28/07/2025
শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আজ🙏🌼
ওঁ নমঃ শিবায় 🙏
🔴“শ্রাবণ সোমবারে জপ করুন মহাদেবের এই ১০৮ নাম… শিব নিজে আপনার জীবনের সব পাপ ধুয়ে দেবেন! জীবন বদলে যাবে !!”
1. ওঁ শিৱায় নমঃ
2. ওঁ মহেশ্বরায় নমঃ
3. ওঁ শম্ভৱে নমঃ
4. ওঁ পিনাকিনে নমঃ
5. ওঁ শশিশেখৰায় নমঃ
6. ওঁ বশিষ্ঠায় নমঃ
7. ওঁ ব্ৰহ্মণেয়ায় নমঃ
8. ওঁ গৌরীপতয়ে নমঃ
9. ওঁ মহাদেৱায় নমঃ
10. ওঁ ঋত্বিকায় নমঃ
11. ওঁ বায়ুপায়ায় নমঃ
12. ওঁ মহাপাশুপতায় নমঃ
13. ওঁ রুদ্রায় নমঃ
14. ওঁ শূলপাণয়ে নমঃ
15. ওঁ খট্বাংগীনায় নমঃ
16. ওঁ বিষ্ণুবল্লভায় নমঃ
17. ওঁ শিপিৱিষ্টায় নমঃ
18. ওঁ অম্বিকানাথায় নমঃ
19. ওঁ গঙ্গাধৰায় নমঃ
20. ওঁ অন্ধকাসুরসুদনায় নমঃ
21. ওঁ কামাৰায় নমঃ
22. ওঁ অর্ঘ্যাপ্রিয়ায় নমঃ
23. ওঁ গিরিশায় নমঃ
24. ওঁ গোবিন্দপ্রিয়ায় নমঃ
25. ওঁ মৃগব্যাধায় নমঃ
26. ওঁ ত্ৰিপুরান্তকায় নমঃ
27. ওঁ বিশ্বৰূপায় নমঃ
28. ওঁ বিরূপাক্ষায় নমঃ
29. ওঁ কবচীনায় নমঃ
30. ওঁ কপৰ্দিনায় নমঃ
31. ওঁ নীললোহিতায় নমঃ
32. ওঁ শঙ্কৰায় নমঃ
33. ওঁ নীলকণ্ঠায় নমঃ
34. ওঁ জটাধৰায় নমঃ
35. ওঁ কল্পান্তায় নমঃ
36. ওঁ কলাধৰায় নমঃ
37. ওঁ মৃগহস্তায় নমঃ
38. ওঁ বিষ্ণুৰূপায় নমঃ
39. ওঁ বৃষধ্বজায় নমঃ
40. ওঁ ভূতেশায় নমঃ
41. ওঁ দিগ্বাসসায় নমঃ
42. ওঁ কাপনায় নমঃ
43. ওঁ কবীনায় নমঃ
44. ওঁ বিশ্বৰূপায় নমঃ
45. ওঁ ঋতুচেতনায় নমঃ
46. ওঁ সর্গসস্থিতিপ্রলয়কাৰকায় নমঃ
47. ওঁ সোমায় নমঃ
48. ওঁ সোমপায় নমঃ
49. ওঁ মহাতপায় নমঃ
50. ওঁ মহাগোরায় নমঃ
51. ওঁ মহাকায়ায় নমঃ
52. ওঁ মহাভোগায় নমঃ
53. ওঁ মহাবলায় নমঃ
54. ওঁ মহাবুদ্ধায় নমঃ
55. ওঁ মহাবীৰায় নমঃ
56. ওঁ মহেশ্বরায় নমঃ
57. ওঁ দেৱদেৱায় নমঃ
58. ওঁ মৃগালয়ায় নমঃ
59. ওঁ চন্দ্রচূড়ায় নমঃ
60. ওঁ বিষাধরায় নমঃ
61. ওঁ বেদজ্ঞায় নমঃ
62. ওঁ বেদকৃত্যে নমঃ
63. ওঁ বেদব্ৰহ্ময়ায় নমঃ
64. ওঁ পৃথৱীপ্ৰিয়ায় নমঃ
65. ওঁ সৰ্বজ্ঞায় নমঃ
66. ওঁ সৰ্বভুতভৃতে নমঃ
