20/04/2025
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র পারভেজ হ*ত্যায় উত্তাল বাংলাদেশ
রাজধানীর বনানীতে অবস্থিত বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ও জাতীয়তাবাদী ছাত্রদলের শাখা নেতা জাহিদুল ইসলাম পারভেজ ছু*রিকাঘাতে নি*হত হয়েছেন। শনিবার (১৯ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনের গলিতে এই নির্মম হ*ত্যাকাণ্ড ঘটে।
প্রত্যক্ষদর্শী, সহপাঠী এবং পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সূত্রপাত হয় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ও এলএলবি বিভাগের কয়েকজন ছাত্র এবং দুই ছাত্রীকে ঘিরে কথা কাটাকাটি থেকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিঙ্গারা খাওয়ার সময় কথিত ‘তাকানোর’ অভিযোগে পারভেজের সাথে তর্কে জড়ান ইংরেজি বিভাগের শিক্ষার্থী মাহাথি, মেহেরাব ও আবুজর গিফারী। পরবর্তীতে ঘটনাটি আপাতদৃষ্টিতে সমঝোতায় মিটে গেলেও, কিছুক্ষণ পর অভিযুক্তরা স্থানীয় কিছু বহিরাগত যুবককে নিয়ে এসে পারভেজের ওপর অতর্কিত হা*মলা চালায়। বিশ্ববিদ্যালয়ের গেটের দিকে দৌড়ে পালানোর চেষ্টা করলে পারভেজকে ধারালো অ*স্ত্র দিয়ে আ*ঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় সহপাঠীরা তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃ*ত ঘোষণা করেন।
পরদিন নিহতের ভাই হুমায়ুন কবির বাদী হয়ে বনানী থানায় একটি হ*ত্যা মামলা দায়ের করেন। মামলায় ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরও ২০-৩০ জনকে আসামি করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে মাহাথি, মেহেরাব ও আবুজর গিফারীর নাম রয়েছে বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন নিশ্চিত করেছেন।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, র*ক্তাক্ত অবস্থায় পারভেজ একটি চেয়ারে বসে আছেন, আর আশপাশে কয়েকজন উদ্বিগ্ন সহপাঠী তার সাড়া পেতে চেষ্টা করছেন। ভিডিওটি সামাজিক ও রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
এদিকে রোববার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাহিদুল ইসলাম পারভেজের জানাজা অনুষ্ঠিত হয়। এতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি, নিহ*তের পরিবার এবং সহপাঠীরা উপস্থিত ছিলেন। জানাজা শেষে ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন।
এ হ*ত্যাকাণ্ডের ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরসহ অন্যান্য ছাত্রসংগঠন । বাংলাদেশ বিপ্লবী ছাত্র পরিষদের এক যৌথ বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক আবদুল ওয়াহেদ ও সদস্য সচিব ফজলুর রহমান বলেন, "তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যেভাবে পারভেজকে ছুরিকাঘাতে হ*ত্যা করা হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি একটি সুপরিকল্পিত হ*ত্যাকাণ্ড।"
বিবৃতিতে বলা হয়, উন্নত দেশগুলোতে শিক্ষাঙ্গনে এমন অপরাধের ঘটনায় দ্রুত আইন-শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেয়। কিন্তু বাংলাদেশের শিক্ষাঙ্গনে বারবার প্রমাণিত হচ্ছে, কোনো ঘটনা সামাজিক চাপ ও ক্ষোভের মাত্রা না পৌঁছালে প্রশাসন সক্রিয় হয় না। তারা প্রশ্ন তুলেছেন, ‘জুলাই বিপ্লব’-এর পরও কেন প্রশাসনিক সংস্কৃতি বদলায়নি।
এই ঘটনায় সাধারণ শিক্ষার্থীরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে। তাদের দাবি, শিক্ষাঙ্গন যেন রাজনৈতিক ও ব্যক্তিগত প্রতিহিংসার মাঠে পরিণত না হয়—এই নিশ্চয়তা প্রশাসনকে দিতে হবে।
B2graph