Bayazid Bhuiyan-বায়েজীদ ভূঁইয়া

Bayazid Bhuiyan-বায়েজীদ ভূঁইয়া যাদের হ্রদয়ে আছে আল্লাহর ভয়,তারা কবু পথ ভুলে যাওয়ানা।

মানুষ কত বেপরোয়া হলে লাখ,লাখ মানুষ যাকে ফলো করে সে প্রকাশ্যে জোয়ার প্রমোশন করে,মানুষ কত বোকা হলে প্রকাশ্যে জোয়ার প্রম...
24/03/2025

মানুষ কত বেপরোয়া হলে লাখ,লাখ মানুষ যাকে ফলো করে সে প্রকাশ্যে জোয়ার প্রমোশন করে,
মানুষ কত বোকা হলে প্রকাশ্যে জোয়ার প্রমোশনকারীকে নিজের আইডল হিসেবে অনুসরণ করে।

04/12/2024

কলকাতায় কোটি টাকার রান্না নষ্ট হচ্ছে রোজ ! নেই বাংলাদেশি পর্যটক; রেস্তোরাঁ ব্যবসাও লাটে || In Kolkata crores of cooking is waste...

সেনাবাহিনী আছে কিন্তু ক্ষমতা নেই ,,সাংবাদিক আছে কিন্তু মিথ্যা ছাড়া সত্য প্রচার নেই.স্বাধীন দেশে বাস করি কিন্তু স্বাধীনতা...
16/07/2024

সেনাবাহিনী আছে কিন্তু ক্ষমতা নেই ,,
সাংবাদিক আছে কিন্তু মিথ্যা ছাড়া সত্য প্রচার নেই.
স্বাধীন দেশে বাস করি কিন্তু স্বাধীনতা নেই..!😕

কাহাফ গার্ড অ্যাপটা ডাউনলোড করে যদি আপনি ফোনে কানেক্ট করে রাখেন, তাহলে এর DNS সিস্টেম ভার্চুয়াল জগতের মিলিয়ন মিলিয়ন হারা...
30/04/2024

কাহাফ গার্ড অ্যাপটা ডাউনলোড করে যদি আপনি ফোনে কানেক্ট করে রাখেন, তাহলে এর DNS সিস্টেম ভার্চুয়াল জগতের মিলিয়ন মিলিয়ন হারাম কন্টেন্ট আপনার সামনে আসা থেকে আটকে দেবে।

অর্থাৎ, আপনি যখন কোনোকিছু সার্চ দেন ইউটিউব অথবা গুগলে, তখন সাজেশানে এমন অনেক ভিডিও বা ওয়েবসাইট অথবা আর্টিকেল লিঙ্ক চলে আসা যার মধ্যে হারাম কন্টেন্ট বিদ্যমান। কাহাফ গার্ড সেসমস্ত হারাম উৎসগুলোকে আপনার সামনে আসতে দিবে না।

কাহাফ গার্ড আরো যেসব সুবিধা আপনাকে দেবে:

০১. কোনো ধরণের হারাম বিজ্ঞাপন আপনার সামনে শো করবে না। আর, বিজ্ঞাপন ব্যতীত যেকোনো ওয়েবসাইট অনেক দ্রুত লোড হয় । ফলে, আপনার জন্য যেকোনো সাইটে এক্সেস নেওয়া আগের চাইতে সহজতর হবে।

০২. ৫.৫ মিলিয়ন হারাম ওয়েবসাইট আপনার সামনে আসা সম্পূর্ণ বন্ধ থাকবে বাই ডিফল্ট। ফলে, গুগল বা অন্যান্য ব্রাউজার আমাদের সামনে রেগুলার বেইসিসে যেসব হারাম ওয়েবসাইটের কন্টেন্ট শো করতো, সেসবের অধিকাংশই আর আসতে পারবে না।

০৩. ইসলামের বিষয়ে মিথ্যা তথ্য ছড়ায় বা ইসলামবিদ্বেষ প্রচার করে এমন এন্টি-ইসলামিক ওয়েবসাইটগুলোকে কাহাফ গার্ড ব্লক করে দেবে।

০৪. পর্ণোগ্রাফিক ওয়েবসাইট, অশ্লীল ওয়েবসাইট, জুয়া বা প্রতারণা টাইপ ওয়েবসাইট, ফিশিং বা ড্রাগ ওয়েবসাইট সহ যাবতীয় হারাম ওয়েবসাইট ব্লক করে দেবে এই কাহাফ গার্ড।

