The DADA

The DADA S Bikash Chakma is a video content creator dedicated to showcasing the culture, stories, and resilience of indigenous communities in Bangladesh.
(7)

Through his work, he aims to preserve their heritage and raise awareness about their unique experiences. S Bikash Chakma is a content creator passionate about showcasing the rich diversity of indigenous cultures in Bangladesh. Through storytelling, videos, and posts, he brings the unique traditions, heritage, and voices of indigenous communities to a wider audience, promoting understanding and appreciation. Follow along for insights into the vibrant cultures and stories that often go untold.

15/05/2025

আজ দুপুরে সংবাদ - চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মৃত্যু হয়েছে এক তরুণ বম যুবকের। তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল কুকি-চীন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)–এর একটি ব্যাংক ডাকাতির ঘটনায় সন্দেহভাজন হিসেবে। কিন্তু এ ঘটনার প্রেক্ষিতে শুধু তাকেই নয়—বেথেলপাড়ায় চলছে গণগ্রেপ্তারের এক বেদনাদায়ক অধ্যায়। নারী, শিশু, গর্ভবতী নারী, থ্যালাসেমিয়া রোগী, তরুণ, বৃদ্ধ—নির্বিচারে গ্রেপ্তার করা হয়েছে শতাধিক মানুষকে।

ব্যাংক ডাকাতির ঘটনা ঘটেছে ২০২৪ সালের ২ এপ্রিল, রুমায় সোনালী ব্যাংকে। পুলিশ বলছে, হামলার সময় তাদের অস্ত্র লুট করা হয় এবং ঘটনা চলে দীর্ঘ সময় ধরে। অথচ সেই ব্যাংক, পুলিশ থানা, সেনাবাহিনী ও বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরের নিকটেই অবস্থিত। তারপরও অভিযানে যেতে সময় লেগেছে ৬ দিন। ৮ এপ্রিল শুরু হয় “অভিযানের” নামে গণগ্রেপ্তার।

এই অভিযানে “ভয়ঙ্কর সন্ত্রাসী” ও “রাষ্ট্রদ্রোহী” তকমা লাগিয়ে যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন শিশুসহ গর্ভবতী নারী ও গুরুতর অসুস্থ রোগীও।

আজ কারাগারে মৃত্যুবরণকারী তরুণটি গ্রেপ্তারের আগে ছিলেন সুস্থ, সুঠাম ও প্রাণবন্ত। কিন্তু গ্রেপ্তারের পরে কারাবন্দি অবস্থায় তাঁর মৃত্যু আমাদের অনেক প্রশ্নের মুখোমুখি দাঁড় করায়।

বর্তমানে এখনও দুইজন থ্যালাসেমিয়া রোগী, ২৫ জন নারী, তিনজন শিশু এবং শতাধিক বম জনগোষ্ঠীর মানুষ বন্দি আছেন চট্টগ্রাম ও বান্দরবানের কারাগারে।

এ মৃত্যু শুধুমাত্র একটি মানবিক বিপর্যয় নয়, এটি রাষ্ট্রীয় আচরণের এক গভীর প্রশ্নচিহ্ন হয়ে রইল।

সেনাবাহিনীর ছত্রছায়ায় সে একের পর এক সংগঠন গড়ে তুলেছে, নাম দিয়েছে উন্নয়ন পরিষদ, শরণার্থী পরিষদ, সমন্বয় পরিষদ—যাদের লক্ষ্য...
13/05/2025

সেনাবাহিনীর ছত্রছায়ায় সে একের পর এক সংগঠন গড়ে তুলেছে, নাম দিয়েছে উন্নয়ন পরিষদ, শরণার্থী পরিষদ, সমন্বয় পরিষদ—যাদের লক্ষ্য পাহাড়ে বাঙালি আধিপত্য কায়েম করা, আদিবাসীদের জমি, সংস্কৃতি ও অস্তিত্বকে ধ্বংস করা। আজ মুজিবর চিৎকার করে বলে, “এই পাহাড়ে বাঙালিদের শাসন চলবে,” “শান্তিচুক্তি বাতিল করতে হবে,” “আদিবাসীরা বিদেশি ষড়যন্ত্রকারী।” অথচ তার নিজের আগমনই ছিল বহিরাগত হিসেবে, একজন অর্থনৈতিক অভিবাসী হিসেবে।

