IFTY HASAN

IFTY HASAN ভালোবাসলে ভালোবাসা কখনো কমে না, বরং বাড়ে। ভালোবাসা দিবেন, অবশ্যই ভালোবাসা পাবেন। এটাই জগতের নিয়ম। পাশে থাকুন, পাশে পাবেন। ধন্যবাদ।❣️
(6)

নিস্তব্ধতায় ঘেরা সকাল🙄  💧
23/07/2025

নিস্তব্ধতায় ঘেরা সকাল🙄

💧

22/07/2025

কন্টেন্ট বানানো বা আপলোডের মুডে নাই! অনেকটা ট্রমাটাইজড হয়ে আছি! এত গুলো মাসুম বাচ্চার মৃত্যু কিভাবে ভুলবো!😞

22/07/2025

একেকটা ছবি, একেকটা ভিডিও কাঁটার মত বিধে যাচ্ছে হৃদয়ে!
💔😭😥

⚠️ Be Alert❗লোভে পড়ে সর্বস্ব হারিয়ে ফেলা এক তরুণের আর্তনাদ! এসব থেকে দূরে থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ।🙂
22/07/2025

⚠️ Be Alert❗
লোভে পড়ে সর্বস্ব হারিয়ে ফেলা এক তরুণের আর্তনাদ! এসব থেকে দূরে থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ।🙂

বিমান দুর্ঘটনায় আতঙ্কে মানুষ ছোটে, কেউ মরে, কেউ কাঁদে, কেউ বাঁচার জন্য যুদ্ধ করে! আর ওই সময়েই কোনো কোনো রিকশাওয়ালা হাঁ ক...
22/07/2025

বিমান দুর্ঘটনায় আতঙ্কে মানুষ ছোটে, কেউ মরে, কেউ কাঁদে, কেউ বাঁচার জন্য যুদ্ধ করে! আর ওই সময়েই কোনো কোনো রিকশাওয়ালা হাঁ করে বলে — ২০০ টাকা দে না, নইলে যাবো না। পাশেই কেউ পানি ধরে বলছে — দুই লিটার ৬০০ টাকা, লাগলে নাও! আর এক পাশে দাঁড়িয়ে আছে সিএনজি — ১০০ টাকার রাস্তা? এখন ১০০০ টাকা লাগবে!

কী ভয়াবহ বিকৃত সময় এটা! একটা মানুষ যখন মারা যেতে পারে, তখন অন্য কেউ দাঁড়িয়ে ভাবে—এই মৃত্যু থেকে আমি কত টাকা কামাতে পারি? ছিঃ ছিঃ!

এই আমরা? এই মানুষ? নাকি মুখোশধারী শকুন? ভেবেছিলাম সভ্যতা এগিয়েছে, কিন্তু এখন দেখছি সভ্যতা শুধু দালানের গায়ে, মানুষের মনে নয়!

বিপদে সুবিধা নেওয়ার এই প্রবণতা আজ মহামারি! এ শুধু লোভ নয়, এ নৈতিকতার গলা টিপে ধরার অপরাধ! এইসব চালক, দোকানদার, কিংবা মধ্যস্বত্বভোগীদের জন্য আমরা একদিন মৃত্যু দেখার আগেই অমানবিকতার আগুনে পুড়ে ছাই হবো!

প্রতিটি প্রাণ অমূল্য — তাকে টাকার ওজন দিয়ে মাপা যায় না। কিন্তু আজকের বাংলাদেশে টাকাই ঈশ্বর, আর মনুষ্যত্ব? সেটা গলিতে ছেঁড়া চটির নিচে চাপা পড়ে গেছে।

আমরা লজ্জিত! আমরা লজ্জিত, কারণ আমরা এখনো মানুষরূপী হায়েনাদের সাথে এক সমাজে বাস করি!

21/07/2025

কত বাবাকে তার বাচ্চা বাবা বলে আর ডাকবে না! কত মা তার সন্তানকে বুকে জড়িয়ে ধরবে না!
😭😢😥

21/07/2025

হে আল্লাহ আপনি নিরপরাধ শিশু কিশোরদের হেফাজত করুন।🤲🙏

21/07/2025

⏲️ সময়ের সাথে নিজেকে বদলাতে হয়, নয়তো সময় আপনাকে ডাস্টবিনে ছুড়ে ফেলে দিবে!
💯✍️✅

আনারস একটি রসালো, সুস্বাদু ও পুষ্টিগুণে ভরপুর ফল। এতে রয়েছে ভিটামিন 'সি', 'বি6', ম্যাঙ্গানিজ ও অ্যান্টিঅক্সিডেন্টসহ নানা...
21/07/2025

আনারস একটি রসালো, সুস্বাদু ও পুষ্টিগুণে ভরপুর ফল। এতে রয়েছে ভিটামিন 'সি', 'বি6', ম্যাঙ্গানিজ ও অ্যান্টিঅক্সিডেন্টসহ নানা উপকারী উপাদান, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যারা প্রকৃতিকভাবে সুস্থ থাকতে চান, তাদের জন্য প্রতিদিনের খাদ্য তালিকায় আনারস রাখা এক চমৎকার অভ্যাস হতে পারে। ধন্যবাদ।🤝✍️

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when IFTY HASAN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share