02/07/2025
আপনি হাসি খুশি শো করলে মানুষ ভাববে আপনার জীবনে কোনো দুঃখ নেই। আপনি দুঃখ কষ্ট শো করলে মানুষ বলবে আপনি সিম্প্যাথি সিকার।
যদি আপনি কোনোটাই না করে যদি চুপচাপ থাকেন তাহলে আপনাকে ভেবে নিবে আপনি সামাজিকতা জানেন না।
আমাদের কখনোই উপর থেকে দেখে কাউকে বিচার করা উচিৎ নয়। যে বন্ধু খাবারের বিলটা সব সময় নিজেই দিতে চায় তার মানে এই নয় সে টাকার পাহাড়ে বসে আছে। কারন সে টাকার চেয়ে বন্ধুত্বকে বা সম্পর্ককে বেশি বড় করে দেখে। যে মানুষ আগে ভাগেই কোনো কাজ সেরে ফেলেন কিংবা নির্দিষ্ট জায়গায় পৌছে যায় তার মানে এই নয় সে বোকা। এর মানে হচ্ছে তার দায়িত্ব জ্ঞান আছে। ঝগড়ার পরে যে আগে ভাগে মাফ চেয়ে নেয় তার মানে এই নয় সেই ভুল ছিলো। কারন সে আপনার সাথে সম্পর্কটাকে এবং আশে পাশের সবাইকে মূল্যায়ন করেন।
আপনাকে যারা সাহায্য করতে চান বিনিময়ে অনেকেই হয়ত কিছু আশা করেন না। সে নিঃস্বার্থ ভাবেই সাহায্য করে। কেউ আপনাকে প্রায়ই ফোন কিংবা টেক্সট দেয় এর মানে এই নয় তার কোনো কাজ নেই। হয়ত সে আপনাকে মন থেকেই ভালোবাসে।
একটা সময় আমরা একে অন্যের থেকে আলাদা হয়ে যাবো। একেবারে আলাদা। চেনা মানুষের সাথে কিংবা যাদের সাথে রোজ দেখা হতো কথা হতো চাইলেই আর তাদের সাথে দেখা কিংবা কথা হবেনা। কিন্তু আমাদের ভালোবাসা, আচরণ এবং সুন্দর স্মৃতি মানুষের হৃদয়ে চিরকাল থেকে যাবে। কেউ না কেউ এক বৃষ্টিবিখ্যাত সন্ধ্যায় বারান্দায় রকিং চেয়ারে দুলতে দুলতে চায়ের কাপ হাতে আপনার কথা মনে করে ভাববে “এই মানুষটার সাথেই কেটেছিলো জীবনের সুন্দর কিছু মূহুর্ত”........
সংগৃহীত
゚viralシfypシ゚viralシalシ ゚