০৫. গুগল/Bing এ দিবে সেইফ সার্চ নিশ্চয়তা যা অশ্লীল কন্টেন্ট সামনে আসা থেকে আটকে দেবে।

০৬. ইউটিউবে অ্যাডাল্ট বা অশ্লীল ভিডিও ব্লক করবে।

মোস্ট ইন্টারেস্টিংলি, কাহাফ গার্ড অ্যাপ একদম ফ্রি এবং অ্যাড মুক্ত অ্যাপ । শুধুমাত্র মুসলিমদের জন্য নিরাপদ এবং হারাম মুক্ত ইন্টারনেট নিশ্চিত করাই এই প্রজেক্টের একমাত্র লক্ষ্য।

#আরিফ_আজাদ

আলহামদুলিল্লাহ 🤲
06/04/2024

আলহামদুলিল্লাহ 🤲

ছক্কা মেরে একজন এগিয়ে দিলেন। আরেক ছক্কায় আরেকজন পৌঁছে দিলেন জয়ের ঠিকানায়। উড়ে গেল শ্রীলঙ্কা। বাংলাদেশ ক্রিকেটে এমন দিনগু...
06/03/2024

ছক্কা মেরে একজন এগিয়ে দিলেন। আরেক ছক্কায় আরেকজন পৌঁছে দিলেন জয়ের ঠিকানায়। উড়ে গেল শ্রীলঙ্কা। বাংলাদেশ ক্রিকেটে এমন দিনগুলো রোজ রোজ আসুক। ধন্যবাদ শান্ত-তাওহীদদের।

28/02/2024

যারা ছোটখাটো ব্যবসা করে ইন্ডিয়ান প্রোডাক্ট এনে। তারা আমাদের লক্ষ্য না। বা কাপড় আনছে, ট্রেনের টিকিট কাটছে তারা আমাদের লক্ষ্য না। কেন নয় এটা আমি ব্যখ্যা করেছি আমার ভিডিওতে। যারা এইসব ব্যবসা করে তাদের বুঝাতে হবে তারা যেন অন্য পণ্য নিয়ে ব্যবসা করে।

আমাদের লক্ষ্য ইন্ডিয়ান করপোরেশন। যারা ছোটখাটো পণ্য আনে তারা প্রথমত নিজের টাকায় কিনে আনে। আর দ্বিতীয়ত তারা এমনিতেই ধীরে ধীরে ইন্ডিয়ান পণ্য বেচা বন্ধ করে দেবে। আমাদের কিছু বলতে হবেনা। কারণ ভারতীয় পণ্য আর কিনতে চাইবে না কেউ। খেয়াল রাখবেন বাংলাদেশের কোন মানুষের আমাদের ভারতীয় পণ্য বয়কটে যেন কোন ক্ষতি না হয়। আমরা কারো পেটের ভাত যোগার করে দিচ্ছিনা। তাই বাংলাদেশী কারো পেটে লাথি মারা আমাদের সাজে না। আমাদের লক্ষ্য ভারতীয় এস্টাব্লিশমেন্ট, ভারতীয় বড় ব্যবসায়ী।

আমি ভারতের নাগরিকদেরকেও বলবো। আপনারা আমাদের শত্রু নন। আপনাদের সরকারের সাথে আমাদের সমস্যা। বাংলাদেশীদের সাথে বিবাদে লিপ্ত হয়ে সমস্যাটাকে আপনি আরো বাড়িয়ে তুলছেন। সম্ভবত আপনারা আমাদের কমিটমেন্ট আর প্রিপারেশনকে আন্ডারেস্টিমেট করছেন। আপনারা এই বিবাদে পক্ষ নেবেন না। বরং আপনারা বুঝার চেষ্টা করুন কেন বাংলাদেশীরা এই মরিয়া পদক্ষেপ নিতে গেলো।

আমাদের কথা খুব সিম্পল। হাসিনার ফ্যাসিস্ট শাসনকে অনৈতিক সমর্থন দিয়ে ইন্ডিয়া টিকিয়ে রেখেছে এবং বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করেছে। এই বক্তব্যের সপক্ষে প্রমাণ আছে। আমরা মনে করি হাসিনা ভারতের পাপেট। ভারতের দায় হাসিনাকে একটা তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে অবাধ, অংশগ্রহণমুলক ও নিরপেক্ষ নির্বাচন করতে বলা। নয়তো আঠারো কোটি মানুষের একটি প্রতিবেশী রাষ্ট্রের ৯৫% নাগরিক চরম ভারত বিদ্বেষী হয়ে উঠবে। এইটা ভারতের জন্য আখেরে ভালো হবেনা।

