Life in frames

Life in frames Welcome to my new page...

সাধারণ দিনলিপি 🫶 #নতুনশুরু  #পজিটিভএনার্জি
04/09/2025

সাধারণ দিনলিপি 🫶
#নতুনশুরু #পজিটিভএনার্জি

বিকাল মানেই এক কাপ চা আর টোস্ট 😋
02/09/2025

বিকাল মানেই এক কাপ চা আর টোস্ট 😋

Hlw September 🫶
01/09/2025

Hlw September 🫶

31/08/2025

ফুল 🌺

゚viralfbreelsfypシ゚viral

গুরুত্বপূর্ণ খবর এসেছে Facebook Creators দের জন্য, Glen Dave-এর মাধ্যমে।👉 ৩১ আগস্ট, ২০২৫ থেকে Facebook তার বর্তমান mon£t...
30/08/2025

গুরুত্বপূর্ণ খবর এসেছে Facebook Creators দের জন্য, Glen Dave-এর মাধ্যমে।
👉 ৩১ আগস্ট, ২০২৫ থেকে Facebook তার বর্তমান mon£tization program বন্ধ করে একটি নতুন Content Mon€tization Program চালু করতে যাচ্ছে।

আমার প্রিয় মানুষজন, পরিবর্তনগুলো হচ্ছে—

1. আগের মতো ১০,০০০ ফলোয়ার লাগবে না, এখন থেকে মাত্র ৫,০০০ ফলোয়ার থাকলেই মোনেটাইজ করা যাবে।

2. Fact-checker সিস্টেম থাকবে না: মানে আর কোনো কনটেন্ট ফ্যাক্ট-চেক টুল দিয়ে রিমুভ হবে না। আমি এইটার জন্য অনেক খুশি, কারণ এই ফ্যাক্ট-চেকাররা অযথা কনটেন্ট নামিয়ে দিত। বিশেষ করে নাইজেরিয়ানরা কাজ করত, এখন তারা চাকরিহীন হয়ে যাবে।

3. বেশি স্বাধীনভাবে কথা বলা যাবে: আগের মতো 'keel', 'tif' এর মতো শব্দ ব্যবহার করতে ভয় পেতে হবে না। আগে ভয়ে লিখতাম না, যাতে রেস্ট্রিক্ট না খাই। এখন থেকে অনেকটা স্বাধীনভাবে কথা বলা যাবে।

4. আরও অনেক টপিক নিয়ে আলোচনা করা যাবে: এখন রাজনীতি আর ধর্ম সম্পর্কিত বিষয় নিয়েও কথা বলা যাবে, আর মোনেটাইজেশন হারানোর ভয় থাকবে না।

5. পুরনো রেস্ট্রিকশন তুলে নেওয়া হয়েছে: আগে যেসব কনটেন্টকে “not mon£tizable” বলা হয়েছিল, সেগুলোও এখন থেকে পেমেন্টের জন্য যোগ্য হবে (যদি না ডিলিট করে ফেলো)।

6. সর্বমোট কম রেস্ট্রিকশন: Facebook এখন ক্রিয়েটরদের জন্য গ্রো করা আর আয় করা সহজ করে দিচ্ছে।
👉 তাই ৩১ আগস্ট, ২০২৫ থেকে তোমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে নতুন গাইডলাইন চেক করতে পারবে।

আমিঃ এটা আমাদের কনটেন্ট ক্রিয়েটরদের জন্য কনটেন্ট তৈরি অনেক সহজ করে দেবে 👌
সকলকে বলছি, এই সুযোগের সঠিক ব্যবহার করো, অপব্যবহার করো না 👌

নতুনদের জন্য শুভকামনা.. 🌈🌈

🌿 শুক্রবারের সকাল 🌿শুক্রবারের ভোর মানেই একটু অন্যরকম অনুভূতি ✨মনটা শান্ত, আকাশটা নীল, চারপাশে হালকা প্রশান্তি।আসুন, আজকে...
29/08/2025

🌿 শুক্রবারের সকাল 🌿
শুক্রবারের ভোর মানেই একটু অন্যরকম অনুভূতি ✨
মনটা শান্ত, আকাশটা নীল, চারপাশে হালকা প্রশান্তি।
আসুন, আজকের দিনটা শুরু হোক আল্লাহর নামে,
দোয়া করি—আমাদের জীবনটা হোক সুন্দর ও কল্যাণময়। 🕋🤍

#শুক্রবার #সকাল #শান্তি #বরকতেরদিন

28th August 2025.Life is beautiful Alhamdulillah 🌺...
28/08/2025

28th August 2025.
Life is beautiful Alhamdulillah 🌺...

28/08/2025

একজন ভুল করে তার বস ভেবে?

আমার নাম্বারে কল দিয়েছিল, সে তিন দিনের ছুটি চেয়েছিল, আমি তাকে দুই সপ্তাহের ছুটি দিছি! 🙂

28/08/2025

মাটন কষানো হচ্ছে 👍
#রান্না

28/08/2025

সাইকোলজি বলে,,

মানুষ শখ করে মন খারাপ করে না!
কেউ আদর করে একাকীত্ব পোষেনা!
কেউ ভালোবেসে সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নেয় না!
কিছু পরিস্থিতি বাধ্য করে মানুষকে সবকিছু করতে!
সময়ের উপর যে কারো হাত নেই, না চাইতেও মেনে নিতে হয় অনেক কিছু!
মনের বিপরীতে হলেও মানিয়ে নিতে হয় নিজেকেই!

সম্ভবত এ জন্য়ই জীবনকে "বিস্ময় সুন্দর" বলা হয়..! 🥹❤️

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Life in frames posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share