13/08/2025
:তুমি ছিলে আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়!
আমার পৃথিবি। তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত ছিল এক অমূল্য রত্ন, যা আমি কখন ও ভুলতে পারবো না। তোমার হাশি, তোমার কথা, তোমার চোখের মাঝে হারিয়ে জাওয়া প্রতিটি সপ্ন-সব কিছুই যেন আজও আমাকে ঘিরে আছে! তোমার অনুপস্থিতি যেন আমার সমস্ত পৃথীবি থামিয়ে দিয়েছে। আমি জানি সময় কখন ও অপেক্ষা করে না,সম্পর্ক কখন ও একজায়গায় থেমে থাকে না, কিন্তু তোমাকে হারানো এতো কষ্টকর হবে, তা ভাবতেও পারিনি।