Deen Islam

Deen Islam মহাবিশ্ব আল্লাহর ক্ষমতার বাহিরে নয়

09/04/2025

গাজার শিশুর তুলিতে যুদ্ধের প্রতিচ্ছবি😢
লিংক:⤵️

31/03/2025

মাননীয় প্রধান উপদেষ্টাকে জনগণ হাত উচিয়ে নির্দ্বিধায় নির্ভয়ে বলছে পাঁচ বছর স্যার, স্যার দশ বছর চাই!

বাংলার মাটিতে রাষ্ট্রপ্রধানের সাথে জনগণের এমন মেলবন্ধন কবে দেখেছেন???

এই দৃশ্য দেখে আমাদের সকলের শিক্ষা নেওয়া উচিত ।

30/03/2025

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা

ঈদের দিন মুমিন নারী পুরুষ একে অপরকে কিভাবে ঈদ শুভেচ্ছা বিনিময় করবে?

উত্তর: সাহাবীদের আমলের অনুসরণই যথার্থ অনুসরণ। ওয়াসিলা (রা.) বলেন, আমি রাসুল (সা.)-এর সঙ্গে ঈদের দিন সাক্ষাৎ করলাম। আমি বললাম, ‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা’। মহানবী (সা.) বললেন, ‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা।’ (বায়হাকি, হাদিস : ৩/৪৪৬)

হাদিস শরিফে আরো এসেছে- জুবাইর ইবনু নুফাইর (রা.) বর্ণিত, তিনি বলেন, ‘নবীজি (সা.)-এর সাহাবোয়ে কেরাম ঈদের দিন পরস্পর সাক্ষাৎ হলে বলতেন ‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়ামিন কুম’ আল্লাহ আমার এবং আপনার যাবতীয় ভালো কাজ কবুল করুক। (ফাতহুল কাদির, খণ্ড : ০২, পৃষ্ঠা : ৫১৭)

ঈদের দিন মা, স্ত্রী, বোন ও মাহরাম নারীরা কি মসজিদে গিয়ে সালাত আদায় করবে?

উত্তর: ঈদের দিন ১ম ও সর্বোত্তম আমল হচ্ছে ঈদের সালাত আদায় করা নারী ও পুরুষের জন্য। ঈদের দিনের খুতবা শুনা ওয়াজিব, ৩০ দিনের রোযা কবুল করার আহবান করার মহান দিন ঈদের সালাত। আল্লাহ কাছে ক্ষমা চাইতে হবে। রান্নাঘরের দায়িত্ব বড় নয় যতটা গুরুত্বপূর্ণ ঈদের সালাত।

উম্মে আতিয়্যাহ বলেন, ‘আমাদেরকে আল্লাহর রসূল (সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) আদেশ দিয়েছেন যে, আমরা যেন মহিলাদেরকে উভয় ঈদে (ঘর থেকে ঈদগাহে) বের করি। তবে ঋতুমতী মহিলা নামাযের স্থান থেকে দূরে থাকবে। তারা অন্যান্য মঙ্গল ও মুসলিমদের দুআর জন্য উপস্থিত হবে। তারা পুরুষদের পিছনে অবস্থান করবে। পুরুষদের সাথে তারাও (নিঃশব্দে) তকবীর পাঠ করবে।’

ইবনে আববাস (রাঃ) বলেন, ‘আল্লাহর রসূল (সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) নিজ কন্যা ও স্ত্রীদেরকে উভয় ঈদে ঈদগাহে বের হতে আদেশ দিতেন।’

বুখারী ও মুসলিম শরীফের হাদীস।

আল্লাহ পাক সকলের ছোটখাট ভুলক্রুটি মার্জনা করে ভাল আমগুলো কবুল করুক। সকলকে ক্ষমা করুক। ইসলামের বিজয় দান করুক। আমিন।

25/03/2025

টুপিওয়ালা নাস্তিক ও সংশয়বাদী কন্টেন্ট দ্বারা যারা প্রভাবিত হয় তারা কি কোরআনের আয়াত নিয়ে সংশয় প্রকাশ করে? তাদেরকে নিয়ে মহান আল্লাহ কি বলেছেন মিলিয়ে নিন।

যদি আমি তোমার প্রতি কাগজে লিখিত কোন কিতাব অবতীর্ণ করতাম, অতঃপর তারা তা নিজেদের হাত দ্বারা স্পর্শও করত; তবুও কাফির ও অবিশ্বাসী লোকেরা বলতঃ এটা প্রকাশ্য যাদু ছাড়া আর কিছুই নয়।

