B2graph

B2graph Bringing the world to your Feed

সেদিন বন্ধুকে উইশ করেছিলাম 💐B2graph
01/08/2025

সেদিন বন্ধুকে উইশ করেছিলাম 💐

B2graph

31/07/2025

শাট আপ কল (Shut-Up Call) জীবনে আমরা অনেক সময় এমন এক আত্মতুষ্টিতে ভুগি, যেখানে মনে হয় সব ঠিকঠাক চলছে, আমরা সঠিক পথে আছি,ন...
30/07/2025

শাট আপ কল (Shut-Up Call)

জীবনে আমরা অনেক সময় এমন এক আত্মতুষ্টিতে ভুগি, যেখানে মনে হয় সব ঠিকঠাক চলছে, আমরা সঠিক পথে আছি,নতুন করে কিছু পরিবর্তনের দরকার নেই। কিন্তু আচমকা এমন অনেক মুহূর্ত আসে; একটি ঘটনা, কথা কিংবা তিক্ত কোনো অভিজ্ঞতা আমাদের চোখ খুলে দেয়। যা হতে পারে কারো কঠিন সমালোচনা, ব্যর্থতা, সম্পর্কের ভাঙন বা নিজেকেই আয়নায় দেখে উপলব্ধি করা যে এতদিন যা ভেবেছিলাম, আসলে তা ভুল ছিল । এমন ধাঁচের ধাক্কাকে বলে “শাট আপ কল”।

শাট আপ কল' শব্দটি শুনতে কিছুটা রুক্ষ হলেও, এ শব্দের পেছনে লুকিয়ে থাকে আত্মউন্নতির গভীর সম্ভাবনা। এটি আমাদের অহংকার ভেঙে, বাস্তবতার মুখোমুখি করে তোলে। আমাদের মনে করিয়ে দেয় যে আমরা মানুষ, ভুল করি, শিখি, এবং বড় হই। অনেক সময় এই ‘শাট আপ কল’ হয়ে উঠে জীবন পরিবর্তনের মোড়।

তাই যখন এমন কোনো ধাক্কা আসে, তখন তা থেকে পালিয়ে না গিয়ে সেটাকে গ্রহণ করতে শেখা খুব বেশী জরুরি। কারণ জীবনের প্রতিটি শাট আপ কল, যদি ঠিকভাবে বুঝে কাজে লাগানো যায়, তাহলে সেটিই হতে পারে নতুন করে জেগে ওঠার শুরু।

B2graph

22/07/2025

জীবন বাজি রেখে শিশুদের বাঁচিয়েছিলেন শিক্ষিকা মাহরিন।উত্তরার বিমান দুর্ঘটনায় অন্তত ২০ জন শিশুর জীবন বাঁচানো সাহসিনী মাহরি...
21/07/2025

জীবন বাজি রেখে শিশুদের বাঁচিয়েছিলেন শিক্ষিকা মাহরিন।

উত্তরার বিমান দুর্ঘটনায় অন্তত ২০ জন শিশুর জীবন বাঁচানো সাহসিনী মাহরিন চৌধুরী অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন। ৪২ বছর বয়সী এই শিক্ষিকা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকতা করতেন। দুর্ঘটনার সময় স্কুল গেটের কাছে অবস্থান করছিলেন তিনি। বিমানটি ভেঙে পড়ার পর মুহূর্তেই আগুন ধরে যায়, আর চারপাশে ছড়িয়ে পড়ে আতঙ্ক।

নিজের জীবনের কথা চিন্তা না করে মাহরিন শিশুদের নিরাপদে বের করে আনতে শুরু করেন। কিন্তু বিস্ফোরণ ও আগুনের লেলিহান শিখায় তার শরীরের প্রায় ৮০ শতাংশ ঝলসে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয় এবং লাইফ সাপোর্টে রাখা হয়।

মৃত্যুর আগে স্বামীকে তিনি জানিয়েছিলেন, “আমি শিশুদের বের করে আনছিলাম, তখনই বিমানটি আঘাত হানে। আমি তখনও চেষ্টা করেছি ওদের বাঁচাতে।”

মাহরিনের এই আত্মত্যাগ এবং সাহসিকতা দেশজুড়ে সৃষ্টি করেছে গভীর শ্রদ্ধা ও আবেগ। সহকর্মী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ তাঁকে মনে রাখবেন একজন সত্যিকারের নায়িকা হিসেবে—যিনি নিজের জীবন দিয়ে প্রমাণ করে গেছেন, শিক্ষক মানেই শুধু পাঠদান নয়, জীবন রক্ষার অঙ্গীকারও।