যে করাত কলের শ্রমিক একদিন গাছ কেটেছিল, আজ সে পাহাড়ের মনুষ্যত্ব কাটছে, ইতিহাস কাটছে, সংস্কৃতি কেটে সাফ করে দিচ্ছে রাষ্ট্রের শাসন প্রয়োগের সুবিধার্থে।

হাস্যকর🫵 মনে করসে বাঘ ভয় পেয়ে তার জঙ্গল ছেড়ে পালাবে।
13/05/2025

হাস্যকর🫵 মনে করসে বাঘ ভয় পেয়ে তার জঙ্গল ছেড়ে পালাবে।

আর না! এবার আমাদের জেগে উঠতেই হবে।পাহাড় তথা দেশের প্রতিটি নারী, প্রতিটি মা-বোন যেন নিরাপদে বাঁচতে পারে✊
05/05/2025

আর না! এবার আমাদের জেগে উঠতেই হবে।
পাহাড় তথা দেশের প্রতিটি নারী, প্রতিটি মা-বোন যেন নিরাপদে বাঁচতে পারে✊

আজ ৫ মে।থানছি উপজেলার ২নং তিন্দু ইউনিয়নের মংখয় পাড়া (খিয়াং পাড়া) থেকে উঠে এসেছে এক বিভীষিকাময় খবর, যা কোনো মানুষকে...
05/05/2025

আজ ৫ মে।
থানছি উপজেলার ২নং তিন্দু ইউনিয়নের মংখয় পাড়া (খিয়াং পাড়া) থেকে উঠে এসেছে এক বিভীষিকাময় খবর, যা কোনো মানুষকে নীরব থাকতে দেয় না, দিতে পারে না।

ভোর ৬টা।
তিন সন্তানের জননী চিংমা খিয়াং প্রতিদিনের মতো জুমে ধান রোপণে গিয়েছিলেন। কিন্তু সেই সকাল আর কখনো ফিরে এল না তাঁর জন্য।
ঘন্টার পর ঘন্টা খোঁজার পর— মেলে তাঁর নিথর দেহ।

এলাকাবাসীর বর্ণনায় উঠে আসে এক অকল্পনীয় বর্বরতার চিত্র। চিংমা খিয়াংকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তার মাথা থেঁতলানো, চোখ উপড়ে ফেলা— এ কি কোনো সভ্য সমাজের প্রতিচ্ছবি?

তার মাত্র ১৮ মাসের এক শিশু। আজ সেই শিশু চিরতরে হারালো মায়ের কোল, মায়ের দুধ, মায়ের ভালোবাসা।
একটি শিশুর কাছে মায়ের কোলে ঘুমানোর অধিকারটুকুও কি নেই?

আমি বলি—
পাহাড়ের নারীরা কেন আজও নিরাপদ নয়?
পাহাড়ে জন্ম নেওয়া কি অপরাধ?
এই জনপদের নারীদের সম্মান, নিরাপত্তা ও জীবন কেন এত মূল্যহীন?

চিংমা খিয়াং-এর মতো আরও কত মা, বোন, কন্যা এই বর্বরতার শিকার হবেন?
আর কতজনকে হারালে আমাদের ঘুম ভাঙবে?

আর না—
এই নীরবতা, এই সহ্য করার দিন শেষ।আমরা এর তীব্র নিন্দা জানাই।

আমরা দাবি জানাই—
চিংমা খিয়াং-এর খুনিদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হোক— এই বর্বরতার কোনো স্থান নেই এই ভূখণ্ডে।

পাহাড়ের প্রতিটি নারী, প্রতিটি মা যেন নিরাপদে বাঁচতে পারে— এই হোক আমাদের অঙ্গীকার, এই হোক প্রতিরোধের শুরু।

03/05/2025

তারা সর্প হয়ে দংশন করে আর ওঝা হয়ে ঝাড়ে।

Fact:

প্রথম ছবিটি :জাকির খান, যিনি একাধিক হত্যাকাণ্ডে জড়িত ছিলেন, ২০০৩ সালে থাইল্যান্ডে পালিয়ে যান। তিনি ২০২২ সালের কোনো এক ...
29/04/2025

প্রথম ছবিটি :
জাকির খান, যিনি একাধিক হত্যাকাণ্ডে জড়িত ছিলেন, ২০০৩ সালে থাইল্যান্ডে পালিয়ে যান। তিনি ২০২২ সালের কোনো এক সময় গোপনে বাংলাদেশে ফিরে আসেন এবং গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব তাকে গ্রেফতার করে। আশ্চর্যের বিষয় হলো, চলতি বছরের শুরুতে আদালত তাকে হত্যা মামলার অভিযোগ থেকে মুক্তি দেয়।গত কয়েকদিন আগে তিনি নারায়ণগঞ্জ কারাগার থেকে মুক্তি পেয়েছেন। অনেক বড় বড় সন্ত্রাসী রা মুক্তি পেয়ে গেলো এটা কোন বাংলাদেশ???