67. ওঁ সৰ্বাত্মনে নমঃ
68. ওঁ সৰ্বভাৱনায় নমঃ
69. ওঁ প্ৰজাপতয়ে নমঃ
70. ওঁ হিরণ্যরেতসে নমঃ
71. ওঁ দুঃস্বপ্ননাশনায় নমঃ
72. ওঁ উত্তৰণায় নমঃ
73. ওঁ দুশ্কৃতিহন্ত্ৰে নমঃ
74. ওঁ পুণ্যায় নমঃ
75. ওঁ পূণ্যদায় নমঃ
76. ওঁ পুরাতনায় নমঃ
77. ওঁ সর্গস্থাপকায় নমঃ
78. ওঁ সৃষ্টিকর্ত্ৰে নমঃ
79. ওঁ সন্থানায় নমঃ
80. ওঁ জ্ঞানমূর্তয়ে নমঃ
81. ওঁ জ্ঞানদায় নমঃ
82. ওঁ দয়ানিধয়ে নমঃ
83. ওঁ বিশ্বদৃষ্টয়ে নমঃ
84. ওঁ বিশ্বভর্ত্ৰে নমঃ
85. ওঁ বিশ্বাত্মনে নমঃ
86. ওঁ বিশ্বযোগিনে নমঃ
87. ওঁ স্বয়ম্ভুৱে নমঃ
88. ওঁ অরুপায় নমঃ
89. ওঁ অনলায় নমঃ
90. ওঁ অনুত্তমায় নমঃ
91. ওঁ অগোচৰায় নমঃ
92. ওঁ অতীন্দ্ৰিয়ায় নমঃ
93. ওঁ মহামায়ায় নমঃ
94. ওঁ সতানন্দায় নমঃ
95. ওঁ নন্দিপ্ৰিয়ায় নমঃ
96. ওঁ পিথাস্থিতায় নমঃ
97. ওঁ ভূমিশায়িনে নমঃ
98. ওঁ ভবায় নমঃ
99. ওঁ ভবনাশনায় নমঃ
100. ওঁ কালকালায় নমঃ
101. ওঁ কৃতজ্ঞায় নমঃ
102. ওঁ কৌশিকায় নমঃ
103. ওঁ লোকারক্ষায় নমঃ
104. ওঁ সুপ্রসন্নায় নমঃ
105. ওঁ সুমোহিতায় নমঃ
106. ওঁ সুরারিঘ্নায় নমঃ
107. ওঁ সম্বিধিনায় নমঃ
108. ওঁ সুরেশ্বরায় নমঃ
🔴এই ১০৮ নাম জপ করলে কী হয়??
১.সমস্ত পাপ নাশ হয়:
→ "এই নামগুলি যে শ্রদ্ধার সাথে পাঠ করে, সে সকল পাপ থেকে মুক্ত হয়।।"
Padma Purana, Uttara Khanda
২.রোগ, শোক, দুঃখ দূর হয়:
→ “শিবনাম স্মরণে মানুষের শরীর, মন ও আত্মা শুদ্ধ হয়।”
*Shiva Purana, Rudra Samhita*
৩.সংসার বেদনা থেকে মুক্তি:
→ “যে প্রতিদিন শিৱের ১০৮ নাম জপ করে, তার সংসারের বন্ধন কেটে যায়।।”
*Linga Purana*
৪.শিবভক্তি ও মোক্ষ লাভ:
→ “শিবনাম জপই মোক্ষের সোপান।।”(Skanda Purana)
৫.কালসাপ, ভূতপ্রেত, গ্রহদোষ থেকে রক্ষা:
→ “শিব নাম জপে সমস্ত অশুভ শক্তি দূরে সরে যায়।।”
🔴জপের উপযুক্ত সময় ও নিয়ম:
✅ প্রতিদিন সকালে স্নান করে বা সন্ধ্যায় শুদ্ধ মনে জপ করা যায়।।
✅ “ওঁ নমঃ শিৱায়” বলার পর ১০৮ নাম পাঠ করতে হয়।।
✅ রুদ্রাক্ষ মালা ব্যবহার করলে ফল বহু গুণে বৃদ্ধি পায়।।
©️