments of inspiration.

Happy Father’s Day... 💙 বাবা দিবসে তোমাকে জানাই অন্তরের গভীর থেকে অশেষ ভালোবাসা আর আদর বাপ্পি... ছোটবেলা থেকে তোমার স্নে...
15/06/2025

Happy Father’s Day... 💙
বাবা দিবসে তোমাকে জানাই অন্তরের গভীর থেকে অশেষ ভালোবাসা আর আদর বাপ্পি...

ছোটবেলা থেকে তোমার স্নেহ, ভালোবাসা আর কঠোর পরিশ্রমের ছায়ায় বেড়ে উঠেছি আমরা দুই বোন। তোমার ছায়ায় যেনো থাকতে পারি আজীবন... ❣️
এখনো মনে হয়, বাপ্পি জাম ভর্তা বা আম ভর্তা না করে দিলে হবেই না! সবই আলসেমিই!! কিন্তু বাপ্পি যখন করে দেয়, মনে হয় ওই জাম ভর্তা আর আম ভর্তার কাছে পৃথিবীর সব রেসিপি যেন হার মানে। 🥰

আমার জীবনে আরেকজন ‘বাবা’ আছেন.. যাকে আমি কাছে পাবার সৌভাগ্য কখনো পাইনি। মাথার উপর আরেকজন বটবৃক্ষের আশ্রয় পাওয়া হলোনা জীবনে। এই কষ্ট আর ব্যাথা আজীবন থাকবে মনে! আমার আরেক বাবা শুধু কিছু স্মৃতি আর আশীর্বাদ হয়ে আছেন আমার জীবনে। বাবা আমাদেরকে দূর থেকে দেখে নিশ্চয়ই ভালো আছেন... 😊

আজকের এই দিনে প্রার্থনা করি...পৃথিবীর সব বাবারা যেন সুস্থ থাকেন, ভালো থাকেন।
পৃথিবীর সকল বাবাকে বাবা দিবসের অনেক অনেক শুভেচ্ছা.... ✨

শুভ বাবা দিবস! 🧡 ❣️

23/05/2025

আমার বিয়েতে আমাদের ভাইয়ের বোনদের প্রতি অনুভূতি নিয়ে স্বরচিত কবিতা আবৃত্তির একাংশ.. ✨❣️

আমার এখনো মনে আছে..মুহূর্তটিতে আমরা সব বোনরা ভীষন আবেগঘন হয়ে পড়েছিলাম।
আমাদের ছোটোবেলা ছিলো চঞ্চলতায় ভরা, ছিলো নিরন্তর রোমাঞ্চ আর আনন্দের ঢেউ।
স্কুল ছুটির দিন মানেই কাউন্টডাউন!!
কবে যাবো মামাবাড়ি, কবে আবার দেখা হবে সব ভাইবোনদের সাথে! 💚
একসাথে খেলাধুলা, মারামারি!! সেই সময়টার মতো নিষ্পাপ আনন্দ আর কোথাও নেই।
আজ এই ব্যস্ত জীবনে, কার কখন কার সাথে দেখা হয়, তা-ই সন্দেহ।
তবু মন চাই, শত কাজ আর দায়িত্বের মাঝেও যেন আমরা আবার একসাথে হতে পারি।
আবার ঘর যেন হাসিতে, গল্পে আর চিৎকারে মাথায় ওঠে!🍁

পৃথিবীর সব ভাইবোন যেন ভালো থাকে,
ভালোবাসা আর ছোট ছোট মুহূর্তে বোনা এই সম্পর্কগুলো কখনো যেন হারিয়ে না যায়...❣️

শুভ জন্মদিন দিদি... ❣️🫶🥂 অনেক অনেক শুভকামনা আর ভালোবাসা!! ছানাপোনা নিয়ে খুব ভালো থাকো... 🌸আমি ভাবি... বড় বোনরা কি একটু ব...
19/05/2025

শুভ জন্মদিন দিদি... ❣️🫶🥂
অনেক অনেক শুভকামনা আর ভালোবাসা!! ছানাপোনা নিয়ে খুব ভালো থাকো... 🌸

আমি ভাবি... বড় বোনরা কি একটু বেশিই ঠান্ডা মেজাজের হয়? কিংবা খুব হাসিখুশি প্রকৃতির!! অনেক বড় বোন দের দেখেছি উনারা এখনো খুব হাস্যজ্জ্বল প্রকৃতির রয়ে গেছে। এভারগ্রীন মেন্টালিটির!! 🦚
আমার দিদির এ বয়সে যখন আমি পা দিবো, আমার মনে হয় আমি পৃথিবীর সবথেকে খিটখিটে মহিলা হয়ে যাবো! 😴

আর আমাদের মা তো সবসময় এটাই বলে "তৃষার কথা সবাই জিজ্ঞেস করে! তুমি কি! তুমি তো গোঁয়ার!" 💁‍♀️ সোজা চিটাংগা ভাষায় আমি নাকি মরখাউট্ট্যা মায়ইফুয়া... 🦍

ওকে... তোমার জন্মদিনে তোমাকে না পচায়ে আমাকে পচায়ে ফেললাম! 😪
তো...অতি মায়াসী..মায়াবী..এবং নরম মনের মানুষকে আবারো জানাই শুভ জন্মদিনের অশেষ শুভেচ্ছা আর ভালোবাসা!!!
🥴🥴 ❣️❣️

26/03/2025

🌸~ বস্ত্রলংকার ~🌸

22/03/2025

অরণ্যের দিনরাত্রিতে আমাদের একদিন... ✨🌿

Do follow for more, and spread the love by following the page! 💚

Address

Chittagong
4000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Life Through Mou posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share