P For Prii

P For Prii Welcome To My World & Thanks For visit✨
Love To Explore 💜
Simple But Gorgeous 💜🌸
Nature Lover, Travel Lover✨😇
Buddhist✨✨

25/07/2025

20/07/2025

আমার পরিচিত একজনের আজ বিয়ে ভাঙলো। কারণ, ছেলের চেয়ে মেয়ের যোগ্যতা(!) বেশি। ছেলে চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটি থেকে পাশ করেছে, মেয়ে জাহাঙ্গীরনগর থেকে। ছেলে ঢাকায় একটা গার্মেন্টের একাউন্টস-এ জব করে, মেয়ে দ্বিতীয় শ্রেণির সরকারী কর্মকর্তা।

মেয়েপক্ষের অতি আগ্রহ সত্ত্বেও বিয়েটা হলো না। কারণ, ছেলের শিক্ষিতা মা এবং উচ্চশিক্ষিতা/অধ্যাপিকা বোনের ধারণা, মেয়ে ছেলের তুলনায় অতিযোগ্যতর(!) হওয়ায় বিয়ের পর মেয়েটি ছেলে এবং ছেলের পরিবারকে মানবে না।

অথচ ব্যাপারটা যদি উল্টো হয়! সাধারণতঃ উল্টোই হয়ে থাকে। ছেলেরা মেয়েদের তুলনায় বেশি যোগ্যতা সম্পন্ন(!) হলেই সমাজ তাঁদের বাহবা দেয়। ব্যতিক্রম যে হয় না তা নয়, তবে তা ব্যতিক্রমই। সমাজ, পরিবার... কেউই ব্যতিক্রমকে মেনে নিতে পারে না, মেনে নিতে চায় না।

এই যোগ্যতা(!) নিয়ে আমার প্রশ্ন আছে। শুধুমাত্র মেয়েটি একাডেমিক্যালি এবং চাকরিতে ছেলেটির চেয়ে এগিয়ে থাকার কারণে পরস্পরকে পছন্দ করার পরও বিয়েটা হলো না। সমাজই নির্ধারণ করে দিয়েছে ছেলেটিকে অবশ্যই লেখাপড়া/চাকরিতে মেয়েটির থেকে এগিয়ে থাকতে হবে। অনেক সময় দেখি কোন মেয়ে চাকরিতে তাঁর বরের চেয়ে ভালো অবস্থানে থাকলে বরও হীনমন্যতায় ভোগে! অদ্ভুত!!

অদ্ভুত
( স্নেহাশীষ )

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when P For Prii posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share