Chandpuira Girl

Chandpuira Girl Assalamualaikum
welcome to my channel
i hope you like my vidio

20/04/2025

𝘗𝘰𝘷: 𝘠𝘰𝘶'𝘳𝘦 𝘸𝘪𝘵𝘩 𝘺𝘰𝘶𝘳 𝘧𝘢𝘷𝘰𝘳𝘪𝘵𝘦 𝘱𝘦𝘳𝘴𝘰𝘯 & 𝘐𝘵'𝘴 𝘳𝘢𝘪𝘯𝘪𝘯𝘨...
𝒰𝓃𝒹𝑒𝓇 𝓉𝒽𝑒 𝓌𝒽𝒾𝓈𝓅𝑒𝓇𝓈 𝑜𝒻 𝓇𝒶𝒾𝓃, 𝓁𝑒𝓉'𝓈 𝓂𝒶𝓀𝑒 𝓂𝑒𝓂𝑜𝓇𝒾𝑒𝓈 𝓉𝒽𝒶𝓉 𝓈𝓂𝑒𝓁𝓁 𝓁𝒾𝓀𝑒 𝓁𝑜𝓋𝑒🌧️💌

অমানুষ রা ছড়িয়ে আছে আমাদের চারপাশে। বাতাসে বিশ্রী রকমের নোংরা মনের গন্ধ।মনে হয় এই বুঝি অক্সিজেনের অভাবে দম বন্ধ হয়ে মারা...
15/03/2025

অমানুষ রা ছড়িয়ে আছে আমাদের চারপাশে।
বাতাসে বিশ্রী রকমের নোংরা মনের গন্ধ।মনে হয় এই বুঝি অক্সিজেনের অভাবে দম বন্ধ হয়ে মারা যাবো। যেনো শকুনের চোখ ঘুড়ছে চারপাশে।
কোথাও কি সেইফ আমরা? প্রশ্ন থেকে যায় 😥
লিখাঃ Umme Rumman jeba 🔴

হায় আল্লাহ কিছু বাবারা অমানুষ হয় জানি কিন্তু এও অমানুষ। এদেরকে তুমি বাচিয়ে রাখো কেনো যারা বাবা নামের পবিত্রতা নষ্ট করে দ...
13/03/2025

হায় আল্লাহ কিছু বাবারা অমানুষ হয় জানি কিন্তু এও অমানুষ। এদেরকে তুমি বাচিয়ে রাখো কেনো যারা বাবা নামের পবিত্রতা নষ্ট করে দেয়😢

সবাই কেয়ারফুল থাকবেন প্লিজ। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী Ferdousi Dola আপুর সাথে ঘটে যাওয়া এক ভয়াবহ ঘটনা!!আসসালামুআ...
30/01/2025

সবাই কেয়ারফুল থাকবেন প্লিজ। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী Ferdousi Dola আপুর সাথে ঘটে যাওয়া এক ভয়াবহ ঘটনা!!

আসসালামুআলাইকুম। একটা ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করি।🚫 একটু সময় নিয়ে পড়ার চেষ্টা কইরেন সবাই।
গত সোমবার (27.01.2025) রাতে রুপাতলি মেইন রোড থেকে আমাকে অপ*হরণ/ অজ্ঞান করার চেষ্টা করা হয়।🚯

টিউশন শেষ করে রাত ১০ টার দিকে আমি হেঁটে হেঁটে বাসায় যাচ্ছিলাম। রুপাতলি ওয়াহেদ স্কুলের একটু সামনে বসে আমার পিছন থেকে বাইকে একজন লোক আসে। আমার পাশে বাইক স্লো করে জিজ্ঞেস করে,, "আপু লুৎফর রহমান সড়ক কোন দিকে"? আমি তাকে রাস্তা দেখিয়ে দিয়ে হাঁটা শুরু করি। উনি বাইক টেনে আবারও আমার কাছে এসে হাত উঁচু করে জিজ্ঞেস করে "আপু সোজা গিয়ে বাম দিকে যাবো নাকি ডান দিকে যাবো"? আমি আবারও তাকে বলি। কথা বলার সময় তার আর আমার মাঝে দূরত্ব ছিলো ২-৩ হাত।

কথা শেষ হতে না হতেই হঠাৎ করে আমার পা অবশ হয়ে আসে।। তৎক্ষনাৎ আমি বুঝতে পারি আমি ট্রাপে পড়ে গেছি। বুঝতে পেরে আমি আর কোনোদিকে না তাকিয়ে দ্রুত হাঁটা শুরু করি। এরমধ্যে আমার পায়ের দিক থেকে সারা শরীর অবশ হয়ে আসে। আমার মাথা ঘোরা শুরু হয়। আমি বুঝতে পারি এই মুহুর্তে কোনোভাবেই এই লোকের সামনে সেন্সলেস হওয়া যাবে না। যেভাবেই হোক আমাকে নিরদপদ স্থানে যেতে হবে। আমার হঠাৎ মনে পড়ে,, এরকম সিচুয়েশনে পড়লে কাছাকাছি হাসপাতাল, শপিংমল, সুপার শপ, ফার্মেসী বা বড় কোনো দোকানে ঢুকতে হয়। আমি দৌড়ানো শুরু করি। দৌড়াতে দৌড়াতে রোড ডিভাইডার থেকে রোড ক্রস করে দূরে একটা ফার্মেসি দেখতে পাই। দৌড়ে ফার্মেসিতে গিয়ে আঙ্কেলকে বলি,, আঙ্কেল আমাকে একটু বসতে দিন। কেউ একজন আমাকে ঠিকানা জিজ্ঞেস করছে তারপর থেকে আমার মাথা ঘোরাচ্ছে। আঙ্কেল আমাকে টুল দেয়,, আমি বসার সাথে সাথে মাথা ঘুরে পড়ে যাবো,,, ঐসময় বুদ্ধি করে আঙ্কেলের হাতে আমার ফোন টা দিয়ে নোট প্যাডে ফোনের পাসওয়ার্ড টা লিখে দেই। তাকে বলি আমার ডায়াল লিস্টে মেহেদী নামে কল দিতে। আমার পরিচয় দেই আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। সাথে সাথে আমি সেন্সলেস হয়ে টুলসহ ফ্লোরে পড়ে যাই। তারপর যখন সেন্স আসে তখন নিজেকে হাসপাতালের বেডে দেখি। আশেপাশে অনেক মানুষসহ। আমাকে ভার্সিটির এ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়। আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ আছি।🌼
উল্লেখ্য,, আমার মুখে মাস্ক ছিলো। এবং ঐ লোকের কাছে কোনো প্রকার কাগজ, চিরকুট কিছুই ছিলো না। শুধুমাত্র হাত নাড়িয়ে জিজ্ঞেস করছে কোন রোড দিয়ে যাবো। এই পুরো ঘটনা ঘটতে সময় নিছে মাত্র দেড় থেকে দুই মিনিট! Just Imagine❗
শোকরিয়া আদায় করছি মহান মহান রাব্বুল আলামীন এর কাছে,, তিনি আমাকে বাঁচিয়ে দিয়েছেন!❣️

