Chittagong Community

Chittagong Community Chittagong Community believes in unity. So let's connect Chittagonian. Welcome to Chittagong Community! Stay connected. Stay informed.

Your daily destination for fresh news, inspiring stories, fun moments, trending memes, soulful songs, job updates and more — from Chittagong and beyond. Rooted in the spirit of Chittagong, our content captures voices and events not just from our city, but from around the world. Whether it's a serious update or a smile-worthy post, there's something here for everyone. Be part of a community that truly cares.

চট্টগ্রাম বন্দর এবং ডেনমার্কের মার্স্ক (Maersk) গ্রুপের মধ্যে ৩০ বছরের চুক্তি!এ চুক্তির আওতায় লালদিয়া কনটেইনার টার্মিনাল...
18/11/2025

চট্টগ্রাম বন্দর এবং ডেনমার্কের মার্স্ক (Maersk) গ্রুপের মধ্যে ৩০ বছরের চুক্তি!

এ চুক্তির আওতায় লালদিয়া কনটেইনার টার্মিনাল (এলসিটি) ডিজাইন, অর্থায়ন, নির্মাণ ও পরিচালনার দায়িত্ব পাবে বিদেশি স্বনামধন্য এই প্রতিষ্ঠান। তবে টার্মিনালের মালিকানা চট্টগ্রাম বন্দরের কাছে থাকবে। ゚ 🇩🇰

*চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন মেরিনার্স রোডস্থ চামড়া গুদাম ওমর আলী মার্কেটের সামনে থেকে কোতোয়ালী থানা পুলিশ কর্তৃক বিশেষ...
13/11/2025

*চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন মেরিনার্স রোডস্থ চামড়া গুদাম ওমর আলী মার্কেটের সামনে থেকে কোতোয়ালী থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ১,০০,০০০ (এক লক্ষ) পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক পরিবহন কাজে ব্যবহৃত অজ্ঞাতনামা ০১ টি প্রাইভেটকার ও ০১ টি মোবাইল ফোন উদ্ধার*

অদ্য ১৩/১১/২০২৫ ইং তারিখ এসআই (নিরস্ত্র) মিজানুর রহমান চৌধুরী সংগীয় এসআই/ তারেকুল ইসলাম, এএসআই/সোহেল আহাম্মদ, এএসআই/শাহ পরান জান্নাত সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান ও চেকপোষ্ট ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে, কক্সবাজার হতে ০১টি প্রাইভেটকার যোগে একজন মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদকদ্রব্য তথা ইয়াবা ট্যাবলেট নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।

উক্ত সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) মিজানুর রহমান চৌধুরী সঙ্গীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানাধীন মেরিনার্স রোডস্থ চামড়ার গুদাম ওমর আলী মার্কেটের সামনে পাঁকা রাস্তার উপর উপস্থিত হয়ে উক্ত এলাকায় চেকপোষ্ট আরম্ভ করেন। অদ্য ১৩/১১/২০২৫ ইং তারিখ ১৮.০০ ঘটিকার সময় উক্ত স্থানে চেকপোষ্ট করাকালে বিভিন্ন যানবাহন/ গাড়ী তল্লাশীকালে কক্সবাজার দিক হতে আগত ০১ টি প্রাইভেটকার, যাহার রেজি: নং-ঢাকা মেট্টো গ-৩৭-১৮৪৯ গাড়ীটিকে থামার জন্য সিগন্যাল দিলে গাড়ীতে থাকা অজ্ঞাতনামা চালক চেকপোষ্ট হতে একটু দুরে গাড়ীটি থামিয়ে দৌড়ে পালিয়ে যায়। ঐ সময় রাস্তায় প্রচুর গাড়ী যানজট থাকায় প্রাইভেটকার এর চালককে আটক করা সম্ভব হয় নাই।