সূরা আনআম: আয়াত ৭

তাদের মধ্যে এমন লোকও রয়েছে যারা মনোযোগ সহকারে কান লাগিয়ে তোমার কথা শুনে থাকে, (অথচ গ্রহণ করেনা) তোমার কথা যাতে তারা ভাল রূপে বুঝতে না পারে সেজন্য আমি তাদের অন্তরের উপর আবরণ রেখে দিয়েছি এবং তাদের কর্ণে কঠিন ভার (বধিরতা) অর্পণ করেছি। তারা যদি সমস্ত নিদর্শনও অবলোকন করে তবুও তারা ঈমান আনবেনা, এমনকি যখন তারা তোমার কাছে আসে তখন তোমার সাথে অর্থহীন বির্তক জুড়ে দেয়, আর তাদের কাফির লোকেরা (সব কথা শোনার পর) বলেঃ এটা প্রাচীন কালের লোকদের কিস্সা কাহিনী ব্যতীত আর কিছুই নয়।

সূরা আনআম: আয়াত ২৫

এমন ব্যক্তি-যে ছিল প্রাণহীন, অতঃপর তাকে আমি জীবন দান করি এবং তার জন্য আমি এমন আলোকের ব্যবস্থা করে দিই, যার সাহায্যে সে জনগণের মধ্যে চলাফিরা করতে থাকে, সে কি এমন কোন লোকের মত হতে পারে যে ডুবে আছে অন্ধকারে এবং তা হতে বের হওয়ার পথ পাচ্ছেনা? এ রূপেই কাফিরদের জন্য তাদের কার্যকলাপ মনোমুগ্ধকর করে দেয়া হয়েছে।

সূরা আনআম: আয়াত ১২২

এমনিভাবেই আমি যালিমদেরকে (কাফিরদেরকে) তাদের কৃতকর্মের ফলে পরস্পরকে পরস্পরের উপর প্রভাবশালী ও কর্তৃত্বশালী বানিয়ে দিব।

সূরা আনআম: আয়াত ১২৯

মুশরিকরা (তোমার কথার উত্তরে) অবশ্যই বলবেঃ আল্লাহ যদি চাইতেন তাহলে আমরা শির্‌ক করতামনা, আর না আমাদের বাপ-দাদারা করত, আর কোনো জিনিসও আমরা হারাম করতামনা। বস্তুতঃ এভাবেই তাদের পূর্ব যুগের কাফিরেরা(রাসূলদেরকে) মিথ্যা প্রতিপন্ন করেছিল। শেষ পর্যন্ত তারা আমার শাস্তির স্বাদ গ্রহণ করতে বাধ্য হয়েছিল। তুমি জিজ্ঞেস করঃ তোমাদের কাছে কি কোন দলীল প্রমাণ আছে? থাকলে আমার সামনে পেশ কর। তোমরা ধারণা ও অনুমান ব্যতীত আর কিছুরই অনুসরণ করনা, তোমরা সম্পূর্ণ আনুমানিক কথা ছাড়া আর কিছুই বলছনা।

সূরা আনআম: আয়াত ১৪৮

যে ব্যক্তি আল্লাহর উপর মিথ্যা আরোপ করে এবং তাঁর নিদর্শনসমূহকে মিথ্যা প্রতিপন্ন করে সে অপেক্ষা বড় যালিম আর কে হতে পারে? তাদের ‘আমলনামায় লিখিত নির্ধারিত অংশ তাদের নিকট পৌঁছবেই, পরিশেষে যখন আমার প্রেরিত মালাক/ফেরেশতা তাদের প্রাণ হরণের জন্য তাদের নিকট পৌঁছবে, তখন তারা (ফেরেশতারা) জিজ্ঞেস করবেঃ আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তোমরা ডাকতে তারা কোথায়? তখন তারা উত্তরে বলবেঃ আমাদের হতে তারা উধাও হয়ে গেছে। আর নিজেরাই স্বীকারোক্তি করবে যে, তারা কাফির বা সত্য প্রত্যাখ্যানকারী ছিল।

সূরা আরাফ: আয়াত ৩৭

অতএব সাবধান ঐ সব টুপিওয়ালা নাস্তিক ও সংশয়বাদীদের থেকে যারা টার্গেট করে কিশোরদের আর বলে নবীকে কেন বিশ্বাস করেন? কৃষ্ণকে কেন নয়? পড়ে টুপি, লেখাপড়া মাদ্রাসায়, আর কৃষ্ণকে টার্গেট করে প্রশ্ন করে? হাদীস করে বিতর্কিত!!!