এমন করে বুঝিয়ে বললেও যদি না বুঝেন তাহলে আমাদের করার কিছু নাই। আমরা মোঘলদের সাথে শতাব্দীর পর শতাব্দী ধরে লড়াই করেছি। আমরা একের পর এক কৃষক বিদ্রোহ করেছি বৃটিশ শাসনের বিরুদ্ধে। ধর্মে মুসলমান হয়েও পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্র হাতে যুদ্ধ করতে আমাদের এক লহমা চিন্তা করতে হয়নি। আমাদের রক্তে আছে বিদ্রোহ আর মাথা নত না করার প্রেরণা।

আমাদের গলা পর্যন্ত ডুবায়ে দিতে পারবে ইন্ডিয়া জানি কিন্তু আমারে গলা পর্যন্ত ডুবাইতে হইলে তারে কোমড় পর্যন্ত ডুবতে হবে।

দুনিয়া ব্যাপী ভারতের ইমেজ কী হবে ভাইব্যা দেখেন। দুনিয়ার মানুষ দেখবে, কোন প্রতিবেশী দেশের সাথে ভারতের সদ্ভাব নাই। আপনাদের নেতা হওয়ার শখ। আপনারে নেতা কে মানে? কেউ না। এই পরিনতি যদি না চান, আপনাদের রাজনৈতিক নেতাদের বুঝান। আপনাদেরই লাভ। আমরা তো মইরাই আছি, আমাদের কোন ভয়ডর নাই। আমাদের হারানোর কিছু নাই দাসত্বের শৃংখল ছাড়া। এমন ডেসপারেট জনগোষ্ঠীর সাথে লড়াই করার আগে একশোবার ভাবা উচিৎ।

লেখা:- পিনাকী ভট্টাচার্য

এটাই কুমিল্লা, প্লে-অফে আমরা আরো ভয়ংকর💪! শিরোপা তুলে ধরতে বাকি আর একটি ✌This is Comilla, we are more dangerous in the pl...
26/02/2024

এটাই কুমিল্লা, প্লে-অফে আমরা আরো ভয়ংকর💪! শিরোপা তুলে ধরতে বাকি আর একটি ✌

This is Comilla, we are more dangerous in the playoffs, one more to go for the title ✌

Comilla Victorians 🆅🆂 Rangpur Riders

26/02/2024

আমাদের আকাবীর উলামা হযরতগণকে আল্লাহ ক্ষমা করুন: প্রসঙ্গ শবেবরাত

তাবলীগের এক সফরে আমাদেরকে নসীহত করতে এসেছিলেন বড় ভাই অধ্যাপক মুজিবুল হক। তিনি নসীহতের এক পর্যায়ে বললেন, "কাউকে দ্বীনের পথে ডাকতে অথবা মসজিদের জিন্দেগীতে ডাকতে চাইলে নরোম ভাষায় কথা বলো। সম্ভব হলে একসঙ্গে কিছু খাও। খাওয়া শেষে দাওয়াতের নিয়তে তোমার হালাল টাকা থেকে বিল দাও। তোমার কিছু রিজিক তার পেটে রেখে দাও। দেখবে ধীরে ধীরে তোমার প্রতি তার একটা আলাদা টান তৈরি হচ্ছে। সেই টানকে দাওয়াতের কাজে লাগাও। রিজিক মানুষকে সবচেয়ে বেশি কাছে টানে।" ভাইজানের সেই কথা তখন এতোটা বুঝিনি। মিজান অথবা নাহবেমীর পড়ি। চব্বিশ ঘন্টার জামাত। এতো গভীর কথা তখন বুঝার কথাও না। তবে সেই কথা বুঝেছিলাম মুজিবুল হক ভাইর পিতা শাইখুল হাদীস মাওলানা আবুল কালাম মুঈনুল ইসলাম রাহ: এর মৃত্যুর আগের শবেবরাতের এক বয়ানে।

আসরের পরে মসজিদে বসে আছেন চাচাজান। কয়েকজন বললো হুজুর শবেবরাত নাকি হাদীসে নাই! হালুয়া রুটি নাকি হাদীসে নাই! তিনি কিছুটা বিরক্ত হয়ে বললেন; তোর কয়টা হাদীস লাগবে! বলে তিনি বললেন, 'দুই রাকাত করে যতো বেশি নফল নামায পড়ো। বেশি বেশি তাওবা করো। তবে এইগুলোকে শবে বরাতের ইবাদত নামে করো না। ঘরে ঘরে করা যায়। কিন্তু আমরা তো একলা হলেই ঘুমায়া যাই। তাই মসজিদেই পড়ো।