পরবর্তীতে উক্ত প্রাইভেটকারটি চলন্ত অবস্থায় রাস্তায় পেয়ে চেকপোষ্টে নিয়োজিত অফিসার ফোর্সসহ গাড়ীটি হেফাজতে নেয়। তখন ঘটনাস্থলের আশপাশ হতে উপস্থিত লোকজন সহ মিডিয়ার লোকজন সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং প্রত্যক্ষদর্শী সাক্ষী ও বিভিন্ন টিভি চ্যানেল এবং সংবাদকর্মীদের উপস্থিতিতে আটককৃত প্রাইভেটকার গাড়ীটি তল্লাশী করিয়া প্রাইভেটকার এর পিছনের ব্রেক ঢালার ভিতরে ০১(এক) টি কালো রংয়ের ট্রাভেল ব্যাগের ভিতর হইতে ১০(দশ) টি বড় প্যাকেটে প্রতিটি বড় প্যাকেটের ভিতরে থাকা ছোট ছোট প্যাকেটের ভিতর রক্ষিত ১০,০০০ পিস করে সর্বমোট ১,০০,০০০ (এক লক্ষ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

ঘটনাস্থল হতে উক্ত জব্দকৃত মাদকদ্রব্য ইয়াবা বহনকারী মাদক পরিবহন কাজে ব্যবহৃত ০১ টি প্রাইভেটকার ও প্রাইভেটকার এর অজ্ঞাতনামা চালক কর্তৃক ফেলে যাওয়া ০১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উক্ত উদ্ধারকৃত মাদকদ্রব্যের ঘটনায় জড়িত প্রাইভেটকার এর অজ্ঞাতনামা চালক ও গাড়ীর মালিকদ্বয়ের নাম ঠিকানা সংগ্রহ পূর্বক গ্রেফতার অভিযান অব্যাহত আছে। উক্ত বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

13/11/2025

প্লিজ আপনারা সবাই যদি অল্প অল্প করে আপনাদের সবার সহযোগিতার হাতটা বাড়িয়ে দিতেন, তাহলে একটা ফুলের ঝরে যাওয়া হয়তো বেঁচে যেতো। একজন বাবা কতটা অসহায় সেটা শুধু বাবারাই জানেন। আমি প্রাথমিকভাবে খোঁজ খবর নিয়েছি। বিষয়টা সত্যি। প্রতারণা এড়াতে আপনারা চাইলে সরাসরি বাচ্চার স্কুলে গিয়েও সহযোগিতা করতে পারেন। প্লিজ সবাই এগিয়ে আসেন। একটা বাচ্চার ভবিষ্যৎ যদি আমরা সবাই মিলে সিকিউরড করতে পারি এটাই বা কম কিসে?

Send a message to learn more

গণবিজ্ঞপ্তি। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স, দামপাড়া পুলিশ লাইন চট্টগ্রাম।বাংলাদেশ পুলিশ।স্মারক নং-সিএমপি/প...
11/11/2025

গণবিজ্ঞপ্তি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স, দামপাড়া পুলিশ লাইন চট্টগ্রাম।
বাংলাদেশ পুলিশ।
স্মারক নং-সিএমপি/পিএস/২০২৪/২৮৬তারিখ: ১১/১১/২০২৫ খ্রি.

ঘটনা ১:আমার এক পরিচিত বড় ভাই আছেন। তিনি একটা কোম্পানিতে চাকরি করেন। তো একদিন ঐ ভাইয়ের কাছে গেলাম কিছু উপদেশ নিতে।তিনি খু...
25/10/2025

ঘটনা ১:
আমার এক পরিচিত বড় ভাই আছেন। তিনি একটা কোম্পানিতে চাকরি করেন। তো একদিন ঐ ভাইয়ের কাছে গেলাম কিছু উপদেশ নিতে।

তিনি খুব গম্ভীর ভাবে বললেন, চাকরি জীবনে সর্বপ্রথম এবং সর্বশেষ একটাই দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করবি। সেটা হলো "তেলবাজি"

তুই তোর বস কে যত তেল দিবি, তোর জব এবং ডেসিগনেশন ততটাই সিকিউরড আর স্যালারি, ইনক্রিমেন্ট, প্রমোশনের কথা বাদই দিলাম। বাট মনে রাখবি, পিছনে অনেকেই অনেক কিছু বলবে। এগুলা কানে নিবিনা।

যেমন ধর, অফিসে আমার পিছনে প্রায়ই স্টাফ / কলিগরা আমাকে "MOTHER' 'চো', 'দ'" বলে। বাট হু কেয়ারস! পরে ভাইয়ের কাছে তার বর্তমান ডেসিগনেশন কি জানতে চাইলাম।

বড় ভাই ভাব নিয়ে বললেন- CLO 😎

পরক্ষণেই আমার টাসকি খাওয়া মুখটা দেখে তিনি বললেন- বুঝলি না তাই তো?

