Ali Moments

Ali Moments প্রকৃতির সাথেই থাকুন,এখানেই শান্তি!!

২০০ টাকার গামছা ৩০০ টাকার পাঁখা এবং ৫০০ টাকার অন্যান্য জিনিসপত্র! মাত্র কয়েক হাজার টাকা মূল্যের সেটআপ ব্যবহার করে একটি জ...
14/04/2025

২০০ টাকার গামছা ৩০০ টাকার পাঁখা এবং ৫০০ টাকার অন্যান্য জিনিসপত্র! মাত্র কয়েক হাজার টাকা মূল্যের সেটআপ ব্যবহার করে একটি জাতিকে শুভেচ্ছা জানিয়েছেন। এ যেন খাটি বাঙালির আসল ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করে।

এমন দৃশ্য আগে কখনো দেখেছেন?

একটা মানুষ বার বার রাজনৈতিক নেতাদের মেসেজ দিচ্ছে, তোমরা দেশপ্রেমিক হও! কিভাবে মিতব্যয়ী হও!

টাকা পাচার ,দুর্নীতি কইরোনা! বেকারত্ব দূর করো ,দেশ ও জাতির জন্য কাজ করো! সবকিছু প্র্যাকটিক্যালি করে যাচ্ছেন! এ যেন গোটা জাতির জন্য মেসেজ!

তবে অসংখ্য ধন্যবাদ! যারা নতুন বাংলাদেশ বিনির্মানে সম্মিলিতভাবে দেশ ও জাতির জন্য কাজ করছে।আপনারা পথ হারালে পথ হারাবে বাংলাদেশ!

পথ হারাবে এদেশের শিক্ষিত তরুণ প্রজম্ম!!!

18/10/2024

স্বাধীনতার স্বপক্ষের প্রায় সব নেতাই দেশ বিক্রি করে বিদেশে পাড়ি জমিয়েছে !
তবুও তারা স্বাধীনতার স্বপক্ষের শক্তি...🤡

24/08/2024

বিকেলের ঝালমুড়ি আর ফুচকা যাদের মিস হয়না, বাসে হাফ ভাড়ার জন্য যারা তর্ক জুড়ে দেয়— সেই ছাত্র ছাত্রীরা আজ তাদের পুরো মাসের হাত খরচটা অবলীলায় দিয়ে দিচ্ছে টিএসসির ত্রাণ তহবিলে। মাশাআল্লাহ! আমরা তো এমন বাংলাদেশেরই স্বপ্ন দেখি।

21/08/2024

আসুন নতুন বাংলাদেশে আমরা সবাই যেনো পরিস্থিতি বুঝে কথা বলি। একটা ভালো কাজ করার সময় যেনো, অতীতের অন্যের ভালো কাজকে নিয়ে যেনো বিদ্রুপ না করি।

আসুন সবাই যার যার সাধ্য অনুযারী বন্যার্তদের পাশে দাঁড়ায়।।

19/08/2024

আমি দেখেছি এদেশের একটা অসহায় মানুষ ৫০০/১০০০ টাকা পাইলে কিভাবে খুশিতে কান্না করে দেয়, সে দেশের চুরি হওয়া টাকার অংক গুলা আমার মাথাই ধরে না।

এরা মনে হয় নিজেদের মধ্যে প্রতিযোগিতা করতো কে কার থেকে বেশি লুটপাট করতে পারে। তা না হইলে এতো টাকা চুরি কেমনে করে ?

ঘৃণা হয় তাদের প্রতি প্রচন্ড ঘৃণা হয়।

14/08/2024

কোস্টগার্ড আনিসুলকে ধরে চলে যাচ্ছিলো, দরবেশকে চিনতে পারছিলো না।
আনিস বললো, উনি সালমান এফ রহমান উনাকেও ধরেন।

কিয়েক্টাঅবস্থা🤣🙏

10/08/2024

পিঁয়াজ ফেইসবুক থেকে কিনলে ৭০ টাকা আর দোকান থেকে কিনলে ১২০ টাকা!🙂

05/08/2024

আমরা যেমন সুযোগ পেয়ে গণভবনের ছাগল, মাছ, এসি স্বগর্বে চুরি করেছি, আমাদের নেতারাও তেমনি ট্যাক্সের টাকা ও দেশের সম্পদ চুরি করে। যেমন মানুষ, তেমন নেতা। একজন নেতা যাবে, আরেকজন আসবে, কিন্তু আমাদের ভাগ্য আর পরিবর্তন হবে না, যতক্ষন না অব্দি আমরা পরিবর্তন হই!
মনে রাখতে হবে : স্বাধীনতা অর্জনের চেয়ে, রক্ষা করা কঠিন!

এই দেশে থাকলে এটাই হবে আপনার প্রাপ্তি, এর চেয়ে বেশি কিছু আশাকরা নিছক বোকামি ছাড়া আর কিছু না। এই দেশ জলহস্তী দের, যারা শত...
15/07/2024

এই দেশে থাকলে এটাই হবে আপনার প্রাপ্তি, এর চেয়ে বেশি কিছু আশাকরা নিছক বোকামি ছাড়া আর কিছু না। এই দেশ জলহস্তী দের, যারা শত থেকে হাজার কোটি টাকা খাওয়ার পরেও এদের পেট এর এক কোণা ও ভরে না।

Address

Sitakund
Chittagong

Telephone

+8801811895501

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ali Moments posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ali Moments:

Share