তিনি যা বলেছিলেন তার মূল আলাপ হলো- ''এই রাতে মুশরিক ও হিংসা-বিদ্বেষওলাদের ছাড়া সবাইকে আল্লাহ মাফ করে দিবেন। এই কথা হাদীসে এসেছে। এখন মাইনষের মনের হিংসা-বিদ্বেষ দূর করার এই দেশে সবচেয়ে ভালো তরিকা হলো সবাই মিলে খাওনদাওন করা। একজনের ঘরের খাওন অন্যের ঘরে হাদিয়া পাঠানো। এতে মনের ভেতরের 'কিলকাল' শেষ হয়ে যায়। সম্পর্ক জোড়া লাগে। বুঝছোস? অহন আমারার বুজুর্গ আলেমগণ ভাবলেন এই রাতে যদি কিছু খাবার অন্যের ঘরে পাঠানো যায় তাহলে হিংসা-বিদ্বেষটা শেষ হয়ে যাবে। মাফের আশাটা বেশি হবে। এই এলাকার মানুষের উৎসব ও আয়োজন করে খাওনটা যেহেতু মিষ্টিকে বড় করে দেখা হয় তাই হালুয়া রুটিটা বেশি প্রচলিত হয়ে গেছে। এইটারে এবাদত ও বাধ্যতামূলক মনে না করে করলে উপকার ছাড়া ক্ষতি নাই।"

বহুদিন এই আলাপকে একটা দলীলবিহীন আলাপই ভাবছিলাম। সম্প্রতি Faruk Ferdous (ফারুক ফেরদাউস) একটি হাদীস শেয়ার করেছেন। রাসুল (সা.) বলেছেন,

يطلع الله إلى خلقه في ليلة النصف من شعبان، فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن.
আল্লাহ মধ্য শাবানের রাতে তার সৃষ্টিকুলের দিকে দয়ার দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। (সহিহ ইবনে হিব্বান: ৫৬৬৫ ও সুনানে ইবনু মাজাহ ১৩৯০ (বাংলা হাদীস এপ)।

এই হাদীসের 'মুশাহিন' শব্দটিই মূলত হিংসা-বিদ্বেষী অর্থ ধারণ করে। একটু গভীর অনুভবে এই হাদীসকে অনুধাবন করলে আমাদের পূর্বসুরী আলেমগণের প্রতি হৃদয় শ্রদ্ধায় আর্দ্র হয়ে উঠে। আমাদের অহমের মিনারটা ভেঙে মিশে যায় মাটির সঙ্গে।

আজকালের আলেমগণ ও দাঈগণের আলাপ আর বাতিলের তরিকা দেখলে শয়তানও মনে হয় লজ্জা পায়। আমরা বড় বড় আকাবীর হযরতের ইজতেহাদী লেখার পরে 'আল্লাহু আ'লামু' লেখা দেখতাম। এখনের দাঈরা বলেন, "কেয়ামত পর্যন্ত সময় দিলাম 'কোন বাপের পুত" এই দলীল খণ্ডাতে পারবে না।" আফসোস!

অথচ আমাদের উস্তাজগণ বলতেন একসের ইলমের সঙ্গে এক মণ হিকমত লাগে। ইলম, হিলম ও হিকমতের সমন্বয়েই দাঈ ও আলিমের কাজ হতে হয়। কিন্তু আজকাল আমাদের সম্মানিত আকাবীর আসলাফের আমলকে কতো তুচ্ছ-তাচ্ছিল্যের সঙ্গে খারিজ করে দেয় একদল অপরিণামদর্শী আলেম নামের জালেম। দেখলেই আতঙ্কে আর ভয়ে কুকড়ে যাই। এদের এই ঔদ্ধত্য আমাদের দ্বীনী পরিবেশকে তীব্রভাবে দূষণ করেছে।

সুতরাং শবে বরাতে তাওবা করুন। ইবাদাত করুন। তেলাওয়াত করুন। ক্ষমার জন্য। আর পরস্পর পরস্পরের সঙ্গে খাবার বিনিময় করুন নিজস্ব সংস্কৃতি হিসেবে। খাবার বিনিময়কে শবেবরাতের ইবাদাত ভাইবেন না। আর নফল ইবাদাতে শবেবরাতের ইবাদাত বা নামাযের নিয়ত কইরেন না। তাহলেই সব ঠিকঠাক। পরের দিন বন্ধ তাই পরিশ্রম কম। রোজাও রাখেন।