আমাকে হাসপাতালে নিতে সাহায্য করা অনেক ভাইয়া হয়তো এই গ্রুপে আছেন। আমি তাদেরকে চিনিনা। তবে আপনাদের প্রতি কৃতজ্ঞতা! ♥️
সর্বোপরি নিজেকেও ধন্যবাদ দেই,, কারণ আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট সাহসী এবং ওই মূহুর্তে নিজের মনোবল শক্ত রেখে বুদ্ধিমত্তার সাথে নিজেকে সেইফ জোনে নিতে পেরেছি। 🖤
আমার জায়গায় অন্য কোনো মেয়ে প্যানি এ্যাটাক হওয়া বা দুর্বল হার্টের কেউ হলে বড় রকমের দূর্ঘটনা ঘটতো!!

গতকালও আমার শারীরিক কন্ডিশন দূর্বল ছিলো। সবাই আমার জন্য দোয়া করবেন এবং সবাই সাবধানে চলাফেরা করবেন।
আর হ্যাঁ,,, একা সার্ভাইভ করা আপুদের একটা কথা বলতে চাই। যে যতই সাহসী হোক না কেনো দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে। মনে রাখবেন,,
""বাইরে চলাফেরা করতে গিয়ে যতগুলো চোখ আপনাকে দেখছে সবগুলো চোখ সন্দেহজনক""
So be careful❗🤎

10/01/2025

Just Chill 🙃😴

এই পর্যন্ত ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছে তত জাতিকেই মহান আল্লাহ তায়ালা ধ্বংস করে দিয়েছেন। নিশ্চিহ্ন করে দিয়েছে...
09/01/2025

এই পর্যন্ত ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছে তত জাতিকেই মহান আল্লাহ তায়ালা ধ্বংস করে দিয়েছেন। নিশ্চিহ্ন করে দিয়েছেন। জানি যুগে যুগে এও নিদর্শন পাওয়ার পরেও তারা নিজেদেরকে শোধরায়নি। তাদের ধ্বংস হবে এভাবেই। আর হিসাব হবে আখিরাতে ভয়ানকভাবে তখন তারা ক্ষমা চাইলেও কোনো লাভ হবে না। সেদিন তাদের প্রতিটি কৃতকর্মের হিসাব হবে আর তাড়া যত কষ্ট আমাদের ভাই, মা,বাবা,বোন,সন্তান দের উপর দিচ্ছে তার চেয়েও অধিক গুন আযাব তাড়া উপহার সরুপ পাবে ইনশাআল্লাহ।
আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না ❤️‍🔥


আমাদের সাধ্যের মধ্যে আমাদের এই আপনজনদের জন্য কিছু কি করার আছ?আছে দোয়া, ইস্তেগফার, বিপদ কাটানোর আমল। প্লিজ যে যার অবস্থান...
07/01/2025

আমাদের সাধ্যের মধ্যে আমাদের এই আপনজনদের জন্য কিছু কি করার আছ?
আছে
দোয়া, ইস্তেগফার, বিপদ কাটানোর আমল। প্লিজ যে যার অবস্থান থেকে দোয়া করতে থাকুন। 😭😭
প্রচন্ড শীতে তাঁবুতে থাকায় মারা যাচ্ছে একের পর এক দুধের শিশু।তার উপর বৃষ্টিতে ভেসে যাচ্ছে তাবু,মাথার উপর ঘুরে বেড়াচ্ছে যু/দ্ধ বিমান।খাদ্য নাই,পানি নাই,চিকিৎসা নাই.....

শুধু আছে অন্তর জুরে এক আল্লাহর প্রতি প্রবল ভালবাসা ও বিশ্বাস।

নাহ আর ভাবতে পারছিনা ইয়া আল্লাহ..💔

বুজলে বুজপাতা না বুজলে তেজপাতা🤭🤪
04/01/2025

বুজলে বুজপাতা না বুজলে তেজপাতা🤭🤪

আমিন🖤🌸
31/12/2024

আমিন🖤🌸

"If you see beauty in something,don't wait for Others  to agree "✨🌸
28/12/2024

"If you see beauty in something,don't
wait for Others to agree "✨🌸

🌸🌼
25/12/2024

🌸🌼

Desi paracetamol ☕😌Winter vibes 🧊
21/12/2024

Desi paracetamol ☕😌
Winter vibes 🧊




Address

Chandpur
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chandpuira Girl posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share