News Of all Twenty-four

News Of all Twenty-four সত্যের সন্ধানে।

12/09/2025

গেইট ভেঙ্গে মাঠে দর্শক ঢুকে পড়ায় ডিসি গোল্ডকাপের ফাইনাল ম্যাচ আপাতত স্থগিত।

12/09/2025

টেকনাফ বনাম রামু দলের ফাইনাল খেলা দেখতে কক্সবাজার স্টেডিয়ামের গেইট ভেঙ্গে মাঠে হাজার হাজার দর্শক

◾ চট্টগ্রামে মুরাদপুরে জশনে জুলুশে পদদলিত হয়ে দুইজনের মৃ*ত্যু...
06/09/2025

◾ চট্টগ্রামে মুরাদপুরে জশনে জুলুশে পদদলিত হয়ে দুইজনের মৃ*ত্যু...

27/08/2025

এই সাত বছরের মধ্যে
২৩৯৪০০ জন শিশু জন্ম নিলো বাংলাদেশে।

26/08/2025

পবিত্র ঈুদুল মিলাদুন্নবী উপলক্ষে ছাত্রদের উদ্যোগে বাংলাদেশ নার্সিং ও মিডওয়েফারি কাউন্সিল কতৃক নিবন্ধিত কমিউনিটি পেরামেডিক [সি-পি] দ্বারা জামেয়ার ছাত্র ছাত্রী শিক্ষক ও এলাকার জন্য ব্লাড গ্রুপিং ও প্রথমিক চিকিৎসা প্রদান।

আয়োজনে:যুল-ইয়ামিন ও
জুঁইফুল।
সহযোগিতায়: সাজ্জাদুল ইসলাম।
ইন্টার্ন ফিজিওথেরাপি,চট্টগ্রাম মেডিকেল কলেজ,হাসপাতাল।

জামেয়ার ছাত্রদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ।সারাদেশে ছড়িয়ে পড়ুক কমিউনিটি প্যারামেডিকদের এই মানবিক সহায়তা।

26/08/2025
14/08/2025

উখিয়ার পালংখালীর গয়ালমারায় অবস্থিত MSF হাসপাতল উখিয়া নিয়ে আসার কারণ,

হচ্ছে উখিয়াকে রোহিঙ্গাদের অভয়ারণ্যে পরিণত করা।

চিকিৎসার দোহায় দিয়ে চেকপোস্ট পার হয়ে বাধাহীন ভাবে রোহিঙ্গারা ছড়িয়ে পড়বে সারাদেশের আনাচে-কানাচে।

উখিয়া উন্নত মানের সরকারী হাসপাতাল থাকতে MSF হাসপাতাল কেন জরুরী?

আহ্বায়ক নাহিদ ইসলামকে জানিয়েই কক্সবাজার গিয়েছেন তারা: হাসনাত
07/08/2025

আহ্বায়ক নাহিদ ইসলামকে জানিয়েই কক্সবাজার গিয়েছেন তারা: হাসনাত

06/08/2025

রোহিঙ্গারা এক সময় স্বাধীন ভূখণ্ড চাইবে।
বিদেশী শ/ক্তি তাদের সমর্থন দিবে।
আপনার মতামত কি?

03/08/2025

উখিয়ার কুতুপালংয়ের আলোচিত ফোর মা র্ডার মামলায় কারাগারে থাকা নুরু হোসাইন কক্সবাজার জেলা কারাগারে ইন্তেকাল করেছেন।

চকরিয়ার মেয়ে রোজিনা আজ চট্টগ্রাম ২নং গেইটে এক্সিডেন্ট করেছে। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল ইমার্জেন্সিতে আছে। কারো পরিচিত...
21/07/2025

চকরিয়ার মেয়ে রোজিনা
আজ চট্টগ্রাম ২নং গেইটে এক্সিডেন্ট করেছে।

বর্তমানে চট্টগ্রাম মেডিকেল ইমার্জেন্সিতে আছে।
কারো পরিচিত হলে যোগাযোগ করুন। তার পরিবার কে খবর দিন।

কমিউনিটি প্যরামেডিকদের অর্গানাইজেশন কেন্দ্রীয় কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হাবিবুর রহমান হাবিব,বাংলাদেশ কমিউনি...
12/07/2025

কমিউনিটি প্যরামেডিকদের অর্গানাইজেশন কেন্দ্রীয় কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

হাবিবুর রহমান হাবিব,

বাংলাদেশ কমিউনিটি প্যরামেডিক অর্গানাইজেশনের কেন্দ্রীয় কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ঢাকাস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে।

শুক্রবার সকাল থেকে শুরু হওয়া দিনব্যাপী এই আয়োজনে অংশ নেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত কমিউনিটি প্যরামেডিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক তোফাজ্জল হোসেন তুহিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আনারুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন সদস্য সচিব আশরাফুল ইসলাম।

সভায় বক্তারা বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন কমিউনিটি প্যরামেডিকরা। এদেরকে আরও কার্যকরভাবে কাজে লাগাতে হলে সরকারি পৃষ্ঠপোষকতা ও নীতিগত সহায়তা প্রয়োজন। বক্তারা সরকারের কাছে তাদের পেশাগত স্বীকৃতি ও ন্যায্য দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানান।

তারা জানান, বহির্বিশ্বের মতো বাংলাদেশেও কমিউনিটি প্যরামেডিক পেশাজীবীদের ভূমিকা আরও সুসংগঠিত এবং সুনির্দিষ্ট করতে কাজ করে যাচ্ছে এই অর্গানাইজেশন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান,সদস্য শাহজান, শাহনাজ পারভীন, মো. হোসাইন ,সিনিয়র সদস্য সচিব নিখিল চন্দ্র রায়, যুগ্ম সদস্য সচিব শহিদুল ইসলাম, মো. ইসমাইল, সাইফুল ইবরাহীম ,মো:শফিক ,মুখ্য সংগঠক কাজী ,রোকসানা বেগম,নির্বাহী সদস্য তাহের আহমদ ,সোনিয়া আক্তার ,সঞ্চালনায় ছিলেন সোনিয়া খান তৃষ্ণা ও শহিদুল ইসলাম শহিদ।ও তথ্য যোগাযোগ বিষয়ক-সম্পাদক.সাজ্জাদুল ইসলাম। অনুষ্ঠানের শেষে আয়োজকরা জানান, ভবিষ্যতে দেশব্যাপী আরও কার্যক্রম পরিচালনার মাধ্যমে সংগঠনটিকে জাতীয় পর্যায়ে আরও সুসংহত করা হবে।

Address

Chittagong

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when News Of all Twenty-four posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share