24/03/2025

আহারে ১৬ বছর ক্ষমতা ভোগ করে পতনের পর তারা কোরআনের আয়াত নিয়ে গবেষণা শুরু করে দিয়েছে। আবু জাহেল পবিত্র কাবা শরীফের গিলাফ ধরে আল্লাহ কাছে কি প্রার্থনা করেছিল?

22/03/2025
20/03/2025

মুসলিম উম্মাহ নির্যাতনের শিকার কেন হয়! মহান আল্লাহর বাণী

04/03/2025

অবশ্যই শয়তানকে রমযান মাসে শিকলে বন্দী করা হয়। কিন্তু তার শ্বাস প্রশ্বাস বন্ধ থাকেনা। খাঁচার নিকট গেলে সে আচড় দিবেই। সুরক্ষার দায়িত্ব আপনার।

20/02/2025

এনআইডি ইস্যুতে নারীদের মুখমন্ডল খোলা বা ছবি তোলা নিয়ে আমাদের এই ভূখন্ডে বিশেষ করে স্বাধীনতার পরে যে মনস্তাত্ত্বিক চেতনা গড়ে উঠেছে তা আমার ক্ষুদ্র ইসলামলব্ধ জ্ঞান ও গবেষণা দিয়ে শেয়ার করে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি।

নারীদের হিজাবের ৬টি শর্ত রয়েছে। তার বাইরে আজিমাদ ও রুকসাদ একটা গুরুত্বপূর্ণ ইস্যু। আমরা আমাদের পছন্দ ও অপছন্দ, যুক্তিতর্ক দিয়ে হাদীসের বাইরে গিয়ে অনেক কিছু আমল করে ফেলি। কোরআন ও হাদীস মানুষের যুক্তিতর্কের উর্ধে।

সে জায়গায় স্থির থেকে বলতে চাই মদিনা ইউনিভার্সিটি ও আল-আজহার ইউনিভার্সিটির মত পৃথিবীর নানান প্রান্তের প্রথিতযশা সকল বিশ্ববিদ্যালয়ে প্রয়াত ইসলামিক স্কলার ইয়ুসুফ কারযাভি এর লেখা ১২০টির বেশী বই পড়ানো হয়।
তারই কন্যা কাতার বিশ্ববিদ্যালয়ের ম্যাটারিয়াল সায়েন্স বিভাগে গ্রাজুয়েট ফ্যাকাল্টি হিসেবে দ্বায়িত্ব পালন করা এযুগের একজন শ্রেষ্ঠ মুসলিম নারী নিউক্লিয়ার সায়েন্টিস্ট Prof. Ilham Al-Qaradawi।

ড. খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর এবং উনার ঘনিষ্ঠ বন্ধু আবদুর রাজ্জাক বিন ইউসুফ এবং মধ্যমপন্থী শায়েখ আহমুদুল্লাহ উনারা কি কখনো প্রথিতযশা ইসলামিক স্কলার ইয়ুসুফ কারযাভির মেয়ে ইলহাম আল কারাদায়ীর মুখ খোলা কেন থাকে এ বিষয়ে সদুত্তর দিতে পেরেছেন?

নারীদের ছবি তোলা প্রয়োজন অপ্রয়োজনে বিভাজনের আগে কখনো কি বলেছেন জমহুর ফুকাহবিদগণ নারীদের মুখমন্ডল নিয়ে কি দলিল দিয়েছেন? দেশী ও বিদেশি দায়ী, আলেমদের হিজাব ইস্যু নিয়ে আলোচনা ও লেখা বইয়ে আমার ক্ষুদ্র জ্ঞানে যথেষ্ট মতবিরোধ দেখতে পেয়েছি।

শেষ কথা, আহমুদুল্লাহ বেগম রোকেয়া সাখাওয়াত লেখা কিছু অংশ নিয়ে বিরোধী বক্তব্য দিয়েছিলেন। সেদিন স্পষ্ট বুঝতে পেরেছি তিনি "মতিচূর" না পড়ে পাঠ্যবইয়ের হিজাববিরোধী কিছু পয়েন্টকে চূড়ান্ত প্রমাণ মনে করে একজন আলেম হিসেবে দূর্বল দৃষ্টিভংগির পরিচয় দিয়েছেন। যাকে ইংরেজিতে বলে "চেরি পিকিং"।

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Deen Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share