CLO মানে হলো- "CHIEF LUBRICANT OFFICER." 😎

ভাইয়ের এমন গুরুত্বপূর্ণ উপদেশ শুনে আমি কিছুটা আবেগে আপ্লূত হয়ে গেলাম 😭 এবং ভাইকে বললাম- বড় ভাই আমি সম্মানের সহিত আপনাকে একটা গালি দিতে চাই। 😍

এইবার বড় ভাই আবেগে আপ্লূত হয়ে গেলেন এবং বললেন- সারাজীবন তেলবাজির কারণে অফিসের সবাই সামনে স্যার স্যার করলেও, পিছনে ঠিকই "MOTHER' 'চো', 'দ'" বলে 😭।

আর তুই আমাকে সম্মানের সহিত গালি দিবি, এটাতো আমার জন্যে অনেক বড় একটা পাওয়া। জলদি দে ভাই।

আর আমিও বলে উঠলাম- ভাই আপনি একটা
"'খান', 'কি', 'র' পোলা" 😍

ঘটনা ২:
আমার আরেক পরিচিত বড় ভাই আছেন। তিনিও একটা কোম্পানিতে চাকরি করেন। তো একদিন উনার কাছে গেলাম কিছু উপদেশ নিতে। তিনি খুব গম্ভীর একটা ভাব নিয়ে বললেন, চাকরি জীবনে সর্বপ্রথম এবং সর্বশেষ একটাই Policy, Laws & Acts জানা থাকতে হবে। সেটা হলো, তোর সিনিয়র যাই বলুক না কেনো, তুই শুধু বলবি-

জ্বি স্যার, Yes Sir, OK Sir. যেমন ধর আমার সিনিয়র মাঝে মাঝেই আমাকে বলে, পুরাদ আমারতো মনে হয় আপনার নীচে একটা 'বি', 'চি' নাই।

আমিও হাসিমুখে আমার সিনিয়রকে বলি- জ্বি স্যার, একটা না, আমার নীচে দুইটা 'বি', 'চি', 'ই' নাই স্যার। সিনিয়র ও খুশী আমিও খুশি। 😂

আরেকদিনতো বলেই বসলেন, পুরাদ, একটা কাজও ঠিকমতো করতে পারেন না? I wanna f**k 🖕your wife. আমিও হাসিমুখে বললাম- Sir, definitely, why not! স্যার, বুকিং টা কি রেডিসনে হবে নাকি পেনিনসুলায়? 😂

এটাই টেকনিক এবং শুধুমাত্র এই একটা Policy, Laws & Acts যদি স্ট্রিকটলি ফলো করতে পারোস, তাহলে বাকি যত Policy, Laws & Acts আছে, সেসব না জানলেও চলবে।

যেমন আমার কোনোরকম কোয়ালিটি এবং others কোনো Policy, Laws & Acts জানা না থাকা সত্ত্বেও, except: জ্বি স্যার, Yes Sir, OK Sir, আজকে আমি কোম্পানির,
"GR Manager." এরপর বড় ভাই আমার দিকে তাকিয়ে বললেন- বুঝলি না, তাইতো?

GR Manager মানে হলো- "Golam Resource Manager" 😎

তো ভাইয়ের এমন গুরুত্বপূর্ণ উপদেশ শুনে আমারও পানি এসে গেলো। চোখে। 💦
এরপর ভাইকে বললাম- বড় ভাই আমি সম্মানের সহিত আপনাকে একটা গালি দিতে চাই। 😍

আমার এই কথায় ভাই আবেগতাড়িত হয়ে প্রায় কাঁদো কাঁদো 😭 স্বরে আমাকে বললেন- সারাজীবন গোলামি আর CLO স্যারকে মলামলির কারণে অফিসের সবাই পিছনে 'বা', 'লের "GR Manager" বলে। আর তুই আমাকে সম্মানের সহিত গালি দিবি, এটাতো আমার জন্যে অনেক বড় একটা পাওয়া। জলদি দে ভাই। আর আমিও বলে উঠলাম-

