আমরাও মানুষ

আমরাও মানুষ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আমরাও মানুষ, Chittagong.

‘আবদুল্লাহ্ ইবনু ‘আমর (রাঃ) হতে বর্ণিত। জনৈক ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে জিজ্ঞেস করল, ইসলামের কোন্ জিনিসটি উত্তম? তিনি বললেন, তুমি খাদ্য খাওয়াবে ও চেনা অচেনা সকলকে সালাম দিবে। (সহীহ বুখারী, অধ্যায়ঃ ২, হাদিস নম্বরঃ ২৮)

04/04/2025

একটা চা বানাই ইউসুফের জন্য
আদা দিলাম, চিনি দিলাম
লিকার দিলাম সামান্যও
একটা চা বানাই ইউসুফের জন্য

ঈদ মোবারাক
31/03/2025

ঈদ মোবারাক

15/03/2025

এটাই বাস্তব

আহারে বিএনপি
09/03/2025

আহারে বিএনপি

09/03/2025

আহারে দুনিয়া আহারে মানুষ 😭

আমরা যখন তোমাকে নিয়ে অনলাইন টনলাইন ইত্যাদিতে খুব কান্নাকাটি করছি, তুমি কিন্তু ততক্ষণে সবকিছু থেকে দূরে, একটা পাখি হয়ে উড়...
08/03/2025

আমরা যখন তোমাকে নিয়ে অনলাইন টনলাইন ইত্যাদিতে খুব কান্নাকাটি করছি, তুমি কিন্তু ততক্ষণে সবকিছু থেকে দূরে, একটা পাখি হয়ে উড়ে গেছো মায়ের চিরপরিচিত বুক ছেড়ে।

তোমার আট বছর বয়সী কচি শরীরটা ছিল ক্ষতবিক্ষত, রক্ত ঝরেছে একটানা; তোমার কচি বুকে- গলায় নখের আঁচর আবিস্কার করে ডুকরে উঠেছিল তোমার মা। তোমার হতবিহ্ববল বড় বোন তোমার ছোট্ট শরীরে হাত বুলিয়ে বুলিয়ে আরাম দিতে চেয়েছিল!

তখন তোমার খুব শ্বাসকষ্ট হচ্ছিল। তখন তোমার শরীরের নিচের অংশ ব্যাথায় অবশ। আর তোমার সমস্ত মন ভয়ে আতংকে নিঃসার। তুমি চোখ মেলতে পারো নাই। যদি চোখ মেলতে, তবে দেখতে পেতে, মায়ের এক জোড়া জলভরা করুণ উদগ্রীব চোখ তোমাকে দেখছে। সেই মা, যে তার মণিকে তিল তিল করে গর্ভে নিয়ে ঘুরেছে নয় মাস। এরপর এক রক্তস্রোতের ভেতর দিয়ে তোমার জন্ম হয়েছে। তুমি বড় হয়েছ মায়ের হাতের তালুতে, বুকের ওমে ওমে, নিঃশ্বাসের ভেতরে।

সেই মণি কি ম*রে গেল? মা তো তাকে হাতের পাতায়, বুকের খাঁজের খুব কাছে আটকে রাখতে চেয়েছিল, ডাক্তারের কাছে অনুময় বিনয় করেছিল বার বার। হতবাক ডাক্তার তখন তোমার ছিঁড়ে ফেড়ে যাওয়া কচি যোনী সেলাই করছেন সূঁচ দিয়ে। কত শত ওষুধ দিচ্ছেন। অক্সিজেন মাস্ক আনছেন। ছুটছেন। কাঁপছেন। একটা রোগা দুর্বল কচি শরীর কি দ্রুত গতিতে ধেয়ে যাচ্ছে বেহেশতের দিকে, কি দ্রুত শেষ হয়ে যাচ্ছে মায়ের সময়...

মায়ের মণির রক্তাত্ত ছেঁড়া শরীর হাতে নিয়ে ডাক্তার ভাবে, আর কত কত যোনী সেলাই করে তবে তার ছুটি হবে? কবে তার মুক্তি মিলবে?

[অনেকেই জানিয়েছে মাগুরার বাচ্চাটা লাইফ সাপোর্টে। অবশ্য আমি জানি না, এই বেঁচে থাকা আসলে কেমন বেঁচে থাকা! ]

দেশের এ কেমন অবস্থা 😭
08/03/2025

দেশের এ কেমন অবস্থা 😭

এর চেয়ে অসহায় জীবন আর কি হতে পারে!😭
08/03/2025

এর চেয়ে অসহায় জীবন আর কি হতে পারে!😭

আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ
01/03/2025

আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ

আলহামদুলিল্লাহ 🤲
22/02/2025

আলহামদুলিল্লাহ 🤲

17/02/2025

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when আমরাও মানুষ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share