B2graph


ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর ভেঙে পড়া বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্...
21/07/2025

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর ভেঙে পড়া বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছিলেন বড় ধরণের প্রাণহানি ঠেকাতে। প্রত্যক্ষদর্শীদের মতে, তিনি বিমানটির দিক পরিবর্তন করে সেটিকে জনবসতিপূর্ণ এলাকা থেকে দূরে সরানোর চেষ্টা করছিলেন—সম্ভবত কোনো খোলা মাঠ লক্ষ্য করেই ঘোরাতে চেয়েছিলেন তিনি। কিন্তু তখন হয়তো সময় ফুরিয়ে গিয়েছিলো তার হাতে।

বিমানটি ছিল চীনে তৈরি পুরনো মডেলের এফ-৭ বিজিআই, যার নকশা ১৯৭০-এর দশকের। এমন ধরনের বিমান ব্যবহার অনেক দেশ, বিশেষ করে চীন, ২০১৩ সালেই বন্ধ করে দিয়েছে। তবুও বাংলাদেশে এই পুরনো মডেলের বিমান এখনও ব্যবহার হচ্ছে প্রশিক্ষণের জন্য।

বিমান দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় লেফটেন্যান্ট তৌকিরকে দ্রুত ঢাকা সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়। উত্তরা থেকে সিএমএইচে পৌঁছানোর সময় পর্যন্ত তিনি জীবিত ছিলেন। চিকিৎসকরা প্রায় এক ঘণ্টাব্যাপী প্রাণপণ চেষ্টা চালালেও শেষরক্ষা হয়নি। অবশেষে তিনি মৃত্যুর কাছে হার মানেন—চিরতরে থেমে যায় এক সাহসী পাইলটের জীবন।

এই মর্মান্তিক ঘটনায় দেশের মানুষ শোকাহত। শুধু একজন পাইলট নয়, লেফটেন্যান্ট তৌকির হয়ে উঠেছেন কর্তব্যনিষ্ঠার প্রতীক। নিজের প্রাণ দিয়ে হলেও তিনি চেষ্টা করেছিলেন অন্যদের জীবন বাঁচাতে।

B2graph



উত্তরায় স্কুল ভবনের ওপর ভেঙে পড়ল বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান: ১৯ জন নিহত, প্রায় ২০ জন শিক্ষার্থী আহত ঢাকার উত্তরায় মা...
21/07/2025

উত্তরায় স্কুল ভবনের ওপর ভেঙে পড়ল বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান: ১৯ জন নিহত, প্রায় ২০ জন শিক্ষার্থী আহত

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ১৯ জন। আজ দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান উড্ডয়নের মাত্র ১২ মিনিট পর নিয়ন্ত্রণ হারিয়ে কলেজ ভবনের ওপর আছড়ে পড়ে।

দুর্ঘটনায় ১৬ জন শিক্ষার্থী, ২ জন শিক্ষক এবং বিমানের পাইলট নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ছাড়া গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ২০ জন, যাদের সবাই ছাত্রছাত্রী। আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রশিক্ষণ চলাকালীন এই ভয়াবহ বিমান দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু করে ফায়ার সার্ভিস ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ঘটনার পর গোটা এলাকা জুড়ে সৃষ্টি হয় আতঙ্ক।

দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট না হলেও, প্রাথমিকভাবে এটিকে যান্ত্রিক ত্রুটি হিসেবে ধারণা করা হচ্ছে।

B2graph


কুয়েটে অনশনরত শিক্ষার্থীদের শারীরিক অবস্থার অবনতি; সরকারের নীরবতায় ক্ষোভ। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়ে...
22/04/2025

কুয়েটে অনশনরত শিক্ষার্থীদের শারীরিক অবস্থার অবনতি;
সরকারের নীরবতায় ক্ষোভ।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) চলমান অনশন কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে একের পর এক শারীরিক অসুস্থতা দেখা দিচ্ছে। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে অন্তত তিনজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন বলে আন্দোলনকারীরা জানিয়েছেন।