এইসব এটেনশন সীকার শব্দবাদী ও রুহানিয়্যাতবিহীন মৌলভীদের ফাঁদে আটকাবেন না। এরা মূলত আধুনিক পৃথিবীতে গবেষণার নামে আবর্জনা উৎপাদন করছে।

সো, নো বাড়াবাড়ি। নো ছাড়াছাড়ি।
©️সাইফ সিরাজ ভাই হাফিঃ

আচ্ছা বঙ্গোপসাগরকে বঙ্গবন্ধু সাগর করা যায় না???
22/02/2024

আচ্ছা বঙ্গোপসাগরকে বঙ্গবন্ধু সাগর করা যায় না???

ভা*র*ত কি আসলেও বাংলাদেশের বন্ধু রাষ্ট্র নাকি নির্দিষ্ট একটি দলের বন্ধু মাত্র?? মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ঢাকা থেকে সৌদিয়...
22/02/2024

ভা*র*ত কি আসলেও বাংলাদেশের বন্ধু রাষ্ট্র নাকি নির্দিষ্ট একটি দলের বন্ধু মাত্র??

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ঢাকা থেকে সৌদিয়া এয়ারলাইনসের ওই বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পর মাঝ-আকাশে একজন যাত্রী অসুস্থ হয়ে পড়েন। পরে বিমানটি পাকিস্তানের করাচি বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

বিভিন্ন সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার ভোর ৩টা ৫৭ মিনিটে সৌদিয়া এয়ারলাইনসের এসভি-৮০৫ ফ্লাইটটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রিয়াদের উদ্দেশ্যে যাত্রা করে। কিন্তু ভারতের আকাশসীমায় থাকা অবস্থায় আবু তাহের নামে ৪৪ বছর বয়সী এক যাত্রী অসুস্থ হয়ে পড়েন।

সৌদিয়া এয়ারলাইনসের সূত্র বলেছে, ফ্লাইটটি মাঝ-আকাশে থাকাকালীন ওই যাত্রীর উচ্চ রক্ত চাপের পাশাপাশি বমি শুরু হয়। তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকে। এ সময় যাত্রীর শারীরিক অবস্থা বিবেচনায় পাইলট বিমানটিকে মুম্বাইয়ের দিকে ঘুরিয়ে দেন এবং জরুরি অবতরণের জন্য মুম্বাইয়ের এয়ার ট্রাফিক কন্ট্রোলারের (এটিসি) কাছে অনুমতি চান।

মুম্বাই এটিসির পক্ষ থেকে অসুস্থ যাত্রীর জাতীয়তা এবং অন্যান্য তথ্য জানতে চাওয়া হয়? জানানো হয় তিনি বাংলাদেশি তা শুনে অনুমতি দেয়নি দাদাদের দেশ তাই তাৎক্ষণিকভাবে মুম্বাইয়ে অবতরণের অনুমতি না মেলায় বাধ্য হয়ে বিমানের গতিপথ বদলে পাকিস্তানের করাচি শহরের দিকে যান পাইলট।



পাকিস্তানের আকাশসীমা থেকে করাচির এয়ার ট্রাফিক কন্ট্রোলারের কাছে বিমানটির জরুরি অবতরণের অনুমতি চান তিনি। পরে অনুমতি মেলায় সকাল ৭টা ২৮ মিনিটে করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে সৌদিগামী ওই বিমান।



বিমানটি অবতরণের পরপরই পাকিস্তানের সিভিল এভিয়েশন অথরিটির (সিএএ) মেডিকেল টিম বিমানবন্দরে জরুরি ব্যবস্থা গ্রহণ করে। বিমানবন্দরের চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে ওই রোগীর পরীক্ষা-নিরীক্ষা করেন এবং চিকিৎসাসেবা দেন।

পরে বিমানটি করাচি থেকে আবারও রিয়াদের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

আলহামদুলিল্লাহদেশে এখন কাতারের পন্য এসে গেছে ✅ইস*রাই*ল এবং ভা*রতে*র পন্য বর্জন করুন ✊
19/02/2024

আলহামদুলিল্লাহ
দেশে এখন কাতারের পন্য এসে গেছে ✅

ইস*রাই*ল এবং ভা*রতে*র পন্য বর্জন করুন ✊

Address

Daudkandi
Chittagong

Telephone

+8801977604397

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bayazid Bhuiyan-বায়েজীদ ভূঁইয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bayazid Bhuiyan-বায়েজীদ ভূঁইয়া:

Share