দ্বিতীয় ছবিটি: গত বছর এপ্রিলে বান্দরবান রুমায় রাষ্ট্রের পরিচালিত কুকি-চিন দ্বারা নাকটীয় ব্যাংক ডাকাতির ঘটনায় নিরীহ গরীব পরিবারের মা এবং তার সন্তান রা। ( বর্তমানে চট্টগ্রাম জেলে)।
ভবিষ্যতে এই ছেলে গুলো বড় হয়ে অন্যায় বিরুদ্ধে যদি অস্ত্র ধরে তখন বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী তকমা দিবেন
এদের ভবিষ্যত তো নষ্ট ই করে দিচ্ছেন!!
অনেক স্কুল পড়োয়া ছাত্র ছাত্রী দের ভবিষ্যত এভাবে শেষ করে দিবেন!

বমদের এই বিষয়টি সম্পর্কে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, পার্বত্য উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা সকলেই অবগত আছেন। কিন্ত হাসিনার পথেই আছেন তাঁরা এখনো।

এক কেজি চাল কিনতে সারাদিন দিনমজুর করা লোকেরা কিভাবে আইনী লড়াই করবে।
তাদের মুক্তি না দেয়ার পিছনে কারা, কোন বাহিনী ????

বম নারী ও শিশুরা কি দাগী আসামীদের চেয়েও ভয়ংকর?
এ পর্যন্ত অন্যায় ভাবে আটককৃত নিরীহ বম জনগোষ্ঠীরদের অবিলম্বে মুক্তি দিন।

একটি ভুল সিদ্ধান্ত, তিন দশকের অর্জন মাটি করতে পারে। দয়া করে মুক্ত করো তাদের—এই পাহাড় এক নতুন পথ চায়, ভাতৃঘাটি সংঘাত নয়।
20/04/2025

একটি ভুল সিদ্ধান্ত, তিন দশকের অর্জন মাটি করতে পারে। দয়া করে মুক্ত করো তাদের—এই পাহাড় এক নতুন পথ চায়, ভাতৃঘাটি সংঘাত নয়।

19/04/2025

পাহাড়ে ধ*র্ষণ আর অপহরণের শেষ কোথায়?
যারা অপহরণ করেছে তারা তো ভাই দেশের মধ্যে কোথাও না কোথাও আছে, এতদিনে কেন তারা ধরাছোঁয়ার বাইরে? আর ধর্ষণকরী কি কোন সুপারম্যান যে তাকে এখনো গ্রেপ্তার করা যাচ্ছে না? দ্রুততম সময়ের মধ্যে অপহতদের মুক্তি এবং ধর্ষককে গ্রেফতারের জোর দাবী জানাচ্ছি।

13/04/2025

দুঃসময়ে যাদের দেখা নেই, সুসময়ে তাদের দরকার কি?

Fact : হলুদ মিডিয়া🫵

এটা নিতান্তই হাস্যকর।পাহাড়ে কোথায় জুমচাষ করা হবে, না হবে সেটাও আপনারা ঠিক করে দিচ্ছেন এখন!! যে জুমচাষ এখানকার মানুষ শত শ...
11/04/2025

এটা নিতান্তই হাস্যকর।
পাহাড়ে কোথায় জুমচাষ করা হবে, না হবে সেটাও আপনারা ঠিক করে দিচ্ছেন এখন!! যে জুমচাষ এখানকার মানুষ শত শত বছর ধরে করে আসছে, ইতিপূর্বে কখনো কেউ বলেনি বা কেউ শুনেছে বলে মনে হয় না যে জুমচাষের ফলে রাস্তা ভেঙে যায়🙄

ছবিটি বান্দরবানের আলীকদম ১০ মাইল এলাকা থেকে তোলা।

Address

Bandarban
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when The DADA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share