RS Rakib

RS Rakib Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from RS Rakib, Digital creator, Chittagong.

আপনার হাসির উৎস এখানে!"স্বাগতম! আমাদের পেজে আপনি পাবেন সেরা, মজার এবং ফানি ভিডিওগুলির এক বিশাল সংগ্রহ। আমরা বিশ্বাস করি হাসি হল সবচেয়ে ভালো মেডিসিন, আর আমাদের ভিডিওগুলো তা সরবরাহ করতে প্রস্তুত। চটপটে মজা, হাসির সেরা ভিডিও দেখতে এখনই ফলো করুন!

  এল এক্স সবুজ এখন সালনা এন এম হাই স্কুল এন্ড কলেজের ছাত্র।
01/06/2025

এল এক্স সবুজ এখন সালনা এন এম হাই স্কুল এন্ড কলেজের ছাত্র।

আর্থিক সংকটের সর্বনিম্ন শাখায় আছি মনটা বিক্রি করে দিব কেউ নিলে জানাইয়েন
19/05/2025

আর্থিক সংকটের সর্বনিম্ন
শাখায় আছি
মনটা বিক্রি করে দিব কেউ নিলে জানাইয়েন

সাথে চুল ছেড়ে দিয়ে চোখে কাজল দিবেন, আর কপালে একটা কালো টিপ দিয়ে আসবেন 🙊🙊
04/05/2025

সাথে চুল ছেড়ে দিয়ে চোখে কাজল দিবেন, আর কপালে একটা কালো টিপ দিয়ে আসবেন 🙊🙊

কিছুদিন আগে  রাঙামাটিতে ট্যুরে আসেন ১৩ জন।  তারা মেল এবং ফিমেল একসাথে এসেছিলেন পাহাড়ের জন্মদিন পালন করতে।, কিন্তু তারা য...
03/05/2025

কিছুদিন আগে রাঙামাটিতে ট্যুরে আসেন ১৩ জন।
তারা মেল এবং ফিমেল একসাথে এসেছিলেন পাহাড়ের জন্মদিন পালন করতে।
, কিন্তু তারা যে ঘটনা করেছেন সেটা শুনে আপনার হৃদয় ভেঙ্গে যাবে ,

গত মঙ্গলবার ১১মার্চ রাঙামাটির পাহাড়ি এক এলাকায় একটা মা হাতি একশো কেজি ওজনের একটা বাচ্চা পেটের মধ্যে নিয়ে দৌড়াতে থাকে।
মানে আজ বা কাল তার বাচ্চা পৃথিবীতে আসবে, ২২ মাস পেটের মধ্যে বড় হওয়া বাচ্চা টা আর পৃথিবী দেখতে পারলো না আফসোস,,,কেবল জন্মদিন পালনের কারণে ছোট্ট বাচ্চা এবং মায়ের মৃত্যু হয়েছে, মানুষ গুলো জন্মদিন পালন করতে সময় ১১ টি আতশবাজি ফোটায়, রাতে হঠাৎ জঙ্গলের মধ্যে আতশবাজির তীব্র আওয়াজের কারণে জঙ্গলে ঘুমিয়ে থাকা মা হাতি ঘাবড়ে গিয়ে দৌড়াতে থাকে। এতো ওজনের বাচ্চা পেটের মধ্যে নিয়ে জঙ্গলের মধ্যে দ্রুত গতিতে চলা টা মুখের কথা নয়৷ তবুও মা হাতি ছুটতে থাকে কারণ সে যানে আমার ছোট্ট সোনা পৃথিবীতে আসবে,কিছুক্ষণ দৌড়ানোর পর এক সময় হাতি টা বসে যায় আর অসুস্থ হয়ে যায়, আতংক আর ভয়ে হাতি টা ভারী ভারী নিশ্বাস নিতে থাকে, আর এভাবে কষ্ট পেতে পেতে এক সময় শেষ নিশ্বাস ত্যাগ করে মা হাতি টি। জঙ্গলে পিনকিন বা যেকোন প্রগ্রামে আতশবাজি ফোটানো থেকে বিরত থাকুন 🙏, বা হোক শহরে এসকল আতশবাজির কোন দরকার আদৌও আছে বলে মনে হয় না।
RS Rakib

Arab failed them, maybe we will too
02/05/2025

Arab failed them, maybe we will too

Utpal Tanchangya  চট্টগ্রাম সিইপিজেড এলসিবি গার্মেন্টসের শ্রমিক Finishing helper.গতকাল থেকে নাকি ডায়রিয়া হয়েছিল। অসুস...
30/04/2025

Utpal Tanchangya চট্টগ্রাম সিইপিজেড এলসিবি গার্মেন্টসের শ্রমিক Finishing helper.গতকাল থেকে নাকি ডায়রিয়া হয়েছিল। অসুস্থতার কারণে ছুটির আবেদন করেছিলেন কিন্তু ছুটি দেয়া হয়নি। তারপরেও অসুস্থ অবস্থায় duty তে গিয়েছিল চাকরি চলে যাওয়ার ভয়ে।
আজ সকালে দুর্বল শরীর নিয়ে দ্বিতীয়বার আবারো ছুটি চাইলেন, কিন্তু জোর করে তাকে দিয়ে ফ্যাক্টরির কাজ করানো হয়।
শরীর যখন over দুর্বল হয়ে যাচ্ছে ১টায় কেঁদে কেঁদে তৃতীয়বার ছুটির আবেদন করেন,৪টা বাজে ছুটি পায়।কিন্তু তখন আর শরীর চলছে না,শরীর শক্তিহীন হয়ে গেছে । অবশেষে Bebza medical hospital ভর্তি করেও,শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 😭😭😭😭
গার্মেন্টসের এমন নিষ্ঠুরতার আচরণের জন্য প্রাণ হারালেন একজন আদিবাসী তরুণ Utpal Tanchangya....
এলসিবি গার্মেন্টসের এমন আচরণের জন্য ধিক্কার জানাই।

ইতিমধ্যে বেশ কিছু রিপোর্টারকে বিষয়টা জানানো হয়েছে,এবং কিছু ইনভেস্টিগেশন টিম কেউ তথ্য পাঠানো হয়েছে।
তারপরও
চট্টগ্রামের ক্রাইম রিপোর্টারদের দৃষ্টি আকর্ষণ করছি।

তথ্য সংগ্রহ Purna Chakma Purna একই ফ্যাক্টরিতে কাজ করেন।

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when RS Rakib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share