
26/09/2024
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,
অপেক্ষার প্রহরের অবশেষে অবসান ঘটছে। আগামী ২৮ তারিখ শনিবার বহুল প্রতীক্ষিত " ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যা " অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। যেখানে পরিবেশনায় থাকছেন-
*বিশেষ আকর্ষণ*
শিল্পী দিদারুল ইসলাম
সাবেক সঙ্গীত পরিচালক
সাইমুম শিল্পী গোষ্ঠী
হাদিউজ্জামান বুলবুল
সংগীত পরিচালক, সসাস
*পরিবেশনায়*
* দর্পণ সাহিত্য সাংস্কৃতিক সংসদ
* পারাবার সাহিত্য সংস্কৃতি সংসদ চট্টগ্রাম
* কাণ্ডারী শিল্পীগোষ্ঠী, নোয়াখালী
* ডিপার্টমেন্ট টিমসমূহ
স্থান - আই আই ইউ সি সেন্ট্রাল অডিটোরিয়াম
সময় :২৮ সেপ্টেম্বর, সোমবার (দুপুর ১:৩০ টা)
আয়োজনে,
সকল বিভাগীয় ক্লাব, আই আই ইউ সি