অসুস্থ শিক্ষার্থীরা হলেন—
মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ২৩তম ব্যাচের সিয়াম হাসান, একই বিভাগের ২২তম ব্যাচের শিক্ষার্থী মাশরাফি বিন মঞ্জু লাবিব এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২১তম ব্যাচের ছাত্র ফারিব সিদ্দিক।

বিশেষ করে লাবিবের শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে, কারণ পূর্ব থেকেই লাবিব লিভার সমস্যায় ভুগছিলেন এবং তার নিয়মিত খাদ্য গ্রহণের প্রয়োজন ছিল। অনশনরত অবস্থায় দীর্ঘসময় কিছু না খাওয়ায় তার অবস্থা গুরুতর হয়ে গেলে চিকিৎসকরা তাকে স্যালাইন ও অক্সিজেন সাপোর্ট দেন।

আন্দোলনের সঙ্গে যুক্ত ১৯তম ব্যাচের শিক্ষার্থী তৌফিক এলাহি ক্ষোভ প্রকাশ করে বলেন,

“প্রায় একদিন ধরে শিক্ষার্থীরা অনশনে রয়েছে, এবং এখন একজনের পর একজন অসুস্থ হয়ে পড়ছে। অথচ এখনো সরকার নিশ্চুপ। আমরা জানতে চাই—
ইন্টেরিম সরকারের অবস্থান কী?
কোনো শিক্ষার্থী প্রাণ হারালে তবেই কি তারা জাগবে?”

তিনি আরও বলেন, প্রশাসনের দৃষ্টিভঙ্গি যেন ‘প্রাণহানি না হলে কোনো কিছুই ঘটেনি’— এমন বার্তা দিচ্ছে, যা অত্যন্ত বেদনাদায়ক ও দায়িত্বজ্ঞানহীন।

B2graph

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র পারভেজ হ*ত্যায় উত্তাল বাংলাদেশরাজধানীর বনানীতে অবস্থিত বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ...
20/04/2025

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র পারভেজ হ*ত্যায় উত্তাল বাংলাদেশ

রাজধানীর বনানীতে অবস্থিত বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ও জাতীয়তাবাদী ছাত্রদলের শাখা নেতা জাহিদুল ইসলাম পারভেজ ছু*রিকাঘাতে নি*হত হয়েছেন। শনিবার (১৯ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনের গলিতে এই নির্মম হ*ত্যাকাণ্ড ঘটে।
প্রত্যক্ষদর্শী, সহপাঠী এবং পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সূত্রপাত হয় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ও এলএলবি বিভাগের কয়েকজন ছাত্র এবং দুই ছাত্রীকে ঘিরে কথা কাটাকাটি থেকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিঙ্গারা খাওয়ার সময় কথিত ‘তাকানোর’ অভিযোগে পারভেজের সাথে তর্কে জড়ান ইংরেজি বিভাগের শিক্ষার্থী মাহাথি, মেহেরাব ও আবুজর গিফারী। পরবর্তীতে ঘটনাটি আপাতদৃষ্টিতে সমঝোতায় মিটে গেলেও, কিছুক্ষণ পর অভিযুক্তরা স্থানীয় কিছু বহিরাগত যুবককে নিয়ে এসে পারভেজের ওপর অতর্কিত হা*মলা চালায়। বিশ্ববিদ্যালয়ের গেটের দিকে দৌড়ে পালানোর চেষ্টা করলে পারভেজকে ধারালো অ*স্ত্র দিয়ে আ*ঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় সহপাঠীরা তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃ*ত ঘোষণা করেন।

পরদিন নিহতের ভাই হুমায়ুন কবির বাদী হয়ে বনানী থানায় একটি হ*ত্যা মামলা দায়ের করেন। মামলায় ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরও ২০-৩০ জনকে আসামি করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে মাহাথি, মেহেরাব ও আবুজর গিফারীর নাম রয়েছে বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন নিশ্চিত করেছেন।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, র*ক্তাক্ত অবস্থায় পারভেজ একটি চেয়ারে বসে আছেন, আর আশপাশে কয়েকজন উদ্বিগ্ন সহপাঠী তার সাড়া পেতে চেষ্টা করছেন। ভিডিওটি সামাজিক ও রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

এদিকে রোববার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাহিদুল ইসলাম পারভেজের জানাজা অনুষ্ঠিত হয়। এতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি, নিহ*তের পরিবার এবং সহপাঠীরা উপস্থিত ছিলেন। জানাজা শেষে ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন।

