চিটেংগে Express

চিটেংগে Express ﷽𝐀𝐬𝐬𝐚𝐥𝐚𝐦𝐮𝐥𝐚𝐢𝐤𝐮𝐦﷽

আরা চিটেংগে মুসলমান ☪️

ঐতিহ্যবাহী মিলাদ নগরি চট্টগ্রাম🌼

সাম্য🤝অসাম্প্রদায়িক🏳️ ঐক্য✊

আজ মহান ২৭ আগস্ট। সুন্নিয়তের নয়ন মনি আল্লামা নুরুল ইসলাম ফারুকী (রহ:)এর মহান শাহাদাত দিবস🏴।
27/08/2025

আজ মহান ২৭ আগস্ট। সুন্নিয়তের নয়ন মনি আল্লামা নুরুল ইসলাম ফারুকী (রহ:)এর মহান শাহাদাত দিবস🏴।

সকল আশিকানে রাসূলকে জানাই রবিউল আউয়াল মাসের শুভেচ্ছা ও মুবারকবাদ !
25/08/2025

সকল আশিকানে রাসূলকে জানাই রবিউল আউয়াল মাসের শুভেচ্ছা ও মুবারকবাদ !


ইসলামী একতা সংঘ - Islami Akota Songgo Marhaba❤️🌿
25/08/2025

ইসলামী একতা সংঘ - Islami Akota Songgo Marhaba❤️🌿

24/08/2025

বাংলাদেশে চাঁদ দেখা যায়নি
৬ই সেপ্টেম্বর সকল ঈদের সেরা ঈদ 🥰 ঈদে মিলাদুন্নবী ﷺ সারা দেশে পালিত হবে ان شاء الله

23/08/2025
17/08/2025



11/08/2025

🌹লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুল প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তা'আলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কালিমার দাওয়াত শুনে এবং অন্যকে শেয়ার করলো তার জন্য জাহান্নামের আগুন হালাল হয়ে যাবে🤲🌹

স্ট্রোক সাধারণত বাথরুমেই বেশি হয়ে থাকে কেন?স্ট্রোক সাধারণত বাথরুমেই বেশি হয়ে থাকে কারন,বাথরুমে ঢুকে গোসল করার সময় আমরা প...
11/08/2025

স্ট্রোক সাধারণত বাথরুমেই বেশি হয়ে থাকে কেন?

স্ট্রোক সাধারণত বাথরুমেই বেশি হয়ে থাকে কারন,বাথরুমে ঢুকে গোসল করার সময় আমরা প্রথমেই মাথা এবং চুল ভেজাই যা একদম উচিৎ নয়। এটি একটি ভুল পদ্ধতি।

এইভাবে প্রথমেই মাথায় পানি দিলে রক্ত দ্রুত মাথায় উঠে যায় এবং কৈশিক ও ধমনী একসাথে ছিঁড়ে যেতে পারে। ফলস্বরূপ ঘটে স্ট্রোক অতঃপর মাটিতে পড়ে যাওয়া।

কানাডার মেডিকেল অ্যাসোসিয়েশন জার্নালে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, স্ট্রোক বা মিনি স্ট্রোকের কারণে যে ধরনের ঝুঁকির কথা আগে ধারণা করা হতো, প্রকৃতপক্ষে এই ঝুঁকি দীর্ঘস্থায়ী এবং আরও ভয়াবহ।

বিশ্বের একাধিক গবেষণা রিপোর্ট অনুযায়ী, গোসলের সময় স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু বা পক্ষাঘাতে আক্রান্ত হওয়ার ঘটনা দিনের পর দিন বেড়েই চলেছে। চিকিৎসকদের মতে, গোসল করার সময় কিছু নিয়ম মেনে গোসল করা উচিত।

সঠিক নিয়ম মেনে গোসল না করলে হতে পারে মৃত্যুও। গোসল করার সময় প্রথমেই মাথা এবং চুল ভেজানো একদম উচিৎ নয়। কারণ, মানুষের শরীরে রক্ত সঞ্চালন একটা নির্দিষ্ট তাপমাত্রায় হয়ে থাকে। শরীরের তাপমাত্রা বাইরের তাপমাত্রার সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় লাগে। চিকিৎসকদের মতে, মাথায় প্রথমেই পানি দিলে সঙ্গে সঙ্গে রক্ত সঞ্চালনের গতি বহু গুণ বেড়ে যায়। সেসময় বেড়ে যেতে পারে স্ট্রোকের ঝুঁকিও।

সাইকোলজিকাল হ্যাক (ব্যাকআপ) জয়েন হন

তা ছাড়া মাত্রাতিরিক্ত রক্তচাপের ফলে মস্তিষ্কের ধমনী ছিঁড়ে যেতে পারে।

গোসলের_সঠিক_নিয়মঃ-

প্রথমে পায়ের পাতা ভেজাতে হবে। এরপর আস্তে আস্তে উপর দিকে কাঁধ পর্যন্ত ভেজাতে হবে। তারপর মুখে পানি দিতে হবে। সবার শেষে মাথায় পানি দেওয়া উচিত।

এই পদ্ধতি যাদের উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল এবং মাইগ্রেন আছে তাদের অবশ্যই পালন করা উচিৎ।

ইসলামিক নিয়ম
১) দুই নাকের নরম স্থান পর্যন্ত আজুর ন্যায় পানি দেওয়া

২)গড়গড়া সহকারে কুলি করা

৩) পরিস্কার পানি দিয়ে সমস্ত শরীর ধৌত করা,,,

এই তথ্যগুলো বয়স্ক মা-বাবা এবং আত্মীয় প্রিজনদের অবশ্যই জানিয়ে রাখুন.

সংগৃহীত

দয়া করে লাইক দিয়ে ফলো করুন😔
আপনাদের সাপোর্ট 🥰আমাদের
অনুপ্রেরণার উৎস 💞

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when চিটেংগে Express posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share