25/10/2025
ঘটনা ১:
আমার এক পরিচিত বড় ভাই আছেন। তিনি একটা কোম্পানিতে চাকরি করেন। তো একদিন ঐ ভাইয়ের কাছে গেলাম কিছু উপদেশ নিতে।
তিনি খুব গম্ভীর ভাবে বললেন, চাকরি জীবনে সর্বপ্রথম এবং সর্বশেষ একটাই দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করবি। সেটা হলো "তেলবাজি"
তুই তোর বস কে যত তেল দিবি, তোর জব এবং ডেসিগনেশন ততটাই সিকিউরড আর স্যালারি, ইনক্রিমেন্ট, প্রমোশনের কথা বাদই দিলাম। বাট মনে রাখবি, পিছনে অনেকেই অনেক কিছু বলবে। এগুলা কানে নিবিনা।
যেমন ধর, অফিসে আমার পিছনে প্রায়ই স্টাফ / কলিগরা আমাকে "MOTHER' 'চো', 'দ'" বলে। বাট হু কেয়ারস! পরে ভাইয়ের কাছে তার বর্তমান ডেসিগনেশন কি জানতে চাইলাম।
বড় ভাই ভাব নিয়ে বললেন- CLO 😎
পরক্ষণেই আমার টাসকি খাওয়া মুখটা দেখে তিনি বললেন- বুঝলি না তাই তো?
CLO মানে হলো- "CHIEF LUBRICANT OFFICER." 😎
ভাইয়ের এমন গুরুত্বপূর্ণ উপদেশ শুনে আমি কিছুটা আবেগে আপ্লূত হয়ে গেলাম 😭 এবং ভাইকে বললাম- বড় ভাই আমি সম্মানের সহিত আপনাকে একটা গালি দিতে চাই। 😍
এইবার বড় ভাই আবেগে আপ্লূত হয়ে গেলেন এবং বললেন- সারাজীবন তেলবাজির কারণে অফিসের সবাই সামনে স্যার স্যার করলেও, পিছনে ঠিকই "MOTHER' 'চো', 'দ'" বলে 😭।
আর তুই আমাকে সম্মানের সহিত গালি দিবি, এটাতো আমার জন্যে অনেক বড় একটা পাওয়া। জলদি দে ভাই।
আর আমিও বলে উঠলাম- ভাই আপনি একটা
"'খান', 'কি', 'র' পোলা" 😍
ঘটনা ২:
আমার আরেক পরিচিত বড় ভাই আছেন। তিনিও একটা কোম্পানিতে চাকরি করেন। তো একদিন উনার কাছে গেলাম কিছু উপদেশ নিতে। তিনি খুব গম্ভীর একটা ভাব নিয়ে বললেন, চাকরি জীবনে সর্বপ্রথম এবং সর্বশেষ একটাই Policy, Laws & Acts জানা থাকতে হবে। সেটা হলো, তোর সিনিয়র যাই বলুক না কেনো, তুই শুধু বলবি-
জ্বি স্যার, Yes Sir, OK Sir. যেমন ধর আমার সিনিয়র মাঝে মাঝেই আমাকে বলে, পুরাদ আমারতো মনে হয় আপনার নীচে একটা 'বি', 'চি' নাই।
আমিও হাসিমুখে আমার সিনিয়রকে বলি- জ্বি স্যার, একটা না, আমার নীচে দুইটা 'বি', 'চি', 'ই' নাই স্যার। সিনিয়র ও খুশী আমিও খুশি। 😂
আরেকদিনতো বলেই বসলেন, পুরাদ, একটা কাজও ঠিকমতো করতে পারেন না? I wanna f**k 🖕your wife. আমিও হাসিমুখে বললাম- Sir, definitely, why not! স্যার, বুকিং টা কি রেডিসনে হবে নাকি পেনিনসুলায়? 😂
এটাই টেকনিক এবং শুধুমাত্র এই একটা Policy, Laws & Acts যদি স্ট্রিকটলি ফলো করতে পারোস, তাহলে বাকি যত Policy, Laws & Acts আছে, সেসব না জানলেও চলবে।
যেমন আমার কোনোরকম কোয়ালিটি এবং others কোনো Policy, Laws & Acts জানা না থাকা সত্ত্বেও, except: জ্বি স্যার, Yes Sir, OK Sir, আজকে আমি কোম্পানির,
"GR Manager." এরপর বড় ভাই আমার দিকে তাকিয়ে বললেন- বুঝলি না, তাইতো?
GR Manager মানে হলো- "Golam Resource Manager" 😎
তো ভাইয়ের এমন গুরুত্বপূর্ণ উপদেশ শুনে আমারও পানি এসে গেলো। চোখে। 💦
এরপর ভাইকে বললাম- বড় ভাই আমি সম্মানের সহিত আপনাকে একটা গালি দিতে চাই। 😍
আমার এই কথায় ভাই আবেগতাড়িত হয়ে প্রায় কাঁদো কাঁদো 😭 স্বরে আমাকে বললেন- সারাজীবন গোলামি আর CLO স্যারকে মলামলির কারণে অফিসের সবাই পিছনে 'বা', 'লের "GR Manager" বলে। আর তুই আমাকে সম্মানের সহিত গালি দিবি, এটাতো আমার জন্যে অনেক বড় একটা পাওয়া। জলদি দে ভাই। আর আমিও বলে উঠলাম-
ভাই আপনি একটা "'খান', 'কি', 'র' পোলা" 😍
বিদ্র: প্রায় মাসখানেক পর জানতে পারলাম, আমার ঐ পরিচিত দুই বড় ভাই নাকি একই কোম্পানিতে জব করেন।
একজন "CLO" অন্যজন "GR Manager"
আমার প্রিয় দুইটা বড় ভাই একই কোম্পানিতেই আছেন, এটা শুনে খুশীতে, শ্রদ্ধায় এবং যথারীতি সম্মানের সহিত নিজের অজান্তেই মুখ থেকে বের হয়ে গেলো- ভাই আপনারা দুইটাই অরিজিনাল-
"'খান', 'কি', 'র' পোলা" "MOTHER' 'চো', 'দ'"🖕
অনেক ভালোবাসি আপনাদের। ❤️
Disclaimer: উপরিউক্ত গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। যদি কারো ব্যাক্তিগত জীবনের সাথে মিলে যায় তবে সেটি নিতান্তই কাকতালীয় ব্যাপার।
゚