এ হ*ত্যাকাণ্ডের ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরসহ অন্যান্য ছাত্রসংগঠন । বাংলাদেশ বিপ্লবী ছাত্র পরিষদের এক যৌথ বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক আবদুল ওয়াহেদ ও সদস্য সচিব ফজলুর রহমান বলেন, "তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যেভাবে পারভেজকে ছুরিকাঘাতে হ*ত্যা করা হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি একটি সুপরিকল্পিত হ*ত্যাকাণ্ড।"

বিবৃতিতে বলা হয়, উন্নত দেশগুলোতে শিক্ষাঙ্গনে এমন অপরাধের ঘটনায় দ্রুত আইন-শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেয়। কিন্তু বাংলাদেশের শিক্ষাঙ্গনে বারবার প্রমাণিত হচ্ছে, কোনো ঘটনা সামাজিক চাপ ও ক্ষোভের মাত্রা না পৌঁছালে প্রশাসন সক্রিয় হয় না। তারা প্রশ্ন তুলেছেন, ‘জুলাই বিপ্লব’-এর পরও কেন প্রশাসনিক সংস্কৃতি বদলায়নি।

এই ঘটনায় সাধারণ শিক্ষার্থীরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে। তাদের দাবি, শিক্ষাঙ্গন যেন রাজনৈতিক ও ব্যক্তিগত প্রতিহিংসার মাঠে পরিণত না হয়—এই নিশ্চয়তা প্রশাসনকে দিতে হবে।

B2graph

বড়াইবাড়ি যুদ্ধ ;আমাদের দম্ভের ইতিহাস ২০০১ সালের ১৮ এপ্রিল কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার সীমান্তবর্তী বড়াইবাড়ি গ্রামে...
19/04/2025

বড়াইবাড়ি যুদ্ধ ;
আমাদের দম্ভের ইতিহাস

২০০১ সালের ১৮ এপ্রিল কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার সীমান্তবর্তী বড়াইবাড়ি গ্রামে বাংলাদেশ রাইফেলস (বিডিআর) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে, যা ইতিহাসে "বড়াইবাড়ি যুদ্ধ" নামে পরিচিত।

বড়াইবাড়ি সংঘর্ষের মূল সূত্রপাত হয় সিলেটের পদুয়া এলাকায়। সেখানে বিএসএফ বাংলাদেশের ভূখণ্ডে অবৈধভাবে একটি ক্যাম্প স্থাপন করে এবং সংযোগ সড়ক নির্মাণের কাজ শুরু করে। বাংলাদেশের আপত্তি সত্ত্বেও বিএসএফ তাদের কার্যক্রম চালিয়ে যায়। এমন পরিস্থিতিতে ১৬ এপ্রিল বিডিআর পদুয়া এলাকায় অভিযান চালিয়ে বিএসএফের ক্যাম্প দখল করে নেয়। বিডিআরের ক্যাম্প দখলের পর, প্রতিশোধ নিতে বিএসএফের ২০০-৩০০ সদস্যের দল ১৮ এপ্রিল ভোরে কুড়িগ্রামের বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পে অতর্কিত হামলা চালায়।

বিএসএফের হামলার সময় বড়াইবাড়ি ক্যাম্পে মাত্র ৮ জন বিডিআর সদস্য উপস্থিত ছিলেন। তারা স্থানীয় গ্রামবাসীদের সহায়তায় প্রতিরোধ গড়ে তুলতে চেষ্টা চালায়। বিএসএফ সদস্যরা গ্রামবাসীর কাছ থেকে বিডিআর ক্যাম্পের অবস্থান জানতে চাইলে স্থানীয় এক ব্যক্তি কৌশলে ভুল তথ্য দেন, ফলে বিএসএফ ভুল স্থানে গিয়ে হামলা চালায়।সময়টুকু কাজে লাগিয়ে বিডিআর সদস্যরা প্রস্তুতি নিয়ে প্রতিরোধ শুরু করেন এবং আশেপাশের ক্যাম্প থেকে আরও সদস্যরা এসে প্রতিরোধ গড়ে তোলে।

বড়াইবাড়ি সংঘর্ষ প্রায় ৪২ ঘণ্টা স্থায়ী হয়। বাংলাদেশের পক্ষ থেকে ৩ জন বিডিআর সদস্য শহীদ হন এবং ৫ জন আহত হন। অন্যদিকে, ভারতের ১৬ জন বিএসএফ সদস্য নিহত হন এবং ২ জন গ্রেফতার হন ।​পরবর্তীতে আটক বিএসএফ সদস্যদের বাংলাদেশ সরকার মানবিক আচরণ নিশ্চিত করে ভারতে ফেরত পাঠায়।

