
30/07/2025
সাল ২০*** ব্রাজিল vs ইটালি, বিশ্বকাপ ফাইনাল।
ম্যাচের আগে পুরোনো সব উত্তেজনা। এখন পর্যন্ত বিশ্বকাপ ফুটবলের সবচে সুন্দর মঞ্চ মনে করা হয় '৭০ এর ফাইনালকে। ব্রাজিলিয়ানরা বিশ্বাস করে ফুটবল ঈশ্বররা স্বয়ং ব্রাজিলের হয়ে ওইদিন মাঠে নেমেছিলেন সৌন্দর্যের পসরা সাজাতে। এরপর '৯৪ আবার ইতালি বদ।
আজ্জুরিরা আজ পুরোনো হিসাবনিকাশ বুঝে নিতে চায়। আর ব্রাজিল চায় আভিজাত্য উদ্ধার, নাবিকের ভূমিকায় নেইমার জুনিয়র! নিশ্চিত ভাবে নেইমারের শেষ বিশ্বকাপ, ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোল করা ক্যাপ্টেন নেইমির নামের পাশে বিশ্বকাপ না থাকাটা বেশ বেমানান।
খেলা শুরুর ৪ মিনিটের মাথায় গোল! স্বভাবত ইতালিয়ান দর্শন কর্ণার থেকে! আন্দ্রে থিয়েরোর দূর্দান্ত এক হ্যাড, বল বক্সের ভিতর!
গোল পেতে মারিয়া ব্রাজিল প্রাণপণে ঝাপিয়ে পড়লো, জিততে হবে, খালি হাতে ফেরার সকল দরজা বন্ধ! কিন্তু ইতালিয়ান প্রস্তর ভাংগা যাচ্ছে না কোন ভাবেই! যেন রোমের কলোসিয়ামের মত শক্ত পাথরের দেয়াল।
মিনিট ৭২, ডি বক্সের বাইরে আলেকজান্দ্রের রুডির শক্ত এক ট্যাকলে নেইমারের মাঠিতে লুকিয়ে পড়া! মাথায় হাত কোটি কোটি ফুটবল প্রেমিদের! যেন সেই পুরোনো স্ক্রিপ্টের রিপিটেশন! '১৪ / '১৮' / ২২ ! সাল বদলায়, শুধু বদলায় নেইমারের পড়ে যাওয়ার গল্প!
তবে নাহ! এবার সবাইকে অবাক করে নেইমার উঠে দাঁড়ালেন, বলে আলতো চুমু খেয়ে প্রস্তুত ফ্রি কিক নেয়ার জন্য! কর্কোভাডো শহরে দাঁড়িয়ে থাকা ক্রিস দ্য রিডিমারও যেন তাকিয়ে আছেন নেইমারের দিকে!
নেইমার জানতেন ফ্যাভিও মুরাতো বাম পাশ থেকে লাফ মারবেন হ্যাড দিয়ে বল ক্লিয়ার করার জন্য, নেইমার তাই ওই পাশ দিয়েই বলটা মারলেন তবে নিচের দিকে! মুরাতো লাফ দিলেন, বল জালে! পাশে হতদম্ভ হয়ে দাঁড়িয়ে আছেন গোলকিপার কাস্তো! যেন নিজের চোখেই বিশ্বাস করতে পারছেন না সেকেন্ড ব্যবধানে কি হয়ে গেলো!
এরপর দ্বিগুণ উদ্দীপনায় টিম ব্রাজিল, আক্রমণ ঠেকাতে টালমাটাল ইতালিয়ান ডিফেন্স! ৮৬ মিনিটে মাঝমাঠ থেকে নেইমারের দারুণ এক চিপ! ডগলাসের আলতো ছুঁয়া! গোল!!!!! স্কোর ১-০ থেকে স্কোর ব্রাজিল ২-১ ইতালি!! বিশ্বকাপ উদ্ধার ফুটবল সম্রাটদের, বিশ্বকাপ হাতে নেইমার সান্তস জুনিয়র!
দৃশ্যপট- হয়তো এই ইউনিভার্সে! হয়তো অন্য কোন ইউনিভার্সে!