
14/04/2025
২০০ টাকার গামছা ৩০০ টাকার পাঁখা এবং ৫০০ টাকার অন্যান্য জিনিসপত্র! মাত্র কয়েক হাজার টাকা মূল্যের সেটআপ ব্যবহার করে একটি জাতিকে শুভেচ্ছা জানিয়েছেন। এ যেন খাটি বাঙালির আসল ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করে।
এমন দৃশ্য আগে কখনো দেখেছেন?
একটা মানুষ বার বার রাজনৈতিক নেতাদের মেসেজ দিচ্ছে, তোমরা দেশপ্রেমিক হও! কিভাবে মিতব্যয়ী হও!
টাকা পাচার ,দুর্নীতি কইরোনা! বেকারত্ব দূর করো ,দেশ ও জাতির জন্য কাজ করো! সবকিছু প্র্যাকটিক্যালি করে যাচ্ছেন! এ যেন গোটা জাতির জন্য মেসেজ!
তবে অসংখ্য ধন্যবাদ! যারা নতুন বাংলাদেশ বিনির্মানে সম্মিলিতভাবে দেশ ও জাতির জন্য কাজ করছে।আপনারা পথ হারালে পথ হারাবে বাংলাদেশ!
পথ হারাবে এদেশের শিক্ষিত তরুণ প্রজম্ম!!!