Saydur Rahman 2.0

Saydur Rahman 2.0 Alhamdulillah for Everything ❤️🤍

21/08/2025

বাংলাদেশের আইন শুধু মোটরসাইকেলেই সীমাবদ্ধ।

16/08/2025

আমার জীবনে সবচেয়ে বড় ট্রা'জে' ডি হইলো, বাসায় যাইহোক সব দো'ষ হয় আমার! 🙂

16/08/2025

নির্দিষ্ট একটা বয়স পার হলেই বুঝবেন,সারাদিন বাসায় শুয়ে-বসে আরাম করাটাও এক প্রকার উৎসব! ❤️🌸

নিজের যত্ন নাও, তুমি ছাড়া আর তোমার কেউ নেই।🖤
16/08/2025

নিজের যত্ন নাও,
তুমি ছাড়া আর তোমার কেউ নেই।🖤

16/08/2025

মেনে নিলে তুমি ভালো! আর না মানলে তুমি খারাপ! মুখ বুজে সহ্য করলে তুমি ভদ্র!
আর মুখের উপর জবাব দিলে তুমি বেয়াদব!

তোমার টাকা নাই পার্টনাররে জাস্ট ৩৫০ টাকা দামের একটা কফি খাওয়ানোর,এফোর্ড করার! মুরোদ কি জিনিস বলি-বছর খানেক আগে একটা আলিশ...
16/08/2025

তোমার টাকা নাই পার্টনাররে জাস্ট ৩৫০ টাকা দামের একটা কফি খাওয়ানোর,এফোর্ড করার!

মুরোদ কি জিনিস বলি-

বছর খানেক আগে একটা আলিশান ক্যাফে থেকে একটা চকলেট শেক নিয়ে রিক্সায় উঠছি। রিক্সাওয়ালা জিজ্ঞেস করলো "আপা আপনার হাতে এই কাপটায় কী আছে?" বললাম।
কইলো দাম কত? কইলাম ৩২০। রিক্সাওয়ালা কয় তার বৌ এইসব বাইরের খাবার অনেক পছন্দ করে। আমারে টাকা দিলে আমি একটু এই রকম এক কাপ তারে ওই কফিশপ থেকে এনে দিতে পারবো কিনা। মামা টাকা ৪০০ টাকা দিলো। আমি এনে দিলাম। ৮০ টাকা ফেরত দিলাম। এইটারে বলে মুরোদ!!সারাদিন রিক্সা টানে,কিন্তু বৌরে ৩২০ টাকা দামের চকলেট শেক খাওয়াইতে দুই বার ভাবে না! 🤍

© Lifes & Lens.

16/08/2025

পৃথিবীতে সবচেয়ে নিম্নমানের অহংকার হলো- শারীরিক সৌন্দর্যের অহংকার। যেখানে মানুষের নিজের কোনো কৃতিত্ব নেই অথচ দাম্ভিকতার জন্ম হয়!

16/08/2025

কপালে কি আছে জানি না! তবে আল্লাহর উপর এক বুক বিশ্বাস আর ভরসা আছে, তিনি হয়তো কোন একদিন আমাকেও শ্রেষ্ঠ কিছু দান করবেন!🤍

16/08/2025

যারা দুঃখ সয়,তাদের কপালে কেবল দুঃখই রয়!সুখের মুখ আর দেখা হয় না কখনোই!

15/08/2025

পুরনো ক্যালেন্ডারের মতো অহেতুক ঝুলে আছি পৃথিবীর দেয়ালে!

15/08/2025

টাকা দিয়ে সব পাওয়া গেলেও, ভদ্রতা এবং Common Sense কিনতে পাওয়া যায় না।

15/08/2025

কলেজে ভর্তি হওয়ার আগে মনে রাখবেন, কলেজ লাইফে চিল বলতে মাথার উপর যে চিল উড়ে সেটা কে বোঝায়।🙂

Address

Chittagong
4390

Website

Alerts

Be the first to know and let us send you an email when Saydur Rahman 2.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share