ভাই আপনি একটা "'খান', 'কি', 'র' পোলা" 😍

বিদ্র: প্রায় মাসখানেক পর জানতে পারলাম, আমার ঐ পরিচিত দুই বড় ভাই নাকি একই কোম্পানিতে জব করেন।
একজন "CLO" অন্যজন "GR Manager"

আমার প্রিয় দুইটা বড় ভাই একই কোম্পানিতেই আছেন, এটা শুনে খুশীতে, শ্রদ্ধায় এবং যথারীতি সম্মানের সহিত নিজের অজান্তেই মুখ থেকে বের হয়ে গেলো- ভাই আপনারা দুইটাই অরিজিনাল-

"'খান', 'কি', 'র' পোলা" "MOTHER' 'চো', 'দ'"🖕

অনেক ভালোবাসি আপনাদের। ❤️

Disclaimer: উপরিউক্ত গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। যদি কারো ব্যাক্তিগত জীবনের সাথে মিলে যায় তবে সেটি নিতান্তই কাকতালীয় ব্যাপার।

কালশী রোড, মিরপুর ১২ এর একটি কমিউনিটি সেন্টারে ভয়াবহ 'অ', গ্নি', কাণ্ডের ঘটনা ঘটেছে।                                ゚   ...
24/10/2025

কালশী রোড, মিরপুর ১২ এর একটি কমিউনিটি সেন্টারে ভয়াবহ 'অ', গ্নি', কাণ্ডের ঘটনা ঘটেছে।

প্যাসিফিক জিন্স শ্রমিক সমস্যার কারণে বেশ কয়েকদিন ছুটি ঘোষণা করেছে। তারা তাদের কারখানা স্থায়ীভাবে বন্ধ করে দেয়নি। এমনক...
21/10/2025

প্যাসিফিক জিন্স শ্রমিক সমস্যার কারণে বেশ কয়েকদিন ছুটি ঘোষণা করেছে। তারা তাদের কারখানা স্থায়ীভাবে বন্ধ করে দেয়নি। এমনকি কোনও শ্রমিককে ছাঁটাইও করেনি। আমি কোম্পানির মালিকের সাথে কথা বলেছি। তিনি বলেছেন, পরিস্থিতি শান্ত হলে কারখানাগুলি খুব শীঘ্রই পুনরায় চালু করা হবে - সম্ভবত কয়েক দিনের মধ্যে - যাতে পরিস্থিতি শান্ত হয়ে গেলে পুনরায় কার্যক্রম শুরু করা যায়।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব: শফিকুল আলম।

゚viralシ ゚viral

তোমরা নতুন দল। রাজনীতিতে জামায়াতের সঙ্গে পালা দিতে গেলে বহুদূর যেতে হবে। জন্ম নিয়েই বাপের সঙ্গে পালা দিওনা। কোন দলরে বলল...
20/10/2025

তোমরা নতুন দল। রাজনীতিতে জামায়াতের সঙ্গে পালা দিতে গেলে বহুদূর যেতে হবে। জন্ম নিয়েই বাপের সঙ্গে পালা দিওনা। কোন দলরে বললো এই কথা? 😁
মিয়া গোলাম পরওয়ার।
সেক্রেটারি জেনারেল, জামায়াতে ইসলামী।

বান্দরবান থেকে গ্রেফতার হলো বাংলাদেশী প', র্ণ', স্টার কাপল। তাদের পরিচালিত ওয়েবসাইট র‌্যাঙ্কিংয়ে ০৮। 😳                  ...
20/10/2025

বান্দরবান থেকে গ্রেফতার হলো বাংলাদেশী প', র্ণ', স্টার কাপল। তাদের পরিচালিত ওয়েবসাইট র‌্যাঙ্কিংয়ে ০৮। 😳

ভেস্তে গেলো গাজা যুদ্ধবিরতি। গাজায় 'ই'স, 'রাই', লের বিমান 'হাম', লা। 😔
19/10/2025

ভেস্তে গেলো গাজা যুদ্ধবিরতি। গাজায় 'ই'স, 'রাই', লের বিমান 'হাম', লা। 😔

19/10/2025

দেশে যে কি শুরু হইলো 😔
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সাত ঘণ্টা পর চালু। 'না' শকতার প্রমাণ খুঁজছে সরকার!
Fire breaks out at Dhaka airport's cargo section
Hazrat Shahjalal International Airport
Dhaka, Bangladesh

Address

Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when Chittagong Community posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share