সংশয়- Shongshoy

সংশয়- Shongshoy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সংশয়- Shongshoy, Digital creator, Chandpur, Chittagong.

আমরা মানবাধিকার রক্ষার পক্ষে।

1. জীবন, স্বাধীনতা ও মর্যাদা রক্ষা।

2. নির্যাতন ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ।

3. ন্যায়বিচারের জন্য সহায়তা।

4. অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি।

5. পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রতিবেদন।

27/11/2025

তৌদিহী জঙ্গী, জঙ্গী তৌহিদী... যে নামেই ডাকেন তৌহিদী শুনলেই বুঝবেন এরা জঙ্গী

ক্যাংগারু আদালত (ইংরেজি: Kangaroo court ) হলো একটি অনানুষ্ঠানিক নিন্দাসূচক শব্দ যা এমন একটি আদালতকে বোঝায় যেটি আইন বা ব...
23/11/2025

ক্যাংগারু আদালত (ইংরেজি: Kangaroo court ) হলো একটি অনানুষ্ঠানিক নিন্দাসূচক শব্দ যা এমন একটি আদালতকে বোঝায় যেটি আইন বা বিচারের স্বীকৃত মানদণ্ডকে উপেক্ষা করে, যে অঞ্চলের মধ্যে এটি অবস্থিত সেখানে এর সামান্য বা কোনো স্বীকৃতি নেই, এবং সাধারণত অ্যাড হক ভিত্তিতে আহ্বান করা হয়।

23/11/2025

হুজুরদের ফতুয়া:
শাসক জালেম হলে নাকি ভূমিকম্প হয়।
৫ আগষ্টের পর এই ফতুয়া কি চলমান আছে???

21/11/2025

আজকের ভুমিকম্পের জন্য বাংলাদেশ আওয়ামিলীগকে কি কোন ভাবে দায়ী করা যায়? আজকের ভুমিকম্পের জন্য হয়তো ফ্যাসিস্টরা দায়ী। ওদের ষড়যন্ত্র ছিলো।

৭১-কে আড়াল করতে, ৭১-এর পরাজয়ের গ্লাণিকে ছোট করতে কি কি লাগবে সবই করতে চেষ্টা করছে। আজকে দেখলাম ২৪ এর ‘গণকবর’ নাম দিয়ে মো...
19/11/2025

৭১-কে আড়াল করতে, ৭১-এর পরাজয়ের গ্লাণিকে ছোট করতে কি কি লাগবে সবই করতে চেষ্টা করছে। আজকে দেখলাম ২৪ এর ‘গণকবর’ নাম দিয়ে মোনাজাত ধরা হয়েছে।

প্রথমে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে পাওয়া স্বাধীনতাকে হাইড করতে নাম দেয়া হলো ‘দ্বিতীয় স্বাধীনতা’। তারপর মুক্তিযোদ্ধাদের অবনমন করতে কিশোর গ্যাংদের নাম দিলো ‘২৪-এর মুক্তিযোদ্ধা’। যুদ্ধাপরাধী কুখ্যাত জামাত নেতা রাজাকার আল বদরদের মত করে যুদ্ধাপরাধী আদালতে বিচার করার ব্যবস্থা করা হলো। ৭১-এর শহীদ পরিবারকে মুছে দিতে ‘২৪-এর শহীদ পরিবার’ বানানো হলো। মুক্তিযুদ্ধ জাদুঘরের মত করে ২৪-এর জাদুঘর বানানো হলো। সব কিছু বানিয়েও তারা জানে এই ফেইক চেতনা তৈরি করে ফৈজদারি আদালত থেকে পার পাওয়া যাবে না। ফলে ইনডেমিটি দেয়া হলো ২৪ এর ‘মুক্তিযোদ্ধাদের’ যে কোন অপকর্ম নিয়ে কোন আদালতে বিচার চাওয়া যাবে না’!

৭১ ছিল আমাদের বিপ্লব। সেই বিপ্লবে পাকিস্তান নাম মুছে রেখেছি বাংলাদেশ। নতুন সংবিধান, নতুন মানচিত্র, নতুন জাতীয় সংগীত, নতুন পতাকা- ৭১ এর বিপ্লব আমাদের দিয়েছে। তোরা এগুলো করতে গেলে এদেশের মানুষ জাস্ট মেরে মেরে রাস্তায় তোদের ঝুলিয়ে রাখতো। এটা তোরাও জানিস। তাই ‘দ্বিতীয় স্বাধীনতা’ যে পোঁদ দিয়ে ঢুকিয়ে দিবে সেই ভয়ে রাতদিন ফ্যাসিস্ট ফ্যাসিস্ট বলে জিকির...

© সু ষু প্ত
#সুষপ্ত

19/11/2025

বাংলাদেশ দিন দিন জঙ্গিদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। ভবিষ্যতে এই দেশ উদ্ধার করা কঠিন হয়ে যাবে।

17/11/2025

মনের ভয়-ই আসল ভয় বুঝেছিস গাধার দল!

বারবার ভেঙে, বারেবারে আগুন দিয়েও তোদের ভয় যায়নি… এই ভাঙা বাড়ির প্রতিটা ধূলিকণা যে বাংলাদেশের আকাশে বাতাসে মিশে আছে সেটাকে কিভাবে অস্বীকার করবি রে রাজাকার বাহিনী!!

#ধানমন্ডি_৩২

Collected
17/11/2025

Collected

14/11/2025
🥲🥲
14/11/2025

🥲🥲

Address

Chandpur
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when সংশয়- Shongshoy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share