সংঘর্ষের পর বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়। তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল (অব.) ফজলুর রহমানকে তার পদ থেকে সরিয়ে সেনাবাহিনীতে ফেরত পাঠানো হয়। পরবর্তীতে বাংলাদেশ সরকার বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ ২ জনকে বাংলাদেশ রাইফেলস পদক, ৩ জনকে প্রেসিডেন্ট রাইফেলস পদক এবং ৮ জনকে ডিজি’র কমেন্ডেশন মেডেল প্রদান করে ।​

বড়াইবাড়ি যুদ্ধ বাংলাদেশের ইতিহাসে এক সাহসিক ও গর্বময় অধ্যায়, যেখানে সীমান্তরক্ষী সৈনিকদের আত্মত্যাগ দেশপ্রেমের প্রকৃত মানে তুলে ধরে। মাত্র কয়েকজন সৈনিক ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রতিরোধ একটি সুসজ্জিত বাহিনীর আগ্রাসন রুখে দিয়েছিল, যা প্রমাণ করে যে আত্মবিশ্বাস, কৌশল ও সাহসিকতা দিয়ে অনেক বড় শক্তির মোকাবিলা সম্ভব।

তথ্যসূত্র-

ক. বাংলা উইকিপিডিয়া: ২০০১ বাংলাদেশ-ভারত সীমান্ত সংঘর্ষ
খ. Al Firdaws - বড়াইবাড়ি সংঘর্ষ: ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া যুদ্ধ
গ. Samorik Bisoy ব্লগ - বড়াইবাড়ির ইতিহাস
ঘ. BV News 24 - ২০০১ সালের বড়াইবাড়ি যুদ্ধ

প্রতিবেশী দেশ ভারতে সংখ্যালঘু মুসলিমদের ‘পূর্ণ নিরাপত্তা’ নিশ্চিত করার আহ্বান জানিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার৷ বাংলাদেশ...
18/04/2025

প্রতিবেশী দেশ ভারতে সংখ্যালঘু মুসলিমদের ‘পূর্ণ নিরাপত্তা’ নিশ্চিত করার আহ্বান জানিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার৷ বাংলাদেশের এমন বক্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ‘পশ্চিমবঙ্গের ঘটনাবলি নিয়ে বাংলাদেশ কর্মকর্তাদের মন্তব্যের প্রেক্ষিতে সরকারি মুখপাত্রের প্রতিক্রিয়া’ শীর্ষক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া কিছু বিষয় নিয়ে বাংলাদেশি কর্তৃপক্ষের মন্তব্য প্রত্যাখ্যান করেছে ভারত।

মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জ্যাসওয়াল বলেন,
“এই মন্তব্যটি আসলে একটি অস্পষ্ট ও অসাধু প্রচেষ্টা, যার মাধ্যমে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর চলমান নিপীড়ন থেকে আন্তর্জাতিক মনোযোগ অন্যদিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই ধরনের অপরাধমূলক কাজের দায়ী ব্যক্তিরা এখনো আইনের আওতার বাইরে রয়ে গেছে।”

তিনি আরও বলেন,
“অনর্থক মন্তব্য করা এবং বাস্তবতার সঙ্গে অমিল অবস্থান গ্রহণের বদলে বাংলাদেশের উচিত নিজেদের দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষা ও নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।”

কোচিংগুলোর এমন টানাটানি করার বাণিজ্যেও সংস্কার প্রয়োজন। প্রতিবারই এসব দেখা লাগে। এদের এমন দাবিদাওয়া দেখে বিভ্রান্তি ছড়িয়...
17/04/2025

কোচিংগুলোর এমন টানাটানি করার বাণিজ্যেও সংস্কার প্রয়োজন। প্রতিবারই এসব দেখা লাগে। এদের এমন দাবিদাওয়া দেখে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মধ্যে।

টানাটানির অবসান ঘটুক,অমুক তুমি কার সিনেমার সমাপ্তি ঘটুক। পাশাপাশি B2graph এর পক্ষ থেকে নুবাহ সিদ্দিকাকে অভিনন্দন।

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when B2graph posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share